Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

bangla general knowledge questions and answers - Most Important General Knowledge Questions And Answers

questions


1. প্রশ্ন : পৃথিবীর আকর্ষণ বল লোপ পেলে বস্তুর ও ভারের কী পরিবর্তন লক্ষ্য করা যায় –

উত্তর :-ভর অপরিবর্তিত থাকবে ভার শূন্য হবে

2. প্রশ্ন : কোন ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয় –

উত্তর :-অনিয়তাকার পদার্থ (মোম, কাঁচ, চর্বি ইত্যাদি)

3. প্রশ্ন :তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থ হল-

উত্তর :-ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড

4. প্রশ্ন :সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণীতে অবস্থিত –

উত্তর :-কারাকোরাম

5. প্রশ্ন : অর্ধচন্দ্রকার বালিয়াড়িকে বলা হয়

উত্তর :- বার্থান

6. প্রশ্ন :কানহা জাতীয় উদ্যান অবস্থিত –

উত্তর :-মধ্যপ্রদেশ

7. প্রশ্ন : ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মাঝে দূরত্ব থাকে –

উত্তর :- 1.676 মিটার
8.প্রশ্ন : ভেম্বানাদ কয়াল হল

উত্তর :-একটি উপহ্রদ
9. প্রশ্ন : ভারতের ম্যানচেস্টার বলা হয় –
উত্তর :- আহমেদাবাদকে
10. প্রশ্ন : বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন-
উত্তর :-আমুন্ডসেন
11. প্রশ্ন :আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হল –
উত্তর :-কেপ কেনেডি
12. প্রশ্ন :ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত হল –
উত্তর :-ম্যাকমোহন লাইন
13. প্রশ্ন :তুরস্ক, ইতালির মুদ্রার নাম হল-
উত্তর :- লিৱা
14. প্রশ্ন :পরমাণুর মৌলিকত্ব কীসের উপর নির্ভর করে ?
উত্তর :-পারমাণবিক সংখ্যা
15. প্রশ্ন : গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল-
উত্তর :- নোকরেক
16.প্রশ্ন : গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রথম আঘাত করে –
উত্তর :-পশ্চিমঘাট পর্বতে
17. প্রশ্ন : ভারতের চিনির পাত্র বলা হয় –
উত্তর :-উত্তরপ্রদেশ রাজ্যকে
18. প্রশ্ন : একটি ভৌত রাশির নাম কর, যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠীত –
উত্তর :- ভরবেগ
19. প্রশ্ন :জেট প্লেন ও রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে –
উত্তর :-তৃতীয় গতিসূত্র


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