ফিন্যান্স ও ব্যাংকিং ৭ম অধ্যায় mcq : পাবলিক লি. কোম্পানির তহবিল বা মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। শেয়ার হচ্ছে বড় অংকের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার ক্রয়ের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীগণ বিনিয়োগে আগ্রহী হয়। বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো বিভিন্ন প্রকার শেয়ারের প্রচলন করে থাকে।
ফিন্যান্স ও ব্যাংকিং ৭ম অধ্যায় mcq
১. মূলধন খাটানোর উৎস-
I. শেয়ার
II. বন্ড
III. ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২. অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি?
ক মুনাফার উপর অগ্রাধিকার
● সীমিত আয়
গ সীমাবদ্ধ দায়
ঘ নির্দিষ্ট হারে আয়
৩. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক ২
খ ৩
গ ৪
● ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন।
৪. জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির শেয়ার কোথা থেকে সংগ্রহ করেছেন?
ক কোম্পানির প্রধান অফিস
খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
● প্রাথমিক বাজার
ঘ সেকেন্ডারি বাজার
৫. শেয়ার বিক্রির জন্য জনাব হাবিবের কোন বাজারে যুক্তিসঙ্গত হবে?
ক কোম্পানির প্রধান অফিস
খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
গ প্রাথমিক বাজার
● সেকেন্ডারি বাজার
৬. কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহ্বান জানায়?
ক বন্ড
খ ডিবেঞ্চার
গ বাণিজ্যিকপত্র
● শেয়ার
৭. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?
ক বন্ড ক্রয়
খ ঋণপত্র ক্রয়
গ অগ্রাধিকার শেয়ার ক্রয়
● সাধারণ শেয়ার ক্রয়
৮. শেয়ার বা ডিবেঞ্চার কে ইস্যু করে? (জ্ঞান)
● কোম্পানি
খ ব্যাংক
গ বিমা কোম্পানি
ঘ অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান
৯. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য কী হিসেবে পরিচিত? (অনুধাবন)
ক বিনিয়োগের ভিত্তি
● বিনিয়োগের উৎস
গ বিনিয়োগের ধারা
ঘ বিনিয়োগের মাধ্যম
১০. বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও বন্ডের কোনটি থাকা আবশ্যক? (জ্ঞান)
● নিজস্ব স্বকীয়তা
খ নির্দিষ্ট আওতা
গ নির্দিষ্ট আয়
ঘ নিজস্ব চুক্তি
১১. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীদের- (অনুধাবন)
I. প্রত্যাশিত আয়ে ভিন্নতা থাকে
II. ঝুঁকি ভিন্নতা থাকে
III. ব্যয়ে ভিন্নতা থাকে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
শেয়ারের শ্রেণিবিভাগ
১২. পাবলিক লি. কোম্পানির মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (জ্ঞান)
● শেয়ার বিক্রয়
খ ঋণপত্র বিক্রয়
গ বন্ড বিক্রয়
ঘ ডিবেঞ্চার বিক্রয়
১৩. শেয়ার ক্রয়ের মাধ্যমে কারা বিনিয়োগে আগ্রহী হয়? (অনুধাবন)
● ক্ষুদ্র বিনিয়োগকারীগণ
খ মাঝারি বিনিয়োগকারীগণ
গ বৃহৎ বিনিয়োগকারীগণ
ঘ ঋণপত্র ক্রয়কারী
১৪. বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো শেয়ারের প্রচলন করে- (অনুধাবন)
I. সাধারণ শেয়ার
II. অগ্রাধিকার শেয়ার
III. বোনাস শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১৫. কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়? (জ্ঞান)
● সরকারের
খ কেন্দ্রীয় ব্যাংকের
গ ব্যাংকের
ঘ আর্থিক প্রতিষ্ঠানের
১৬. বিবরণপত্র কী? (অনুধাবন)
ক শেয়ার ক্রয়ের প্রস্তাব
● শেয়ার বিক্রির প্রস্তাব
গ ঋণ গ্রহণের আবেদন
ঘ কোম্পানি পরিচালনার দলিল
১৭. আনোয়ার লি. বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে অনেকেই শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করে আবেদন করে। এমতাবস্থায় কোম্পানি শেয়ার বণ্টন করবে কীভাবে? (প্রয়োগ)
ক সুপারিশের মাধ্যমে
● লটারির মাধ্যমে
গ বিজ্ঞপ্তির মাধ্যমে
