দশম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অধ্যায় mcq
এখানে সঠিক উত্তর গুলো লাল মার্ক করা থাকবে বা প্রতিটি প্রশ্নের “ড়” অপশনগুলো সঠিক
উত্তর ।
১. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে শাস্ত্র শিক্ষা দেয় তাকে বলে?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
ড়. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২. আর্থিক ঘটনাসমূহের প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
ড়. হিসাববিজ্ঞান
খ. হিসাব সংরক্ষণ
গ. হিসাব সচেতনতা
ঘ. হিসাব বিশ্লেষণ
৩. ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে
খ. ব্যবস্থাপনাকে
ড়. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৪. হিসাববিজ্ঞানের প্রস্তুতকৃত বিরবণী ও প্রতিবেদনকে কী বলা হয়?
ড়. ব্যবসায়ের ভাষা
খ. ব্যবসায়ের পরিভাষা
গ. ব্যবসায়ের দর্পণ
ঘ. ব্যবসায়ের চালিকাশক্তি
৫. হিসাববিজ্ঞান
ক. সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে
খ. উৎপাদন ব্যবস্থার আলোচনা করে
গ. পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে
ড়. যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রাখে, শ্রেণিবিভাগ করে এবং ব্যাখ্যা করে
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাব ব্যবস্থা
ড়. তথ্য ব্যবস্থা
গ. নিরীক্ষা ব্যবস্থা
ঘ. বিবরণী ব্যবস্থা
নিচের তথ্য থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ডা. রাকিব হাসান তার ক্লিনিকের আর্থিক লেনদেনের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন। বছর শেষে তার ব্যক্তিগত কর নির্ধারণ প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ে সম্ভব হয়। ফলে আয়কর কর্তৃপক্ষ তার হিসাব-নিকাশ রাখার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
৭. অর্থের আদান-প্রদান সঠিকভাবে লিপিবদ্ধ করা কিসের উদ্দেশ্য?
ক. ব্যবসায়ের
খ. দেনা-পাওনার
গ. হিসাব লিপিবদ্ধকরণের
ড়. হিসাববিজ্ঞানের
৮. ডা. রাকিব হাসানের ক্লিনিকের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করলে সহায়ক হবে
র. বিক্রয় বৃদ্ধিতে
রর. মূল্যবোধ সৃষ্টিতে
ররর. কর নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৯. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণ হলো
ড়. প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায়
খ. ব্যবসায়ীরা হিসাববিজ্ঞানের ভাষায় কথা বলে
গ. হিসাববিজ্ঞান এক প্রকারের ভাষা
ঘ. হিসাববিজ্ঞান ও ব্যবসায়ের সম্পর্ক নিবিড়
১০. হিসাববিজ্ঞান
র. দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে
রর. ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার
ররর. বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে
কোনটি সঠিক?
ড়. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১১. প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি?
ক. হিসাববিজ্ঞান
খ. হিসাববিজ্ঞান নীতি
ড়. প্রতিবেদন ও বিবরণী
ঘ. বিশদ আয় বিবরণী
১২. কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্য সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল জানা যায় কিসের মাধ্যমে?
ড়. হিসাববিজ্ঞান
খ. হিসাবরক্ষণ
গ. লেনদেন
ঘ আর্থিক অবস্থার বিবরণী
১৩. হিসাবরক্ষণের মূল কারণ হলো
ক. ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা
খ. ব্যবসায়ের খরচের হিসাব রাখা
ড়. ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা
ঘ. ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা
১৪. হিসাববিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়
র. ব্যয় নিয়ন্ত্রণ
রর. প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধ
ররর. সম্পদ, দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
১৫. লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?
ড়. সর্বপ্রথম উদ্দেশ্য
খ. অন্যতম প্রধান উদ্দেশ্য
গ. বিশেষ উদ্দেশ্য
ঘ. প্রধান উদ্দেশ্য
১৬. হিসাববিজ্ঞানের সর্বপ্রম উদ্দেশ্য কোনটি?
ক. আর্থিক অবস্থা নিরূপণ
ড়. আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা
গ. আর্থিক ফলাফল নির্ণয়
ঘ. অর্থনৈতিক তথ্য পরিবেশন
১৭. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণে কোনটি সর্বাধিক প্রয়োজন?
ক. লেনদেন সংঘটন
ড়. লেনদেন লিপিবদ্ধকরণ
গ. লেনদেন শ্রেণিবদ্ধকরণ
ঘ. রেওয়ামিল প্রস্তুতকরণ
১৮. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব?
