Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

নবম-দশম শ্রেণির অর্থনীতি ১ম অধ্যায় MCQ - 9 -10 Economics Chapter 1 MCQs


নবম-দশম শ্রেণির


নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


১. আদিম সমাজে মানুষের জীবনযাপন কেমন ছিল?
 ক. সংগ্ৰাম বিহীন
● অত্যন্ত সহজ-সরল
গ. অত্যন্ত কঠিন
ঘ. ভীতিকর

২. আদিম সমাজে উৎপাদনের মূল উপকরণ কী ছিল?
ক. অর্থ
খ. ভূমি
গ. সংগঠন
● কায়িক শ্রম

৩. “দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ’- এটি কোন অর্থনৈতিক সমাজের মূলমন্ত্র ?
ক. নির্দেশমূলক
● আদিম
গ. ধনতান্ত্রিক
ঘ. ইসলামি

৪. আদিম অর্থনীতির প্রধান বিষয় ছিল কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৪টি

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৫. কোন নবীর সময়ে ধর্মগ্রন্থে অর্থনীতি বিষয়ে কিছু আলোচনা হতো?
ক. হযরত ঈসা (আ.)
● হযরত মুসা (আ.)
গ. হযরত ইউনুস (আ.)
ঘ. হযরত মুহাম্মদ (স.)

৬. ‘Economics’ কোন শব্দ থেকে এসেছে?
● Oikonomia
খ. Ekonomia
গ. Onkomia
ঘ. Konomia

৭. Oikonomia এর অর্থ কী?
ক. Manage of the house
খ. Manage of the household
গ. Management of the house
● Management of the Household

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৮. প্রাচীন ভারতে কোন সময়ে কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচিত হয়?
● ৪র্থ খ্রিষ্টপূর্ব
খ. ৫ম খ্রিষ্টপূর্ব
গ. ৬ষ্ঠ খ্রিষ্টপূর্ব
ঘ. ৭ম খ্রিষ্টপূর্ব

৯. অর্থনীতিকে গৃহস্থালি ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করেন কোন অর্থনীতিবিদ?
ক. অধ্যাপক মার্শাল
● এরিস্টটল
গ. পল স্যামুয়েলসন
ঘ. লায়নেল রবিন্স

১০. নিচের কোনটি ‘বাণিজ্যবাদ’ এর প্রসারকাল?
ক. ১৪০০-১৫০০
● ১৫৯০-১৭৮০
গ. ১৫৯০-১৭২০
ঘ. ১৭৯০-১৮৮০

১১. Mercantilism শব্দটির অর্থ কী?
ক. ভূমিবাদ
● বাণিজ্যবাদ
গ. সাম্রাজ্যবাদ
ঘ. পুঁজিবাদ

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১২. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অধিক রপ্তানি করত?
 ক. রোমানরা
খ. ফরাসিরা
গ. গ্রিকরা
● ইংল্যান্ডের ব্যবসায়ীরা

১৩. কারা বাণিজ্য উদ্বৃতকরণের লক্ষ্যে খুব সামান্যই আমদানি করত?
ক. ভারতীয় ব্যবসায়ীরা
● ইংল্যান্ডের ব্যবসায়ীরা
গ. ইতালির ব্যবসায়ীরা
ঘ. ফ্রান্সের ব্যবসায়ীরা

১৪. ‘Physiocracy’ শব্দটির অর্থ কী?
ক. বাণিজ্যবাদ
● ভূমিবাদ
গ. সাম্রাজ্যবাদ
ঘ. শরীরতত্ত্ব

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১৫. কোন দেশ নিজেদের উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে মূল্যবান ধাতু আমদানি করত?

● ইংল্যান্ড
খ. ইতালি
গ. ফ্রান্স
ঘ. স্পেন

১৬. ইংল্যান্ড শিল্পপণ্য রপ্তানি করে কী আমদানি করত?
ক. কৃষি উপকরণ
খ. শ্রমিক
গ. মূল্যবান প্রাচীন দ্রব্য
● মূল্যবান ধাতু

১৭. ফরাসিরা কোন সময়ে ভূমিবাদ মতবাদ প্রচার করেন?
ক. ড়শ শতাব্দীর মধ্যভাগে
খ. সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে
● অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে
ঘ. ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে

