Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

 ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় mcq : কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। এর একক হলো অ্যাম্পিয়ার (A)।

প্রতি একক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ঐ বিন্দুর বিভব পার্থক্য বলে। তড়িৎ প্রবাহ দুই প্রকার। যথা : (ক) অপর্যায়বৃত্ত বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ (খ) পর্যায়বৃত্ত বা পরিবর্তী প্রবাহ।

ওহমের সূত্র : জর্জ সাইমন ওহম (১৭৮৩-১৮৫৪) নিম্নোক্ত সূত্র প্রণয়ন করেন- তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমাণুপাতিক।


৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় mcq

১. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক কুলম্ব
● অ্যাম্পিয়ার
গ ভোল্ট
ঘ ওহম

২.পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি?
ক ব্যাটারি
খ ডিসি জেনারেটর
● জেনারেটর
ঘ বিদ্যুৎকোষ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিনার পড়ার ঘরে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে ২টি টিউবলাইট, ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।

৩. মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে?
● ৫
খ ১০
গ ১৫
ঘ ৩০

৪. মিনাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে-
র. বিদ্যুৎ খরচ কম হবে
রর. প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে
ররর. সুইচ অন করা মাত্র গলে যাবে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

৫.বাড়ীর মেইন ফিউজ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়?
● ৩০ বা ৬০
খ ২০ বা ৫০
গ ১৫ বা ৬০
ঘ ৫ বা ৩০

৬. ওহম কিসের একক?
● রোধ
খ বৈদ্যুতিক শক্তি
গ বৈদ্যুতিক জ্বালানী
ঘ বিদ্যুৎ প্রবাহ

৭. বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক কী?
● ভোল্ট
খ কুলম্ব
গ চার্জ
ঘ অ্যাম্পিয়ার

৮. স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরের রোধ কত ওহম?
ক ৫০০
খ ৫০০০
● ৫০০০০
ঘ ৫০০০০০

পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধাগ্রস্ত হয় তা হলো
● রোধ
খ ভোল্ট
গ ওহম
ঘ কুলম্ব

১২. ফিউজ তার কিসের সংকর?
ক টিন ও লোহা
● টিন ও সীসা
গ সোনা ও রুপা
ঘ সীসা ও ব্রোঞ্জ

১৩. প্রেসারকুকারে রান্না করলে শতকরা কতভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়?
ক ২০
● ২৫
গ ১৫
ঘ ৭৫

১৪. ১০ ভোল্টের একটি পরিবাহকের মধ্যদিয়ে ৫ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে, পরিবাহকের রোধ কত ওহম?
● ২
খ ৫
গ ১৫
ঘ ৫০

১৫. পাখা চালানোর জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ প্রয়োজন?
● ৫
খ ১০
গ ১৫
ঘ ৩০

১৬. তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি?
ক অ্যামিটার
খ ফিউজ
গ ওহম
● গ্যালভানোমিটার

১৭. বৈদ্যুতিক ইস্ত্রির জন্য কত অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়?
ক ১০
● ১৫
গ ৩০
ঘ ৬০

১৮. তড়িৎপ্রবাহ কয় প্রকার?
● ২
খ ৩
গ ৪
ঘ ৫

১৯. বিভব পার্থক্যের একক কোনটি?
● ভোল্ট
খ ওহম
গ কুলম্ব
ঘ অ্যাম্পিয়ার

২০. কোন বিজ্ঞানী ওহমের সূত্রটি আবিষ্কার করেন?]
● জর্জ সাইমন
খ নিউটন
গ গিলবার্ট
ঘ ইবনে সিনা

২১. প্রেসার কুকারে রান্না করলে কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়?]
ক ৫০%
● ২৫%
গ ৪০%
ঘ ৩০%

২২. তারের প্রস্থচ্ছেদ দ্বিগুণ হলে এর রোধ কত হবে?
ক দ্বিগুণ
● অর্ধেক
গ তিনগুণ
ঘ চারগুণ

