Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর l SSC Finance and Banking Chapter 3 MCQ Questions and Answers

ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায় mcq : ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। এক্ষেত্রে বর্তমানের ১০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই সময়মূল্য ধারণা। যেমন : সুদের হার শতকরা ১০ ভাগ অর্থাৎ কেউ যদি সোনালী ব্যাংকে এখন ১০০ টাকা জমা রাখে, তবে আগামী বছর ব্যাংক তাকে ১১০ টাকা দেবে। সুতরাং এখনকার ১০০ টাকা এবং আগামী বছরের ১১০ টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে।


SSC ফিন্যান্স ও ব্যাংকিং


ফিন্যান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায় mcq


১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?

● সুদের হার

খ মুদ্রা নীতি

গ অর্থের তারল্য

ঘ বর্ধিত মুনাফা


২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?

ক সরল সুদ

● চক্রবৃদ্ধি সুদ

গ মোট সুদ

ঘ নিট সুদ


৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-

র. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া

রর. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া

ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?

ক সুদের হার নির্ধারণ

● বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ

গ আর্থিক অবস্থা নিরূপণ

ঘ ঋণের কিস্তি হ্রাস করা


৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?

ক ২,০০,৭৩০.০০ টাকা

● ২,৮৩,৭২০.০০ টাকা

গ ৩,১৩,৫২০.০০ টাকা

ঘ ৪,৪০,০০০.০০ টাকা


নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় অ নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং ই ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়।


৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়?

ক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি

● বাট্টাকরণ পদ্ধতি

গ সরল সুদ নির্ণয়ের মাধ্যমে

ঘ EAR এর মাধ্যমে


৭. ‘অ’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে?

ক ৫০,০০০ টাকা

খ ৬০,০০০ টাকা

গ ৬২,০০০ টাকা

● ৭২,০০০ টাকা


৮. ‘ই’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো?

ক ১০,৫৫৫.২০ প্রায়

● ১১,০১৯.৫৫ প্রায়

গ ১১,০৩০.২০ প্রায়

ঘ ১৩,০১৯.৫০ প্রায়


নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও :

শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়।

১০. শাওন কত টাকা পেল?

ক ১,১০০ টাকা

খ ১,২০০ টাকা

● ১,২১০ টাকা

ঘ ১,২০০ টাকা


অর্থের সময়মূল্যের ধারণা

১১. অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে কোনটি জড়িত? (অনুধাবন)

ক সম্পত্তির সময় মূল্যের ধারণাটি

খ বিনিয়োগের সুযোগ ব্যয় ধারণাটি

গ প্রকল্প মূল্যায়নের ধারণাটি

● অর্থের সময়মূল্যের ধারণাটি


১২. বর্তমান সময়ের ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না কেন? (উচ্চতর দক্ষতা)

ক অর্থের সাথে দ্রব্য মূল্যের পরিবর্তনের জন্য

খ অর্থের সাথে চাহিদার পরিবর্তনের জন্য

● সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনের জন্য

ঘ অর্থের সাথে ক্রয়ক্ষমতার পরিবর্তনের জন্য


১৩. কারা ঋণদান কার্যক্রমের সাথে জড়িত? (জ্ঞান)

ক গ্রামীণ স্বর্ণকার

● গ্রামীণ মহাজন

গ গ্রামীণ পুরুহিত

ঘ গ্রামীণ ফেরিওলা


১৪. ফিন্যান্সের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয়? (জ্ঞান)

ক আয়

খ ব্যয়

গ বিনিয়োগ

● সময়


১৫. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তনের ধারণাকে কী বলে? (জ্ঞান)

ক অর্থায়ন

● অর্থের সময়মূল্য

গ অর্থের চাহিদামূল্য

ঘ অর্থের পরিবর্তিত মূল্য


১৬. কোন ধারণা অনুযায়ী আজকের ১০০ টাকা ও আগামীকালের ১০০ টাকার মূল্য সমান নয়? (জ্ঞান)

ক অর্থের মূল্য পরিবর্তন ধারণা

খ অর্থের চাহিদামূল্য ধারণা

গ অর্থের যোগান মূল্য ধারণা

● অর্থের সময়মূল্য ধারণা


১৭. সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কেন? (অনুধাবন)

