ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় mcq : অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায়, কীভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায়ের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। অর্থায়ন প্রক্রিয়া একটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যেও গুরুত্বপূর্ণ।
ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় mcq
১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক ঊর্ধ্বমুখী
● বিপরীত
গ নিম্নমুখী
ঘ সমানুপাত
২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-
র. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
রর. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
ররর. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক সাফল্য অর্জন
খ সুনাম অর্জন
গ সম্পদ অর্জন
● মুনাফা অর্জন
৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক বিনিময় ব্যবস্থাপনা
● তহবিল ব্যবস্থাপনা
গ মূলধন ব্যবস্থাপনা
ঘ মুনাফা ব্যবস্থাপনা
৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত-
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
খ পারিবারিক অর্থায়ন
● সরকারি অর্থায়ন
ঘ আন্তর্জাতিক অর্থায়ন
৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-
র. তারল্য বনাম মুনাফা নীতি
রর. উপযুক্ততার নীতি
ররর. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।
৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক সমবায় সংগঠন
খ অংশীদার সংগঠন
● পাবলিক কোম্পানি
ঘ প্রাইভেট কোম্পানি
৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-
ক সুদ
খ কমিশন
গ বোনাস
● লভ্যাংশ
অর্থায়নের ধারণা
৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
খ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
গ নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
● ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়
১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন)
ক আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
খ সঠিক পণ্য নির্বাচন করে
● অর্থের সদ্ব্যবহার করে
ঘ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে
১১. ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ কীভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়? (অনুধাবন)
ক অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে
● বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে
গ কাঁচামালের সহজলভ্যতা যাচাই করে
ঘ নিজস্ব ও বাহ্যিক মূলধনের উৎস যাচাই করে
১২. কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
ক উপযোগিতা
● অর্থায়ন
গ পরিকল্পনা
ঘ নির্দেশনা
১৩. অর্থায়নের নানাবিধ নীতি কী কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক অর্থায়নের গুরুত্ব বোঝাতে
খ অর্থের উপযোগিতা বৃদ্ধি করতে
● অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে
ঘ অর্থের সময়মূল্য বিবেচনা করতে
১৪. অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদি পুঁজি বিনিয়োগে উৎসাহিত করে
খ অধিক পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে
● স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে
ঘ সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে
১৫. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি? (অনুধাবন)
● অর্থায়ন