১৮. ইংল্যান্ডে বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ কোন দেশে প্রচার করা হয়?
ক. ব্রিটেনে
খ. ইতালিতে
গ. আমেরিকায়
● ফ্রান্সের

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১৯. কৃষিকে উৎপাদনশীল কাজ মনে করা হতো কোন মতবাদে?
ক. সাম্রাজ্যবাদে
● ভূমিবাপে
গ. পুঁজিবাদে
ঘ. বাণিজ্যবাদে

২. কারা ভূমিবাদ মতবাদ প্রচার করেন?
● ফরাসিরা
খ. ভারতীয়রা
গ. গ্রিকরা
ঘ. রোমানরা

২১. ভূমিবাদীদের মতে, উৎপাদনশীল খাত বলতে কোন খাতকে বোঝানো হতো?
● কৃষি
খ. শিল্প
গ. বাণিজ্য
ঘ. রপ্তানি

২২. কোন খাতকে ভূমিবাদীরা অনুৎপাদনশীল খাত বলে মনে করতেন?
● শিল্প ও বাণিজ্য
খ. কৃষি ও শিল্প
গ. মৎস্য ও শিল্প
ঘ. খনি ও বাণিজ্য

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

২৩. অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ?
ক. আমেরিকার
খ. ফ্রান্সের
● ইংল্যান্ডের
ঘ. ইতালির

২৪. কে সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন?
ক. আলফ্রেড মার্শাল
● অ্যাডাম স্মিথ
গ. পল স্যামুয়েলসন
ঘ. এল. রবিন্স

২৫. কোনটি প্রধান অর্থনৈতিক সমস্যা?
● দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব
খ. দুষ্প্রাপ্যতা ও অসীম সম্পদ
গ. অসীম অভাব ও অসীম সম্পদ
ঘ. নির্বাচন করা

২৬. অভাব পূরণের উপকরণ বা সম্পদ কীরূপ?
ক. পর্যাপ্ত
খ. অধিক
● সীমিত
ঘ. অসীম

২৭. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?
● সম্পদের সীমাবদ্ধতা
খ. অসীম অভাব
গ. নির্বাচন সমস্যা
ঘ. সম্পদের প্রাচুর্যতা

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

২৮. অসংখ্য অভাব থেকে কোনটি অনুসারে মানুষ তার অভাবগুলোকে নির্বাচন করে?
ক. যোগান
খ. চাহিদা
গ. আকাঙ্ক্ষা
● গুরত্ব

২৯. কীসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে?
ক. অসীম অভাব
খ. বিকল্প সম্পদ
গ. অসীম সম্পন
● সম্পদের দুষ্প্রাপ্যতা

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


৩০. দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না কীভাবে?
ক. অভাব বেশি হলে
খ. অভাব কম হলে
গ. সম্পদ কম হলে
● সম্পদ বেশি হলে

৩১. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. সম্পদের ঘাটতি
● সম্পদের দুষ্প্রাপ্যতা
গ. সীমাহীন চাহিদা
ঘ. সীমাহীন অভাব

৩২. কোনটির কারণে বাছাই সমস্যাটির সৃষ্টি হয়?
● সম্পদের স্বল্পতার
খ. অসীম অভাবের
গ. সুযোগ ব্যয়ের
ঘ. চাহিদার

৩৩. কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার কোনো প্রশ্ন ওঠে না?
● মুক্ত দ্রব্য
খ. অর্থনৈতিক দ্রব্য
গ. প্রয়োজনীয় দ্রব্য
ঘ. মধ্যবর্তী দ্রব্য

৩৪. একজন ব্যক্তির একই সাথে রঙিন টিভি, মোবাইল ফোন, শার্ট এবং ঘড়ির প্রয়োজন। এমতাবস্থায় সে কোনটি আগে পূরণ করবে?
● শার্ট
খ. রঙিন টিভি
গ. ঘড়ি
ঘ. মোবাইল ফোন

৩৫. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনসংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে — উক্তিটি কোন অর্থনীতিবিদের?