২৩. অ্যামিটারের সংযোগ প্রান্তদ্বয়ের বর্ণ-
ক লাল ও সাদা
খ সাদা ও কালো
গ লাল ও হলুদ
● লাল ও কালো

২৪. যুক্তরাষ্ট্রে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
ক ৪০
খ ৫০
● ৬০
ঘ ৭০

২৫. কোন পরিবাহকের বিভব পার্থক্য ২২০ ভোল্ট। ঐ পরিবাহকের রোধ ১০ ওহম হলে, তড়িৎপ্রবাহ কত অ্যাম্পিয়ার?
● ২২
খ ২১০
গ ২৩০
ঘ ২২০০

২৬. বিভব পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম কী?
ক অ্যামিটার
খ বর্তনী
গ ফিউজ
● ভোল্টমিটার

২৭. ভোল্টমিটারের ঋণাত্মক প্রান্তের রং কী?
● কালো
খ সাদা
গ লাল
ঘ সবুজ

২৮. ১২০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো পরিবাহীর মধ্যে ৩ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে ঐ তারের রোধ কত?
ক ৩০ ওহম
● ৪০ ওহম
গ ৫০ ওহম
ঘ ৬০ ওহম

২৯. কোনো পরিবাহির দুই প্রান্তের বিভব পার্থক্য ১০ ভোল্ট। এর মধ্য দিয়ে ৫ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে ঐ পরিবাহীর রোধ কত হবে?
ক ০.৫ ওহম
● ২ ওহম
গ ৫০ ওহম
ঘ ১০০ ওহম

৩০. বাংলাদেশের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
● ৫০
খ ৬০
গ ৭০
ঘ ৮০

৩১. যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভাব পার্থক্য সরাসরি পরিমাপ করা হয় তাকে বলে?
ক অ্যামিটার
খ ফিউজ
● ভোল্টমিটার
ঘ গ্যালভানোমিটার

৩২. অপর্যায় বৃত্ত প্রবাহের উৎস-
র. তড়িৎ কোষ
রর. জেনারেটর
ররর. ডিসি জেনারেটর

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৩৩. এনার্জি সেভিং বাল্বে-
র. বিদ্যুৎ অপচয় হয়
রর. বিদ্যুৎ সাশ্রয় হয়
ররর. সাধারণ বাল্বের ন্যায় কাজ হয়

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

নিচের অনুচ্ছেটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
“হাসান টিভিতে ক্রিকেট খেলা দেখছিল, হঠাৎ হাসানদের বাসার টিভি, বাতি, পাখা বন্ধ হয়ে গেল, কারণ খুঁজতে গিয়ে দেখলো ফিউজের তার পুড়ে গেছে, পরবর্তীতে হাসান ১০ অ্যাম্পিয়ারের ৩টি তার একত্র করে ফিউজ হিসেবে লাগাল।”

৩৬. হাসানের ব্যবহৃত ফিউজটি কত অ্যাম্পিয়ারের?
ক ১০
খ ২০
● ৩০
ঘ ৪০

৩৭. নতুন ফিউজে সুইচ অন করলে-
র. বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যাবে রর. ফিউজের মান বেড়ে যাবে
ররর. ফিউজটি গলে যাবে না

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

৪২. বিদ্যুৎ প্রবাহ কী? (অনুধাবন)
ক শক্তির প্রবাহ
● ইলেকট্রনের প্রবাহ
গ নিউট্রনের প্রবাহ
ঘ প্রোটনের প্রবাহ

৪৩. কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
● তড়িৎ প্রবাহ
খ ইলেকট্রন প্রবাহ
গ আধান ঘ অ্যাম্পিয়ার

৪৪. যার উপস্থিতিতে বস্তুতে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক বিদ্যুৎ
● আধান
গ ইলেকট্রন
ঘ পরিবাহী

৪৫. তড়িৎপ্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে? (জ্ঞান)
ক আধান
● তড়িৎ বর্তনী
গ প্রোটন
ঘ তার