ঘ টেন্ডারের মাধ্যমে
১৮. কোম্পানির মালিক কে? (জ্ঞান)
ক ডিবেঞ্চার মালিক
খ বন্ড মালিক
● সাধারণ শেয়ার মালিক
ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
১৯. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? (অনুধাবন)
ক যারা মূলধন যোগাড় করে
খ যারা কার্য পরিচালনা করে
● যারা শেয়ার ক্রয় করে
ঘ যারা নীতিমালা প্রদান করে
২০. শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির কী হিসেবে গণ্য হয়? (অনুধাবন)
● মুনাফা
খ লোকসান
গ সম্পত্তি
ঘ দলিলপত্র
২১. শেয়ার হোল্ডারগণ কিসের প্রয়োজনে সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন? (উচ্চতর দক্ষতা)
● তারল্যের প্রয়োজনে
খ সম্পত্তি বণ্টনের প্রয়োজনে
গ ঋণপত্রের প্রয়োজনে
ঘ জামানত রাখার প্রয়োজনে
২২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ? (অনুধাবন)
● ঝুঁকিপূর্ণ
খ অলাভজনক
গ লাভজনক
ঘ অনাকাক্সিক্ষত
২৩. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? (জ্ঞান)
● সাধারণ শেয়ার
খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড
ঘ ডিবেঞ্চার
২৪. কোনো কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ হতে নিচের কোন বিনিয়োগকারীদের দাবি সর্বশেষে মেটানো হয়? (প্রয়োগ)
ক ডিবেঞ্চার মালিক
খ বন্ড মালিক
গ অগ্রাধিকার শেয়ার মালিক
● সাধারণ শেয়ার মালিক
২৫. সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়? (জ্ঞান)
● অগ্রাধিকার শেয়ার মালিকদের
খ বন্ড মালিকদের
গ ডিবেঞ্চার মালিকদের
ঘ সম্পত্তির মালিকদের
২৬. কোনো কারণে ট্রান্সকম গ্রুপের অবসায়ন ঘটলে এর সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ অপর্যাপ্ত হলে নিচের কোন বিনিয়োগকারী সবচেয়ে বেশি বঞ্চিত হবে? (উচ্চতর দক্ষতা)
● সাধারণ শেয়ার মালিক
খ বন্ড মালিক
গ অগ্রাধিকার মালিক
ঘ ডিবেঞ্চার মালিক
২৭. ঝুঁকিপূর্ণ কিন্তু আয়ের সম্ভাবনা বেশি কোন বিনিয়োগে? (জ্ঞান)
ক অগ্রাধিকার শেয়ার
● সাধারণ শেয়ার
গ ডিবেঞ্চার শেয়ার
ঘ বন্ড
২৮. কোম্পানির মালিক হিসেবে অর্জিত লাভ এবং সম্পত্তির ওপর কার আইনগত অধিকার থাকে? (জ্ঞান)
● সাধারণ শেয়ার মালিক
খ বন্ড
গ ডিবেঞ্চার
ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
২৯. কোন শেয়ার মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয়? (জ্ঞান)
ক ডিবেঞ্চার মালিক
খ বন্ড মালিক
গ অগ্রাধিকার শেয়ার মালিক
● সাধারণ শেয়ার মালিক
৩০. কোম্পানি নিয়ন্ত্রণের জন্য কার ভোটাধিকার রয়েছে? (জ্ঞান)
● সাধারণ শেয়ার মালিক
খ বন্ড মালিক
গ ডিবেঞ্চার মালিক
ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
৩১. অমি এস আর লি.-এর একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি কীভাবে কোম্পানি নিয়ন্ত্রণে অংশ নিবেন? (প্রয়োগ)
ক শেয়ার সার্টিফিকেট কিনে
● ভোটাধিকার প্রয়োগ করে
গ বিবরণপত্র প্রচারের মাধ্যমে
ঘ হস্তান্তরযোগ্য সুযোগে
৩২. জনাব হায়দার কোহিনুর লি. এর ২০ টাকা মূল্যের ১৩০টি শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানির মাধ্যমে ভোটাধিকার লাভ করেন। কোন শেয়ারে উপর্যুক্ত বৈশিষ্ট্য দেখা যায়? (প্রয়োগ)
ক বন্ডে
খ ডিবেঞ্চারে
গ অগ্রাধিকার শেয়ারে
● সাধারণ শেয়ারে
৩৩. সাধারণ শেয়ার ক্রয়কারী চাইলে তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে কখন? (অনুধাবন)
খ মেয়াদোত্তীর্ণের পর
গ সরকার চাইলে
● যে কোনো সময়
৩৪. সহজে হস্তান্তরযোগ্য শেয়ার কোনটি? (জ্ঞান)
ক অগ্রাধিকার শেয়ার
● সাধারণ শেয়ার
গ বোনাস শেয়ার
ঘ অধিকারযোগ্য শেয়ার
৩৫. অনির্দিষ্ট আয় কোনটিতে? (জ্ঞান)
● সাধারণ শেয়ার
খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড
ঘ ডিবেঞ্চার
৩৬. কোম্পানির আয় বেশি হলে কার আয় বেশি হয়? (জ্ঞান)
