বঙ্গভূমির প্রতি কবিতার mcq
১. ‘মক্ষিকা’র সমার্থক শব্দ কোনটি?
ক মৌমাছি
● মাছি
গ বোলতা
ঘ ফড়িং
২. নরকুলে ধন্য কে?
ক ক্ষমতাবান ব্যক্তি
খ দীর্ঘজীবী মানুষ
● যিনি কীর্তিমান
ঘ মন্দিরের সেবক
নিচের কবিতাংশ পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম- যেন এই দেশেতে মরি।
খ. রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
৩. কবিতাংশ দুটিতে প্রকাশিত হয়েছে-
র. দৃঢ় বিশ্বাস
রর. সুচিন্তিত সিদ্ধান্ত
ররর. গভীর আকুলতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪. কবিতাংশ দুটিতে সম্বোধিত ‘মা’ কে?
ক কবির মা
● জননী জন্মভূমি
গ কোনো এক মা
ঘ সকল মা
৫. ‘মানস’ শব্দের অর্থ কী?
ক সরোবর
● মন
গ মস্তিষ্ক
ঘ মধু
৬. এই কথাটি মনে রেখ
আমি যে গান গেয়েছিলাম
শুকনো পাতা ঝরার বেলায়।”
উদ্দীপকের ভাবার্থ কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক দুই বিঘা জমি
খ আবার আসিব ফিরে
● বঙ্গভূমির প্রতি
ঘ নদীর স্বপ্ন
৭. ‘মধুহীন করো না গো’-এই চরণে প্রকাশ পেয়েছে-
র. প্রণতি
রর. আত্মনিবেদন
ররর. একাগ্রতা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮. “ছিলে দেবী হলে দাসী” কবি এখানে জন্মভূমি কী হারানোর কথা বুঝিয়েছেন?
ক স্বাধীনতা
খ সৌন্দর্য
● মমতা
ঘ ঐশ্বর্য
৯. সেই ধন্য নরকুলে, পরের চরণটি কোনটি?
ক কিন্তু যদি বাম মনে
খ প্রবাসে দৈবের বশে
গ পড়িলে অমৃত হৃদে
● লোকে যারে নাহি ভুলে
১০. তবে যদি দয়া কর-এখানে কার কাছে ‘দয়া’ চাওয়া হয়েছে?
ক মক্ষিকা
খ অমৃত হ্রদ
● বঙ্গভূমি
ঘ বিদেশে
১১. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্ত রচিত কী জাতীয় গ্রন্থ?
ক উপন্যাস
● নাটক
গ কাব্য
ঘ গল্প
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
১২. উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত কোন কবিতার মিল পাওয়া যায়?
● বঙ্গভূমির প্রতি
খ দুই বিঘা জমি
গ নদীর স্বপ্ন
ঘ আবার আসিব ফিরে
১৩. উল্লিখিত দিকটি নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক আমি তোর লাগি ফিরেছি বিবাগি
খ পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো
● মধুহীন করো না গো তব মনঃ কোকনদে
ঘ আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
১৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ক পদ্মাবতী
খ শর্মিষ্ঠা
● বীরাঙ্গনা
ঘ কৃষ্ণকুমারী
১৫. ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ -চরণের কবি ভাবনার পরিচয় রয়েছে কোন কবিতায়?
ক নারী
খ মানবধর্ম
● বঙ্গভূমির প্রতি
ঘ প্রার্থী
১৬. ‘রেখো, মা দাসেরে মনে’-এ পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের
ক স্মৃতিকাতরতা
খ প্রকৃতিপ্রীতি
● স্বদেশপ্রেম
ঘ মহত্ত্ব
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
সোহান আদরের ছেলে। মায়ের সাথে ঝগড়া করে অভিমানে বাড়ি ছেড়ে চলে যায়। মাসখানেক পর সোহান নিজের ভুল বুঝতে পেরে আবার বাড়িতে ফিরে এলে তাঁর মা তাকে আপন করে নেয়।
১৭. সোহানের দৃষ্টিভঙ্গির সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন ভাবটি সাদৃশ্যপূর্ণ?