● সুদের হারের কারণে

খ উৎপাদন বৃদ্ধির কারণে

গ অর্থের চাহিদা বৃদ্ধির কারণে

ঘ বাজার সম্প্রসারণের কারণে


১৮. সুদের হারের কারণে পার্থক্য সৃষ্টি হয় কোনটির? (অনুধাবন)

ক বর্তমান ও ভবিষ্যৎ সময়ের পরিকল্পনার

● বর্তমান ও ভবিষ্যৎ সময়ের অর্থ মূল্যের

গ চক্রবৃদ্ধি ও বাট্টাকরণ পদ্ধতির ব্যবহারের

ঘ বিনিয়োগ ও ঋণের মোট পরিমাণের


১৯. অর্থের সময় মূল্যের ধারণা অনুযায়ী এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা কিরূপ? (অনুধাবন)

ক সমান মূল্য বহন করে

● সমান মূল্য বহন করে না

গ সমানুপাতিক মূল্য বহন করে

ঘ গতানুপাতিক মূল্য বহন করে


অর্থের সময়মূল্যের গুরুত্ব

২০. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে? (অনুধাবন)

● অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ

খ অভ্যন্তরীণ ও বহিস্থ উৎসের ব্যবহার

গ মাসিক ও বার্ষিক কিস্তির হার

ঘ ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি


২১. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? (জ্ঞান)

● সুযোগ ব্যয়

খ প্রকল্প ব্যয়

গ প্রকল্প মূল্যায়ন

ঘ অর্থায়ন সুযোগ


২২. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়? (অনুধাবন)

ক প্রকৃত অর্থ

● সুযোগ ব্যয়

গ মূল্য নির্ধারণ

ঘ প্রকল্প মূল্যায়ন ব্যয়


২৩. ‘রুল-৭২’ ব্যবহার করা যায় কখন? (অনুধাবন)

● নির্দিষ্ট মেয়াদে অর্থ দ্বিগুণ হলে

খ নির্দিষ্ট মেয়াদে অর্থ তিনগুণ হলে

গ এক বছরে অর্থ দেড় গুণ হলে

ঘ সুদের হার পরিবর্তন হলে


২৪. নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হলে মেয়াদ নির্ণয় করতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)

ক রুল – ৬২

খ রুল – ৭২

● রুল – ৭৩

ঘ রুল – ৭৫


২৫. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন)

ক সময়ের সাথে আয়ের তুলনা

খ ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা

● বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা

ঘ বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা


২৬. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কোনটি তুলনা করা হয়? (জ্ঞান)

ক বর্তমান আয়

● ভবিষ্যৎ আয়

গ বর্তমান মুনাফা

ঘ ভবিষ্যৎ ব্যয়


২৭. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে কোনটি করতে হয়? (অনুধাবন)

ক বর্তমান ব্যয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ

খ বর্তমান আয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ

গ ভবিষ্যৎ ব্যয়ের বর্তমান মূল্য নির্ধারণ

● ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ধারণ


২৮. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে প্রকল্পের কোনটি তুলনা করতে হয়? (অনুধাবন)

ক বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়

খ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ আয়

● বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়

ঘ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়


২৯. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? (জ্ঞান)

● কিস্তি পরিশোধের ক্ষমতা

খ অর্থ বিনিয়োগের ক্ষমতা

গ নির্ধারিত কমিশন

ঘ সুদের পরিমাণ


৩০. ব্যাংক হতে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণ করা যায় কীভাবে? (অনুধাবন)

ক মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করে

● অর্থের সময়মূল্যের ধারণা ব্যবহার করে

গ ঝুঁকি নির্ধারণ পদ্ধতি ব্যবহার করে

ঘ প্রকল্প মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে


৩১. অর্থের সময়মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে- (প্রয়োগ)

র. অর্থায়নের গ্রহণযোগ্য উৎস নির্বাচন করা যায়

রর. প্রদেয় কিস্তির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়

ররর. বিনিয়োগের লাভজনক উৎস নির্বাচন করা যায়


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৩২. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িত থাকে- (অনুধাবন)

র. অর্থের আন্তঃপ্রবাহ

রর. অর্থের বহিঃপ্রবাহ

ররর. অর্থের বাট্টাকরণ


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৩৩. রুল-৭২ সম্পর্কে প্রযোজ্য উক্তিটি হলো- (অনুধাবন)

র. নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হয়

রর. সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়

ররর. ৭২-কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৩৪. বিনিয়োগ দ্বিগুণ হলে ‘রুল-৭২’ অনুযায়ী ৭২ কে- (অনুধাবন)

র. মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়

রর. মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়

ররর. সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :

আনিসুল হক তার ব্যবসায়ের মুনাফা লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তার নিকট এখন দুইটি বিনিয়োগ প্রকল্প রয়েছে। প্রথমত ৮% সুদে ডাচ বাংলা ব্যাংকে উক্ত অর্থ জমা রাখা। দ্বিতীয়ত উক্ত অর্থ দ্বারা একটি জমি ক্রয় করা যার মূল্য ১২ বছরে দ্বিগুণ হবে। অনেক হিসাব নিকাশ করে তিনি ব্যাংকে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নিলেন।


৩৫. আনিসুল হক তার মুনাফা জমি ক্রয়ে বিনিয়োগ করলে প্রাপ্য সুদের হার কত হতো? (প্রয়োগ)

ক ৫%

● ৬%

গ ৭%

ঘ ৮%


৩৬. আনিসুল হক জমি ক্রয় না করে ব্যাংকে অর্থ জমা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

ক তিনি বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত পাবেন

● তিনি বিনিয়োগকৃত অর্থের ওপর ২% অধিক হারে সুদ পাবেন

গ তিনি যে কোনো মুহূর্তে তার বিনিয়োগ প্রকল্প বদলাতে পারবেন

ঘ জমি ক্রয়ের প্রকল্পটির মুনাফা সম্পূর্ণ অনিশ্চিত ছিল


ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি

৩৭. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)

ক ভবিষ্যৎ মূল্য (ঋঠ) = বর্তমান মূল্য (১ – সুদের হার) বাৎসরিক মেয়াদ

খ ভবিষ্যৎ মূল্য (ঋঠ) = বর্তমান মূল্য (১ – সুদের হার) বাৎসরিক চক্রবৃদ্ধি সংখ্যা

● ভবিষ্যৎ মূল্য (ঋঠ) = বর্তমান মূল্য (১ + সুদের হার) বাৎসরিক মেয়াদ

ঘ ভবিষ্যৎ মূল্য = বর্তমান মূল্য(১ + সুদের হার) বাৎসরিক মেয়াদ


৩৮. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? (জ্ঞান)

ক সম্পত্তির মূল্য

খ মোট দায়ের পরিমাণ

গ অর্থের বর্তমান মূল্য

● অর্থের ভবিষ্যৎ মূল্য


৩৯. সুদাসলের ওপর সুদ গণনা করার পদ্ধতিকে বলা হয়? (জ্ঞান)

ক বাট্টাকরণ পদ্ধতি

খ সরল পদ্ধতি

● চক্রবৃদ্ধি পদ্ধতি

ঘ বার্ষিক পদ্ধতি


৪০. চক্রবৃদ্ধি সুদ কিসের ওপর গণনা করা হয়? (জ্ঞান)

ক আসল

● সুদাসল

গ মোট মুনাফা

ঘ কমিশন


৪১. চক্রবৃদ্ধি পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের ওপর সুদ ধার্য করে কোনটি নির্ণয় করা হয়? (অনুধাবন)

ক বর্তমান মূল্য

● ভবিষ্যৎ মূল্য

গ প্রকল্প

ঘ বিনিয়োগ ব্যয়


৪২. সরল সুদ কিসের ওপর গণনা করা হয়? (জ্ঞান)

● আসল

খ সুদাসল

গ বার্ষিক বাট্টা

ঘ মোট মুনাফা


৪৩. সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)

● আসল স্থির থাকে

খ সুদাসলের ওপর সুদ ধার্য করা হয়

গ আসল পরিবর্তন হয়

ঘ সুদের ওপর সুদ ধার্য করা হয়


৪৪. অর্থের সময়মূল্য কয়টি? (জ্ঞান)

● দুই

খ তিন

গ ছয়

ঘ সাত


৪৫. হায়দার আলী বার্ষিক ১০% সরল সুদে ৫,০০০ টাকা গ্রহণ করলে ২ বছর পর কত টাকা পরিশোধ করবে? (প্রয়োগ)

