Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর - SSC Finance and Banking Chapter 4 MCQ Questions and Answers

ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ অধ্যায় mcq : কোনো ঘটনা ঘটবেই এমন নিশ্চয়তা থাকলে সেখানে কোনো ঝুঁকি নেই। আবার অতীতে সংঘটিত কোনো ঘটনার মধ্যেও কোনো ঝুঁকি নেই। কারণ সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ভবিষ্যতে ঘটতে পারে এমন বিষয়ের সাথে ঝুঁিক জড়িত থাকে, কারণ এর মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ভবিষ্যতে ‘প্রত্যাশিত ফলাফল’ অর্জিত হবে কি হবে না এ রকম অনিশ্চয়তার মধ্যেই ঝুঁকির সৃষ্টি হয়।

সাধারণত ঝুঁকি বলতে আমরা নেতিবাচক (Negative) ফলাফল অর্জনের সম্ভাবনা বুঝে থাকি; কিন্তু আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বলতে ‘Positive’ ও ‘Negative’ দুই ধরনের ফলাফল অর্জনের সম্ভাবনাকেই বুঝানো হয়ে থাকে। অর্থাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনাই ঝুঁকি। আনুষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট বিনিয়োগের আয়ের তারতম্যই ঝুঁকি।


SSC ফিন্যান্স ও ব্যাংকিং


ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ অধ্যায় mcq


১. অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়?

ক আর্থিক ক্ষতি

খ মূলধনের স্বল্পতা

● ব্যবসায়িক ঝুঁকি

ঘ মুনাফার অনিশ্চয়তা


২. কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?

● সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে

খ পরিকল্পনা প্রণয়নে

গ পরিচালনার ক্ষেত্রে

ঘ মূলধন সংগ্রহে


৩. ঝুঁকির পরিমাপ করা হয়-

র. বিভিন্ন কৌশল অবলম্বন করে

রর. সঠিক পরিকল্পনার মাধ্যমে

ররর. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪. ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায় প্রতিষ্ঠানকে কী অর্জনে বাধা দেয়? (জ্ঞান)

ক মুনাফা

● লক্ষ্য

গ সমৃদ্ধি

ঘ সুনাম


৫. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়? (জ্ঞান)

● ঝুঁকি

খ অনিশ্চয়তা

গ মুনাফা

ঘ ক্ষতি


৬. কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়? (জ্ঞান)

ক আয়

খ ব্যয়

গ মুনাফা

● অনিশ্চয়তা


৭. অনিশ্চয়তার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল কিরূপ হয়? (অনুধাবন)

ক প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম

খ প্রত্যাশিত ফলাফলের চেয়ে বেশি

গ প্রত্যাশিত ফলাফলের সমান

● প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি


৮. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলা হয়? (জ্ঞান)

ক ক্ষতি

খ অনিশ্চয়তা

● ঝুঁকি

ঘ লাভ


৯. প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান)

● ঝুঁকি

খ অনিশ্চয়তা

গ দুর্ঘটনা

ঘ অপ্রত্যাশিত ঘটনা


১০. নাসা গ্রুপ আশা করেছিল ২০১৪ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়? (প্রয়োগ)

ক অনিশ্চয়তার উৎস

● ঝুঁকির উৎস

গ নিট ক্ষতি

ঘ নিট ব্যবধান


১১. প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় বেশি হলে কী সৃষ্টি হয়? (জ্ঞান)

● ঝুঁকি

খ অনিশ্চয়তা

গ সন্দেহ

ঘ ঝুঁকি


১২. অপূর্ব চন্দ্র তার কারখানা থেকে ১৫% মুনাফা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বছর শেষে তিনি ২০% মুনাফা পেলেন। তার ঝুঁকির পরিমাণ কত? (প্রয়োগ)

● ৫%

খ ১৫%

গ ২০%

ঘ ২৫%


১৩. একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ প্রকল্প থেকে ১০% মুনাফা প্রত্যাশা করেছিলেন কিন্তু বছর শেষে ১৫% মুনাফা পেলেন। অতিরিক্ত ৫% মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)