৪৬. তড়িৎ প্রবাহের একককে কী দ্বারা প্রকাশ করা হয়? (জ্ঞান)
ক ছ
খ ও
গ ঃ
● অ

৪৭. ইলেকট্রন কেমন চার্জ বহন করে? (জ্ঞান)
ক ধনাত্মক
খ চার্জ নিরপেক্ষ
● ঋণাত্মক
ঘ ধনাত্মক বা ঋণাত্মক

৪৮. বিদ্যুৎ প্রবাহের স্থায়িত্ব কিসের ওপর নির্ভর করে? (উচ্চতর দক্ষতা)
ক উচ্চ বিভব
● বিভব পার্থক্য
গ নিম্ন বিভব
ঘ ইলেকট্রন প্রবাহ

৪৯. তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়? (উচ্চতর দক্ষতা)
● মুক্ত ইলেকট্রন কণা বিরাজ করলে
খ মুক্ত প্রোটন কণা থাকলে
গ মুক্ত নিউট্রন কণা হ্রাস পেলে
ঘ মুক্ত পজিট্রন কণা ছুটে চললে

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৫০. কোন পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়- (অনুধাবন)
র. এর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি
রর. এর দুই প্রান্তে বিদ্যুৎ উৎসের সৃষ্টি
ররর. মুক্ত ইলেকট্রনের প্রবাহ

নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
গ র ও রর
● র ও ররর

৫১. বিদ্যুৎ হলো- (অনুধাবন)
র. ইলেকট্রনের প্রবাহ
রর. প্রোটনের প্রবাহ
ররর. নিউট্রনের প্রবাহ

নিচের কোনটি সঠিক?
● র
খ রর
গ র ও রর
ঘ রর ও ররর

৫২. যে বিদ্যুৎ প্রবাহ সবসময় একইদিকে প্রবাহিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক পর্যায়বৃত্ত প্রবাহ
খ দিক পরিবর্তী প্রবাহ
গ বিদ্যুৎ বর্তনী
● অপর্যায়বৃত্ত প্রবাহ

৫৩. বর্তমান বিশ্বের সকল দেশে কোন ধরনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? (জ্ঞান)
● পর্যায়বৃত্ত প্রবাহ
খ অপর্যায়বৃত্ত প্রবাহ
গ একমুখী
ঘ ডিসি প্রবাহ

৫৪. কোন ধরনের বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করা সহজ এবং কম ব্যয় সাপেক্ষ? (অনুধাবন)
ক অপর্যায়বৃত্ত
● পর্যায়বৃত্ত
গ একমুখী
ঘ ডিসি প্রবাহ

৫৫. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কিসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়? (অনুধাবন)
ক ব্যাটারি
খ বিদ্যুৎ কোষ
গ ইলেকট্রন
● জেনারেটর

৫৬. জেনারেটর কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে? (অনুধাবন)
ক রাসায়নিক শক্তি
● যান্ত্রিক শক্তি
গ তাপ শক্তি
ঘ পারমাণবিক শক্তি

৫৭. কিসের সাহায্যে অপর্যায়বৃত্ত বিদ্যুৎপ্রবাহ উৎপন্ন করা যায়? (অনুধাবন)
● ডি.সি. জেনারেটর
খ এ.সি. জেনারেটর
গ ডায়নামো
ঘ বায়োগ্যাস

৫৮. বিদ্যুৎ কোষ থেকে আমরা কী প্রবাহ পাই? (অনুধাবন)
ক পর্যায়বৃত্ত
● অপর্যায়বৃত্ত
গ পরিবর্তী
ঘ এসি

৫৯. ব্যাটারি থেকে কী প্রকারের বিদ্যুৎ উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক পর্যায়বৃত্ত
● অপর্যায়বৃত্ত
গ দিক পরবর্তী
ঘ সৌর প্রবাহ

৬০. টর্চলাইট, রেডিও, খেলনা গাড়িতে আমরা কী প্রবাহের বিদ্যুৎ ব্যবহার করি? (প্রয়োগ)
ক পর্যায়বৃত্ত
খ দিক পরবর্তী
● অপর্যায়বৃত্ত
ঘ এ.সি.

