SSC রসায়ন ৩য় অধ্যায় MCQ | SSC Chemistry Chapter 3 MCQ -নৈর্ব্যক্তিক প্রশ্ন
রসায়ন ৩য় অধ্যায় |
১১৫. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক. পারমাণবিক সংখ্যা
খ. নিউক্লিয়ন সংখ্যা
গ. ভর সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা
১১৬. ক্যালসিয়ামের ভরসংখ্যা কত?
ক. ২০
খ. ৪০
গ. ৮০
ঘ. ২
১১৭. অ্যান্টিমনির প্রতীক কোনটি?
ক. Sn
খ. Sb
গ. Au
ঘ. At
১১৮. নিউট্রনের প্রকৃত ভর কত?
ক. 1.675 x 10-24 g
খ. 9.11 x 10-28 g
গ. 1.67 x 1024 g
ঘ. 1.657 x 10-24 g
১১৯. নিচের কোনটির ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান?
ক. Na
খ. F-
গ. Mg2+
ঘ. Cl-
১২০. Ar এর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা ১৮ এবং নিউট্রন সংখ্যা ২২ হলে ভরসংখ্যা কত?
ক. ১৮
গ. ৪০
গ. ২২
ঘ. ৪
১২১. S2- এ মোট মৌলিক কণিকার সংখ্যা কতটি?
ক. ২টি
খ. ৩৪টি
গ. ৫০টি
ঘ. ৪৬টি
১২২. F এর প্রোটন সংখ্যা ৯ এবং নিউট্রন সংখ্যা ১০ হলে ভর সংখ্যা কত?
ক. ১৯
খ. ৯
গ. ১
ঘ. ১০
১২৩. মৌলের স্বাতন্ত্র নির্ভর করে কোনটির ওপর?
ক. ইলেকট্রন সংখ্যা
খ. ভর সংখ্যা
গ. প্রোটন সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা
১২৪. খর পরমাণুতে নিউট্রন সংখ্যা কত?
ক. ৩
খ. ৪
গ. ৭
ঘ. ৫
১২৫. B-এর (n + p) এর মান কত?
ক. ৭
খ. ৬
গ. ৫
ঘ. ১১
১২৬. একটি পরমাণুর ব্যাস কত?
ক. 10-8 cm
খ. 10 cm
গ. 12 cm
ঘ. 15 cm
১২৭. ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
ক. ৩৫
খ. ১৩
গ. ১২
ঘ. ৮
0 মন্তব্যসমূহ