৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৫ম অধ্যায় : যে সমস্ত দেশ প্রযুক্তিতে অনেক এগিয়ে আছে তারা সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ছাড়া একটি মুহূর্তও চলতে পারে না।গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস আমাদের অবস্থান নিখুঁতভাবে বলে দিতে পারে এবং সেটি আজকাল সব স্মার্ট ফোনেই লাগানো থাকে। শিক্ষাব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ইন্টারনেটের বড় ভূমিকা।
পৃথিবীর যাবতীয় বই ই-বুক আকারে সংরক্ষিত থাকবে এবং একজন সেই বইগুলো তার ই-বুক রিডারে ডাউনলোড করে নিতে পারবে। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, পরিবহন, বাণিজ্য থেকে শুরু করে সরকার, সরকার পদ্ধতি এবং রাজনৈতিক হালচালের প্রায় সকল ধরনের তথ্য সেখানেই রয়েছে।
৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৫ম অধ্যায়
১০. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদগণ কর্তৃক তৈরিকৃত বাংলা সার্চ ইঞ্জিনের নাম কী?
ক গুগল
খ বিং
গ ইয়াহু
● পিপীলিকা
১১. ই-মেইল কথাটির মানে কী?
ক ইলেকট্রিক চিঠি
● ইলেকট্রনিক চিঠি
গ ইলেকট্রিক্যাল চিঠি
ঘ ইলেকট্রনিক্স চিঠি
১২. ই-মেইল ঠিকানা খোলার ক্ষেত্রে পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?
ক ৪ থেকে ৩২ বর্ণের মধ্যে
খ ৪ থেকে ২৩ বর্ণের মধ্যে
● ৬ থেকে ৩২ বর্ণের মধ্যে
ঘ ৬ থেকে ২৩ বর্ণের মধ্যে
১৩. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক গুগল
খ ইয়াহু
গ বিং
● পিপীলিকা
২৩. আমরা দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে কোনটি ব্যবহার করি? (জ্ঞান)
ক কম্পিউটার
● ইন্টারনেট
গ টেলিফোন
ঘ মাল্টিমিডিয়া
২৪. আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির কারণ কোনটি? (অনুধাবন)
ক কম্পিউটার আবিষ্কার
খ ল্যাপটপ আবিষ্কার
● স্মার্টফোন আবিষ্কার
ঘ মডেম আবিষ্কার
২৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোনটি এখন তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
ক রেডিও
খ টেলিভিশন
● স্মার্টফোন
ঘ ভিডিও প্রযুক্তি
২৬. তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে কী বলে? (জ্ঞান)
ক হাইওয়ে
● ওয়াই-ফাই
গ উইকিলিকস
ঘ অপেরা
২৮. ডেস্কটপ কম্পিউটার একটু ছোট হয়ে কোন আকার ধারণ করেছে?
● ল্যাপটপ
খ নোটবুক
গ স্মার্টফোন
ঘ ইন্টারনেট
২৯. সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়?
ক নোটবুক
● স্মার্টফোন
গ ডেস্কটপ কম্পিউটার
ঘ টেলিফোন
৩০. নিচের কোনটির দাম যেকোনো মানুষের সাধ্যের মধ্যে?
ক ডেস্কটপ কম্পিউটার
খ ল্যাপটপ
● স্মার্টফোন
ঘ নোটবুক
৩১. আমরা কীভাবে সারাক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে পারি? (অনুধাবন)
ক ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে
খ ল্যাপটপ ব্যবহার করে
গ নোটবুক ব্যবহার করে
● স্মার্ট ফোন ব্যবহার করে
৩২. তথ্যপ্রযুক্তির উন্নতির ফলে নিচের কোন প্রশ্নটি আজ অবান্তর? (উচ্চতর দক্ষতা)
● কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়?
খ কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায় না?
গ কোন কোন দেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করে না?