ক ৫,৫০০ টাকা

খ ৫,৭৭৫ টাকা

● ৬,০০০ টাকা

ঘ ১,০০০ টাকা


৪৬. নির্মল বাবু বার্ষিক ৭% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করলে ৫ বছর পরে কত টাকা পরিশোধ করবে? (প্রয়োগ)

ক ১০,৭০০ টাকা

খ ১৩,৫০০ টাকা

● ১৪,০২৬ টাকা

ঘ ১৩,৭০০ টাকা


৪৭. সাগর সেন ৮% চক্রবৃদ্ধি সুদে রূপালী ব্যাংকে ১২,০০০ টাকা জমা রাখলে ৪ বছর পর তার চক্রবৃদ্ধি সুদ কত হবে? (প্রয়োগ)

ক ৩,৮৪০ টাকা

খ ২,৯৬৫ টাকা

● ৪,৩২৬ টাকা

ঘ ৩,৭৩০ টাকা


৪৮. জনাব শহিদ ১৫% চক্রবৃদ্ধি সুদে ১৫,০০০ টাকা ন্যাশনাল ব্যাংকে জমা রাখলে ৫ বছর পর কত টাকা পাবেন? (প্রয়োগ)

ক ২৬,২৫০ টাকা

খ ২৮,৫০০ টাকা

গ ২৯,১৬৫ টাকা

● ৩০,১৭০ টাকা


৪৯. ইদ্রিস সাহেব ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদ হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে? (প্রয়োগ)

ক ২,৮৬৪ টাকা

খ ২,৯৮১ টাকা

গ ৩,১২৫ টাকা

● ৩,৩২৮ টাকা


৫০. মি. রাজিব ৫,০০০ টাকা ১০% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করবেন। ৭ বছর পর এ টাকা সুদে আসলে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে? (প্রয়োগ)

ক ৭,১১২ টাকা

খ ৭,২২২ টাকা

গ ৮,৫০২ টাকা

● ৯,৭৪৪ টাকা


৫১. আবির ১০০ টাকা রাফির নিকট থেকে ধার নিল এবং ১ বছর পর ১১০ টাকা ফিরিয়ে দিবে বলল। রাফি এই এক বছরে কীভাবে অর্থের মূল্য পরিমাণ করবে? (প্রয়োগ)

● অর্থের সময়মূল্য অনুযায়ী

খ মূলধনী ব্যয় অনুযায়ী

গ মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন করে

ঘ অর্থায়নের উৎস নির্ধারণ করে


৫২. জনাব এনামুল ১৫% চক্রবৃদ্ধি সুদে দীপন ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন। ৫ বছর পর তার জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? (প্রয়োগ)

ক ৯৯৫ টাকা

খ ১,০০৫ টাকা

● ১,০০৬ টাকা

ঘ ১,২২৫ টাকা


৫৩. মি. নিজাম ৯% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ৫,০০০ টাকা বিনিয়োগ করলেন। ৮ বছর পর এ বিনিয়োগের পরিমাণ কত হবে? (প্রয়োগ)

ক ৯,৮৮০ টাকা

● ৯,৯৬৩ টাকা

গ ১০,৫০৬ টাকা

ঘ ১১,৩২৬ টাকা


৫৪. চক্রবৃদ্ধি পদ্ধতিতে- (উচ্চতর দক্ষতা)

র. প্রথম বছর কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়

রর. প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরা হয়

ররর. প্রতি বছরের সুদাসলের ওপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়

নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৫৫. জনাব মতিন ২ বছরের জন্য ১০,০০০ টাকা ৭% চক্রবৃদ্ধি সুদে যমুনা ব্যাংকে জমা রাখলে তার জমাকৃত অর্থের (প্রয়োগ)

র. বর্তমান মূল্য ১০,০০০ টাকা

রর. ভবিষ্যৎ মূল্য ১১,৪৪৯ টাকা

ররর. সুদাসল ১১,৪৪৯ টাকা


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৫৬. সুদের হার ৯% হলে চক্রবৃদ্ধি পদ্ধতিতে ২,৫০০ টাকার ভবিষ্যৎ মূল্য হবে (প্রয়োগ)

র. এক বছর পর ২,৭২৫ টাকা

রর. দুই বছর পর ২,৯৭০.২৫ টাকা

ররর. পাঁচ বছর পর ৩,৮৬৪.৫৬ টাকা


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


ANSWER SHEET


►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