ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় mcq : যেকোনো প্রতিষ্ঠানের জন্য মূলধনী ব্যয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের হাতে অসংখ্য প্রকল্প থাকে। এসব প্রকল্প থেকে সর্বোৎকৃষ্ট নির্বাচন করার প্রক্রিয়াটি হলো মূলধন বাজেটিং।
প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমন : জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসায়ের সম্প্রসারণ যেমন : নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফিন্যান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় mcq
১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
● মূলধন বাজেটিং
খ অর্থের সময়মূল্য
গ বাট্টার হার নির্ধারণ
ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
● বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক প্রারম্ভিক বিনিয়োগ
খ নগদ বহিঃপ্রবাহ
গ মোট চলতি ব্যয়
● মোট অবচয়
৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
● প্রকল্প নির্বাচন
খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয়
৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
ক রোগীর ওষুধ ক্রয়
● এক্স-রে মেশিন ক্রয়
গ ওষুধের মূল্য নির্ধারণ
ঘ হাসপাতাল ভবনের রং পরিবর্তন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :
সিমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।
৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?
● গড় মুনাফা হার
খ পে-ব্যাক সময়
গ নিট বর্তমান মূল্য
ঘ অভ্যন্তরীণ মুনাফার হার
৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-
র. অর্থের সময় মূল্য উপেক্ষিত
রর. সকল নগদ প্রবাহের মূল্য সমান
ররর. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-
● বাট্টার হার নির্ধারণ
খ মুনাফার হার নির্ধারণ
গ ঝুঁকির হার নির্ধারণ
ঘ সুদের হার নির্ধারণ
৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ
● গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ
ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ
১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
ক দুইটি
খ তিনটি
● চারটি
ঘ পাঁচটি
১১. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়-
র. নগদ প্রবাহ প্রাক্কলনের পর
রর. বাট্টা হার নির্ধারণের পর
ররর. বহিঃপ্রবাহ নির্ধারণের পর
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও :
অরিন নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন।
১২. অরিন মূলধন বাজেটিং-এ কোন সিদ্ধান্ত নেবেন?
ক ঔষধ ক্রয়
খ প্যাড তৈরি
গ মূল্য নির্ধারণ
● এক্সরে মেশিন ক্রয়
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে যা থেকে আগামী ৫ বছরে নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। পে-ব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়।
১৩. প্রকল্পটির পে-ব্যাক সময় কত?
● ৩ বছর
খ ৩ বছর ৬ মাস
গ ৪ বছর ৬ মাস
ঘ ৫ বছর
১৪. প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো-
র. সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি
রর. বিনিয়োগকৃত টাকার সময়মূল্য বিবেচিত হয়নি
ররর. লাভের কোনো নির্দিষ্ট হার নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
মূলধন বাজেটিং
১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য কোন ধরনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ স্বল্পমেয়াদি অর্থায়ন
ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন
১৬. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন)
ক মোট মুনাফা অর্জন ক্ষমতার ওপর
