Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

নবম - দশম শ্রেণি অর্থনীতি ২য় অধ্যায় MCQ প্রশ্ন উত্তর - Class 9 -10 Economics Chapter 2 MCQ Questions Answers

নবম-দশম শ্রেণির


ssc অর্থনীতি mcq ২য় অধ্যায়

 

1. দ্রব্যের মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর ক্ষমতাকে কী বলে?

ক. বিনিময় মূল্য

খ. উপযোগ

গ. বিক্রয় মূল্য

ঘ. ক্রয়মূল্য

 

2. সংক্ষেপে দ্রব্যকে কী বলা যায়?

ক. অবৈধ দ্রব্য

খ. অর্থনৈতিক দ্রব্য

গ. বিকল্প দ্রব্য

ঘ. পরিপূরক দ্রব্য

 

3. নিচের কোনটি বস্তুগত সম্পদ?

ক. ডাক্তারের সেবা

খ. শিক্ষকের পাঠদান

গ. ঘরবাড়ি

ঘ. উকিলের সেবা

 

4. নিচের কোনটি অবস্তুগত সম্পদ?

ক. ঘরবাড়ি

খ. টেলিভিশন

গ. আসবাবপত্র

ঘ. নার্সের সেবা

 

5. একটি জিনিসকে সম্পদ হতে হলে কয়টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?

ক. তিনটি

খ. দুটি

গ. চারটি

ঘ. পাঁচটি

 

6. কোনো দ্রব্য সম্পদ হতে হলে নিচের কোন বৈশিষ্টটি থাকা বাঞ্ছনীয়?

ক. পরিমাণ ও যোগান সীমিত থাকবে

খ. পরিমাণ ও যোগান অসীম থাকবে

গ. বিনিময় মূল্য থাকবে না

ঘ. কোনোটিই নয়

 

7. বাতাস কেন সম্পদ নয়?

ক. অফুরন্ত যোগানের কারণে

খ. অদৃশ্যমান বলে

গ. বিনিময় মূল্য কম বলে

ঘ. বিনিময় মূল্য বেশি বলে

 

8. নিচের কোন দ্রব্যটির যোগান অপর্যাপ্ত?
ক. বাতাস

খ. নদীর পানি

গ. ভূমি

ঘ. সমুদ্রের পানি

 

 

9. উপযোগ নেই এমন দ্রব্য মানুষ কী করে?

ক. অর্থ দিয়ে কিনে

খ. বেশি দাম দিয়ে কিনে

গ. কম দাম দিয়ে কিনে

ঘ. অর্থ দিয়ে কিনে না

 

10. যে দ্রব্যের মালিকানা পরিবর্তন করা যায় তাকে কী বলে?

ক. সম্পদ

খ. বিনিময় মূল্য

গ. উপযোগ

ঘ. উপযোগ্যতা

 

11. একজন লেখকের প্রতিভাকে কেন অর্থনীতিতে সম্পদ বলা যাবে না?

ক. অদৃশ্যমান বলে

খ. হস্তান্তর যোগ্যতা নেই বলে

গ. ব্যক্তিগত জিনিস বলে

ঘ. কোনোটিই নয়

 

ssc অর্থনীতি mcq ২য় অধ্যায়


12. নিচের কোন জিনিসটির হস্তান্তরযোগ্যতা রয়েছে?

ক. মেঘ

খ. বৃষ্টির পানি

গ. টিভি

ঘ. লেখকের প্রতিষ্ঠান

 

13. নিচের কোনটি অর্থনীতির ভাষায় সম্পদ নয়?

ক. গাড়ি

খ. মানুষের চারিত্রিক গুণাবলি

গ. জমি

ঘ. টাকা

 

14. উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার?

ক. ২ প্রকার

খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার

ঘ. ৫ প্রকার

 

15. প্রকৃতির কাছ থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে কী বলে?

ক. মানবিক সম্পদ

খ. প্রাকৃতিক সম্পদ

গ. ব্যক্তিগত সম্পদ

ঘ. সমষ্টিগত সম্পদ

 

16. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?

ক. খনিজ সম্পদ

খ. টিভি

গ. চিড়িয়াখানা

ঘ. ডাকঘর

 

 

16. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? [অনু. ]      

ক. ঘরবাড়ি

খ. ডাকঘর

গ. পদ্মা নদী

ঘ. বঙ্গোপসাগর

 

17. মানুষের শারীরিক যোগ্যতা কোনটি?

ক. ব্যক্তিগত সম্পদ

খ. জাতীয় সম্পদ

গ. মানবিক সম্পদ

ঘ. সমষ্টিগত সম্পদ

 

18. প্রাকৃতিক মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে কী বলে?

