ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় mcq : ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলি : ১. তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন : ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি লক্ষ্য। এই উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাক্সিক্ষত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন।
২. সুনাম অর্জন : ব্যাংকিং ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সুনাম শব্দটি জড়িত। প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেলে মালিকের সুনামও বৃদ্ধি পায়। ৩. সামাজিক অবদান : ব্যাংকের অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা তাদের একটি উদ্দেশ্য।
ফিন্যান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় mcq
১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক দেশি ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ জাতীয় ব্যাংক
● আঞ্চলিক ব্যাংক
২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-
র. সরকারকে সহায়তা দেয়া
রর. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
ররর. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
● র ও রর
ঘ র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।
৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?
ক কাঠামোভিত্তিক
খ মালিকানাভিত্তিক
গ নিয়ন্ত্রণভিত্তিক
● বিশেষ মক্কেলভিত্তিক
৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?
ক জীবনধারণের মানোন্নয়ন করা
● মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা
গ পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
ঘ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া
৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
● দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা
খ জীবনযাত্রার মানোন্নয়ন
গ সামাজিক অবদান
ঘ উপদেষ্টা ও পরামর্শদাতা
৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি?
ক নিরাপত্তার নীতি
● মুনাফার নীতি
গ তারল্য নীতি
ঘ দক্ষতার নীতি
৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)
● ব্যাংকিং ব্যবসায়ের
খ অংশীদারি ব্যবসায়ের
গ পাইকারি ব্যবসায়ের
ঘ খুচরা ব্যবসায়ের
৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)
● ইলেকট্রনিক ব্যাংকিং
খ এনি ব্রাঞ্চ
গ মনিটরিং
ঘ ফোন
৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)
ক ঋণের সুবিধা
খ বিলাসবহুল
গ বৈদেশিক বিনিময়
● ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক লেনদেনের আধিক্য
খ ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন
● নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব
ঘ গ্রাহকদের চাহিদার পরিবর্তন
১১. কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? (অনুধাবন)
ক ব্যাংকের অবস্থানের
খ ব্যাংকের আকারের
গ সরকার পরিবর্তনের
● নতুন নতুন ব্যাংকিং পণ্য
১২. যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ের পরিবর্তন সাধিত হয়েছে (অনুধাবন)
র. আকার ও আকৃতির
রর. নীতি ও পরিচালনায়
ররর. উদ্দেশ্য ও গঠনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৩. প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করেছে- (অনুধাবন)
র. নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে
রর. ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার মাধ্যমে
ররর. ক্রেতার প্রয়োজন অনুসারে সেবা প্রস্তুত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
ব্যাংকের উদ্দেশ্যাবলি
১৪. কী কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? (অনুধাবন)
● বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে
খ অনেক শাখার কারণে
গ এলাকার ভিন্নতার কারণে
ঘ ব্যাংকের ধরনের পার্থক্যের কারণে
১৫. ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)
ক ৩
● ৪
গ ৫
ঘ ৬
১৬. তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (অনুধাবন)
● মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে
খ সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে
গ গ্রাহকদের প্রেক্ষাপটে
ঘ জীবনযাত্রার মানোন্নয়নের প্রেক্ষাপটে
১৭. ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিতি অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের কী? (জ্ঞান)
ক সুবিধা
খ অসুবিধা
● উদ্দেশ্য
ঘ সীমাবদ্ধতা
১৮. ব্যাংকের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
● সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ
খ অর্থ জমা করে রাখা
গ তারল্য কম রাখা
ঘ কম আমানত অধিক ঋণ
১৯. প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি? (জ্ঞান)
ক মোট ব্যয়
খ মুখ্য ব্যয়
● সুযোগ ব্যয়
ঘ উৎপাদন ব্যয়
২০. যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক গ্রাহকদের
● মালিকপক্ষের
গ ব্যাংকারের
ঘ বিনিয়োগকারীদের
২১. ব্যাংক বিভিন্ন খাতে কী করে? (জ্ঞান)
ক ঝুঁকি গ্রহণ
● বিনিয়োগ
গ তথ্য সরবরাহ
ঘ হিসাব নিকাশ
২২. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধিতে সচেষ্ট হয়? (অনুধাবন)
ক মুনাফা অর্জন বৃদ্ধিতে
খ সুনাম বৃদ্ধিতে
● দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে
ঘ বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধিতে
২৩. ব্যাংক কীভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে? (অনুধাবন)
ক অর্জিত মুনাফার অংশ মালিকপক্ষকে বণ্টন করে
খ অর্জিত মুনাফা দ্বারা মূলধন গঠন করে
● অর্জিত মুনাফার অংশ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে
ঘ গ্রাহকদের বিভিন্ন রকম সেবাদান করে
২৪. অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? (অনুধাবন)
ক সামাজিক উন্নয়নে
খ সমাজ গঠনমূলক কাজে
গ শিল্পোন্নয়নে
● সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে
২৫. নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? (জ্ঞান)
● কেন্দ্রীয় ব্যাংক
খ বাণিজ্যিক ব্যাংক
গ সোনালী ব্যাংক
ঘ সমবায় ব্যাংক
২৬. চেক কখন বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
● অ্যাকাউন্টে টাকা জমা থাকলে
খ অ্যাকাউন্টে টাকা জমা না থাকলে
গ বাড়িতে নগদ অর্থ জমা থাকলে
ঘ কারও কাছ থেকে ঋণ নিলে
২৭. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়? (অনুধাবন)
● ব্যাংক চেক
খ ডিমান্ড ড্রাফট
গ প্রত্যয়নপত্র
ঘ সঞ্চয়পত্র
২৮. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? (অনুধাবন)
ক নোট ও মুদ্রা প্রচলন করে
● বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে
গ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
ঘ তহবিল বিনিয়োগ করে
২৯. জনাব রিয়াজের রূপালী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে ৫ লাখ টাকা জমা আছে। তিনি যদি ৬০,০০০ টাকা দ্বারা একটি কম্পিউটার ক্রয় করেন। তাহলে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করবেন কীভাবে? (প্রয়োগ)
● চেক দ্বারা
খ প্রত্যয়নপত্র দ্বারা
গ পে-অর্ডার করে
ঘ নগদ অর্থ দ্বারা
৩০. দেশের মূলধন গঠনে সাহায্যে করা এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করা কার প্রধান উদ্দেশ্য? (জ্ঞান)
● ব্যাংকের
খ সরকারের
গ গ্রাহকের
ঘ মালিকদের
৩১. ব্যাংক অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে কী উন্নয়নে অংশগ্রহণ করে? (অনুধাবন)
ক সামাজিক উন্নয়নে
● অর্থনৈতিক উন্নয়নে