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
গ স্থায়ী সম্পত্তি অর্জনের ক্ষমতার ওপর
ঘ সম্পত্তি নগদায়ন ক্ষমতার ওপর
১৭. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি? (প্রয়োগ)
ক নগদ অর্থ
খ কাঁচামাল
● দালানকোঠা
ঘ বিনিয়োগের সুদ
১৮. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত? (জ্ঞান)
ক কাঁচামাল ক্রয়
খ শ্রমিকের মজুরি প্রদান
● উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন
ঘ ঋণের সুদ প্রদান
১৯. নিচের কোন ক্ষেত্রে একজন ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের নীতিমালা অনুসরণ করবেন? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগের গুরুত্ব নির্ণয়ে
● দীর্ঘমেয়াদি বিনিয়োগের লাভজনকতা মূল্যায়নে
গ চলতি ব্যয় নির্বাহের উৎস নির্বাচনে
ঘ কর ফাঁকি দেয়ার পথ অনুসন্ধানে
২০. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? (জ্ঞান)
● অর্থায়নের নীতিমালা
খ উৎপাদন প্রক্রিয়া
গ অর্থায়নের প্রক্রিয়া
ঘ অভ্যন্তরীণ মুনাফা
২১. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নয়? (অনুধাবন)
ক মুদি দোকানের জন্য ফ্রিজ ক্রয়
খ দর্জি দোকানের জন্য সেলাই মেশিন ক্রয়
গ সেলুনের চুল কাটার মেশিন ক্রয়
● কর্মচারীদের বেতন প্রদানের সিদ্ধান্ত
২২. মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)
● মূল্যায়ন
খ বিনিয়োগ
গ সিদ্ধান্ত
ঘ নীতি
২৩. নিচের কোনটি অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া? (জ্ঞান)
ক অর্থায়ন সিদ্ধান্ত
খ বিনিয়োগ সিদ্ধান্ত
● মূলধন বাজেটিং
ঘ আদর্শ বিচ্যুতি
২৪. আয়-ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্তের কী নির্ণয় করতে হয়? (জ্ঞান)
● নিট নগদ প্রবাহ
খ অবচয়
গ মূলধনী ব্যয়
ঘ পরিচালন ব্যয়
২৫. নিট মুনাফা কীভাবে নির্ণয় করা হয়? (অনুধাবন)
ক বিক্রয় থেকে কর বাদ দিয়ে
খ বিক্রয় থেকে স্থায়ী খরচ বাদ দিয়ে
● বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিয়ে
ঘ বিক্রয় থেকে করসহ চলতি খরচ বাদ দিয়ে
২৬. মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? (জ্ঞান)
ক আয়
খ ব্যয়
● অবচয়
ঘ অগ্রিম আয়
২৭. কোনো বিনিয়োগের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে নিচের কোনটি হয়? (অনুধাবন)
● বিনিয়োগটি লাভজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয়
খ বিনিয়োগটি অলাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয়
গ বিনিয়োগটি লাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয়
ঘ বিনিয়োগটি লাভজনক ও অগ্রহণযোগ্য বিবেচিত হয়
২৮. বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে কী বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)
● সম্ভাব্য লাভজনকতা
খ সম্ভাব্য ঝুঁকির পরিমাণ
গ সম্ভাব্য লোকসান
ঘ সম্ভাব্য সুযোগ
২৯. মূলধন বাজেটিং ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্তের সাথে জড়িত? (জ্ঞান)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ স্বল্পমেয়াদি অর্থায়ন
ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন
৩০. আকরাম হোসেন একজন বিনিয়োগকারী তিনি বিভিন্ন প্রকল্প হতে লাভজনক প্রকল্পটি বাছাই করতে কোন প্রক্রিয়ার সাহায্য নেবেন? (প্রয়োগ)
ক আদর্শ বিচ্যুতির
● মূলধন বাজেটিংয়ের
গ মুনাফা নীতির
ঘ তারল্য নীতির
৩১. ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয়? (জ্ঞান)
● মূলধন বাজেটিং
খ অবচয় পদ্ধতি
গ নগদায়ন পদ্ধতি
ঘ অর্থায়ন প্রক্রিয়া
৩২. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে কোনটির প্রয়োজন? (অনুধাবন)
ক স্বল্পমেয়াদি অর্থায়ন সিদ্ধান্ত
খ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত
ঘ অর্থায়ন সিদ্ধান্ত সঠিকভাবে মূল্যায়ন
৩৩. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত হলো- (অনুধাবন)
র. স্থায়ী সম্পত্তি ক্রয়
রর. নতুন পণ্য বাজারে ছাড়া
ররর. কর্মচারী নিয়োগ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৪. রাসেল একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়কে সম্প্রসারণ করতে চান। এখানে রাসেলের ব্যবসায়ের সম্প্রসারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো- (প্রয়োগ)
র. নতুন মেশিন স্থাপন
রর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন
ররর. শেয়ার সংখ্যা বাড়ানো
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৫. মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়- (অনুধাবন)
র. দালানকোঠা ক্রয়ে
রর. বিক্রয় বৃদ্ধিতে
ররর. উৎপাদন পদ্ধতির আধুনিকায়নে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৬. প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে বিনিয়োগ সিদ্ধান্ত (অনুধাবন)
র. লাভজনক হয়
রর. আধুনিক হয়
ররর. গ্রহণযোগ্য হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আব্দুল্লাহ একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন। এর জন্য তাকে জমি, দালানকোঠা, কারখানা নির্মাণ, মেশিনারিজ ইত্যাদি ক্রয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বন্ধু করিম সাহেব তাকে ক্রয় করার আগে মূলধন বাজেটিং প্রয়োগ করতে বললেন।
৩৭. জনাব আব্দুল্লাহ তার ব্যবসায়ের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করবেন? (প্রয়োগ)
ক দীর্ঘমেয়াদি অর্থায়নের
● দীর্ঘমেয়াদি বিনিয়োগের
গ ব্যবসায়ের ধরন নির্বাচনে
ঘ ব্যবসায়ের আইনি জটিলতা নিরসনে
৩৮. জনাব আব্দুল্লাহর জমি, দালানকোঠা, মেশিনারিজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্তে ভুল হলে (উচ্চতর দক্ষতা)
র. সংশোধনের সুযোগ সাধারণত থাকে না
রর. কারবারে বড় অংকের ক্ষতি হয়
ররর. কারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শিশির একজন দর্জি দোকানদার। সে একটি মেশিন নিয়ে কাজ করে। এলাকায় চাহিদা থাকায় সে আরও দুটি নতুন মেশিন ক্রয় করে দোকান সম্প্রসারণের কথা ভাবছে।
৩৯. জনাব শিশিরের এ সিদ্ধান্তটি কোন ধরনের সিদ্ধান্ত? (প্রয়োগ)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ
গ জাতীয় উন্নয়নমূলক
ঘ স্বকর্মসংস্থানমূলক
৪০. জনাব শিশির সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কোনটি ঘটবে? (উচ্চতর দক্ষতা)
ক বৃহৎ অংকের ক্ষতি
● ব্যবসায় সাফল্য
গ প্রকল্পের ব্যর্থতা
ঘ কর দায় হ্রাস
মূলধন বাজেটিং-এর গুরুত্ব
৪১. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? (জ্ঞান)
ক অর্থায়ন সিদ্ধান্ত
● মূলধন বাজেটিং
গ আর্থিক পরিকল্পনা
ঘ ক্রয় সিদ্ধান্ত
৪২. মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কোনটি হয়? (অনুধাবন)
ক কারবারে স্বল্পমেয়াদি অর্থায়ন হয়
● কারবারের মূল লক্ষ্য অর্জিত হয়
গ কারবারের স্থায়ী দায় বৃদ্ধি পায়
ঘ কারবারের নগদায়ন সহজ হয়
৪৩. মূলধন বাজেটিং ব্যর্থ হলে তার দায়িত্ব কাকে নিতে হয়? (জ্ঞান)
ক ক্রয় ব্যবস্থাপককে
খ সাধারণ ব্যবস্থাপককে
গ বিক্রয় ব্যবস্থাপককে
● অর্থ ব্যবস্থাপককে
৪৪. একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
● মুনাফা অর্জন
খ সেবা দান
গ পণ্য উৎপাদন
ঘ বিক্রয়
৪৫. কোম্পানি নগদ প্রবাহ পাবার আশায় কী করে? (অনুধাবন)
ক ঋণ গ্রহণ করে
● উপার্জনকারী সম্পত্তিতে বিনিয়োগ করে
গ স্থায়ী সম্পত্তি বিক্রয় করে
ঘ অধিক বিক্রয়ের ব্যবস্থা করে
৪৬. প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে কেন?