ক বন্ড মালিকদের
খ ডিবেঞ্চার মালিকদের
● সাধারণ শেয়ার মালিকদের
ঘ অগ্রাধিকার শেয়ার মালিকদের
৩৭. যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে কে? (জ্ঞান)
ক বন্ড মালিক
খ অগ্রাধিকার শেয়ার মালিক
গ ডিবেঞ্চার মালিক
● সাধারণ শেয়ার মালিক
৩৮. সাধারণ শেয়ারের মালিকরা কোম্পানির ঝুঁকিবহন করে কীভাবে? (অনুধাবন)
ক এককভাবে
● যৌথভাবে
গ অধিক হারে
ঘ গড় হারে
৩৯. সাধারণ শেয়ার ক্রয়কারীর ঝুঁকি কিসের অনধিক? (অনুধাবন)
● বিনিয়োগের অর্থের
খ আয়করের
গ লভ্যাংশের
ঘ ট্রেড লাইসেন্সের
৪০. কোনো বিনিয়োগকারী কোনো কোম্পানির ২০০ টাকা মূল্যের ৫০টি শেয়ার ক্রয় করলে তার সর্বোচ্চ দায় কত হতে পারে? (প্রয়োগ)
ক ২০০ টাকা
● ১০,০০০ টাকা
গ ৫০০ টাকা
ঘ ২০,০০০ টাকা
৪১. কোনটি বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত? (জ্ঞান)
● সাধারণ শেয়ার
খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড
ঘ ডিবেঞ্চার
৪২. কোন ধরনের বিনিয়োগকারী যেকোনো সময় তার ধারণকৃত শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারে? (জ্ঞান)
● সাধারণ শেয়ার মালিক
খ অগ্রাধিকার শেয়ার মালিক
গ বন্ড মালিক
ঘ ডিবেঞ্চার মালিক
৪৩. জাকির মুন্নু লি. এর শেয়ার কিনেছেন। তিনি যে কোনো সময় ইচ্ছে করলে তার ক্রয়কৃত শেয়ার বিক্রি করে নগদ অর্থ পেয়ে থাকেন। এক্ষেত্রে তিনি শেয়ারগুলো থেকে কোন ধরনের সুবিধা ভোগ করেন? (প্রয়োগ)
ক কম ঝুঁকি
● অধিক তারল্য
গ মুনাফার অধিকার
ঘ সম্পত্তির অধিকার
৪৪. সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত কিরূপ? (অনুধাবন)
ক ঝুঁকিপূর্ণ
● অধিক ঝুঁকিপূর্ণ
গ কম ঝুঁকিপূর্ণ
ঘ লাভজনক বিনিয়োগ
৪৫. কোথায় অনেক ফটকা বিনিয়োগকারী থাকে? (জ্ঞান)
ক কোম্পানিতে
● শেয়ার বাজারে
গ সরকারি প্রতিষ্ঠানে
ঘ ব্যাংককে
৪৬. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে কাদের লাভ হয়? (জ্ঞান)
● শেয়ারহোল্ডারদের
খ সাধারণ মানুষের
গ স্টক এক্সচেঞ্জের
ঘ সবার
৪৭. সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির মালিক হিসেবে (অনুধাবন)
I. সম্পত্তিতে অধিকার পায়
II. অর্জিত লাভের ওপর অধিকার পায়
III. ব্যয় করার অধিকার পায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৮. সাধারণ শেয়ারের জন্য প্রযোজ্য উক্তি হলো (উচ্চতর দক্ষতা)
I. এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত জটিল
II. এ শেয়ার থেকে অধিক আয় করা যায়
III. সীমাবদ্ধ দায় এ শেয়ারের একটি সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৯. কোম্পানির অবসানকালে সম্পত্তি বিক্রি হতে প্রাপ্ত অর্থ দিয়ে প্রথমে দাবি মেটানো হয়- (অনুধাবন)
I. দেনাদারদের
II. সাধারণ শেয়ার মালিকদের
III. অগ্রাধিকার শেয়ার মালিকদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫০. সাধারণ শেয়ারের সুবিধা- (অনুধাবন)
I. অধিক আয়
II. সীমাবদ্ধ দায়
III. তারল্য সম্পদ হিসেবে সমাদৃত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫১. ফয়সাল নাবিস্কো কোম্পানি লি. এর একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৫,০০০ টাকার শেয়ার কেনেন। তার জন্য যুক্তিযুক্ত তথ্য হলো (উচ্চতর দক্ষতা)
I. তিনি মোট ৫০০টি শেয়ারের ঝুঁকি বহন করবেন
II. কোম্পানি অধিক আয় করলে তিনি অধিক লভ্যাংশ পান
III. আরিফা কাক্সিক্ষত পরিমাণ লভ্যাংশ না পেলে ইকো কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫২. সাধারণ শেয়ারের অসুবিধা- (অনুধাবন)
I. অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
II. সম্পত্তি বণ্টনে অধিকার
III. সীমাবদ্ধ দায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
ANSWER SHEET
►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
0 মন্তব্যসমূহ