ঘ ইন্টারনেট ব্যবহার করতে কী কী প্রয়োজন?
৩৩. যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা কোনটি ছাড়া এক মুহূর্তও চলতে পারে না?
ক নেটওয়ার্ক
● ইন্টারনেট
গ ডেস্কটপ কম্পিউটার
ঘ ল্যাপটপ
৩৪. ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন কাজটি ভিন্ন? (অনুধাবন)
ক খবরের কাগজ পড়া
খ রেডিওতে গান শুনা
গ টেলিভিশনে ছবি দেখা
● বিশ্রাম নেওয়া
৩৫. আজকাল প্রত্যেকটা খবরের কাগজ কোথায় থাকে? (জ্ঞান)
ক কম্পিউটারে
● ইন্টারনেটে
গ মোবাইল ফোনে
ঘ ল্যাপটপে
৩৬. ইন্টারনেটের খবরের কাগজকে কী বলা হয়?
ক ই-মেইল
● অনলাইন পত্রিকা
গ ই-পত্রিকা
ঘ খবরের কাগজ
৩৭. অনলাইনে খবরের কাগজ পড়ার সুবিধা কোনটি? (অনুধাবন)
ক যেকোনো দিনের কাগজ পড়া যায়
খ একাধিক বার কাগজ পড়া যায়
● সবগুলো খবরের কাগজ পড়া যায়
ঘ দ্রুত খবরের কাগজ পড়া যায়
৩৯. জিপিএস নিখুঁতভাবে কী বলে দিতে পারে? (জ্ঞান)
ক মানুষের ভবিষ্যৎ
● পথ-ঘাটের অবস্থান
গ দেহের তাপমাত্রা
ঘ গাণিতিক সমাধান
৪০. পথ দেখানোর জন্য গাড়িতে কী লাগানো থাকে? (জ্ঞান)
ক ইপোজ
● জিপিএস
গ এফটিপি
ঘ এন্টেনা
৪১. জিপিএসকে কোনটি সংকেত পাঠায়? (উচ্চতর দক্ষতা)
ক চাঁদ
খ মঙ্গলগ্রহ
● কৃত্রিম উপগ্রহ
ঘ বুধ গ্রহ
৪২. যেকোনো প্রতিষ্ঠানের অবস্থান জানা যায় কীভাবে? (অনুধাবন)
ক কম্পিউটারের মাধ্যমে
খ টেলিফোনের মাধ্যমে
গ ম্যাপের মাধ্যমে
● স্মার্ট ফোনের মাধ্যমে
৪৩. রুদ্র কুষ্টিয়া চেনে না। কিন্তু সে নিজে ড্রাইভিং করে কুষ্টিয়া আসতে চায়। নিচের কোনটি রুদ্রকে সাহায্য করতে পারে? (প্রয়োগ)
ক কম্পিউটার
খ সাধারণ ম্যাপ
গ মোবাইল ফোন
● জিপিএস
৪৪. এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির কারণে? (জ্ঞান)
● ইন্টারনেট
খ জিপিএস
গ ল্যাপটপ
ঘ নোটবুক
৪৬. ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় নিচের কোন যোগাযোগ মাধ্যমটির ব্যবহার হ্রাস পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক টেলিফোন
খ ফ্যাক্স
গ মোবাইল
● চিঠি
৪৭. পৃথিবী থেকে ধীরে ধীরে বইয়ের দোকান ওঠে যাচ্ছে কেন? (অনুধাবন)
ক বইয়ের ব্যবহার কমে যাওয়ায়
খ বইয়ের ব্যবসায় লাভ কম হওয়ায়
● ই-বুকে সব বই পাওয়া যাওয়ায়
ঘ বই ব্যবসা আইনগতভাবে অবৈধ করায়
৪৮. সামাজিক নেটওয়ার্ক কোনটি? (জ্ঞান)
ক জি-মেইল
খ ইয়াহু-মেইল
● ফেসবুক
ঘ গুগল
৪৯. ইন্টারনেট থেকে কোনো গান বা মুভি ডাউনলোড না করে উপভোগ করা যায় কিসের জন্য? (্জ্ঞান)
ক ল্যাপটপের জন্য
খ স্মার্টফোনের জন্য
● ব্যান্ডউইথ বেশি হওয়ার কারণে
ঘ ব্যান্ডউইথ কম হওয়ার কারণে
৫০. সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটের ব্যবহার কোনটি?