ক ভাষাপ্রেম
খ প্রকৃতপ্রেম
গ মানবপ্রেম
● দেশপ্রেম
১৮. উপরের অনুচ্ছেদে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে
র. মায়ের প্রতি ভালোবাসা
রর. মায়ের ক্ষমাশীলতা
ররর. মায়ের সাথে ঝগড়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৯. বাংলা সাহিত্যের প্রথম প্রথাবিরোধী লেখক কে? (জ্ঞান)
ক কাজী নজরুল ইসলাম
● মাইকেল মধুসূদন দত্ত
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ সুকুমার রায়
২০. মাইকেল মধুসূদন দত্ত বিলেত গিয়ে কোন ধর্ম গ্রহণ করেন? (জ্ঞান)
ক জৈন
খ ইসলাম
● খ্রিষ্ট
ঘ বৌদ্ধ
২১. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? (জ্ঞান)
● মেঘনাদবধ কাব্য
খ মহাশ্মশান
গ বীরাঙ্গনা
ঘ একেই কি বলে সভ্যতা
২২. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? (জ্ঞান)
ক মৃত্যুক্ষুধা
খ অয়োময়
● কৃষ্ণকুমারী
ঘ কবর
২৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন কোনটি? (জ্ঞান)
● একেই কি বলে সভ্যতা
খ গোপাল ভাঁড়
গ গোবর গণেশ
ঘ নীলদর্পণ
২৪. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? (জ্ঞান)
ক জসীমউদ্দীন
খ জীবনানন্দ দাস
গ সুকুমার রায়
● মাইকেল মধুসূদন দত্ত
২৫. মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক ও প্রহসন রচনা করে কে চিরস্মরণীয় হয়ে আছেন? (জ্ঞান)
ক সুকান্ত ভট্টাচার্য
খ জীবনানন্দ দাস
গ কাজী নজরুল ইসলাম
● মাইকেল মধুসূদন দত্ত
২৬. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৮১০
খ ১৮১৪
● ১৮২৪
ঘ ১৮৩০
২৭. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৮১৮
খ ১৮৭০
● ১৮৭৩
ঘ ১৮৮০
২৮. মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক লন্ডনে
● কলকাতায়
গ প্যারিসে
ঘ ঢাকায়
২৯. মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়? (জ্ঞান)
ক বরিশাল
খ ফরিদপুর
● যশোর
ঘ নড়াইল
৩০. মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন গ্রামে? (জ্ঞান)
ক শ্যামলপুর
খ মণিরামপুর
● সাগরদাঁড়ি
ঘ শার্শা
বঙ্গভূমির প্রতি কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩১. সুশীল লন্ডনে গিয়ে সুবিধার জন্য হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এদিক দিয়ে সুশীলের সঙ্গে কোন কবির সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক দ্বিজেন্দ্রলাল রায়
খ রবীন্দ্রনাথ ঠাকুর
● মাইকেল মধুসূদন দত্ত
ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩২. ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি কে রচনা করেছেন? (জ্ঞান)
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ কাজী নজরুল ইসলাম
গ দীনবন্ধু মিত্র
● মাইকেল মধুসূদন দত্ত
৩৩. কবি কীসের বর চেয়েছেন? (জ্ঞান)
● অমরতার
খ মৃত্যুর
গ সম্পদের
ঘ পুত্রের
৩৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘খেদ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
ক বিক্ষোভ
● আক্ষেপ
গ আনন্দ
ঘ প্রার্থনা
৩৫. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় দেশমাতৃকার কাছে কবি কী প্রার্থনা করেছেন? (জ্ঞান)
● দয়া
খ ধর্ম
গ জীবন
ঘ মৃত্যু
৩৬. কবি কোথায় ফুটতে চেয়েছেন? (জ্ঞান)
ক স্মৃতির পাতায়
● স্মৃতি-জলে
গ স্মৃতি-নদে
ঘ পুকুরে
৩৭. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতানুসারে অমৃত-হ্রদে কে পড়লেও গলে না? (জ্ঞান)
ক মশা
খ মৌমাছি
● মক্ষিকা
ঘ পিঁপড়া
৩৮. কবি ‘বঙ্গভূমি’ বলতে কোন দেশকে বুঝিয়েছেন? (অনুধাবন)
● বাংলাদেশ
খ কলকাতা
গ পশ্চিমবঙ্গ
ঘ ভারত
৩৯. ‘ফুটি যেন স্মৃতিজলে’ এখানে ‘স্মৃতি-জলে’ বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
● স্বদেশের স্মৃতিতে অম্লান থাকা
খ স্বদেশে প্রত্যাবর্তন করা
গ প্রবাসে লালপদ্মের সমারহ
ঘ পদ্মফুল সব ভালোবাসে
৪০. রেখো, মা, দাসেরে মনে,