ক. অধ্যাপক মার্শাল
খ. অ্যাডাম স্মিথ
গ. কেয়ার্নক্রস
● এল. রবিন্স

৩৬. সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়’- উক্তিটি কোন অর্থনীতিবিদের?
ক. এল. রবিন্স
● পল স্যামুয়েলসন
গ. অ্যাডাম স্মিথ
ঘ. আলফ্রেড মার্শাল

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


৩৭. সমাজে সম্পদ ভালোভাবে ব্যবহারের গুরুত্ব দেওয়া হয় কেন?
ক. অসীম অভাব বলে
খ. যোগান কম বলে
গ. সম্পদ অসীম বলে
● সম্পদ সীমিত বলে

৩৮. মানুষ কীভাবে তার অতিপ্রয়োজনীয় অভাব পূরণ করে?
ক. সুযোগ ব্যয়ের মাধ্যমে
● অগ্রাধিকারভিত্তিতে
গ. চোরাচালানের মাধ্যমে
ঘ. দুষ্প্রাপ্যতার মাধ্যমে

৩৯. অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল প্রমুখ কোন ধারার অর্থনীতিবিদ?
● ক্লাসিক্যাল
খ. নিউ ক্লাসিক্যাল
গ. আধুনিক
ঘ. প্রাচীন



৪০. কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে উৎপাদন ও বণ্টনের বিজ্ঞান বলে মনে করেন?
● ডেভিড রিকার্ডো
খ. অধ্যাপক পিগু
গ. অধ্যাপক মার্শাল
ঘ. স্যামুয়েলসন

৪১. ক্লাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল?
ক. বিনিময় অর্থনীতি
খ. সামাজিক অর্থনীতি
● রাজনৈতিক অর্থনীতি
ঘ. পারিবারিক অর্থনীতি

৪২. প্রথম দিকের অর্থনীতি কী নামে পরিচিত ছিল?
ক. সামাজিক বিজ্ঞান
খ. অণ্ডারে বিজ্ঞান
● Political Economy
ঘ. মানবকল্যাণের বিজ্ঞান



৪৩. অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে — উক্তিটি কোন অর্থনীতিবিদের?
ক. অধ্যাপক মার্শাল
খ. কেয়ার্নস
● অ্যাডাম স্মিথ
ঘ. এম. রবিন্স

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


৪৪. কোন অর্থনীতিবিদের সংজ্ঞায় সম্পদ বলতে দ্রব্যকেই বোঝানো হয়েছে?
ক. অধ্যাপক মার্শাল-এর
খ. অধ্যাপক এন রবিন্স-এর
● অ্যাডাম স্মিথ-এর
ঘ. স্যামুয়েলসন-এর

৪৫. অ্যাডাম স্মিথ প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা নিচের কোনটিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে?
● সম্পদ
খ. বাজার
গ. শ্রমিক
ঘ. পুঁজি

৪৬. মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?
● সম্পদ আহরণ
খ. সম্পদ ব্যবহার
গ. ব্যবসা-বাণিজ্য
ঘ. সম্পদ করায়ত্ত

৪৭. অ্যাডাম স্মিথের সংজ্ঞায় কোন দিকটি উপেক্ষিত ছিল?
ক. অসীম অভাব
খ. সম্পদ আহরণ
● সেবা খাত
ঘ. দ্রব্যসামগ্রী

৪৮. কোন অর্থনীতিবিদের সংজ্ঞায় সেবা সম্পর্কে কিছুই বলা হয়নি?

ক. অধ্যাপক মার্শাল-এর
খ. অধ্যাপক এল. রবিন্স-এর
● অ্যাডাম স্মিথ-এর
ঘ. স্যামুয়েলসন-এর

৪৯. অ্যাডাম স্মিথের সংজ্ঞায় কয়টি দুর্বলতা দেখা যায়?
ক. ২টি
● ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি

৫০. অধ্যাপক মার্শাল-এর মতে, অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
● মানুষের কল্যাণ সাধন
গ. ভোগ-বিলাস
ঘ. অর্থ আহরণ

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


৫১. অধ্যাপক মার্শাল কীসের ওপর অধিক গুরুত্বারোপ করেন?
ক. সম্পদ
খ. চাহিদা
গ. উৎপাদন
● মানবকল্যাণ

৫২. মার্শালের সংজ্ঞায় মানুষের কোন মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি?
ক. বিকল্প ব্যবহার
● সম্পদের স্বল্পতা
গ. মানবকল্যাণ
ঘ. সম্পদ আহরণ



৫৩. অর্থনীতির মূল উদ্দেশ্য মানবকল্যাণ তা কোন অর্থনীতিবিদের সংজ্ঞায় ফুটে উঠেছে?
ক. অ্যাডাম স্মিথ
● অধ্যাপক মাশীল
গ. রিকার্ডো
ঘ. এল রবিনস