ক. সমষ্টিগত সম্পদ

খ. জাতীয় সম্পদ

গ. উৎপাদিত সম্পদ

ঘ. আন্তর্জাতিক সম্পদ

 

19. সরকার জনগণের মালিকানাধীন সম্পদকে কী বলে?

ক. সমষ্টিগত সম্পদ

খ. আন্তর্জাতিক সম্পদ

গ. ব্যক্তিগত সম্পদ

ঘ. প্রাকৃতিক সম্পদ

 

20. নিচের কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ?

ক. যন্ত্রপাতি

খ. বনভূমি

গ. সাগর

ঘ. রাস্তাঘাট

 

21. ব্যক্তিগত সমষ্টিগত সম্পদের সমষ্টিকে কী বলে?

ক. জাতীয় সম্পদ

খ. আন্তর্জাতিক সম্পদ

গ. প্রাকৃতিক সম্পদ

ঘ. মানবিক সম্পদ

 

22. যেসব সম্পদের মালিক নির্দিষ্ট কোনো দেশ নয় তা কী?

ক. জাতীয় সম্পদ

খ. আন্তর্জাতিক সম্পদ

গ. সমষ্টিগত সম্পদ

ঘ. মানবিক সম্পদ

 

23. মহাসাগর কী ধরনের সম্পদ বলে বিবেচিত হবে?

ক. মানবিক সম্পদ

খ. জাতীয় সম্পদ

গ. আন্তর্জাতিক সম্পদ

ঘ. সমষ্টিগত সম্পদ-

 

24. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?

ক. আন্তর্জাতিক নদী

খ. হাসপাতাল

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. আসবাবপত্র

 

25. বাংলাদেশ মূলত কীরূপ দেশ?

ক. কৃষিপ্রধান

খ. শিল্পপ্রধান

গ. রপ্তানিনির্ভর

ঘ. উন্নত

 

26. বাংলাদেশে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কতটুকু?

ক. ২ কোটি ২২ লক্ষ একর

খ. ৩ কোটি ২২ লক্ষ একর

গ. ৩ কোটি ৫০ লক্ষ একর

ঘ. ২ কোটি ৯৫ লক্ষ একর

 

ssc অর্থনীতি mcq ২য় অধ্যায়


27. নিচের কোনটি আমাদের কৃষি উৎপাদনে সহায়ক?

ক. বিরূপ আবহাওয়া

খ. অনুকূল আবহাওয়া

গ. দামী শ্রমিক

ঘ. রপ্তানিনির্ভরতা

 

28. দেশের কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাগে কৃষির ওপর নির্ভরশীল?

ক. ৫০%

খ. ১০০%

গ. ২৫%

ঘ. ৭৫%

 

29. নিচের কোনটি আমাদের প্রধান ফসল?

ক. চা

খ. তামাক

গ. ধান

ঘ. রেশম

 

30. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

ক. কয়লা

খ. চীনামাটি

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. কঠিন শিলা

 

31. নিচের কোনটি তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?

ক. রাসায়নিক সার

খ. রাস্তাঘাট

গ. ঘরবাড়ি

ঘ. কোনোটিই নয়

 

32. নিচের কোনটি তৈরিতে চুনাপাথর ব্যবহৃত হয়?

ক. কাচ

খ. রাস্তাঘাট

গ. পাস্টিক

ঘ. রবার

 

33. চট্টগ্রাম বিভাগের কোথায় চুনাপাথরের মজুদ রয়েছে?

ক. পতেঙ্গায়

খ. রামুতে

গ. সেন্টমার্টিনে

ঘ. টেকনাফে

 

34. সেনিটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

ক. কয়লা

খ. চুনাপাথর

গ. তামা

ঘ. গন্ধক

 

35. ময়মনসিংহে বিজয়পুরে নিচের কোন খনিজ সম্পদটি পাওয়া যায়?

ক. কয়লা

খ. কঠিন শিলা

গ. সিলিকা বালি

ঘ. চীনামাটি

 

36. দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. কয়লা

গ. গন্ধক

ঘ. চীনামাটি

 

37. দিনাজপুরের মধ্যপাড়া রংপুরের রানীপুকুরে কিসের মজুদ রয়েছে?

ক. সিলিকা বালির

খ, কঠিন শিলার

গ. খনিজ তেলের

ঘ. তামার

 

38. রেলপথ নির্মাণে কোনটি ব্যবহৃত হয়?

ক. তামা

খ. গন্ধক

গ. সিলিকা বালি

ঘ. কঠিন শিলা

 

39. কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে?