এখানে দাস কে? (অনুধাবন)
ক স্বদেশবাসী
● কবি
গ সবাই
ঘ প্রবাসী
৪১. কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে কী মিনতি করেন? (জ্ঞান)
ক তাকে খাদ্য দিতে
● তাকে মনে রাখতে
গ তাকে শক্তি দিতে
ঘ তাকে সাহস দিতে
৪২. ‘চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে, চরণটিতে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
● অস্থায়িত্ব
খ গতিশীলতা
গ স্থায়িত্ব
ঘ উদাসীনতা
৪৩. ‘দৈবের বশে’ শব্দটি কী অর্থে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহৃত হয়েছে? (অনুধাবন)
● ভাগ্যক্রমে
খ অলৌকিকভাবে
গ হঠাৎ করে
ঘ ভাগ্যবিপর্যয়
৪৪. ‘নাহি, মা, ডরি শমনে’;- এখানে কবি কাকে ভয় পান না? (অনুধাবন)
ক শত্রুকে
● মৃত্যুর দেবতাকে
গ ভক্তদের
ঘ অন্য কবিদের
৪৫. কবি মাইকেল মধুসূদন দত্ত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় নিজেকে গুণহীন বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তার কোন দিকটি প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
● বিনয়
খ অপারগতা
গ সততা
ঘ সদ্ভাব
৪৬. ‘জীব-তারা যদি খসে’- বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)
● জীবনাবসান হওয়া
খ কবি হওয়া
গ খ্যাতিমান হওয়া
ঘ কবিত্ব হ্রাস পাওয়া
৪৭. ‘জীবন-নদ’ বলে কবি কী নির্দেশ করেছেন? (অনুধাবন)
● সমগ্র জীবনকে
খ কবিতাকে
গ সাহিত্যকর্মকে
ঘ কবিকে
৪৮. ‘যাচিব যে তব কাছে’-এখানে ‘যাচিব’ বলতে কী বোঝানো হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক যাচাই করব
খ উপস্থাপন করব
● প্রার্থনা করব
ঘ ভালোবাসব
৪৯. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় প্রকাশ পেয়েছে কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক স্বদেশের জন্য অহংকার
খ স্বদেশের প্রকৃতি বর্ণনা
● স্বদেশের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা
ঘ স্বদেশের ঐতিহ্যপ্রীতি
৫০. ‘সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে’ -পঙ্ক্তিদ্বয়ের মর্মার্থ কী? (উচ্চতর দক্ষতা)
ক স্বদেশের প্রতি শ্রদ্ধা
● চিরদিন মানুষ যাকে স্মরণ করে সে সফল
গ মহৎ গুণ মানুষের হৃদয়ে চিহ্ন এঁকে যায়
ঘ জীবপ্রেম সফলতার সোপান
৫১. ‘সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’ এখানে ‘পরমাদ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক পরনিন্দ
● ভুলভ্রান্তি
গ বিষাদ
ঘ পরমতত্ত্ব
৫২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ঝ দেহকে কীসের সাথে তুলনা করা হয়েছে? (জ্ঞান)
● আকাশ
খ মাটি
গ পানি
ঘ নদী
৫৩. কবি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় স্বদেশকে কী যে নামে ডেকেছেন? (অনুধাবন)
ক স্বদেশ
● মা
গ বাবা
ঘ নারী
৫৪. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’-এর মর্মার্থের সাথে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন চরণটি অমিল প্রকাশ করে? (প্রয়োগ)
ক যাচিব যে তব কাছে
● জন্মিলে মরিতে হবে
গ ঘরে যদি পরমাদ
ঘ তবে যদি দয়া কর
৫৫. অমৃত হ্রদে পড়লে কী গলে না? (জ্ঞান)
ক পিঁপড়া
● মাছি
গ তেলাপোকা
ঘ কেঁচো
৫৬. ‘কোকনদ’ বলতে কী বোঝ? (অনুধাবন)
● লাল পদ্ম
খ নীল পদ্ম
গ গোলাপ
ঘ রজনীগন্ধা
৫৭. ‘নীর’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
● পানি
খ ঘর
গ আবাস
ঘ জমি
৫৮. ‘মানস’ অর্থ কী? (জ্ঞান)
ক নদী
খ পুকুর
গ সাগর
● মন
৫৯. ‘শমন’ শব্ দটির অর্থ কী? (জ্ঞান)
ক মৃত্যুকামনা
খ মৃত্যুর খবর
গ মৃত্যুভয়
ঘ মৃত্যুর দেবতা
৬০. ‘বর’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক অভিশাপ
খ ধন্যবাদ
গ আত্মীয়
● আশীর্বাদ
..................................................................................................................
দুই বিঘা জমি কবিতার MCQ প্রশ্ন ও উত্তর
0 মন্তব্যসমূহ