ক ই-মেইল
● সামাজিক নেটওয়ার্ক
গ জিপিএস
ঘ ভিডিও দেখা
৫১. সামাজিক নেটওয়ার্ক কোনটি?
ক জি-মেইল
খ ইয়াহু মেইল
● টুইটার
ঘ গুগল
৫২. বর্তমান তরুণ প্রজন্ম কিসে অধিক সময় ব্যয় করে?
ক খেলাধুলায়
খ পড়াশোনায়
গ গান-বাজনায়
● ফেসবুকে
৫৩. ইন্টারনেট কোন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে? (জ্ঞান)
ক পড়াশোনায়
● গেম খেলায়
গ গানশুনায়
ঘ ছবি দেখায়
৫৪. নিচের কোন কাজটি দিনে দিনে কঠিন হয়ে আসছে? (অনুধাবন)
ক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া
খ ইন্টারনেট নির্ভর যন্ত্রপাতি খুঁজে পাওয়া
গ ইন্টারনেট নির্ভর কাজ খুঁজে পাওয়া
● ইন্টারনেট বিচ্ছিন্ন কাজ খুঁজে পাওয়া
class 8 ict chapter 5 mcq
৮১. নিচের কোনটি ব্যবহারে ই-বুক সত্যিকারের বইয়ের মতো পড়া যায়?
ক রেডিও
খ পত্রিকা
● ট্যাবলেট
ঘ কম্পিউটার
৮২. ইন্টারনেটে পাওয়া যায় না কোনটি?
ক তথ্য
খ উত্তর
গ অর্থ
● খাদ্য
৮৩. শিক্ষার ক্ষেত্রে কোনটির ব্যাপক প্রভাব রয়েছে?
ক কম্পিউটার
● ইন্টারনেট
গ মোবাইল ফোন
ঘ রেডিও
৮৪. বর্তমানে বই প্রস্তুত করতে কোনটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে? (জ্ঞান)
ক পুরাতন বই
খ কম্পিউটার
গ ফ্যাক্স
● ইন্টারনেট
৮৫. প্রথম থেকে দশম শ্রেণির সকল বই কিসের ওয়েবসাইটে রাখা আছে? (জ্ঞান)
ক শিক্ষা মন্ত্রণালয়ের
খ শিক্ষা বোর্ডের
● এনসিটিবির
ঘ কারিগরি বোর্ডের
৮৬. পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোথা থেকে পাওয়া যায়? (জ্ঞান)
ক কম্পিউটার
খ টেলিফোন
● ইন্টারনেট
ঘ নেটওয়ার্ক
৮৭. জেএসসি এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
ক জয়েন্ট স্টক কোম্পানি
● জুনিয়র স্কুল সার্টিফিকেট
গ গ্লোবাল সার্ভিস কমিশনার
ঘ গ্লোবাল সিস্টেম ফর কমিউনিকেশন
৮৮. বিভিন্ন স্কুল কলেজের ভর্তি তথ্য এখন কোথায় পাওয়া যায়? (অনুধাবন)
ক টেলিফোনে
খ লিফলেটে
গ পাঠ্যপুস্তকে
● ইন্টারনেটে
৮৯. স্কুল পরিচালনা করার জন্য ব্যবহৃত হতে পারে কোনটি? (জ্ঞান)
● ইন্টারনেট
খ মোবাইল ফোন
গ ফ্যাক্স জিপিএস
ঘ টেলিফোন
৯০. শিক্ষাব্যবস্থা পরিচালনা করা ছাড়াও সরাসরি শিক্ষার ব্যাপারে ভূমিকা রয়েছে কোনটির? (জ্ঞান)
ক কম্পিউটার
● ইন্টারনেট
গ মোবাইল ফোন
ঘ টেলিফোন
৯১. পাঠ্য বইয়ের কোনো নির্দিষ্ট অংশ বা বিষয় বোঝার জন্য কিসের সাহায্য নেয়া যায়? (জ্ঞান)
● ইন্টারনেট
খ কম্পিউটার
গ টেলিফোন
ঘ টেলিভিশন
৯২. ইন্টারনেটে বাংলা তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করার কাজ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
● ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে
খ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে
গ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে
ঘ অচল অবস্থায় পড়ে আছে
৯৩. পূর্বে ইন্টারনেটে তথ্য খোঁজার ব্যাপারটি কেমন ছিল? (অনুধাবন)
ক অনেক বেশি সময় ব্যয় হতো
খ অনেক বেশি অর্থ খরচ হতো
গ অনুসন্ধানকারীকে দক্ষ হতে হতো
● সবকিছু ইংরেজিতে লিখতে হতো
৯৪. ইন্টারনেটে প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে বড় সুবিধা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক উত্তরটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে
খ উত্তরটি সবসময় সর্বজন গ্রহণযোগ্য হয়
গ প্রতিটি উত্তরের সাথে প্রমাণ ও ব্যাখ্যা থাকে
● উত্তর দেয়ার জন্য কেউ না কেউ সবসময়ই থাকে
৯৫. পিপীলিকা কিসের নাম? (জ্ঞান)
● একটি সার্চ ইঞ্জিনের
খ একটি ব্রাউজারের
গ একটি ফন্টের
ঘ একটি ইন্টারনেটের
৯৬. কোন ধরনের শিক্ষায় নানা ধরনের পরীক্ষা করতে হয়? (জ্ঞান)
ঘ ধর্মীয়
● বিজ্ঞান
গ ব্যবসায়
ঘ ভোকেশনাল
৯৭. ইন্টারনেটে দেয়া চমকপ্রদ কোর্সগুলো কারা করতে পারে? (জ্ঞান)
ক শিশু-কিশোররা
খ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা
গ কর্মজীবীরা
● যে কেউ
৯৮. ইন্টারনেটের সুবিধা এখন কোন পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)
ক নিজ ঘর
খ সারা দেশ
গ সারা বিশ্ব
● মহাকাশ
৯৯. ছাপা বইয়ের স্থান কে দখল করে নিচ্ছে? (জ্ঞান)
ক হাতে লেখা নোট
খ দক্ষ শিক্ষক
● ই-বুক
ঘ ই-পর্চা
১০০. ই-বুকগুলো কীভাবে পড়া যায়? (অনুধাবন)
● ই-বুক রিডারে ডাউনলোড করে
খ টেলিভিশনের মাধ্যমে
গ টেলিফোনের মাধ্যমে
ঘ সার্চ ইঞ্জিনের মাধ্যমে
১০১. ইন্টারনেটের কারণে কোন অসম্ভব কাজটি সম্ভব হয়েছে? (অনুধাবন)
ক ছাত্রছাত্রীদের ক্লাসরুমে সীমাবদ্ধ রাখা
খ ছাত্রছাত্রীদের অধিক বই পাঠে অভ্যস্ত করা
● আস্ত একটা লাইব্রেরি পকেটে নিয়ে ঘোরা
ঘ দেশি-বিদেশি বই সংগ্রহ ও সংরক্ষণ করা
১০২. বিশ্বের সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা জ্ঞান ভাণ্ডার কোথায় রয়েছে? (জ্ঞান)
ক বিশ্ব সাহিত্য কেন্দ্রে
খ এনসাইক্লোপিডিয়ায়
● ইন্টারনেটে
ঘ মহাকাশে
১০৩. ছাত্রছাত্রীদের অনুরোধে মহাকাশযাত্রীরা কোন পরিবেশে পরীক্ষা করে দেখান? (জ্ঞান)
ক প্রাকৃতিক
খ কৃত্রিম
গ বায়ুশূন্য
● ভরশূন্য
১২১. বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায় নিচের কোন ওয়েবসাইটে?