ক. সম্পদ ক্রয়ের ফলে
খ. সঠিক সিদ্ধান্ত নিলে
ড়. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ. পণ্য ক্রয়ের দ্বারা
১৯. সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ
র. শিক্ষাপ্রতিষ্ঠান
রর. বিজ্ঞাপনী সংস্থা
ররর. সামাজিক সংঘ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২০. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো
র. আর্থিক ফলাফল নির্ণয়
রর. ব্যয় নিয়ন্ত্রণ
ররর. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১. হিসাববিজ্ঞানের সর্বপ্রম উদ্দেশ্য হচ্ছে
ক. ফলাফল নির্ণয়
ড়. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
গ. আর্থিক অবস্থা নিরূপণ
ঘ. অর্থনৈতিক তথ্য পরিবেশন
২২. ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
ক. খরচের মাধ্যমে
খ. বিক্রয়ের মাধ্যমে
গ. বিক্রয়ের মাধ্যমে
ড়. হিসাব রাখার মাধ্যমে
২৩. সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনগঠনের জন্য কোনটি প্রয়োজন?
ড়. হিসাব
খ. লেনদেন
গ. জাবেদা
ঘ. রেওয়ামিল
২৪. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?
ক. পণ্য নির্বাচনে
খ. জালিয়াতি রোধে
গ. লেনদেন লিপিবদ্ধকরণে
ড়. সিদ্ধান্ত গ্রহণে
২৫. কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?
ক. মূলধন
খ. সঞ্চয়
ড়. ব্যয়
ঘ. আয়
২৬. ব্যয় নিয়ন্ত্রণ হিসাববিজ্ঞানের একটি
ড়. উদ্দেশ্য
খ. প্রয়োজনীয়তা
গ. গুরুত্ব
ঘ. সুবিধা
২৭. মি. আরিফের মাসিক আয় ১২,০০০ টাকা। তার বাসা ভাড়া ৩,০০০ টাকা, পারিবারিক খরচ ৫,০০০ টাকা এবং অন্যান্য ব্যয় ১,০০০ টাকা হলে সঞ্চয় কত?
ক. ১২,০০০ টাকা
খ. ৯,০০০ টাকা
ড়. ৩,০০০ টাকা
ঘ. ৮,০০০ টাকা
২৮. সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের
র. আর্থিক ফলাফল জানা সম্ভব
রর. আর্থিক ফলাফল জানা সম্ভব নয়
ররর. আর্থিক অবস্থা জানা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
ড়. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
২৯. ফলাফল নির্ণয়
ড়. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
খ. হিসাববিজ্ঞানের আওতা
গ. হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
ঘ. হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
৩০. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্যটি হল:
ক. লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ
ড়. আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ
গ. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ. দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয়
৩১. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?
ক. সর্বপ্রম
ড়. অন্যতম প্রধান
গ. বিশেষ
ঘ. সাধারণ
৩২. আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের একটি
ড়. অন্যতম প্রধান উদ্দেশ্য
খ. মহৎ উদ্দেশ্য
গ. বিশেষ উদ্দেশ্য
ঘ. সাধারণ উদ্দেশ্য
৩৩. কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ. অর্থ আত্মসাৎ প্রতিরোধ
ড়. জনহিতকর ব্যয় সংকোচন
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ
৩৪. ব্যবসায়ের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা লাভের উপায়
ড়. আর্থিক ফলাফল নির্ণয়
খ. আর্থিক অবস্থা নির্ণয়
গ. নগদ প্রবাহ নির্ণয়
ঘ. হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়
৩৫. ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?
ক. ক্রয়-বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
ড়. লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে
গ. কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
ঘ .আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে
৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?
ক. ধর্মীয় অনুশাসন
খ. ঋণ পরিশোধ
গ. নৈতিক চরিত্র গঠন
ড়. ব্যয় নিয়ন্ত্রণ
৩৭. পেশাজীবীদের আয় নিরূপণ ও তদানুযায়ী আয়কর নির্ধারণে কোনটি প্রয়োজন?
ড়. হিসাব রাখা
খ. আইনজীবী নিয়োগ করা
গ. নিরীক্ষক নিয়োগ করা
ঘ. ব্যাংকে হিসাব খোলা
৩৮. চাকরিজীবীদের কর নির্ধারণ হয় কিসের ভিত্তিতে?