ক ব্যবধানটা অনেক বেশি

খ তার আয়কর বৃদ্ধি পাবে

গ ভবিষ্যতে এটা নাও পেতে পারেন

● বিচ্যুতির কারণ তার নিকট অজানা



১৪. সাইফুল ইসলাম কাজল তার বিনিয়োগ থেকে গত তিন বছর যথাক্রমে ৫%, ৭% ও ১১% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ)

ক ৫%

খ ৭%

● ৭.৬৭%

ঘ ১১%


১৫. মিনহাজ তার তিনটি বিনিয়োগ প্রকল্প থেকে যথাক্রমে ২৭%, ১৪% ও ২০% মুনাফা পেলেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ)

ক ১৪%

খ ১৯.২৫%

গ ২০%

● ২০.৩৩%


১৬. নিলয়, নাহার গ্রুপের ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন। তিনি তিন বছরে যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছেন। এখানে নিলয়ের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি? (প্রয়োগ)

ক ঝুঁকিমুক্ত বিনিয়োগ

● ঝুঁকিযুক্ত বিনিয়োগ

গ লাভজনক বিনিয়োগ

ঘ ব্যবসায়িক বিনিয়োগ


১৭. আয়ের উত্থান-পতন কিসের ধারণা? (জ্ঞান)

ক মুনাফা

খ ক্ষতির

● ঝুঁকির

ঘ ব্যয়ের


১৮. আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি ঘটে থাকে? (অনুধাবন)

● ঝুঁকির পরিমাণ বৃদ্ধি

খ ঝুঁকির পরিমাণ হ্রাস

গ অনিশ্চয়তার পরিমাণ বৃদ্ধি

ঘ অনিশ্চয়তার পরিমাণ হ্রাস


১৯. ঝুঁকির একটি অন্যতম ধারণা কোনটি হতে পারে? (অনুধাবন)

ক অর্থের স্বল্পতা

খ অর্থের প্রাচুর্যতা

● আয়ের উত্থান পতন

ঘ আয়ের ক্রমাগত বৃদ্ধি


২০. ঝুঁকির একটি ধারণা হলো আয়ের উত্থান-পতন। এই ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? (উচ্চতর দক্ষতা)

ক আয় সবসময় সমান থাকায় ঝুঁকিও অপরিবর্তিত থাকে

খ আয়ের উত্থান-পতন থেকে ঝুঁকি অনুমান করা যায় না

● আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকি তত বৃদ্ধি পাবে

ঘ আয়ের কম উত্থান-পতন অধিক ঝুঁকি নির্দেশ করে


২১. আয়ের উত্থান-পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কিরূপ? (অনুধাবন)

ক আয় সব সময় সমান থাকে বলে ঝুঁকিও সমান হয়

খ আয়ের উত্থান-পতন হলেও তা ঝুঁকি নির্দেশ করে না

● আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকিও তত বেশি

ঘ আয়ের উত্থান-পতন কম হলে ঝুঁকির পরিমাণ বেশি হয়



২২. ঝুঁকি ও অনিশ্চিয়তা সম্পর্কে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা)

র. ঝুঁকি ও অনিশ্চয়তা লক্ষ্য অর্জনে বাধা দেয়

রর. অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশ হলো ঝুঁকি

ররর. বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো যায়


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২৩. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে- (অনুধাবন)

র. গরমিল

রর. বিচ্যুতি

ররর. অনিশ্চয়তা


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২৪. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো-(অনুধাবন)

র. বিক্রয় পরিমাণ পরিবর্তন

রর. উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন

ররর. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর


● র, রর ও ররর

২৫. অনিশ্চয়তার উদাহরণ হলো- (অনুধাবন)

র. পণ্যের আশানুরূপ বিক্রয় হবে কিনা

রর. প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা

ররর. পণ্য উৎপাদনে যাবে কিনা


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২৬. একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয়- (অনুধাবন)

র. সম্ভাব্য মুনাফার হার

রর. অনিশ্চয়তার সম্ভাবনা

ররর. প্রত্যাশিত নগদ প্রবাহ


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


২৭. একজন বিনিয়োগকারীর অনিশ্চয়তা হলো- (অনুধাবন)

র. শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা

রর. প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা

ররর. বিনিয়োগ করলে ঠিক হবে কিনা


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২৮. চাঁদনী কোম্পানি আশা করেছে আগামী বছর ২০% নিট মুনাফা লাভ করবে কিন্তু প্রকৃত লাভ হলো ১৫%। এখানে- (প্রয়োগ)

