Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

অষ্টম শ্রেণি - বাংলা । আবার আসিব ফিরে কবিতার MCQ প্রশ্ন ও উত্তর

আবার আসিব ফিরে কবিতার mcq : মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণে কবি মানুষ না হয়ে মৃত্যুর পর শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরতে চান। কবি জানেন, জন্মের পর মৃত্যু অবধারিত। একদিন তাকে চিরদিনের মতো বিদায় নিতে হবে। কিন্তু কবি তার দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন।

প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। তার বিশ্বাস, ভালোবাসা এ বন্ধন মৃত্যুর মধ্য দিয়েও ছিন্ন হবে না। মৃত্যুর পর মানুষের রূপ ধরে আসা সম্ভব না হলেও কবি শঙ্খচিল কিংবা শালিকের বেশে এদেশের বুকে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।


 

আবার আসিব ফিরে কবিতার mcq

১. ধানসিঁড়ি কীসের নাম?
● নদীর
খ শহরের
গ ধানের
ঘ গ্রামের

২. ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক ধূসর পাণ্ডুলিপি
● রূপসী বাংলা
গ ঝরা পালক
ঘ বনলতা সেন

৩. ‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে’-এখানে সারাদিন কেটে যাবে কার?
ক হাঁসের
খ কিশোরীর
গ কাকের
● কবির

কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘গোধূলি লগনে জগদীশে স্মরণে
বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে’ ॥

৪. উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
● স্বদেশচেতনা
খ মৃত্যুচেতনা
গ প্রকৃতিচেতনা
ঘ ধর্মচেতনা

৫. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে?
র. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
রর. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
ররর. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৬. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন?
● হাঁস
খ পানকৌড়ি
গ লক্ষ্মীপেঁচা
ঘ বক

৭. ধানসিঁড়ি নদীটি কোন জেলায়?
ক ঝালকাঠি
● বরিশাল
গ খুলনা
ঘ পিরোজপুর

৮. ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে’ -এখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে?
ক অপচয়
খ আনন্দ
● খেয়ালিপনা
ঘ স্বাধীনতা

৯. সুদর্শন কীসের বাতাসে উড়বে?
● সন্ধ্যার বাতাসে
খ পূবালী বাতাসে
গ দক্ষিণা হাওয়ায়
ঘ ভোরের হাওয়ায়

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
ইব্রাহিমকে তার বাবা-মা বিদেশ পাঠাতে চাইলে সে কোনোভাবেই রাজি হয় না। বাবা-মাকে সে জানায় সে বাংলাদেশেই থাকবে। তার যদি আবার জন্ম হয় তবে সে এখানেই ফিরে আসতে চায়।

১০. উদ্দীপকটির মূলভাব নিচের কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক দেশ
খ বঙ্গভূমির প্রতি
গ একুশের গান
● আবার আসিব ফিরে

১১. কবিতাটিতে ফুটে উঠেছে কবির-
● স্বদেশপ্রেম
খ মানবপ্রেম
গ প্রকৃতিপ্রেম
ঘ স্বজনপ্রেম

১২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
ক পদ্মা
খ সুগন্ধা
● রূপসা
ঘ কীর্তনখোলা

১৩. কবি জীবনানন্দ দাশের সারাদিন কেটে যাবে কোথায়?
ক বাংলাদেশের সবুজ করুণ ডাঙায়
● কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
গ কুয়াশার বুকে ভেসে
ঘ বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

১৪. কোন সময়ের বাতাসে সুদর্শন ওড়ে?
ক বিকেলের
● সন্ধ্যার
গ সকালের
ঘ দুপুরের

১৫. উঠানের ঘাসে গ্রামের শিশু কী ছড়ায়?
ক মুড়ি
● খই
গ বীজ
ঘ চিড়া

১৬. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলাদেশের কোন রূপটি তুলে ধরেছেন?
ক সম্পদের কথা
খ পাখ পাখালির কথা
● প্রাকৃতিক সৌন্দর্যের কথা
ঘ নদ নদীর কথা

১৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কীসের প্রতি কবির আকর্ষণ দেখা যায়?
ক বাংলার হাওয়া
খ বাংলার নদনদী
● বাংলার প্রকৃতি
ঘ বাংলার গণমানুষ

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
দূরে সরে গেছে হিমজর্জর
কুয়াশায় ঢাকা বেদনা নিথর
মর্মরি ওঠে মধুর রাগিনী বন নিকুঞ্জ তলে
সুন্দর সে যে হাসিতে তাহার নিখিল ভুবন ভোলে।

১৮. উদ্দীপকের সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রধান বৈসাদৃশ্য কীসে?
ক প্রকৃতিপ্রেমে
● দেশাত্মবোধে
গ ঋতুবৈচিত্র্যে
ঘ চিত্রকল্পে

১৯. উক্ত বৈসাদৃশ্য ফুটে ওঠে যে চরণে তা হলো-
র. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
রর. হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
ররর. জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়

নিচের কোনটি সঠিক?
● র খ রর
গ র ও ররর
ঘ র, রর ও ররর

২০. জীবনানন্দ দাশ কোথায় মারা যান? (জ্ঞান)
ক ঢাকায়
● বরিশালে
গ নদীয়ায়
ঘ কলকাতায়

২১. জীবনানন্দ দাশ কত সালে এম এ পাস করেন? (জ্ঞান)
ক ১৯২০
● ১৯২১
গ ১৯২২
ঘ ১৯২৩

২২. জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন? (জ্ঞান)
ক ঢাকা
● কলকাতা
গ অক্সফোর্ড
ঘ রবীন্দ্র ভারতী

২৩. জীবনানন্দ দাশের প্রথম কর্মজীবন শুরু হয় কী হিসেবে? (জ্ঞান)
ক সাহিত্যিক
খ সাংবাদিক
● অধ্যাপক
ঘ রাজনীতিবিদ

২৪. জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৮৯০
খ ১৮৯৫
● ১৮৯৯
ঘ ১৯০১

২৫. জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯৪৫
● ১৯৫৪
গ ১৯৫৫
ঘ ১৯৬৫

২৬. ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে; দেখিবে ধবল বক, -কোন সময়ের বর্ণনা?
ক সকালের
খ দুপুরের
গ বিকেলের
● সন্ধ্যার

২৭. কোথায় ফিরে আসতে চান? (জ্ঞান)
ক লন্ডনে
খ ভারতে
গ পাকিস্তানে
● বাংলায়

২৮. কুয়াশার বুকে ভেসে একদিন কবি জীবনানন্দ দাশ কোথায় আসবেন? (জ্ঞান)
ক শিমুল ছায়ায়
● কাঁঠাল ছায়ায়
গ পলাশ ছায়ায়
ঘ আম্র ছায়ায়

২৯. কার লাল পায়ে ঘুঙুর থাকার কথা বলেছেন? (জ্ঞান)
ক শিশুর
খ যুবতীর
● কিশোরীর
ঘ বধূর

৩০. বাংলার সবুজ গঙ্গা কোনটি দ্বারা সিক্ত হয়? (জ্ঞান)
ক শিশিরের জলে
খ বৃষ্টির জলে
● জলাঙ্গীর ঢেউয়ে
ঘ কুয়াশার চাদরে

৩১. ‘আবার আসিব ফিরে’ কবিতায় লক্ষ্মীপেঁচা কোন গাছের ডালে বসে ডাকে? (জ্ঞান)
ক কাঁঠাল
খ সজনে
● শিমুল
ঘ সেগুন

৩২. রাঙা মেঘ সাঁতরায়ে কে অন্ধকারে নীড়ে আসছে? (জ্ঞান)
ক মাছরাঙা
খ এক ঝাঁক সারস
● ধবল বক
ঘ পাতিহাঁস