ড়. আয়ের
খ. ব্যয়ের
গ. সম্পদের
ঘ. দায়ের
৩৯. জনাব রহিম একজন ডাক্তার। তিনি সঠিকভাবে হিসাব রাখেন। কারণ তাঁর প্রয়োজন-
ক. আয় ও ব্যয় নির্ধারণ
ড়. আয় নিরূপণ ও কর নির্ধারণ
গ. বাজেট বা পরিকল্পনা প্রণয়ন
ঘ. আর্থিক অবস্থার উন্নয়নে
৪০. প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
ক. আয়-ব্যয় নির্ণয়
ড়. হিসাব সংরক্ষণ
গ. মুনাফা নির্ণয়
ঘ. আর্থিক অবস্থা বিশ্লেষণ
৪১. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?
ক. পণ্য নির্বাচনে
খ. জালিয়াতি রোধে
গ. লেনদেন লিপিবদ্ধ করণে
ড়. সিদ্ধান্ত গ্রহণে
৪২. জনাব হামিদ মাসিক ১০,০০০ টাকা আয় করেন এবং পুরোটাই মাসিক খরচের জন্য ব্যয় করেন। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে চান। সেক্ষেত্রে তার দরকার
ক. বর্তমান চিন্তা
খ. ভবিষ্যতের চিন্তা
গ. কৃপণ হওয়া
ড়. সুষ্ঠু হিসাব সংরক্ষণ
৪৩. কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা ভালোভাবে জানার জন্য প্রয়োজন-
ড়. লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ
খ. লেনদেন বিশ্লেষণ
গ. সঠিক তথ্য যাচাই-বাছাইকরণ
ঘ. আর্থিক কৌশল বিশ্লেষণ
৪৪. কে বিভিন্ন উৎস হতে কর, ভ্যাট, শুল্ক ধার্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব হিসাবে আদায় করে?
ক. ব্যবসায়ী
ড়. সরকার
গ. বিচারক
ঘ. সচিব
৪৫. হিসাববিজ্ঞানকে ব্যবহার করে-
র. মুনাফাভোগী প্রতিষ্ঠান
রর. অমুনাফাভোগী প্রতিষ্ঠান
ররর. ব্যবসায়ী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
৪৬. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কয়টি?
ক. ছয়টি
খ. সাতটি
গ. আটটি
ড়. নয়টি
৪৭. হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হলো-
র. সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ
রর. লেনদেনের ফলাফল নির্ণয়
ররর. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
ড়. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৮ থেকে ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব করিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার পরিবারের বিভিন্ন খরচ নির্বাহের জন্য গৃহকর্ত্রীকে মাসে ২,৫০০ টাকা প্রদান করেন। তিনি একজন কর্মচারীকে বেতন বাবদ মাসে ১,০০০ টাকা প্রদান করেন। ছেলের স্কুলের বেতন বাবদ ৫০ টাকা প্রদান করেন। তিনি ব্যবসায়ের যাবতীয় লেনদেনে হিসাববিজ্ঞানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করেন ও একটি নির্দিষ্ট সময় শেষে তার সকল আয়ব্যয়ের একটি তালিকা প্রস্তুত করেন ও লাভ-লোকসান নিরূপণ ও আর্থিক বিবরণী প্রস্তুত করেন।
৪৮. হিসাববিজ্ঞানে লিপিবদ্ধ করার যথাযথ পদ্ধতি কী?
ড়. দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ
খ. একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ
গ. আর্থিক ও অনার্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ. যেকোনো লেনদেন লিপিবদ্ধকরণ
৪৯. জনাব করিমের অব্যবসায়িক লেনদেন কত টাকা?
ক. ২,০০০ টাকা
খ. ২,৫০০ টাকা
ড়. ২,৫৫০ টাকা
ঘ. ১,০৫০ টাকা
৫০. ব্যক্তি বা পারিবারিক জীবনে হিসাব রাখার প্রয়োজনীয়তা অত্যধিক। কারণ:
র. ব্যয় নিয়ন্ত্রণ করে আর্থিক সচ্ছলতা অর্জন করা যায়
রর. ভবিষ্যৎ আয়ব্যয়ের পরিকল্পনা বা বাজেট প্রস্তুত করা যায়
ররর. পরিবারের মোট আয়ব্যয়ের পরিমাণ জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ড়. র, রর ও ররর
আরো পড়ুন:- নবম ও দশম শ্রেণি ইসলাম শিক্ষা MCQ প্রশ্ন ও উত্তর
0 মন্তব্যসমূহ