খ বিনিয়োগ
গ শিল্পায়ন
ঘ আত্মবিশ্বাস
১৬. কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি? (অনুধাবন)
ক মুনাফা নীতি
● অর্থায়ন
গ বিক্রয় নীতি
ঘ বিনিয়োগ নীতি
১৭. নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন? (প্রয়োগ)
ক স্থায়ী সম্পদ
● তহবিল
গ বিনিয়োগ
ঘ পরিকল্পনা
১৮. পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক আমদানি শুল্ক যাতে কম থাকে
● উৎপাদন প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে
গ ব্যয়ের সাথে আয় যাতে জড়িত থাকে
ঘ মুনাফা যাতে বেশি বেশি বৃদ্ধি হতে থাকে
১৯. তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
● অর্থায়ন
খ পরিকল্পনা
গ বাস্তবায়ন
ঘ প্রকল্প
২০. লিয়াকত হোসেন একটি দর্জি দোকান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দোকানটি পরিচালনা করার জন্য তাকে মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হবে। এজন্য তাকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে কোন উৎস হতে? (উচ্চতর দক্ষতা)
ক স্বল্পমেয়াদি
খ দীর্ঘমেয়াদি
গ মধ্যমেয়াদি
● স্বল্প ও দীর্ঘমেয়াদি
২১. মি. রাশেদ একজন দর্জি দোকানের ব্যবসায়ী। দোকানের প্রয়োজনে তাকে সেলাই মেশিন, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি ক্রয় করতে হয়। মি. রাশেদ ব্যবসায়ের শুরুতে এসব সামগ্রী ক্রয়ের জন্যে প্রয়োজনীয় তহবিল কোন উৎস থেকে নির্বাহ করেছিলেন? (প্রয়োগ)
ক সরকারি
খ আর্থিক প্রতিষ্ঠান
● নিজস্ব
ঘ আন্তর্জাতিক
২২. কোন কোন মাধ্যমে পরিবারে আয়ের সংস্থান হতে পারে? (অনুধাবন)
ক ব্যবসায়, বাড়িভাড়া, বিদ্যুৎ বিল
খ কৃষিকাজ, স্কুলের বেতন, বাজার খরচ
● আত্মউদ্যোগ, বাড়িভাড়া, চাকরি
ঘ চাকরি, বাজার খরচ, পানি বিল
২৩. নিচের কোনটি পারিবারিক আয়ের অন্যতম উৎস? (প্রয়োগ)
ক বিদ্যুৎ বিল
খ বাজার খরচ
গ বাড়িভাড়া
● আত্মউদ্যোগ
২৪. জাহিদ সাহেব চাকরি বাবদ প্রতিমাসে যে টাকা আয় করেন তা দিয়ে তার পরিবারের নিয়মিত খরচগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারেন। এবার তিনি বেতন পেয়ে বাসার জন্য পূর্বপরিকল্পনা ছাড়াই একটি টেলিভিশন ক্রয় করেন। (উচ্চতর দক্ষতা)
ক তিনি অর্থায়নের সঠিক প্রয়োগ করেছেন
● তিনি অর্থায়নের ভুল প্রয়োগ করেছেন
গ তিনি ঋণ ও মালিকানায় ভারসাম্য রক্ষা করেছেন
ঘ তিনি বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন
২৫. পারিবারিক ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া প্রয়োগের কারণ কোনটি? (প্রয়োগ)
ক পারিবারিক আয় বৃদ্ধি করা
খ পারিবারিক ব্যয় হ্রাস করা
● পারিবারিক তহবিলের উৎস নির্ধারণ ও সুষ্ঠু ব্যবহার
ঘ পারিবারিক সঞ্চয় বৃদ্ধি
২৬. বাসার জন্য নতুন টেলিভিশন ক্রয়ের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি? (প্রয়োগ)
ক বেতন
খ বাড়িভাড়া
● দীর্ঘমেয়াদি ঋণ
ঘ বিভিন্ন বিল
২৭. সোহেল বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্যে একটি টেলিভিশন কিনতে ইচ্ছুক। কিন্তু প্রতি মাসে তার নিয়মিত আয় থেকে টেলিভিশন কেনার অর্থ সরবরাহ করা অসম্ভব। এক্ষেত্রে সোহেল কীভাবে এ অর্থের ব্যবস্থা করতে পারেন? (প্রয়োগ)
ক লিজিং কোম্পানি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
খ সমবায় সমিতি থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে
গ বন্ধু-বান্ধব থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
● ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে
২৮. সামাজিক প্রতিষ্ঠানে মুনাফার উদ্দেশ্য থাকে না তা সত্ত্বেও প্রতিটি সামাজিক প্রতিষ্ঠানে তহবিল ব্যবস্থাপনার একটি পরিকল্পনা থাকে কেন? (উচ্চতর দক্ষতা)
ক প্রতিষ্ঠানটিকে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে
● প্রতিষ্ঠানটিকে টিকে থাকতে বহুবিধ কার্য সম্পাদন করতে
গ প্রতিষ্ঠানটিকে মানব কল্যাণের বিভিন্ন খাতে ব্যয় করতে
ঘ প্রতিষ্ঠানটিকে পণ্য ক্রয়বিক্রয় সংক্রান্ত কার্যসম্পাদন করতে
২৯. নিচের কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান? (জ্ঞান)
ক পরিবার
খ বিদ্যালয়
● মুদি দোকান
ঘ দাতব্য চিকিৎসালয়
৩০. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (জ্ঞান)
● চলতি মূলধন
খ স্থায়ী মূলধন
গ নিজস্ব মূলধন
ঘ ঋণকৃত অর্থ
৩১. দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কোন ধরনের মূলধন ব্যবহার করা হয়? (অনুধাবন)
● চলতি মূলধন
খ স্থায়ী মূলধন
গ নিজস্ব মূলধন
ঘ ঋণকৃত অর্থ
৩২. ব্যবসায়ের স্থায়ী খরচ কোনটি? (জ্ঞান)
ক পণ্য ক্রয়
খ বিদ্যুৎ বিল
● রেফ্রিজারেটর ক্রয়
ঘ দোকান ভাড়া
৩৩. ব্যবসায়ের স্থায়ী সম্পদ অর্জনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অর্থায়ন উৎস কোনটি? (জ্ঞান)
ক নিয়মিত আয়
খ স্বল্পমেয়াদি ঋণ
● দীর্ঘমেয়াদি ঋণ
ঘ নগদ তহবিল
৩৪. দীর্ঘমেয়াদি ঋণের ঝুঁকি কম কেন? (অনুধাবন)
ক ঋণের সুদের হার কম হয় বলে
খ ঋণের অর্থ সময়মতো পরিশোধ করতে হয় না বলে
● দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা রয়েছে বলে
ঘ দীর্ঘমেয়াদি ঋণ দ্বারা স্থায়ী মূলধন সরবরাহ করা হয় বলে
৩৫. দীর্ঘমেয়াদে অর্থ গ্রহণ করলে ঋণ পরিশোধের ঝুঁকি কিরূপ হয়? (অনুধাবন)
ক অত্যধিক
● কম
গ বেশি
ঘ সমপরিমাণ
৩৬. স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাটা কোম্পানি, কোহিনূর কেমিক্যালস বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের প্রধান উৎস কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা)
● শেয়ার বিক্রয়
খ ঋণপত্র বিক্রয়
গ ব্যাংক ঋণ
ঘ অংশীদারদের বিনিয়োগ
৩৭. নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক মুদি দোকানের অর্থায়ন বাটা কোম্পানি থেকে জটিল
খ বাটা কোম্পানির অর্থায়ন কোহিনূর কেমিক্যালস অপেক্ষা সহজ
● স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অর্থায়ন মুদি দোকান অপেক্ষা জটিল
ঘ ছোট প্রতিষ্ঠান অর্থায়নে বড় প্রতিষ্ঠান অপেক্ষা বেশি সুবিধা পায়
৩৮. একটি কোম্পানি মূলত কিসের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
● শেয়ার বিক্রির মাধ্যমে
খ ন্যূনতম চাঁদা সংগ্রহের মাধ্যমে
গ বাকিতে পণ্য বিক্রির মাধ্যমে
ঘ ব্যক্তিগত সম্পত্তি বিক্রির মাধ্যমে
৩৯. কোম্পানি তার প্রয়োজনীয় মূলধন কীভাবে সংগ্রহ করে? (অনুধাবন)
ক প্রাইজবন্ড বিক্রি করে
● শেয়ার বিক্রি করে
গ মালিকের বিনিয়োগ দ্বারা
ঘ সঞ্চয়পত্র বিক্রি করে
৪০. শেয়ারবাজারে শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? (জ্ঞান)
ক কর্মচারীদের সন্তুষ্টি
● মুনাফার হার
গ প্রারম্ভিক মূলধন
ঘ ঝুঁকির পরিমাণ
৪১. দর্জি দোকানের কোন জিনিসটি স্থায়ী মূলধন? (প্রয়োগ)
ক কাঁচামাল ক্রয়
খ শ্রমিকের মুজরি প্রদান
● সেলাই মেশিন
ঘ সুতা
৪২. নিচের কোন অর্থায়ন প্রক্রিয়াটি অন্যগুলো থেকে আলাদা? (অনুধাবন)
ক পরিবারের অর্থায়ন
খ পাড়ার পাঠাগারের অর্থায়ন
গ বিদ্যালয়ের অর্থায়ন
● দর্জির দোকানের অর্থায়ন
৪৩. বর্তমানকালে ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ার কারণ (অনুধাবন)
র. সমাজ-সভ্যতার ক্রমবিকাশ
