৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ১ম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদনশীলতায় বৃদ্ধিকে বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ড. ইকবাল কাদির সংজ্ঞায়িত করেছেন এভাবে- সংযুক্তিই উৎপাদনশীলতা, অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। ফলে তৈরি হয় নতুন নতুন কর্মোদ্যোগ। ফলাফল নতুন কাজের সুযোগ। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এটিকে বলা হয় আউটসোর্সিং।
৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ১ম অধ্যায়
১. ‘Connectivity is Productivity’-বলতে কী বোঝায়?
ক প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা কমে
খ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা কমে
● প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে
ঘ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি কমলে উৎপাদনশীলতা বাড়ে
২. পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায় নিচের কোনটির সাহায্যে?
ক টেলিভিশন
খ ফ্যাক্স
● মোবাইল ফোন
ঘ রোবট
৩. ইন্টারনেট সেবা পাওয়া যায় নিচের কোন যন্ত্রটির সাহায্যে?
ক টেলিভিশন
খ ফ্যাক্স
● মোডেম
ঘ রোবট
৪. মোডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে চাইলে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন হবে?
● কম্পিউটার
খ CD
গ DVD
ঘ রাউটার
৫. ড. ইকবাল কাদির কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
ক Dhaka Univeristy
● MIT
গ Oxford University
ঘ Cambridge University
৬. বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানটি সংক্ষেপে বুয়েট নামে পরিচিত? (জ্ঞান)
ক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
● বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঘ শাহজালাল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭. একস্থান থেকে অন্যস্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে? (জ্ঞান)
ক টেলিভিশন
খ ফ্যাক্স
গ রোবট
● মোবাইল
৮. অল্প কিছুদিন আগেও চাকরির দরখাস্ত লিখতে মানুষ কোনটি ব্যবহার করত? (অনুধাবন)
ক কাগজ-কলম
● টাইপ রাইটার
গ কম্পিউটার
ঘ ল্যাপটপ
৯. পূর্বের তুলনায় বর্তমানে চাকরির দরখাস্ত করা অনেক সহজ। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
ক এখন ঘরে বসেই পত্রিকা পাওয়া যায়
খ এখন সবার ঘরে টাইপ রাইটার আছে
গ এখন দরখাস্ত টাইপ করার দরকার হয় না
● এখন ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দরখাস্ত করা যায়
১০. চাকরির খবর সাধারণত কিসে ছাপা হয়? (জ্ঞান)
● পত্রিকায়
খ দেয়ালে
গ পাঠ্যপুস্তকে
ঘ প্রোফাইলে
১১. অনলাইনে ট্রেনের টিকেট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি? (জ্ঞান)
ক এটিএম
খ রোবট
গ ফ্যাক্স
● ইন্টারনেট
১২. সাবরিনার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ লাগানো আছে। প্রযুক্তি ব্যবহার করে সে কোন কাজটি করতে পারবে? (প্রয়োগ)
ক খাবার রান্না করা
● ট্রেনের টিকেট কাটা
গ পড়া মুখস্থ করা
ঘ ঘর পরিষ্কার করা
১৩. আমাদের দুনিয়াটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি? (উচ্চতর দক্ষতা)
ক বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তির
খ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির
গ বিজ্ঞান ও চিকিৎসা প্রযুক্তির
● তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
১৪. ইন্টারনেটের মাধ্যমে দরখাস্ত পাঠানো সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক অধিক ব্যয় ও সময় সাপেক্ষ
খ অধিক ব্যয় ও ঝামেলাপূর্ণ
● সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ী
ঘ সময় সাশ্রয়ী কিন্তু ব্যয়বহুল
১৫. বিদেশ থেকে টাকা পাঠাতে এখন- (অনুধাবন)
র. সময় কম লাগে
রর. অল্প টাকা লাগে
ররর. কোনো ঝামেলা পোহাতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১৬. আবিদের ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেয়া আছে। সে তার ল্যাপটপটি ব্যবহার করতে পারবে- (প্রয়োগ)
র. চাকরির দরখাস্ত করতে
রর. পড়া মুখস্থ করতে
ররর. ট্রেনের টিকিট কাটতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৭. শামীমা ঘরে বসে চাকরির দরখাস্ত করতে চায়। এজন্য তার লাগবে- (প্রয়োগ)
র. টাইপ রাইটার
রর. ল্যাপটপ
ররর. মডেম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
১৮. আজ শাওনের পিইসি পরীক্ষার ফলাফল বের হয়েছে। সে আজই তার ফলাফল জানতে যেসব মাধ্যমের সাহায্য নিতে পারে- (প্রয়োগ)
র. পত্রিকা
রর. ইন্টারনেট
ররর. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
জুঁইয়ের দাদু প্রতিদিন প্রাতঃভ্রমণ থেকে ফিরে এসে পত্রিকা নিয়ে বসেন। আজ জুঁই তার দাদুকে পত্রিকা পড়ার জন্য ল্যাপটপের সামনে বসিয়ে দিল।
১৯. অনুচ্ছেদে আলোচিত বিষয়টি মূলত কী? (প্রয়োগ)
● সংবাদ প্রকাশের মাধ্যম
খ বিনোদন লাভের মাধ্যম
গ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম
ঘ গণসচেতনতা সৃষ্টির মাধ্যম
২০. জুঁইয়ের দেয়া প্রযুক্তিটি ব্যবহার করলে অতিরিক্ত সুবিধা হিসেবে জুঁইয়ের দাদু- (উচ্চতর দক্ষতা)
র. একাধিক পত্রিকা পড়তে পারবেন
রর. বিগত তারিখের পত্রিকা পড়তে পারবেন
ররর. অনলাইন জরিপে অংশ নিতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২১. আউটসোর্সিং এর জন্য কোনটি আবশ্যক?
ক রাউটার
● ইন্টারনেট
গ সুইচ
ঘ পেনড্রাইভ
২২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজে কোন স্তরে পরিবর্তন সূচনা করেছে? (জ্ঞান)
ক নিম্নস্তরে
খ মধ্যস্তরে
গ উচ্চস্তরে
● বিভিন্ন স্তরে
২৩. এমআইটি-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
ক মাস্টার অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলোজি
● ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
গ মাল্টি লেভেল ইনফরমেশন টেকনোলজি
ঘ মাল্টি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি
২৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে কোনটি ঘটেছে? (অনুধাবন)
ক বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমেছে
খ বিশ্বব্যাপী বেকারের সংখ্যা বেড়েছে
● বিশ্বব্যাপী নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
ঘ বিশ্বব্যাপী সনাতনী কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে
২৫. ’25. ‘Connectivity is Productivity”-এটা কার সংজ্ঞা? (জ্ঞান)
ক মোস্তাফা জব্বার
● ড. ইকবাল কাদির
গ ড. হুমায়ুন রশিদ
ঘ ড. জিন হেনরি
২৬. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে বর্তমানে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক কম্পিউটার
খ ইন্টারনেট
● রোবট
ঘ মোবাইল
২৭. তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কী বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক বেতন
● দক্ষতা
গ সমন্বয়হীনতা
ঘ ব্যস্ততা
২৮. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কর্মীরা অনেক দক্ষ হয়ে উঠছে। এর প্রভাব কী? (উচ্চতর দক্ষতা)
ক সমাজে বেকার সমস্যা বৃদ্ধি
খ প্রতিষ্ঠানের সকল কাজের ধরন পরিবর্তন
● প্রতিষ্ঠানের কম কর্মী দ্বারা বেশি কাজের সুযোগ সৃষ্টি
ঘ প্রতিষ্ঠানের অদক্ষ কর্মীদের চাকরির ঝুঁকি বৃদ্ধি
২৯. এটিএম এর পূর্ণরূপ কী?