আবার আসিব ফিরে কবিতার বহুনির্বাচনী প্রশ্ন

৩৩. বাংলাদেশে নবান্ন উৎসব কোন মাসে হয়? (জ্ঞান)
ক অগ্রহায়ণ
খ ভাদ্র
● কার্তিক
ঘ শ্রাবণ

৩৪. শিমুলের ডালে লক্ষ্মীপেঁচা রূপে কার ডাক শোনা যাবে? (জ্ঞান)
ক কিশোরের
খ শিশুর
গ কিশোরীর
● কবির

৩৫. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে? (জ্ঞান)
● কাঁঠাল, শিমুল
খ কাঁঠাল, জারুল
গ শিমুল, জলপাই
ঘ শিমুল, জাম

৩৬. আবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চান কেন? (অনুধাবন)
● বাংলাদেশের প্রতি ভালোবাসার জন্য
খ মাকে ভালোবাসার জন্য
গ দেশের মানুষকে ভালোবাসার জন্য
ঘ বাংলার প্রকৃতিকে ভালোবাসার জন্য

৩৭. ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে কবির কীসের প্রতি আকর্ষণ লক্ষ করা যায়? (অনুধাবন)
● বাংলার প্রকৃতি
খ বাংলার নদনদী
গ বাংলার মাটি
ঘ বাংলার জনপথ

৩৮. মৌরি তার নিজ দেশে শঙ্খচিল শালিকের বেশে আবারও ফিরে আসতে চায়। তার এ মনোভাবের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার কার মনোভাব সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক ডিঙা বাওয়া কিশোরের
● জীবনানন্দ দাশের
গ সুদর্শনের
ঘ কিশোরীর

৩৯. কবি জীবনানন্দ দাশ প্রকৃতির বিভিন্ন উপাদানের মাঝে আবার ফিরে আসতে চান এ বাংলায়। এর মাধ্যমে কীসের বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক বাংলা প্রেমের পরিচয়
খ নিজ দেশপ্রেমের পরিচয়
গ দায়িত্ববোধের পরিচয়
● প্রকৃতিপ্রেমের পরিচয়

৪০. ‘আবার আসিব ফিরে’ কবিতায় আবহমান বাংলার কোন ছবি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক নদীর
খ পাহাড়ের
গ সংস্কৃতির
● মাটি ও মানুষের

৪১. ‘আবার আসিব ফিরে’ কবিতা পাঠের ফলাফল কী? (উচ্চতর দক্ষতা)
● বাংলার রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি
খ বাংলার মানুষের প্রতি আকর্ষণ বৃদ্ধি
গ বাংলার জীবের প্রতি আকর্ষণ বৃদ্ধি
ঘ বাংলার নদনদীর প্রতি আকর্ষণ বৃদ্ধি

৪২. ‘আবার আসিব ফিরে’ কবিতার কেমন বকের কথা বলা হয়েছে?
ক উড়ন্ত
খ কুঁজো
● ধবল ঘ মৃত

৪৩. সাদা ছেঁড়া পালে কে ডিঙা বায়? (জ্ঞান)
ক জেলে
খ পাটনী
● কিশোর
ঘ মাঝি

৪৪. ধবল বক রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে কেন? (অনুধাবন)
ক গন্তব্যে যাবার জন্য
● নীড়ে ফেরার জন্য
গ মাছ ধরতে যাবার জন্য
ঘ ফসলের খেতে বসার জন্য

৪৫. ‘আবার আসিব ফিরে’ কবিতায় ‘সুদর্শন’ শব্দের অর্থ কী?
ক ধবল বক
খ লক্ষ্মীপেঁচা
গ শালিক
● গোবরে পোকা

৪৬. ‘ডিঙা’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক ছোট জাহাজ
খ ছোট নদী
● ছোট নৌকা
ঘ ছোট ভেলা

