Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর - SSC Finance and Banking Chapter 8 MCQ Questions and Answers

ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় mcq : মুদ্রার ইতিহাস খুবই বিচিত্র। ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন আকার এবং প্রকৃতির মুদ্রা বিভিন্ন দেশে ব্যবহৃত হতো। বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে বিভিন্ন সময় কড়ি, হাঙ্গরের দাঁত, হাতির দাঁত, পাথর, ঝিনুক, পোড়া মাটি, তামা, রূপা ও সোনার ব্যবহার লক্ষ করা যায়।

ব্যবহার, স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে ধাতব মুদ্রার ব্যবহার বেশিদিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। ধাতব পদার্থের সরবরাহে ঘাটতি দেখা দেয়। তাছাড়া স্বর্ণ এবং রৌপ্যের অলঙ্কারাদিসহ অন্যান্য ব্যবহারের কারণে কাগজি মুদ্রার প্রচলন ঊনবিংশ শতাব্দীতে শুরু হয়। কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্য হওয়া এবং বর্তমানে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে।


SSC ফিন্যান্স ও ব্যাংকিং


ফিন্যান্স ও ব্যাংকিং ৮ম অধ্যায় mcq


১. মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়?

● চাহিদা পূরণের প্রয়োজনে

খ সামাজিক বন্ধন বাড়াতে

গ দ্রব্যসমূহ স্থানান্তরের নিমিত্তে

ঘ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য


২. কাগজি মুদ্রা প্রচলনের কারণ?

র. ধাতুর বিকল্প ব্যবহার

রর. ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব

ররর. ধাতব পদার্থের দু®প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

ক র ও রর

● র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

গল্পচ্ছলে সীমা একদিন তার দাদির কাছ থেকে জানতে পারল যে আগেকার যুগে মানুষেরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য একেকজনের সাথে বিনিময় করত, কিন্তু তাতে করে সব ধরনের পণ্য বিনিময় করা যেত না।


৩. তখনকার দিনে দ্রব্যের বিনিময়ে দ্রব্য মূলত-

র. সামাজিক বন্ধন দৃঢ় করা

রর. চাহিদা পূরণ করা

ররর. অতিরিক্ত দ্রব্য বিনিময় করা


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


৪. কিসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাসমূহ দূর করা হয়?

ক জাহাজের আবিষ্কার

● ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে

গ ভৌগোলিক যোগাযোগ বৃদ্ধি

ঘ মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি


৫. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?? [স. বো. ’১৫]

ক বিনিময় বিলকে

খ চেককে

● মুদ্রাকে

ঘ ব্যাংক ড্রাফটকে


৬. কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? [স. বো. ’১৫]

ক গ্রীক

● ল্যাটিন

গ ফরাসী

ঘ জার্মান


মুদ্রা ও তার ইতিহাস

৭. কখন মানুষের মধ্যে সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে? (জ্ঞান)

● মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে

খ প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে

গ সাহিত্যের নতুন নতুন ধারা উদ্ভবের ফলে

ঘ মুদ্রা প্রচলনের সাথে সাথে


৮. কখন থেকে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে? (জ্ঞান)

● মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে

খ আধুনিক প্রযুক্তি উৎকর্ষ লাভের সাথে সাথে

গ দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা রহিতকরণের পর থেকে

ঘ সভ্যতা ও আধুনিক জীবন প্রণালি শুরুর পর থেকে


৯. দ্রব্য বিনিময় প্রথা কী? (জ্ঞান)

● দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয়

খ অর্থের বিনিময়ে দ্রব্য ক্রয়

গ চেকের মাধ্যমে দ্রব্য ক্রয়

ঘ কার্ডের মাধ্যমে দ্রব্য ক্রয়


১১. মারুফ ৩ কেজি চালের বিনিময়ে আরিফের নিকট থেকে রুই মাছ ক্রয় করল। এটা কোন ধরনের ব্যবসায়িক প্রথা? (প্রয়োগ)

ক ক্রয়-বিক্রয় প্রথা

খ লেনদেন প্রথা

● বিনিময় প্রথা

ঘ বাণিজ্য প্রথা


১২. দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি? (জ্ঞান)

ক মিলের অভাব

খ সঞ্চয়ের অভাব

● উপযোগের অভাব

ঘ প্রয়োজনীয়তার অভাব


১৩. দ্রব্য বিনিময়ের জন্য কিসের প্রয়োজনীয়তা অনুভূত হয়? (জ্ঞান)

ক ব্যবসায়িক পরিবেশের

● বিনিময় মাধ্যমের

গ ব্যাংকের

ঘ ব্যাংকারের


১৪. অর্থের কোন কাজের মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়েছে? (উচ্চতর দক্ষতা)