ক বাট্টা হার কমানোর জন্য
খ নিট বর্তমান মূল্য বৃদ্ধির জন্য
গ পর্যাপ্ত পরিমাণে মোট মুনাফা অর্জনের জন্য
● পর্যাপ্ত নগদ প্রবাহ আনায়নের জন্য
৪৭. মুনাফা অর্জনে কোনটি ভূমিকা পালন করে?
ক অর্থায়ন
খ অর্থের সময়মূল্য
● মূলধন বাজেটিং
ঘ ঝুঁকি নির্ণয়
৪৮. কোন সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশে নির্ভর করে? (জ্ঞান)
● মূলধন বাজেটিং
খ স্বল্পমেয়াদি বিনিয়োগ
গ দীর্ঘমেয়াদি বিনিয়োগ
ঘ চলতি মূলধন
৪৯. ত্রুটিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্তের কারণে কোনটি হয়? (অনুধাবন)
ক কারবারের মুনাফা বৃদ্ধি পায়
● কারবার লোকসানের সম্মুখীন হয়
গ কারবার দেউলিয়া হয়ে যায়
ঘ কারবার ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হয়
৫০. মূলধন বাজেটিং পদ্ধতি কোনটিতে বিশেষ ভূমিকা পালন করে- (জ্ঞান)
ক ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি
খ নিট মুনাফা বৃদ্ধি
● ব্যবসায়ের উত্তরোত্তর সমৃদ্ধি
ঘ ব্যবসায়ের লক্ষ্য অর্জন
৫১. স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপনের জন্য কিসের প্রয়োজন হয়? (অনুধাবন)
● বড় অংকের তহবিল
খ স্বল্পমেয়াদি অর্থায়ন
গ বড় অংকের মাশুল
ঘ বড় আকারের ঋণ
৫২. স্থায়ী সম্পত্তি সম্পর্কিত সকল মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন)
● বড় অংকের তহবিল
খ কম বাট্টা হার
গ প্রকৃত সুদের হার
ঘ অধিক নগদ প্রবাহ
৫৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তে ভুল হলে তা প্রতিষ্ঠানে কিরূপ প্রভাব ফেলে? (অনুধাবন)
ক প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়
খ প্রতিষ্ঠানের আয়-ব্যয় সমান হয়
গ প্রতিষ্ঠানের বড় অংকের মুনাফা লাভ করে
● প্রতিষ্ঠান বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়
৫৪. নিচের কোন সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে সাদেক সাহেব অধিক সতর্কতা অবলম্বন করতে হয়? (প্রয়োগ)
ক স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে
● দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তে
গ মূলধন জাতীয় আয় সিদ্ধান্তে
ঘ মুনাফাসংক্রান্ত সিদ্ধান্তে
৫৫. মূলধন বাজেটিংয়ের সাথে জড়িত অনুমানগুলো কিসের ওপর নির্ভরশীল? (জ্ঞান)
ক বর্তমান
খ অতীত
● ভবিষ্যৎ
ঘ ঘটনা
৫৬. মূলধন বাজেটিং কী ধরনের সিদ্ধান্ত? (জ্ঞান)
ক ঝুঁকিবিহীন
খ ঝুঁক্তিমুক্ত
● ঝুঁকিযুক্ত
ঘ ক্ষেত্রবিশেষে ঝুঁকিমুক্ত
৫৭. আশিক চন্দ্র ব্যাংক ঋণ নিয়ে একটি কারখানা স্থাপনের পর জানতে পারেন উক্ত এলাকায় সরকার নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান বন্ধ রেখেছে। ফলে তার প্রকল্পটি অলাভজনক প্রতীয়মান হয়। আশিক চন্দ্র ক্ষতির সম্মুখীন হয়েছেন কেন? (প্রয়োগ)
ক সৃষ্ট অনিশ্চয়তার কারণে
খ অর্থের সময়মূল্যের কারণে
গ মুনাফা সংক্রান্ত জটিলতার কারণে
● মূলধন বাজেটিং সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে
ANSWER SHEET
►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
0 মন্তব্যসমূহ