র. ঝুঁকি বিদ্যমান

রর. ৫% বিচ্যুতি ঝুঁকির উৎস

ররর. অনিশ্চয়তা বিদ্যমান


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২৯. বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন- (অনুধাবন)

র. আয়ের উত্থান বেশি হয়

রর. আয়ের পতন বেশি হয়

ররর. আয় স্থিতিশীল থাকে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৩০. ব্যবসায় প্রতিষ্ঠান অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারে- (অনুধাবন)

র. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার-বিশ্লেষণ করে

রর. বিশ্লেষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে

ররর. প্রতিষ্ঠানে দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দিয়ে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৩১. রাতুল বাবু তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে ২৫% মুনাফা আশা করছেন। প্রত্যাশিত মুনাফা অর্জনে তার করণীয় হলো- (প্রয়োগ)

র. ঝুঁকির স্থায়িত্ব বিশ্লেষণ করা

রর. প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করা

ররর. ঝুঁকি মোকাবিলার জন্য সম্ভাব্য কৌশল নির্ধারণ করা


নিচের কোন+টি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


৩২. আশরাফুল আশা করেছিলেন তার ব্যবসায় প্রতিষ্ঠান হতে মুনাফা বাবদ ২০% আয় উপার্জনে সক্ষম হবেন কিন্তু প্রকৃত আয় হলো ১৫%। এতে সৃষ্টি হয়েছে- (প্রয়োগ)

র. অনিশ্চয়তা

রর. বিচ্যুতি

ররর. ঝুঁকি


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

দুটি বিনিয়োগের প্রথমটি থেকে গত তিন বছরে ১০% হারে মুনাফা হয়েছে দ্বিতীয়টি থেকে যথাক্রমে ৫%, ১০% ও ১৫% মুনাফা হয়েছে। বিনিয়োগ দুটির অর্জিত মুনাফার গড় সমান।


৩৩. উদ্দীপকের প্রথম বিনিয়োগটি কী ধরনের? (প্রয়োগ)

● ঝুঁকিমুক্ত

খ ঝুঁকিযুক্ত

গ ঝুঁকিপূর্ণ

ঘ অনিশ্চয়তাপূর্ণ


৩৪. দ্বিতীয় বিনিয়োগটিতে বেশি ঝুঁকি থাকার কারণ কী? (উচ্চতর দক্ষতা)

ক যেকোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে

● যত বেশি উত্থান-পতন তত বেশি ঝুঁকি

গ বেশি লাভজনক

ঘ আগামী বছর মুনাফা বেশি হবে


ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য

৩৫. খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে? (জ্ঞান)

● ঝুঁকি

খ অনিশ্চয়তা

গ সম্ভাবনা

ঘ দুর্ঘটনা


৩৬. অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে মূল পার্থক্য কোনটি? (অনুধাবন)

ক অনিশ্চয়তা ব্যয় এবং ঝুঁকি আয়ের সাথে সম্পৃক্ত

খ অনিশ্চয়তা নিয়ন্ত্রণযোগ্য কিন্তু ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য নয়

গ অনিশ্চয়তা ব্যবসায়িক ক্ষতি কিন্তু ঝুঁকি ক্ষতির সম্ভাবনা

● অনিশ্চয়তা অপরিমাপযোগ্য কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য


৩৭. বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়। এর জন্য যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)

● ঝুঁকি অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশ

খ ঝুঁকি অনিশ্চয়তার অপরিমাপযোগ্য অংশ

গ ঝুঁকি ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা রয়েছে

ঘ ঝুঁকি ও অনিশ্চয়তা একে অপরের বিপরীত


৩৮. অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হলেও অনিশ্চয়তা ও ঝুঁকি এক নয় কেন? (উচ্চতর দক্ষতা)

● ঝুঁকি হলো অনিশ্চয়তার শুধু পরিমাপযোগ্য অংশটুকু

খ ঝুঁকির কারণে ক্ষতির সম্ভাবনা থাকলেও অনিশ্চয়তায় তা নেই

গ অনিশ্চয়তা লক্ষ অর্জনে বাধা দেয় কিন্তু ঝুঁকি সহায়তা করে

ঘ অনিশ্চয়তা পরিমাপযোগ্য কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য নয়