ক বিনিময়ের মাধ্যম

খ সঞ্চয় মাধ্যম

● মূল্যের পরিমাপক

ঘ স্থানান্তরের মাধ্যম


১৫. পূর্বে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কী ব্যবহার হত? (অনুধাবন)

ক কাগজের মুদ্রা

খ চেক

● কড়ি

ঘ হুন্ডি


১৬. বর্তমানে কোন ধরনের মুদ্রার সীমিত প্রচলন রয়েছে? (জ্ঞান)

ক রূপা

খ কড়ি

গ স্বর্ণ

● ধাতব মুদ্রা


১৭. বিনিময় প্রথা ও ধাতব মুদ্রাকে পেছনে ফেলে কাগজি মুদ্রার প্রসার লাভ করেছে। এর যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

ক ধাতব মুদ্রার চেয়ে বেশি হালকা

● কাগজি মুদ্রা বিনিময় সহজলভ্য

গ দ্রব্যের বিনিময়ে অসামঞ্জস্য

ঘ পণ্যের মূল্য নির্ধারণে ভুল


১৮. জনাব মনির সাহেব দোকান থেকে দ্রব্যসামগ্রী কেনার পর দোকানদারকে যে মুদ্রা দিলেন তা সহজলভ্য, সহজে বহনযোগ্য ও নিরাপদ। জনাব মনির সাহেব দোকানদারকে কোন ধরনের মুদ্রা দেন? (প্রয়োগ)

ক ধাতব মুদ্রা

খ কড়ির মুদ্রা

● কাগজি মুদ্রা

ঘ পোড়ামাটির মুদ্রা


১৯. মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে প্রসার লাভ করতে থাকে মানুষের (অনুধাবন)

র. প্রয়োজনের পরিধি

রর. কর্মকাণ্ডের পরিধি

ররর. সামাজিক বন্ধনের পরিধি


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


২০. মুদ্রা ব্যবহার করা হয়- (অনুধাবন)

র. মূল্যের পরিমাপক হিসেবে

রর. সঞ্চয়ের বাহন হিসেবে

ররর. বিনিময়ের মাধ্যমে হিসেবে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


২১. বিনিময় মাধ্যম হিসেবে বিভিন্ন সময়ে মুদ্রা হিসাবে ব্যবহার লক্ষ করা যায়- (অনুধাবন)

র. পোড়া মাটির

রর. পাথরের

ররর. সোনার


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


২২. ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে না পারার যৌক্তিক কারণ হচ্ছে (উচ্চতর দক্ষতা)

র. মুদ্রার ব্যবহার

রর. মুদ্রা স্থানান্তর

ররর. মুদ্রা বহন


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


২৩. কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে (অনুধাবন)

র. সহজলভ্য হওয়ায়

রর. সহজে বহনযোগ্য হওয়ায়

ররর. নিরাপত্তা নিশ্চিত করায়


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :

আব্দুস সাত্তার সাহেব তার কৃষি জমিতে ধান উৎপন্ন করতেন। তিনি ধানের বিনিময়ে পলাশের কাছ থেকে মাছ সংগ্রহ করেন। এভাবে তারা তাদের চাহিদা নির্বাহ করত।


২৪. আব্দুস সাত্তার সাহেব ও পলাশ কোন ধরনের বিনিময় পদ্ধতি ব্যবহার করতেন? (প্রয়োগ)

● দ্রব্য বিনিময়

খ মূল্য বিনিময়

গ অর্থ বিনিময়

ঘ মুদ্রা বিনিময়


২৫. উক্ত বিনিময়ের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)

র. মূল্য নিরূপণের সমস্যা সৃষ্টি হয়

রর. দ্রব্য স্থানান্তরের সমস্যা সৃষ্টি হয়

ররর. বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

ক র ও রর

● র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২৬. মুদ্রা কী? (জ্ঞান)

ক যোগাযোগের মাধ্যম

● বিনিময়ের মাধ্যম

গ লেনদেনের মাধ্যম

ঘ আদান-প্রদানের মাধ্যম


২৭. মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে সবার কাছে- (জ্ঞান)

● গ্রহণীয়

খ বর্জনীয়

গ বাঞ্ছনীয়

ঘ দুরূহ


২৮. কোনটি মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে? (অনুধাবন)

ক চেক

খ বিনিময় বিল

● মুদ্রা

ঘ কাগজ


২৯. মুদ্রার প্রধান কাজ কোনটি? (জ্ঞান)

