Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর - SSC Finance and Banking Chapter 10 MCQ Questions and Answers

ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় mcq : মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য বা সেবা লেনদেন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থের লেনদেন ও আদান-প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। ব্যাংকটি মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও এটি বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে।


SSC ফিন্যান্স ও ব্যাংকিং


ফিন্যান্স ও ব্যাংকিং ১০ম অধ্যায় mcq


১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?

● লকার ভাড়া

খ বিমা প্রিমিয়াম

গ শুল্ক ও কর

ঘ নিরীক্ষকের বিল


২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-

র. প্রচারকার্যে ব্যয় করে

রর. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়

ররর. শিক্ষানবিশ সেলামি প্রদান করে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :

পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।


৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে-

র. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে

রর. প্রত্যয়পত্র ইস্যু করে

ররর. মুনাফা বণ্টন করে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?

● কর্মসংস্থান সৃষ্টি

খ জনকল্যাণ

গ সম্পদের সুষম বণ্টন

ঘ বিনিময়ের মাধ্যমে


৫. কোন ব্যাংক খঈ প্রদান করে?

● বাণিজ্যিক ব্যাংক

খ কেন্দ্রীয় ব্যাংক

গ শিল্প ব্যাংক

ঘ কৃষি ব্যাংক


৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে-

ক বিনিয়োগ ব্যাংক

খ শিল্প ব্যাংক

গ সমবায়

● বাণিজ্যিক ব্যাংক


৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক?

● বাণিজ্যিক ব্যাংক

খ ভোক্তাদের ব্যাংক

গ শ্রমিক ব্যাংক

ঘ সঞ্চয়ী ব্যাংক


৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?

● আমানত

খ পরিশোধিত মূলধন

গ সংরক্ষিত তহবিল

ঘ লকার ভাড়া


নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।


৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন?

ক সরকারের

খ সোনালী ব্যাংকের

গ শিল্প ব্যাংকের

● বাংলাদেশ ব্যাংকের


১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে-

র. আমানত সৃষ্টির মাধ্যমে

রর. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে

ররর. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


১১. বাণিজ্যিক ব্যাংক কিসের জন্য গঠিত হয়? (জ্ঞান)

ক সেবাদানের জন্য

● মুনাফা অর্জনের জন্য

গ শুধু ঋণ দেয়ার জন্য

ঘ মূলধন গঠনের জন্য


১২. সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কাকে বুঝি? (জ্ঞান)

ক কেন্দ্রীয় ব্যাংককে

● বাণিজ্যিক ব্যাংককে

গ বিশেষায়িত ব্যাংককে

ঘ আর্থিক প্রতিষ্ঠানকে


১৩. যুগের সাথে সাথে কোন ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে? (জ্ঞান)

● বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায়

খ কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থায়

গ বিশেষ ব্যাংক ব্যবস্থায়

ঘ অতালিকাভুক্ত ব্যাংক ব্যবস্থায়


১৪. বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কী করে? (প্রয়োগ)

ক মুনাফা বৃদ্ধি করে

● ঋণ গ্রাহকদের ধার দেয়

গ অন্যান্য ব্যাংককে ধার দেয়

ঘ উচ্চ প্রকল্পে বিনিয়োগ করে


১৫. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে থাকে? (প্রয়োগ)

ক অর্থের আগমন ও নির্গমনের মাধ্যমে

● অর্থের লেনদেন ও আদান-প্রদান করে

গ বিনিময় মূল্যহ্রাস করে

ঘ মুদ্রাস্ফীতির মাধ্যমে


১৬. মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য বা সেবা লেনদেনকৃত প্রতিষ্ঠানকে কী বলে? (জ্ঞান)

ক আর্থিক প্রতিষ্ঠান

● বাণিজ্যিক ব্যাংক

গ এন.জি.ও

ঘ কেন্দ্রীয় ব্যাংক


১৭. বাণিজ্যিক ব্যাংকের লেনদেন অবশ্যই কী হতে হবে? (অনুধাবন)

● অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য

খ সেবামূল্যে পরিমাপযোগ্য

গ বিনিময়মূল্যে পরিমাপযোগ্য

ঘ ঋণমূল্যে পরিমাপযোগ্য


১৮. কোন প্রতিষ্ঠান অর্থ ও স্বল্প মেয়াদি ঋণ নিয়ে ব্যবসায় করে? (জ্ঞান)