৫৪. কীসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এম. রবিল অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন?
ক. নির্বাচন
খ. সম্পদের প্রাচুর্যতা
● দুষ্প্রাপাতা
ঘ. অসীম অভাব

৫৫. কোনটি রবিজের সংজ্ঞার ক্ষেত্রে প্রযোগ্য?
● সংজ্ঞাটি গ্রহণযোগ্য
খ. সংজ্ঞাটি অপেক্ষাকৃত জটিল
গ. সংজ্ঞাটি সকলের বোধগম্য
ঘ. সংজ্ঞাটি গ্রহণযোগ্য নয়

৫৬. অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞার বৈশিষ্ট্য কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
● ৫টি

৫৭. অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
ক. ডেভিড রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
● অধ্যাপক এল. রবিন্স
ঘ. অধ্যাপক মার্শাল

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


৫৮. অধ্যাপক এল. রবিলের সংজ্ঞায় কয়টি সমালোচনার দিক রয়েছে?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
● ৬টি

৫৯. কোন অর্থনীতিবিদের সংজ্ঞা অপেক্ষাকৃত বিমূর্ত?
ক. ডেভিড রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
গ. অধ্যাপক মার্শাল
● অধ্যাপক এম. রবিন্স

৬০. প্রতিটি কাজের জন্য কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. সুযোগ
● প্রণোদনা
গ. আয়
ঘ. পুরস্কার

৬১. অর্থনীতির মৌলিক নীতি কয়টি?
ক. ৫টি
● ১০টি
গ. ১৫টি
ঘ. ২০টি

৬২. অর্থনীতির ভাষায় মানুষ সাধারণত কোন পর্যায়ে চিন্তা করে?
ক. প্রারম্ভিক পর্যায়ে
খ. মধ্যম পর্যায়ে
● প্রান্তিক পর্যায়ে
ঘ. বৃহৎ পর্যায়ে

৬৩. প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে মানুষ কী করবে?
ক. ভোগ বন্ধ করবে
● ভোগ করবে
গ. বাজার ছেড়ে চলে যাবে
ঘ. ভোগ করবে না

৬৪. মুক্তবাজার অর্থনীতিতে কখন ক্রেতা-বিক্রেতার স্বার্থ বিঘ্নিত হয়?
ক. দাম বেশি হলে
খ. যোগান বাড়লে
● বাজারে সরকার হস্তক্ষেপ করলে
ঘ. বিক্রেতা বেশি হলে

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৬৫. কখন সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে?
ক. ধনীরা ভোগ বেশি করলে
● বাজারব্যবস্থা ব্যর্থ হলে
গ. সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে
ঘ. চাহিদা ও যোগান সমান হলে

৬৬. কোন একটি কাজ করলে অন্য একটি কাজ ছেড়ে দেওয়ার ধারণাকে কী বলে?
ক. প্রান্তিক ব্যয়
খ. দুষ্প্রাপ্যতা
● সুযোগ ব্যয়
ঘ. অভাব

৬৭. নিচের কোনটি বাণিজ্যের ফলে ঘটে?
ক. পণ্যের দাম বৃদ্ধি পায়
● মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পায়
গ. মানুষ অধিক দামে পণ্য কিনে
ঘ. কিছু পণ্য কাছে পায়

৬৮. মুদ্রা ছাপানোর ক্ষমতা কার হাতে থাকে?
ক. অর্থ মন্ত্রণালয়ের
খ. বাণিজ্যিক ব্যাংকের
● কেন্দ্রীয় ব্যাংকের
ঘ. সরকারের

৬৯. দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?
ক. মূল্যস্ফীতি
● মুদ্রাস্ফীতি
গ. সংকটাপন্ন অবস্থা
ঘ. পণ্য সংকট

৭০. মুদ্রাস্ফীতি কমলে কোনটি বাড়ে?
ক. জিনিসপত্রের দাম
● বেকারত্ব
গ. অর্থের যোগান
ঘ. বিনিয়োগ

৭১. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কীরূপ?
● বিপরীতমুখী
খ. সমমুখী
গ. উভয়মুখী
ঘ. একমুখী

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৭২. মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?
● অর্থের মূল্য কমে
খ. জীবনযাত্রার মান বাড়ে
গ. অর্থের মূল্য বাড়ে
ঘ. দ্রব্যমূল্য কমে