● বিনিময় মাধ্যম হিসেবে কাজ করা

খ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা

গ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা

ঘ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করা


৩০. রাহা ৫০০ টাকা দিয়ে ‘ব্যাংকিং ও বিমা’ নামে একটি বই ক্রয় করল। এক্ষেত্রে টাকা কী হিসেবে কাজ করেছে? (প্রয়োগ)

ক মূল্যের পরিমাপক

খ গ্রহণযোগ্য মাধ্যম

গ সঞ্চয়ের ভাণ্ডার

● বিনিময়ের মাধ্যম


৩১. লিমা প্রতি মাসে যে বেতন পান তা থেকে ২,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখেন? এক্ষেত্রে ব্যাংক কী হিসেবে কাজ করছে? (প্রয়োগ)

ক বিনিময়ের মাধ্যম

● সঞ্চয়ের ভাণ্ডার

গ মূল্যের পরিমাপক

ঘ সবার নিকট গ্রহণীয়


৩২. জনাব রফিক তার বাড়ি মেরামত করার জন্য একজন শ্রমিক নিয়োগ করলেন। শ্রমিকের দৈনিক মজুরি ১৫০ টাকা নির্ধারণ করলেন। এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে? (প্রয়োগ)

ক বিনিময়ের মাধ্যম

খ সঞ্চয়ের বাহন

গ মূল্যের মান নিয়ন্ত্রক

● মূল্যের পরিমাপক


৩৩. কেন খুব সহজেই আমরা টাকার মান নির্ধারণ করতে পারি? (উচ্চতর দক্ষতা)

ক টাকা সহজলভ্য বলে

খ টাকার মূল্য বেশি বলে

গ টাকার সুবিধা বেশি বলে

● টাকার অস্তিত্ব আছে বলে


৩৪. কোনটির মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়? (অনুধাবন)

ক অর্থনৈতিক উন্নয়নের

খ পণ্যের

গ ব্যবস্থাপনা কর্মকাণ্ডের

● টাকার


৩৫. মি. মৃনাল একজন বেতনভুক্ত কর্মচারী। প্রতি মাসে তিনি তার সাংসারিক খরচের জন্য বেতনের বেশি অংশ ব্যয় করে বাকি অংশ ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে অর্থের কার্যক্রম সংঘটিত হয়- (প্রয়োগ)

র. বিনিময়ের মাধ্যম হিসেবে

রর. সঞ্চয়ের বাহন হিসেবে

ররর. মূল্যের পরিমাপক হিসেবে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক

৩৬. মুদ্রা প্রচলনের পরপরই কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়? (জ্ঞান)

ক নিরাপত্তার

● ব্যাংক ব্যবস্থার

গ মৌলিক নীতির

ঘ আর্থিক প্রতিষ্ঠানের


৩৭. ব্যাংক ব্যবস্থার প্রচলনে প্রথমত কোন বিষয়টি মুখ্য ভূমিকা রেখেছে? (অনুধাবন)

● অর্থের প্রচলন

খ সভ্যতার উন্নয়ন

গ রাষ্ট্র ব্যবস্থার সংহতি

ঘ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা


৩৮. মুদ্রা কোন ব্যবসায়ের প্রধান উপাদান? (জ্ঞান)

ক বিমা

খ লগ্নি

● ব্যাংক

ঘ এনজিও


৩৯. ব্যাংকের প্রধান কাজ কোনটি? (অনুধাবন)

ক সুদ প্রাপ্তি

খ ঋণ সৃষ্টি করা

● সঞ্চয় বৃদ্ধি করা

ঘ তারল্য সৃষ্টি করা


৪০. মানুষের কাছে থাকা প্রয়োজনের অতিরিক্ত অর্থ তার সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে। যার বিনিময়ে আমানতকারী কী পায়? (প্রয়োগ)

ক নিরাপত্তা

● মুনাফা

গ আমানতের বৃদ্ধি

ঘ ঋণ


৪১. ব্যাংক কীভাবে ঋণ প্রদান করে? (অনুধাবন)

ক প্রতিষ্ঠান থেকে

● আমানত থেকে

গ বিনিয়োগ থেকে

ঘ ধার করে


৪২. কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত? (জ্ঞান)

ক শেয়ার বাজার

● ব্যাংক

গ বিনিময়

ঘ বিমা কোম্পানি


৪৩. সভ্যতা বিকাশের সাথে সাথে বৃদ্ধি পায় মানুষের (অনুধাবন)

র. সামাজিক বন্ধন

রর. রাজনৈতিক কর্মকাণ্ড

ররর. অর্থনৈতিক কর্মকাণ্ড


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

● র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৪. মি. কালাম তার সাংসারিক ব্যয় মিটানোর পর তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা করেন। এখানে মি. কালাম হলেন (প্রয়োগ)