ক কেন্দ্রীয় ব্যাংক

● বাণিজ্যিক ব্যাংক

গ বিনিময় ব্যাংক

ঘ সঞ্চয়ী ব্যাংক


১৯. যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে (অনুধাবন)

র. আধুনিকায়ন

রর. বিশেষায়ন

ররর. অবসায়ন


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


২০. প্রয়োজনের প্রেক্ষিতে বহুদেশে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে-

র. স্বল্পমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে

রর. মধ্যমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে

ররর. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য

২১. কোন উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে? (অনুধাবন)

ক অর্থনীতিতে প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে

● বিনিয়োগের জন্য পুঁজি গঠন করতে

গ ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করতে

ঘ বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে


২২. মক্কেলদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকে কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)

● মূলধন

খ সঞ্চয়

গ বিনিয়োগ

ঘ আমানত


২৩. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)

ক সঞ্চয় সংগ্রহ

খ মুদ্রা সরবরাহ

গ মুনাফা অর্জন

● মূলধন গঠন


২৪. কোন ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? (জ্ঞান)

ক বিনিময় ব্যাংক

● বাণিজ্যিক ব্যাংক

গ শাখা ব্যাংক

ঘ একক ব্যাংক


২৫. সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করে থাকে। এটি সোনালী ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (প্রয়োগ)

● অন্যতম উদ্দেশ্য

খ মৌলিক উদ্দেশ্য

গ বিশেষ উদ্দেশ্য

ঘ বিশেষ লক্ষ্য


২৬. কোন ব্যাংক সঠিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে? (জ্ঞান)

ক বিশেষায়িত ব্যাংক

খ রাষ্ট্রায়ত্ত ব্যাংক

গ ইসলামিক ব্যাংক

● বাণিজ্যিক ব্যাংক


২৭. ‘পদ্মা ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংককে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। এক্ষেত্রে ‘পদ্মা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক হিসেবে ভূমিকা পালন করে? (প্রয়োগ)

● বাণিজ্যিক ব্যাংক

খ বিশেষায়িত ব্যাংক

গ শিল্প ব্যাংক

ঘ বিনিয়োগ ব্যাংক


২৮. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে কীভাবে? (অনুধাবন)

ক অর্থনৈতিক স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে

খ জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে

● সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে

ঘ ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে


২৯. বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে? (অনুধাবন)

ক সঞ্চয় সংগ্রহের মাধ্যমে

খ মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে

গ অর্থের নিরাপত্তা দানের মাধ্যমে

● ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে


৩০. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়? (অনুধাবন)

ক আমানত নিয়ন্ত্রণের

● কর্মসংস্থানের

গ ঋণ নিয়ন্ত্রণের

ঘ মুনাফা অর্জনের


৩১. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে? (অনুধাবন)

ক অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে

● আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে

গ সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে

ঘ সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে


৩২. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে? (জ্ঞান)

ক সমবায় ব্যাংক

খ বিশেষায়িত ব্যাংক

● বাণিজ্যিক ব্যাংক

ঘ মার্চেন্ট ব্যাংক


৩৩. মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদির নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের কিরূপ উদ্দেশ্য? (জ্ঞান)

ক প্রধান উদ্দেশ্য

খ বিশেষ উদ্দেশ্য

গ পরোক্ষ উদ্দেশ্য

● অন্যতম উদ্দেশ্য


৩৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী? (জ্ঞান)

ক অর্থনৈতিক স্থিতিশীলতা

খ সঞ্চয় প্রবণতা সৃষ্টি

● নিরাপত্তা প্রদান

ঘ শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন


৩৫. কেন্দ্রীয় ব্যাংকের কোন নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য? (জ্ঞান)

● ঋণ নিয়ন্ত্রণ নীতির

খ ঋণ ব্যবস্থাপনা নীতির

গ ব্যাংক হার নীতির

ঘ মুদ্রাসংক্রান্ত নীতির


৩৬. বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে? (অনুধাবন)

● কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সাথে একাত্মতা প্রকাশ করে

খ প্রয়োজন মাফিক বাজারে ঋণদান করে

গ বিভিন্ন খাতে ঋণদান করে

ঘ কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে


৩৭. ‘ইস্টার্ন ব্যাংক’ ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করে। ইস্টার্ন ব্যাংক কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)

ক বিশেষায়িত ব্যাংক

খ বিনিময় ব্যাংক

গ সমবায় ব্যাংক

● বাণিজ্যিক ব্যাংক


৩৮. কোনটিকে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য? (অনুধাবন)

