Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC বাংলা ২য় পত্র MCQ – ১ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

 নবম-দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র ১ম অধ্যায় mcq   প্রশ্ন ও উত্তর 


বাংলা ২য় পত্র ১ম অধ্যায় mcq

১. ভাষার মূল উপাদান কী?
ক. পদ
খ. বাক্য
গ. শব্দ
ঘ. ধ্বনি

২. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
ক. দুই হাজার
খ. পাঁচ হাজারের ওপর
গ. সাড়ে তিন হাজারের ওপর
ঘ. সাড়ে সাত হাজারের ওপর

৩. ‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি?
ক. হরতাল
খ. লুঙ্গি
গ. রিক্সা
ঘ. চাকু

৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য
খ. লেখ্য
গ. সাধু
ঘ. চলিত

৫. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ?
ক. চাকু
খ. চিনি
গ. চুলা
ঘ. চাকর

৬. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. ক্রিয়া ও সর্বনামে
গ. বিশেষ্য ও ক্রিয়ায়
ঘ. বিশেষণ ও ক্রিয়ায়

৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা উপযোগী?
ক. চলিত
খ. সাধু
গ. মিশ্র
ঘ. উপজাতীয়

৮. কোনটি মিশ্র শব্দ?
ক. হাট-বাজার
খ. চা-চিনি
গ. নামাজ-রোজা
ঘ. কেতাব-কলম

৯. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির?
ক. তৎসম
খ. দেশি
গ. বিদেশি
ঘ. মিশ্র

১০. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. গিরীশচন্দ্র সেন
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী

১২. বাংলা ভাষার মূল উৎস কী?
ক. হিন্দি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. কানাড়ি ভাষা
ঘ. অনার্য ভাষা

১৩. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
ক. পালি
খ. হিন্দি
গ. উড়িয়া
ঘ. বঙ্গকামরূপী

১৪. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা
খ. চিত্র
গ. ইঙ্গিত
ঘ. আচরণ

১৫. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
ক. আসাম
খ. পশ্চিমবঙ্গ
গ. গুজরাট
ঘ. উত্তর প্রদেশ

১৬. ভাষা কী?
ক. উচ্চারণের প্রতীক
খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম
ঘ. ধ্বনির সমষ্টি

১৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত
খ. চর্যাপদ
গ. রামায়ণ
ঘ. জঙ্গনামা

১৮. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা

১৯. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
ক. দেশ ও কালভেদে
খ. দেশ, কাল ও ব্যক্তিভেদে
গ. কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে
ঘ. দেশ, কাল ও পরিবেশভেদে

২০. ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

২১. বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা?
ক. পঁচিশ
খ. সতেরো
গ. ত্রিশ
ঘ. বাইশ

২২. বাংলা ভাষার রীতি কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি

২৩. পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ করা যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

২৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. চলিত রীতি
খ. কথ্য রীতি
গ. সাধুরীতি
ঘ. আঞ্চলিক রীতি

২৫. কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?
ক. চলিত
খ. সাধু
গ. মিশ্র
.ঘ উপজাতীয়

২৬. মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়-
ক. কাব্যসাহিত্যে
খ. দলিল-দস্তাবেজে
গ. পুঁথিসাহিত্যে
ঘ. চিঠিপত্রে

২৭. সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. বিশেষণ ও ক্রিয়া

২৮. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৯. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. গুরুগম্ভীর
খ. গুরুচণ্ডালী
গ. অবোধ্য
ঘ. দুর্বোধ্য

৩০. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর
খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল
ঘ. তৎসম শব্দবহুল

৩১. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলিত
খ. সাধু
গ. আঞ্চলিক
ঘ. প্রাকৃত

৩২. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
ক. কথ্য রীতি
খ. লেখ্য রীতি
গ. সাধুরীতি
ঘ. চলিত রীতি

৩৩. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়

৩৪. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্য ভাষা
খ. উপভাষা
গ. সাধুভাষা
ঘ. চলিত ভাষা

৩৫. উপভাষার আরেক নাম কী?
ক. দেশীয় ভাষা
খ. মূলভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. বাংলা ভাষা

৩৬. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ?
ক. তুলা, সহিত
খ. জুতো, মাথা
গ. পড়িল, দেখে
ঘ. বুনো, তুলো

৩৭. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. ইংরেজ আগমনের পরে
ঘ. স্বাধীনতাযুদ্ধের পরে

৩৮. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি

৩৯. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের
খ. মধ্যযুগের
গ. অন্ধকার যুগের
ঘ. আধুনিক যুগের

৪০. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
ক. তৎসম শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. দেশি শব্দ
ঘ. বিদেশি শব্দ

৪১. নিচের কোনটি তৎসম শব্দ?
ক. চন্দ্র/ধর্ম
খ. গিন্নী
গ. ডিঙ্গা
ঘ. ঈমান

৪২. তৎসম শব্দ কোনটি?
ক. চা
খ. চেয়ার
গ. ধর্ম
ঘ. কান

৪৩. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশি
ঘ. বিদেশি

৪৪. তৎসম শব্দ কোনটি?
ক. বৈষ্ণব/চাঁদ
খ. নক্ষত্র/চন্দ্র
গ. ঈমান
ঘ. চামার

৪৫. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
ক. কর্ম
খ. গিন্নী
গ. হাত/কান্না
ঘ. ইস্কুল

৪৬. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
ক. সূর্য
খ. সুনাম
গ. জবান
ঘ. জ্যোছনা

৪৭. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
ক. খাঁটি বাংলা
খ. দেশি
গ. বিদেশি
ঘ. অর্ধ-তৎসম

৪৮. নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
ক. জ্যোছনা
খ. চামার
গ. চাকু
ঘ. ঢেঁকি

৪৯. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে?
ক. দেশি শব্দ
খ. বিদেশি শব্দ
গ. তৎসম শব্দ
ঘ. বাংলা শব্দ

৫০. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কি
খ. ফারসি
গ. পর্তুগিজ
ঘ. আরবি

৫১. নিচের কোনটি আরবি শব্দ?
ক. নামায
খ. রোযা
গ. খোদা
ঘ. হজ

৫২. কোনটি প্রশাসনিক শব্দ?
ক. নালিশ
খ. নমুনা
গ. কলেজ
ঘ. রপ্তানি

৫৩. তারিখ কোন ভাষার শব্দ?
ক. ফারসি
খ. আরবি
গ. তুর্কি
ঘ. পর্তুগিজ

৫৪. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
ক. কুরআন
খ. রোযা/যাকাত
গ. নালিশ
ঘ. ঈদ

৫৫. চশমা কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. পর্তুগিজ
ঘ. ওলন্দাজ

৫৬. পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. ফারসি
খ. বাংলা
গ. সংস্কৃত
ঘ. উর্দু

৫৭. কোন ভাষায় আগত ফারসি শব্দগুলো প্রধানত কয়ভাগে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৫৮. পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?
ক. হাসপাতাল
খ. নভেল
গ. ফুটবল
.ঘ স্কুল

৫৯. হাসপাতাল কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. পর্তুগিজ

৬০. হাসপাতাল কোন শ্রেণির শব্দ?
ক. খাঁটি উচ্চারণের ইংরেজি শব্দ
খ. পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ
গ. পারিভাষিক শব্দ
ঘ. পর্তুগিজ শব্দ

...................................................................................................

সঠিক উত্তর:-  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