র. আমনতকারী

রর. বিনিয়োগকারী

ররর. ঋণগ্রহীতা


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৫. মুদ্রা ও ব্যাংক সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো (উচ্চতর দক্ষতা)

র. মুদ্রা প্রচলনের পূর্বেই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়

রর. ব্যাংক ব্যতীত মুদ্রার ব্যবহার সীমিত

ররর. মুদ্রাই ব্যাংকের পণ্য বলে বিবেচিত


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার

৪৬. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী? (জ্ঞান)

ক তহবিল

● কোষাগার

গ অর্থ সংগ্রহ

ঘ মাটির পাত্র


৪৭. নিচের কোনটি ইংরেজি ব্যাংক শব্দের অর্থের বহির্ভূত? (জ্ঞান)

ক বস্তু বিশেষের স্তুপ

খ লম্বা টেবিল

গ ধনভাণ্ডার

● অর্থবিত্ত


৪৯. ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী? (জ্ঞান)

● বেঞ্চ

খ চেয়ার

গ জমার স্থান

ঘ কোষাগার


৫১. কোন দেশের লোকেরা লম্বা টুলে অর্থ জমা রাখতো? (জ্ঞান)

ক আমেরিকা

খ বৃটেন

গ ফ্রান্স

● ইতালি


৫২. ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)

ক সামাজিক

● আর্থিক

গ পারিবারিক

ঘ সাংস্কৃতিক


৫৩. ব্যাংক শব্দটির উৎপত্তি স্থান হিসেবে কোনটির প্রতি বেশি সমর্থন পাওয়া যায়? (জ্ঞান)

ক ইতালি

খ লন্ডন

গ দক্ষিণ কোরিয়া

● ল্যাটিন আমেরিকা


৫৪. অর্থ জমা, তোলা এবং ঋণ দেয়ার নিরাপদ প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)

ক ব্যবসায়

● ব্যাংক

গ এনজিও

ঘ সেবামূলক প্রতিষ্ঠান


৫৫. ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। এর কাজ হলো অর্থ ও ঋণের লেনদেন করা। এখানে ব্যাংক কিরূপ ভূমিকা পালন করছে? (উচ্চতর দক্ষতা)

● ঋণ ও অর্থের ব্যবসায়ী

খ মধ্যস্থ কারবারি

গ মূলধন গঠনের কারখানা

ঘ পণ্য উৎপাদনকারী


৫৬. বেঞ্চে বা লম্বা টুলে বসে অর্থ জমা রাখা ও ধার দেওয়ার কাজটি কোন যুগের ইতিহাসে দেখা গিয়েছে? (জ্ঞান)

ক প্রাচীন যুগের

খ নব্য যুগের

গ প্রস্তর যুগের

● মধ্য যুগের


৫৭. নিরাপদ বিনিয়োগের স্থান কোনটি? (অনুধাবন)

ক ব্যবসায়

খ শেয়ার বাজার

● ব্যাংক

ঘ বেসরকারি প্রতিষ্ঠান


৫৮. জনাব নাইম ১০ লক্ষ টাকা নিরাপদ ও বিশ্বস্ত কোনো জায়গায় বিনিয়োগ করতে চান। এ ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি? (প্রয়োগ)

ক শেয়ার বাজার

খ সমবায় সমিতি

● ব্যাংক

ঘ মহাজন


৫৯. ব্যাংকের আইনসংগত সকল কার্যাবলিকে কী বলে? (জ্ঞান)

ক ব্যাংকার

● ব্যাংকিং

গ ব্যাংকিং ব্যবস্থা

ঘ অর্থনৈতিক ব্যবস্থা


৬০. যাদের আয় ব্যয় থেকে বেশি, তারা কী হিসেবে পরিচিত? (জ্ঞান)

● সঞ্চয়কারী

খ আমানতকারী

গ ঋণদানকারী

ঘ ব্যবসায়ী


৬১. সাধারণত কোন প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি থাকে? (জ্ঞান)

ক সেবামূলক প্রতিষ্ঠানের

● ব্যবসায় প্রতিষ্ঠানের

গ সামাজিক প্রতিষ্ঠানের

ঘ ব্যাংক প্রতিষ্ঠানের


৬২. প্রাপ্য বিল বাট্টাকরণ কার কাজ? (অনুধাবন)

● ব্যাংকের

খ রপ্তানিকারকের

গ আমদানিকারকের

ঘ পাওনাদারদের


ANSWER SHEET


►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ৪র্থ  অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ৫ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 

                                 ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ৭ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