রর. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন
ররর. মুনাফার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৪. পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার কারণ (অনুধাবন)
র. সমাজ সভ্যতার ক্রমবিকাশ
রর. বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন
ররর. ব্যবসায় বাণিজ্যের পরিধি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৫. অর্থায়ন যে সকল পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে তা হলো (অনুধাবন)
র. কীভাবে উৎপাদন করা হবে
রর. কী পরিমাণ তহবিল সংগ্রহ করা হবে
ররর. কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৬. অর্থায়নে তহবিল ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত (অনুধাবন)
র. কোন উৎস হতে তহবিল সংগ্রহ করা হবে
রর. কোন পণ্যের বিক্রয় মূল্য কত হবে
ররর. কোথায় কীভাবে বিনিয়োগ করা হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৭. তহবিলের ব্যবহার হয়- (অনুধাবন)
র. মেশিনাদি ক্রয় করতে
রর. কাঁচামাল ক্রয় করতে
ররর. শ্রমিকদের মজুরি প্রদান করতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৮. সাধারণত প্রতিটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকে। উৎসগুলো হতে পারে- (প্রয়োগ)
র. ব্যবসায়
রর. আত্মউদ্যোগ
ররর. বিভিন্ন বিল
নিচের কোনটি সঠিক?
● র ও রর খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৯. পরিবারে আয়ের সংস্থান হয়- (অনুধাবন)
র. ব্যবসায় করে
রর. চাকরি করে
ররর. আত্মউদ্যোগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫০. পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় (অনুধাবন)
র. দৈনন্দিন বাজার খরচ
রর. স্কুলের বেতন
ররর. আসবাবপত্র ক্রয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫১. অর্থায়নের প্রক্রিয়া হলো- (অনুধাবন)
র. তহবিলের উৎস নির্ধারণ
রর. তহবিলের সুষ্ঠু ব্যবহার
ররর. তহবিলের উপযোগিতা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫২. একটি মুদি দোকানের ক্ষেত্রে স্থায়ী খরচ হলো (অনুধাবন)
র. দোকানের আয়তন বৃদ্ধি করা
রর. রেফ্রিজারেটর ক্রয় করা
ররর. কর্মচারীর বেতন দেয়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৩. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে- (অনুধাবন)
র. পরিকল্পনা অনুযায়ী তহবিলের উৎস নির্ধারণ করতে
রর. তহবিল ব্যবহারের খাত বৃদ্ধি করতে
ররর. তহবিলের ব্যবস্থাপনা করতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৪. সোনালি পাবলিক লি. কোম্পানি শেয়ারের মূল্য বৃদ্ধি করে তহবিল গঠন করতে চায়। কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে- (প্রয়োগ)
র. গ্রাহক সেবা
রর. প্রতিষ্ঠানের সুনাম
ররর. মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
জুনায়েদ একজন মুদি দোকানদার। সে সুষ্ঠুভাবে অর্থায়ন করে। মাঝে মধ্যে সে বিক্রয়লব্ধ আয় হতে বিনিয়োগের তহবিল সংস্থান করতে পারে না। তাই তাকে বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে হয়। আবার স্থায়ী সম্পদ অর্জনের জন্য তার বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।
৫৫. জুনায়েদ বড় অঙ্কের অর্থের প্রয়োজন কীভাবে পূরণ করতে পারে? (প্রয়োগ)
ক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে
খ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে
● বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে
ঘ আত্মীয়-স্বজনের মাধ্যমে
0 মন্তব্যসমূহ