৩৯. অনিশ্চয়তাকে কমানো বা পরিহার করা যায় না কেন? (অনুধাবন)

ক সঠিক কৌশল উদ্ভাবন না হওয়ায়

● অনিশ্চয়তা পরিমাপযোগ্য না হওয়ায়

গ অনিশ্চয়তাকে পূর্ব থেকে অনুমান করতে না পারায়

ঘ অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পার্থক্য থাকায়


৪০. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কোনটির পরিমাণ কমানো যায়? (জ্ঞান)

ক ক্ষতি

খ অনিশ্চয়তা

● ঝুঁকি

ঘ দুর্ঘটনা


৪১. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কী করা যায়? (জ্ঞান)

ক অনিশ্চয়তাকে পরিমাপ

খ অনিশ্চয়তাকে পরিহার

● ঝুঁকির পরিমাণ কমানো

ঘ ঝুঁকিকে পুরোপুরিভাবে পরিহার


৪২. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কিসের পরিমাণকে কমানো বা পরিহার করা যায় না? (জ্ঞান)

ক ক্ষতির

● অনিশ্চয়তার

গ ঝুঁকির

ঘ বিপদের


৪৩. অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না কেন? (অনুধাবন)

ক এটাকে ইচ্ছা করলে পরিহার করা যায়

খ বিভিন্ন কৌশল অবলম্বন করে এটার পরিমাণ কমানো যায়

● এটা ইচ্ছা করলেই পরিহার বা কমানো যায় না

ঘ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে


৪৪. কোনটি অনিশ্চয়তার উদাহরণ? (অনুধাবন)

● কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে

খ কোম্পানির বিক্রয় কমে যেতে পারে

গ শেয়ারের মূল্য কমে যেতে পারে

ঘ মুনাফার পরিমাণ বৃদ্ধি পেতে পারে


৪৫. আগামী বছরের কোম্পানির বিক্রয় কমে যাওয়ার সম্ভাবনার ঝুঁকি কীভাবে কমানো যায়? (অনুধাবন)

ক উৎপাদন বাড়িয়ে

খ ভোক্তাদের ক্রয় করতে বাধ্য করে

● অগ্রিম বিক্রয় করে

ঘ দাম বাড়িয়ে দিয়ে


৪৬. নিলা গ্রুপ প্রায় ১০ বছর ধরে তাদের উৎপাদিত নিরমা সাবানটি সুনামের সাথে বিক্রয় করছে। এ বছর সাগর নামক একটি গ্রুপ একই ধরনের পণ্য ব্যাপক বিজ্ঞাপনের সাহায্যে বিক্রয় শুরু করেছে। এজন্য নিলা গ্রুপটি তাদের পণ্যটি নিয়ে উদ্বিগ্ন। এখানে নিলা গ্রুপটির জন্য ঝুঁকি বলা যায় কোন ঘটনাকে? (প্রয়োগ)

ক তাদের পণ্যটির মূল্য কমে যাওয়া

● তাদের বিক্রয় কমে যাওয়া

গ পণ্যটির মান খারাপ হয়ে যাওয়া

ঘ আগামী বছর পণ্যটির বিক্রয় বন্ধ হয়ে যাওয়া


৪৭. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য হলো- (অনুধাবন)

র. সব অনিশ্চয়তা ঝুঁকি নয়

রর. ঝুঁকি পরিমাপযোগ্য

ররর. অনিশ্চয়তার কারণ অজানা থাকে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৪৮. বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো যায়- (অনুধাবন)

র. ঝুঁকির পরিমাণ

রর. অনিশ্চয়তার পরিমাণ

ররর. সম্ভাব্য ক্ষতির পরিমাণ


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

● র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৯. অনিশ্চয়তার কারণ-(অনুধাবন)

র. পরিকল্পনার দুর্বলতা

রর. ভবিষ্যৎ সম্ভাব্য ঘটনা বিশ্লেষণ না করা

ররর. পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা


নিচের কোনটি সঠিক?


● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৫০. বিনিয়োগকারীর বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি (অনুধাবন)

র. হ্রাসযোগ্য

রর. পরিমাপযোগ্য

ররর. পরিহারযোগ্য


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


ANSWER SHEET


►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 

                                ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