ক. নিঝুম দ্বীপে

খ. সেন্টমার্টিন দ্বীপে

গ. শাহপরীর দ্বীপে

ঘ. কুতুবদিয়া দ্বীপে

 

40. কোথায় সম্প্রতি খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে?

ক. সিলেটের হরিপুরে

খ. ফেনীর কাজী পাড়ায়

গ. ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে

ঘ. বান্দরবানের রুমায়

 

41. মুদ্রা তৈরিতে কী ব্যবহৃত হয়?

ক. লোহা

খ. গন্ধক

গ. তামা

ঘ. কঠিন শিলা

 

42. পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২০%

খ. ৩০%

গ. ২৫%

ঘ. ৫০%

 

43. বাংলাদেশের বনভূমির পরিমাণ ভূখণ্ডের কত ভাগ?

ক. ২৫%

খ. ২০%

গ. ২১%

ঘ. ১৭%

 

44. আমেরিকায় শতকরা বনভূমির পরিমাণ কত ভাগ?

ক. ৩৫%

খ. ৩৪%

গ. ৩৮%

ঘ. ৩৭%

 

45. জাপানে বনভূমির পরিমাণ কত ভাগ?

ক. ৬৫%

খ. ২৫%

গ. ৬৩%

ঘ. ৮০%

 

46. ভারতে কত ভাগ বনাঞ্চল রয়েছে?

ক. ২৫%

খ. ২২%

গ. ৭০%

ঘ. ৬৫%

 

47. বাংলাদেশের সমগ্র বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ৩ ভাগে

খ. ৪ ভাগে

গ. ৫ ভাগে

ঘ. ৬ ভাগে

 

48. পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান কোথায়?

ক. বান্দরবনে

খ. সুন্দরবনে

গ. মধুবনে

ঘ. সিলেটে

 

49. পাবর্ত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত?

ক. ১৬,৩৩৩ বর্গ কিলোমিটার

খ. ১৫,৩৩৩ বর্গ কি.

গ. ১৭,৩৩৩ বর্গ কিলোমিটার

ঘ. ১৭,৩৩৩ বর্গ কি.

 

50. মধুপুর ভাওয়ালের বনভূমির আয়তন কত?

ক. ১,১৬৪ বর্গ কিলোমিটার

খ. ১,০৬৪ বর্গ কি.

গ. ১,২৬৪ বর্গ কিলোমিটার

ঘ. ১,৩৬৪ বর্গ কি.

 

51. শাল কোন বনের প্রধান বক্ষৃ?

ক. সুন্দরবন

খ. মধুপুর ও ভাওয়াল বনভূমি

গ. সিলেট

ঘ. দিনাজপুর

 

52. শিমুল, বনজাম, বাঁশ, বেত কোন বনাঞ্চলে বেশি জন্মে?

ক. সুন্দরবন

খ. পার্বত্য অঞ্চলে

গ. সিলেটের বনভূমিতে

ঘ. দিনাজপুরে

53. দিনাজপুর রংপুরের বনভূমির আয়তন কত?

 

ক. প্রায় ১০০ বর্গ কিলোমিটার

খ. প্রায় ৫০ বর্গ কিলোমিটার

গ. প্রায় ৩৯ বর্গ কিলোমিটার

ঘ. প্রায় ৮৫ বর্গ কিলোমিটার

 

54. কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে?

ক. হরিপুরে

খ. কৈলাসটিলায়

গ. ফুলবাড়িয়ায়

ঘ. বড়পুকুরিয়ায়

 

55. বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে কিসের থেকে আসে?

ক. কয়লা

খ. সৌরবিদ্যুৎ

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. খনিজ তেল

 

56. দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. চট্টগ্রামের কাপ্তাইয়ে

খ. আশুগঞ্জে

গ. ভৈরবে

ঘ. লামায়

 

57. কোন নদীতে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে?

ক. সাঙ্গু

খ.কর্ণফুলী

গ. মেঘনা

ঘ. যমুনা

 

58. গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?

ক. সৌর বিদ্যুৎ

খ. পানি বিদ্যুৎ

গ. তাপ বিদ্যুৎ

ঘ. কোনোটিই নয়

 

59. বাংলাদেশে পানির প্রধান উৎস কয়টি?

ক. ২টি

খ. ৫টি

গ. ৩টি

ঘ. ৬টি

 

60. নদীর স্রোত থেকে কী উৎপন্ন হয়?

ক. পানি বিদ্যুৎ

খ. সৌর বিদ্যুৎ

গ. বায়ু বিদ্যুৎ

ঘ. কোনোটিই নয়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