৬১. কোনটি থেকে ডিসি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়? (অনুধাবন)
● বিদ্যুৎ কোষ
খ ডায়নামো
গ জেনারেটর
ঘ সৌর কোষ

৬২. পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি? [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক ব্যাটারি
● জেনারেটর
গ বিদ্যুৎ কোষ
ঘ ডিসি জেনারেটর

৬৩. পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক ব্যাটারি
● জেনারেটর
গ ডিসি জেনারেটর
ঘ বিদ্যুৎ কোষ

৬৮. পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা পায় তাকে কী বলে? (জ্ঞান)
ক বিভব
খ বিদ্যুৎ প্রবাহ
গ ওয়াট
● রোধ

৬৯. কোনো পরিবাহকে তড়িৎ প্রবাহের উৎপত্তি কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
● বিভব পার্থক্য
খ প্রবাহমাত্র
গ রোধ
ঘ বৈদ্যুতিক চাপ

৭০. কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। পার্থক্য ১ ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাভিত তড়িৎ প্রবাহ ১ অ্যাম্পিয়ার হলে ঐ পরিবাহীর রোধ কত? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়]
● ১ ওহম
খ ১ ভোল্ট
গ ২ ওহম
ঘ ২ ভোল্ট

৭১. কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ১ ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ১ অ্যাম্পিয়ার হলে ঐ পরিবাহীর রোধ কত হবে? (প্রয়োগ)
● ১ ওহম
খ ১ ভোল্ট
গ ২ ওহম
ঘ ২ ভোল্ট

৭৩. জর্জ সাইমন ওহম এর জীবনকাল কত? (অনুধাবন)
ক ১৬৩২-১৭০১
● ১৭৮৩-১৮৫৪
গ ১৮৩২-১৮৯৯
ঘ ১৮৬০-১৯১২

৭৪. বর্তনীতে তড়িৎযন্ত্রের ও উপকরণসমূহ কয়ভাবে সংযুক্ত করা যায়? (জ্ঞান)
● ২
খ ৩
গ ৪
ঘ ৫

৮১. একটি তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক তড়িৎ উপকরণের সাথে যুক্ত করা হলে কী তৈরি হয়? (জ্ঞান)
ক প্যারালাল পথ
খ সিরিজ বর্তনী
● তড়িৎ বর্তনী
ঘ সমান্তরাল বর্তনী

৮২. কোন বর্তনীতে তড়িৎ উপকরণসমূহ পর্যায়ক্রমে সাজানো থাকে? (জ্ঞান)
ক তড়িৎ বর্তনীতে
খ সমান্তরাল বর্তনীতে
গ রোধ বর্তনীতে
● শ্রেণিসংযোগ বর্তনীতে

৮৩. কোন ধরনের বর্তনীতে তড়িৎ উপকরণগুলোর প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়? (জ্ঞান)
ক শ্রেণিসংযোগ বর্তনী
খ সিরিজ বর্তনী
গ তড়িৎ বর্তনী
● সমান্তরাল বর্তনী

৮৪. গৃহে বিদ্যুতায়নের জন্য কোন ধরনের বর্তনী সুবিধাজনক? (জ্ঞান)
ক সিরিজ বর্তনী
● সমান্তরাল বর্তনী
গ শ্রেণিসংযোগ বর্তনী
ঘ তড়িৎ বর্তনী

৮৫. নিচের কোনটি বৈদ্যুতিক বর্তনীতে সমান্তরাল সংযোগে যুক্ত করা হয়? (অনুধাবন)
ক অ্যামিটার
● ভোল্টমিটার
গ ব্যাটারি
ঘ গ্যালভানোমিটার

৮৬. অ্যামিটারকে বর্তনীতে কীভাবে সংযোগ দিতে হয়? (অনুধাবন)
ক সমান্তরালভাবে
খ পাশাপাশিভাবে
● শ্রেণিসংযোগে
ঘ আড়াআড়িভাবে

...............................................................................................................................................

►► আরো দেখো: -

►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি

►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি

►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ

►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন

►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ

►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া

►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ

►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