৭৩. বেকারত্ব কমলে কী ঘটে?
ক. মুদ্রাস্ফীতি কমে
● মুদ্রাস্ফীতি বাড়ে
গ. দ্রব্যমূল্য কমে যায়
ঘ. দ্রব্যমূল্য বৃদ্ধি পায়

৭৪. আয়ের বৃত্তাকার প্রবাহের খাতগুলো কী?
ক. পরিবার ও দ্রব্য
খ. ফার্ম ও উৎপাদনের উপকরণ
গ. দ্রব্য ও সেবার বাজার
● উৎপাদক ও পরিবার

৭৫. অর্থনীতিতে ফার্মের যা ব্যয় পরিবারের তা কী?
● আয়
খ. নিট আয়
গ. মুনাফা
ঘ. খরচ



৭৬. নিচের কোনটি গণদ্রব্য?
● শিক্ষা
খ. বই
গ. নদীর পানি
ঘ. ঘরবাড়ি

৭৭. নিচের কোনটিকে চয়ন বা নির্বাচনের (Choice) বিজ্ঞান বলা হয়?
● অর্থনীতিকে
খ. সমাজবিজ্ঞানকে
গ. মনোবিজ্ঞানকে
ঘ. পৌরনীতিকে

৭৮. বিভিন্ন ধরনের অর্থনৈতিক অর্থব্যবস্থা সর্বদা কয়টি প্রশ্নের উত্তর খুঁজে?
ক. ২টি
● ৩টি
গ. ৫টি
ঘ. ৪টি

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৭৯. পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে প্রধানত কয়টি মূল পদ্ধতিতে কতভাগে ভাগ করা যায়?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ



৮০. কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে ও কার জন্য উৎপাদন করা হবে— এগুলো কী ধরনের সমস্যা?
ক. উৎপাদনগত
খ. বিনিময়গত
● নির্বাচনপত
ঘ. বণ্টনগত

৮১. কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে এ সমস্যা সমাধানের পর কোন প্রশ্নটি আসে?
● কীভাবে উৎপাদন করা হবে
খ. কার জন্য উৎপাদন করা হবে
গ. কী দামে বিক্রি হবে
ঘ. কাদের মধ্যে বণ্টন হবে

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৮২. কোন পদ্ধতিতে আপেক্ষিক চাহিদার ওপর উৎপাদনের বিন্যাস নির্ভর করে?
ক. নির্দেশমূলক পদ্ধতি
খ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি
● বাজার পদ্ধতি
ঘ. বৈজ্ঞানিক পদ্ধতি

৮৩. কোন অর্থব্যবস্থায় সরকারি নির্দেশ আইনের মতো?
ক. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
● নিদের্শমূলক অর্থব্যবস্থায়
গ. প্রথাগত অর্থব্যবস্থায়
ঘ. মিশ্র অর্থব্যবস্থায়



৮৪. নির্দেশমূলক পদ্ধতিতে কার কী আয় বা কে ভোগ করবে ইত্যাদি সব বিষয় কে নির্ধারণ করে দেয়?
ক. রাষ্ট্রপ্রধান
খ. শরিয়াহ বোর্ড
● কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ. সমাজপ্রধান

৮৫. কোন পদ্ধতিতে সমস্ত সিদ্ধান্তই বাজারের যুক্তি অনুযায়ী নির্ধারিত হবে?
● ধনতান্ত্রিক পদ্ধতি
খ.নিদের্শমূলক পদ্ধতি
গ. প্রথাগত অর্থনৈতিক পদ্ধতি
ঘ. মিশ্র পদ্ধতি

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ
৮৬. কোন অর্থনৈতিক ব্যবস্থায় মুক্তবাজারের কোনো শক্তিশালী উপস্থিতি নেই?


ক. নির্দেশমূলক অর্থব্যবস্থায়
খ. বাজার অর্থব্যবস্থায়
● প্রথাগত অর্থব্যবস্থায়
ঘ. মিশ্র অর্থব্যবস্থায়

৮৭. নিচের কোন দেশে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে বলে ধরা হয়?
ক. মিসরে
খ. ইরাকে
● ইরানে
ঘ. চাদ প্রজাতন্ত্রে

৮৮. কোন অর্থব্যবস্থা তুলনামূলকভাবে সবচেয়ে উন্নত?
ক. ধনতান্ত্রিক
খ. নির্দেশমূলক
● মিশ্র
ঘ. ইসলামি

৯০. কোন বিপ্লবের মধ্য দিয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থার সূত্রপাত ঘটে?