● ওলফ্রামআলফা
খ বিডি জবস
গ মাইটিউন
ঘ মাইসার্চ
১২২. ইন্টারনেটে তথ্য কীভাবে থাকে? (অনুধাবন)
ক পর্যায়ক্রমে সাজানো
খ নির্দিষ্ট নিয়মে গুছানো
গ ধারাবাহিকভাবে সাজানো
● ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে
১২৩. দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার কোনটি? (জ্ঞান)
ক কম্পিউটার
খ ইন্টারনেট
গ উপাত্ত
● তথ্য
১২৪. কোথা থেকে তথ্য সংগ্রহ করে সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করা যায়? (জ্ঞান)
ক টেলিকমিউনিকেশন
খ মোবাইল ফোন
● ইন্টারনেট
ঘ খবরের কাগজ
১২৫. গুগল কী? (জ্ঞান)
● একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন
খ একটি জনপ্রিয় সফটওয়্যার
গ একটি জনপ্রিয় সাপোর্ট সেন্টার
ঘ একটি জনপ্রিয় ইন্টারনেট প্যাকেজ
১২৬. বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি? (জ্ঞান)
ক বিডিজবস
খ মাইসার্চ
● গুগল
ঘ স্কাইপ
১২৭. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম কোনটি?
ক ইয়াহু
খ জি-মেইল
● গুগল
ঘ হট-মেইল
১২৮. বাংলা বা ইংরেজিতে কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়?
ক ইয়াহু
● গুগল
গ জি-মেইল
ঘ হট-মেইল
১২৯. পিপীলিকা সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা কোনটি? (অনুধাবন)
ক এটি দ্রুত কাজ করে
● এর মাধ্যমে বাংলাতে তথ্য খোঁজা যায়
গ এর মাধ্যমে যেকোনো তথ্য খোঁজা যায়
ঘ এর মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করা যায়
১৩০. শিক্ষাবিষয়ক প্রায় সকল ধরনের সহায়ক তথ্য কোথায় যায়? (জ্ঞান)
ক মোবাইল ফোনে
খ টেলিফোনে
● ইন্টারনেটে
ঘ টেলিভিশনে
১৩১. শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে কোথায়? (জ্ঞান)
ক নেটওয়ার্কে
● ইন্টারনেটে
গ টেলিভিশনে
ঘ মোবাইল কমিউনিকেশনে
১৩২. ওলফ্রামআলফা কী? (জ্ঞান)
ক একটি জনপ্রিয় সফটওয়্যার
খ একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন
● একটি বিশেষ ওয়েবসাইট
ঘ একটি বিশেষ ইন্টারনেট প্যাকেটে
১৩৩. ওলফ্রামআলফা ওয়েবসাটইটে কী ধরনের কাজ করার ব্যবস্থা আছে? (জ্ঞান)
ক বাংলার
● গণনার
গ গবেষণার
ঘ প্রকাশনার
..............................................................................................................................
►► আরো দেখো: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ১ম অধ্যায় এর প্রশ্ন তার উত্তর
►► আরো দেখো: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ২য় অধ্যায় এর প্রশ্ন তার উত্তর
►► আরো দেখো: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৩য় অধ্যায় এর প্রশ্ন তার উত্তর
►► আরো দেখো: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৪র্থ অধ্যায় এর প্রশ্ন তার উত্তর
►► আরো দেখো: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৫ম অধ্যায় এর প্রশ্ন তার উত্তর
0 মন্তব্যসমূহ