ক ঋণ সরবরাহ

খ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন

● আমদানি ও রপ্তানি বাণিজ্য

ঘ অর্থ স্থানান্তরে


৩৯. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী? (অনুধাবন)

ক মুনাফা অর্জন

খ ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ

● বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা

ঘ জনকল্যাণ সাধন


৪০. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়? (প্রয়োগ)

ক মুরুব্বি

খ মধ্যমণি

● চালিকা শক্তি

ঘ মাদার


৪১. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে- (অনুধাবন)

র. মুনাফা অর্জন

রর. মূলধন গঠন

ররর. জনকল্যাণ


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৪২. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করে- (অনুধাবন)

র. চেক

রর. হুন্ডি

ররর. বিনিময় বিল


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৪৩. বাণিজ্যিক ব্যাংকের মূলধন (অনুধাবন)

র. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়

রর. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়

ররর. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর ঘ র, রর ও ররর


৪৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো কেন্দ্রীয় ব্যাংকের- (অনুধাবন)

র. শিল্পের উন্নয়ন নিশ্চিত করা

রর. ঋণনীতি কার্যক্রমে অংশগ্রহণ করা

ররর. ঋণ নিয়ন্ত্রণ সহযোগিতা প্রদান করা


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৫. সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বাণিজ্যিক ব্যাংকের যেসব কার্যক্রম- (অনুধাবন)

র. আমানত গ্রহণ

রর. মুনাফা অর্জন

ররর. ঋণদান কার্যক্রম


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

● র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৬. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো- (অনুধাবন)

র. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা

রর. দেশের উন্নয়ন করা

ররর. সমাজের ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করা


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


৪৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করে থাকে- (অনুধাবন)

র. ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে

রর. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণনীতির সাথে একাত্মতা প্রকাশ করে

ররর. আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা করে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৮. বাণিজ্যিক ব্যাংক বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করে- (অনুধাবন)

র. অধিক পরিমাণে ঋণ প্রদান করে

রর. রপ্তানি বাণিজ্যে সহায়তা দিয়ে

ররর. পণ্য আমদানির পথ সুগম করে


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

● রর ও ররর

ঘ র, রর ও ররর


৪৯. ‘সেতু ব্যাংক’ একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংক যেসব উদ্দেশ্য অর্জনে কাজ করে তা হলো- (প্রয়োগ)

র. মুনাফা অর্জন

রর. মূলধন গঠন

ররর. জনকল্যাণ


নিচের কোনটি সঠিক?

ক র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

● র, রর ও ররর


নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :

যমুনা ব্যাংক লি. ২০১৫ সালে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হিসেবে ১,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এ অর্থের ৬০% তারা শিল্পের মূলধন হিসেবে বিনিয়োগ করে। ফলে দেশের শিল্পায়নে এদের অবদান অপরিসীম।


৫০. যমুনা ব্যাংকের প্রধান কাজটির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যটি অর্জন করা সম্ভব? (প্রয়োগ)

ক অর্থ জমা

খ মূলধন বিনিয়োগ

গ ঋণদান

● মুনাফা অর্জন


৫১. কোন উদ্দেশ্যটিকে ভিত্তি করে যমুনা ব্যাংক ১,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে? (উচ্চতর দক্ষতা)

ক ঋণ মঞ্জুর

খ মুনাফা অর্জন

● মূলধন গঠন

ঘ ঋণ নিয়ন্ত্রণ


নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :

যুগের সাথে সাথে উত্তরা ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। উত্তরা ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদেরকে ধার দিয়ে থাকে। উত্তরা ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও তার আরও অন্যান্য উদ্দেশ্য আছে।


৫২. উত্তরা ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? (প্রয়োগ)

ক শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা করে

খ অর্থ, মূল্যবান গহনা সংরক্ষণ করে

● চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে

ঘ নোট ইস্যু করে


৫৩. উত্তরা ব্যাংক যেসব লাভজনক খাতে বিনিয়োগ করে- (উচ্চতর দক্ষতা)

র. শেয়ার

রর. ঋণপত্র

ররর. যোগাযোগ ক্ষেত্রে


নিচের কোনটি সঠিক?

● র ও রর

খ র ও ররর

গ রর ও ররর

ঘ র, রর ও ররর


ANSWER SHEET


►► আরো দেখো:- ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                  ৪র্থ  অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ৫ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 

                                 ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ৭ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

                                 ৮ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর 

                                 ৯ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