● ফরাসি বিপ্লবের
খ. সিপাহি বিপ্লবের
গ. শিল্প বিপ্লবের
ঘ. সবুজ বিপ্লবের



৯১. ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে?
ক. অষ্টাদশ শতাব্দীর ১ম ভাগে
● অষ্টাদশ শতাব্দীর শেষভাগে
গ. ঊনবিংশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে



৯২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম?
ক. পরিকল্পিত অর্থনীতি
খ. আবদ্ধ অর্থনীতি
● পুঁজিবাদী অর্থনীতি
ঘ. সমাজতান্ত্রিক অর্থনীতি



৯৩. অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ কোন অর্থব্যবস্থাকে সমর্থন করেন?
ক. সমাজতান্ত্রিক
খ. মিশ্র
● ধনতান্ত্রিক
ঘ. ইসলামি


নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৯৪. ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কী বলা হয়?
ক. সরকারি পরিকল্পনা
● দামব্যবস্থা
গ. সামাজিক কল্যাণ
ঘ. জনশক্তি



৯৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, ভোগ ও বণ্টন কীসের ওপর নির্ভরশীল?
ক. চাহিদার
খ. যোগানের
● দামের
ঘ. ভোক্তার

৯৬. কোন অর্থব্যবস্থায় নতুন নতুন দ্রব্য আবিষ্কৃত হয়?
ক. মিশ্র
● ধনতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. ইসলামি

৯৭. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়?
● ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. মিশ্র

৯৮. কোন অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা থাকে?
ক. সমাজতান্ত্রিক
খ. ইসলামি
● ধনতান্ত্রিক
ঘ. মিশ্র অর্থব্যবস্থা

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

৯৯. স্বয়ংক্রিয়ভাবে প্রব্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

ক. অভাব ও উপযোগ
● চাহিদা ও যোগান
গ. উপযোগ ও ভোগ
ঘ. উৎপাদন ও বণ্টন

১০০. কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে?
ক. সমাজতন্ত্রে
খ. মিশ্র অর্থনীতিতে
● ধনতন্ত্রে
ঘ. ইসলামি অর্থনীতিতে

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১০১. কোন অর্থব্যবস্থার মুনাফা লাভের আশায় উৎপাদনের উদ্যোগসহ অন্যান্য অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়?
● ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. মিশ্ৰ



১০২. ধনতন্ত্রে উৎপাদনকারী কীসের ভিত্তিতে উৎপাদন করে?
● চাহিদার
খ. যোগানের
গ. উপযোগের
ঘ. ভোগের

১০৩. কোন অর্থব্যবস্থায় একজন ভোস্তা তার নিজের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে?
ক. ইসলামি
● ধনতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. মিশ্র

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১০৪. কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
খ. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা
গ. সরকারি নিয়ন্ত্রণ
● আয় বৈষম্য



১০৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো কার অধীন?
● ব্যক্তিমালিকানাধীন
খ. বিদেশিদের অধীন
গ. সরকারের অধীন
ঘ. ভাড়ার অধীন



১০৬. কোন ধরনের অর্থব্যবস্থায় আয় বৈষম্য প্রকট আকার ধারণ করে?
ক. সমাজতান্ত্রিক
● ধনতান্ত্রিক
গ. ইসলামি
ঘ. মিশ্র



১০৭. মিসেস শারমিন নিজ উদ্যোগে একটি বিউটি পার্লার খুলেছেন এবং বর্তমানে প্রচুর মুনাফা অর্জন করছেন। আমরা শারমিনের উদ্যোগক কোন অর্থব্যবস্থার মধ্যে ফেলব?
ক. সমাজতান্ত্রিক
খ. ইসলামি
গ. মিশ্র
● ধনতান্ত্রিক

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১০৮. আদিম অর্থনীতির প্রধান বিষয় ছিল-
ⅰ. ধর্ম ও নৈতিকতা
ⅱ. উৎপাদন
ⅲ. ভোগ

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০৯. ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ের অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছু আলোচনা হয় যে সময়ে –
ⅰ. হযরত মুসা (আ.)-এর সময়ে
ⅱ. ২৫০০ খ্রিষ্টপূর্বে
ⅲ. হিব্রু সভ্যতার যুগে