গ রাজনৈতিক উন্নয়নে
ঘ জনগণের উন্নয়নে
৩২. কোন ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক
● কেন্দ্রীয় ব্যাংক
গ বাংলাদেশ কৃষি ব্যাংক
ঘ বাণিজ্যিক ব্যাংক
৩৩. দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কী নিয়ন্ত্রণে রাখতে হয়? (অনুধাবন)
ক ঋণ
● মুদ্রাবাজার
গ বিনিয়োগ
ঘ শিল্প
৩৪. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে? (জ্ঞান)
● বাণিজ্যিক ব্যাংক
খ সরকার
গ বিনিয়োগ ব্যাংক
ঘ সমবায় ব্যাংক
৩৫. সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে? (জ্ঞান)
ক সামাজিক অবদান
খ উন্নয়নে অংশগ্রহণ
গ অর্থ স্থানান্তর
● কর্মসংস্থান সৃষ্টি
৩৬. কীভাবে ব্যাংক বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করে? (জ্ঞান)
ক বিনিয়োগ বৃদ্ধি করে
খ ঋণ নিয়ন্ত্রণ করে
● কর্মসংস্থান সৃষ্টি করে
ঘ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে
৩৭. কোন ধরনের ব্যবসায়কে ব্যাংক অগ্রাধিকারভাবে অর্থায়ন করে? (জ্ঞান)
● যারা অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে
খ যারা বেশি লভ্যাংশ প্রদান করে
গ যারা বেশি বিনিয়োগ খাত সৃষ্টি করে
ঘ যারা সরকারকে সহযোগিতা করে
৩৮. গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক কী সৃষ্টি করে? (জ্ঞান)
● আমানত
খ ঋণ
গ আয়ের উৎস
ঘ তহবিল
৩৯. কোন আমানতের ক্ষেত্রে যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়? (অনুধাবন)
ক দীর্ঘস্থায়ী আমানত
খ চলতি আমানত
● সঞ্চয়ী আমানত
ঘ মেয়াদি আমানত
৪০. তন্বীর ব্যাংক হিসাব থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সে টাকা তোলায় তেমন লাভ পেল না। তন্বীর ব্যাংক হিসাব নিচের কোনটি? (প্রয়োগ)
ক চলতি হিসাব
খ সঞ্চয়ী হিসাব
● মেয়াদি হিসাব
ঘ উত্তোলন হিসাব
৪১. কার অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য? (জ্ঞান)
ক সরকারের
● গ্রাহকের
গ ব্যাংকারের
ঘ মালিকের
৪২. গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা যায়? (অনুধাবন)
ক বিমা কোম্পানিতে
● ব্যাংকে
গ সমিতিতে
ঘ বাড়িতে
৪৩. ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে তখন সে কী মূল্যায়ন করে? (অনুধাবন)
ক প্রকল্পের মান
খ প্রকল্পের সুনাম
● প্রকল্পের লাভজনকতা
ঘ প্রকল্পের বিনিয়োগ
৪৪. ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে? (অনুধাবন)
ক আর্থিক ও অর্থ সংক্রান্ত পরামর্শ
● ব্যাংকের পেশাগত দক্ষতা
গ প্রকল্প পরিবর্তন পরিমার্জন
ঘ প্রকল্প মূল্যায়ন
৪৫. ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কী করে? (উচ্চতর দক্ষতা)
● শক্তিশালী করে
খ হতাশ করে
গ উচ্চমান প্রদান করে
ঘ নিম্নমান প্রদান করে
৪৬. ব্যাংক গ্রাহককে কী সংক্রান্ত পরামর্শ দেয়? (জ্ঞান)
ক আয় ব্যয় সংক্রান্ত
খ ঋণ সংক্রান্ত
গ বিনিয়োগ সংক্রান্ত
● অর্থ সংক্রান্ত
৪৭. ব্যাংক মক্কেলের কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
● অছি
খ সহায়তাকারী
গ উপদেষ্টা
ঘ সমন্বয়কারী
৪৮. কোনটির মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ বিদেশ স্থানান্তর করা যায়? (অনুধাবন)
ক গ্রাহক সেবার
খ বিনিয়োগের
● ব্যাংকিং সেবার
ঘ বিমার
৪৯. গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক কী করে? (জ্ঞান)
ক নিরাপত্তা প্রদান
খ কর্মসংস্থান সৃষ্টি
● নতুন সেবা ও পণ্য সৃষ্টি
ঘ প্রতিনিধিত্ব
৫০. কোন মেশিনের সাহায্যে নগদ টাকা তোলা যায়? (জ্ঞান)
● এটিএম মেশিন
খ সেলাই মেশিন
গ মানি রিডেবল মেশিন
ঘ নিটিং মেশিন
৫১. বর্তমানে সারাদেশের বড় বড় শহরে কত ঘণ্টা ব্যাংকিং সেবা চালু আছে? (জ্ঞান)
ক ২০
খ ২২
● ২৪
ঘ ২৫
ANSWER SHEET
►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৫ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
0 মন্তব্যসমূহ