৪৭. কবি কাকে ‘জলাঙ্গী’ নামে অভিহিত করেছেন? (অনুধাবন)
ক সাগরকে
● নদীকে
গ পুকুরকে
ঘ বিলকে

৪৮. ‘লক্ষ্মীপেঁচা’ বলতে কী বোঝানো হয়েছে? (অনুধাবন)
ক দেখতে অসুন্দর কিন্তু বুদ্ধিমান পেঁচা
খ সুদর্শন কিন্তু ভয়ঙ্কর পেঁচা
গ লাল কিন্তু ভয়ঙ্কর পেঁচা
● দেখতে কুৎসিত, কিন্তু সুলক্ষণযুক্ত পেঁচা

৪৯. ‘আবার আসিব ফিরে’ কবিতাটির কবি কে? (জ্ঞান)
ক আহসান হাবীব
খ সুফিয়া কামাল
● জীবনানন্দ দাশ
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর

৫০. কবি জীবনানন্দ দাশ কী বেশে এই বাংলায় ফিরে আসতে চান? (জ্ঞান)
● শঙ্খচিলের বেশে
খ ময়নার বেশে
গ ঘুঘুর বেশে
ঘ কাকাতুয়ার বেশে

৫১. কোন কবির কবিতায় অনেক অজানা গাছ, পশুপাখি ও লতাপাতা নতুন পরিচয়ে ধরা পড়েছে? (অনুধাবন)
ক সত্যেন্দ্রনাথ দত্ত
খ কৃষ্ণচন্দ্র মজুমদার
গ জসীমউদ্দীন
● জীবনানন্দ দাশ

৫২. জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার শিক্ষণীয় বিষয় কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক দেশের প্রতি আগ্রহ বৃদ্ধি
খ দেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি
● দেশের প্রতি মমত্ববোধ বৃদ্ধি
ঘ দেশের প্রতি ঈর্ষা বৃদ্ধি

৫৩. জীবনানন্দ দাশ ছিলেন একজন- (অনুধাবন)
র. সাংবাদিক
রর. কবি
ররর. অধ্যাপক

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৫৪. জীবনানন্দ দাশের কবিতায় যেসব বিষয় নতুন পরিচয়ে ধরা পড়েছে- (অনুধাবন)
র. অজানা গাছপালা রর. পশুপাখি
ররর. প্রাকৃতিক সৌন্দর্য

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৫৫. জীবনানন্দ দাশের বিচরণ ছিল- (অনুধাবন)
র. কবিতা, গল্প
রর. উপন্যাস, প্রবন্ধ
ররর. নাটক, মহাকাব্য

নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৫৬. কবি জীবনানন্দ দাশ বাংলায় শঙ্খচিল বা শালিকের বেশে ফিরে আসতে চান- (অনুধাবন)
র. এদেশের নদীকে ভালোবাসার কারণে
রর. এদেশের মাঠকে ভালোবাসার কারণে
ররর. এদেশের ফসলের খেতকে ভালোবাসার কারণে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৫৭. কবি সুদর্শনকে দেখেছেন- (অনুধাবন)
র. উঠানের ঘাসে
রর. কল্পনায়
ররর. সন্ধ্যার বাতাসে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর

৫৮. মৃত্যুর পরে কবি বাংলায় আসতে চেয়েছেন- (অনুধাবন)
র. লক্ষ্মীপেঁচার বেশে
রর. শালিকের বেশে
ররর. ধবল বক হয়ে

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর

৫৯. ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লিখিত নদীর মধ্যে রয়েছে- (অনুধাবন)
র. ধানসিঁড়ি
রর. করতোয়া
ররর. রূপসা

নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর

৬০. ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লিখিত পাখিগুলোর মধ্যে রয়েছে (অনুধাবন)
র. বক, শঙ্খচিল
রর. টিয়া, দোয়েল
ররর. কাক, শালিক

..............................................................................................................................................

দুই বিঘা জমি কবিতার MCQ প্রশ্ন ও উত্তর 



















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