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১০. হিব্রু (Hebrew) সভ্যতার যুগে অর্থনীতি বলতে বোঝানো হতো—
ⅰ. উৎপাদন করাকে
ⅱ. ভোগ করাকে
ⅲ. দৈনন্দিন সংসার পরিচালনা করাকে

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১১. প্লেটো ও এরিস্টটল অর্থনীতির যেসব মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন—
ⅰ. শ্রমিকের মজুরি
ⅱ. দাসপ্রথা
ⅲ. ব্যক্তিগত সম্পত্তি

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১২. অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে তুমি সমর্থন করবে-
ⅰ. দুষ্প্রাপ্যতা
ⅱ. অসীম অভাব
ⅲ. চাহিদ

● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৩. মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন-
ⅰ. সম্পদের উৎপাদন বৃদ্ধি
ⅱ. গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন
ⅲ. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ


নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১১৪. অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে উদ্ভব ঘটে-
ⅰ. বিকল্প ব্যবহার
ⅱ. দুষ্প্রাপ্যতা
ⅲ. নির্বাচন

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৫. ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হলো-
ⅰ. অ্যাডাম স্মিথ
ⅱ. ডেভিড রিকার্ভে
ⅲ. জন স্টুয়ার্ট মিল

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৬. অর্থনীতি বিষয়টি প্রথম উপস্থাপন করেছেন—
ⅰ. অ্যাডাম স্মিথ
ⅱ. ডেভিড রিকার্ডো
ⅲ. জন স্টুয়ার্ট মিল


ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ



১১৭. অ্যাডাম স্মিথের সংজ্ঞায় অধিক জোর দেওয়া হয়েছে-


ⅰ. মানবকল্যাণ
ⅱ. সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান
ⅲ. সম্পদ আহরণের ওপর গুরুত্ব

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৮. অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো –
ⅰ. অর্থ উপার্জন
ⅱ. অভাব পূরণের জন্য অর্থ ব্যয়
ⅲ. চাহিদা পূরণ

● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ


১১৯. অ্যাডাম স্মিথের প্রদত্ত সংজ্ঞায় দুর্বলতা হলো—
ⅰ. সম্পদ আহরণের উপায় অনুপস্থিত
ⅱ. সম্পদ বলতে শুধু দ্রব্য ও সেবাকে বোঝানো হয়েছে
ⅲ. সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের ব্যাপারে উল্লেখ নেই


ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ

১২০. এল. রবিন্সের সংজ্ঞাটির সমালোচনার দিক হলো—
ⅰ. মানবকল্যাণ
ⅱ. অর্থনৈতিক উন্নয়ন
ⅲ. অভাবের অগ্রাধিকার

● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ


উদ্দীপকটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
দার্শনিকদের জীবনী অধ্যয়ন অদ্রির খুব প্রিয় বিষয়। তার প্রিয় দার্শনিক হলেন এরিস্টটল।

১২১. অধির প্রিয় দার্শনিক কোন সভ্যতার সাথে জড়িত?
ক. রোমান
খ. মিশরীয়
গ. হিব্রু
● গ্রিক



১২২. তিনি অর্থনীতির মৌলিক বিষয় নিয়ে আলোকপাত করেন—
ⅰ. সরকারি সম্পদ
ⅱ. শ্রমিকের মজুরি
ⅲ. দাসপ্রথা

ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ১ম অধ্যায় MCQ


উদ্দীপকটি পড়ে ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও :
ইমরানকে তার মা ২০০ টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল, আলু, ওষুধ ও একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারল উত্ত টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়। তবে সবকটি পণ্যই তার পরিবারে কম-বেশি গুরুত্বপূর্ণ।


১২৩. ইমরান কোন পণ্যগুলো উক্ত টাকায় ক্রয় করবে?
● যে পণ্যগুলো তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ
খ. যে পণ্যগুলোর দাম খুবই সস্তা
গ. যে পণ্যগুলো কম পছন্দের
ঘ. যে পণ্যগুলো পরিবারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ

১২৪. পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ করতে হবে
ⅰ. অভাবের গুরুত্বের দিকে
ⅱ. অর্থের সর্বোত্তম ব্যবহারের দিকে
ⅲ. উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার দিকে


ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