ক আর্মি ট্রেনিং মেশিন
খ এসিসটেন্ট ট্রেনারস মিটিং
গ এসোসিয়েশন অব ট্রেনিং ম্যানেজার
● অটোমেটেড টেইলর মেশিন
৩০. ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে কী করা যায়? (জ্ঞান)
● নগদ অর্থ তোলা যায়
খ নগদ অর্থ জমা দেওয়া যায়
গ যেকোনো পণ্য ক্রয় করা যায়
ঘ যেকোনো পণ্য বিক্রয় করা যায়
class 8 ict chapter 1 mcq
৩১. কোনটি ব্যবহার করে দিন রাত যেকোনো সময় গ্রাহকদের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেয়া যায়? (জ্ঞান)
ক টেলিফোন এক্সচেঞ্জ মেশিন
● ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি
গ মোবাইল ফোন টেকনোলজি
ঘ টেলিকমোনিকেশন টেকনোলজি
৩২. কোনটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে? (জ্ঞান)
ক ইন্টারনেট
খ মোবাইল
● আইসিটি
ঘ কম্পিউটার
৩৩. কম্পিউটারের সহায়তায় দক্ষতা ছাড়া কী ধরনের কাজ করা যায়? (অনুধাবন)
ক সফটওয়্যার ডেভেলপমেন্ট
খ ওয়েবপেজ তৈরি
● ভিডিও এডিটিং
ঘ সার্ভার নিয়ন্ত্রণ
৩৪. স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং ব্যবস্থা কর্মীদের কোন ধরনের প্রবণতা হ্রাস করে? (অনুধাবন)
ক অর্থ আত্মসাৎপ্রবণতা
খ দেরি করে আসার প্রবণতা
● কাজে ফাঁকি দেয়ার প্রবণতা
ঘ কাঁচামাল নষ্ট করার প্রবণতা
৩৫. আইসিটির কারণে অনেক প্রতিষ্ঠান কিসে পরিণত হয়েছে? (জ্ঞান)
ক সরকারি প্রতিষ্ঠানে
খ একমালিকানা প্রতিষ্ঠানে
● ভার্চুয়াল প্রতিষ্ঠানে
ঘ বৃহদায়তন প্রতিষ্ঠানে
৩৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা কী? (জ্ঞান)
● নিত্য নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি
খ প্রতিষ্ঠানের কাজের ধরন পরিবর্তন
গ প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা হ্রাস
ঘ কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টি
৩৭. ই-ল্যান্স কী? (জ্ঞান)
ক একটি জনপ্রিয় প্রোগ্রাম
খ একটি অপারেটিং সিস্টেম
গ একটি মোবাইল কোম্পানি
● একটি ইন্টারনেট সাইট
৩৮. তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে- (অনুধাবন)
র. কিছু সনাতনী কাজ বিলোপ হয়েছে
রর. কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে
ররর. অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৯. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে- (অনুধাবন)
র. তাদের উৎপাদনশীলতা বাড়ে
রর. নতুন নতুন কর্মোদ্যোগ তৈরি হয়
ররর. নতুন কাজের সুযোগ নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪০. মালিহা নিজেকে আউটসোর্সিং কাজে নিযুক্ত করতে চায়। এজন্য তার প্রয়োজন- (প্রয়োগ)
র. কাজের দক্ষতা রর. ভাষা দক্ষতা
ররর. ব্যবস্থাপনা দক্ষতা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪১. পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সেঁটে দেয়া হতো- (অনুধাবন)
র. সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে
রর. বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে
ররর. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও :
ফ্রন্টলাইন একটি সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান। গত বছর এই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অফিসে গিয়ে কার্যক্রম পরিচালনা করত। কিন্তু বর্তমানে তারা অফিসে না গিয়ে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে কাজ করতে পারছে।
৪২. প্রকৌশলীরা ঘরে বসে কাজ করার কারণে ফ্রন্টলাইন ডটকম প্রতিষ্ঠানটির- (প্রয়োগ)
র. কর্মীর সংখ্যা কমেছে
রর. কাজের ধরন পাল্টাচ্ছে
ররর. ব্যয় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৩. উক্ত প্রতিষ্ঠানটি বর্তমানে কিসে পরিণত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ঘ ক্ষতিকারক প্রতিষ্ঠান
খ দুনীর্তিগ্রস্ত প্রতিষ্ঠান
● ভার্চুয়াল প্রতিষ্ঠান
ঘ অলাভজনক প্রতিষ্ঠান
৪৪. ব্রডকাস্ট এর বাংলা অর্থ কী? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ বিদ্যালয়]
● একমুখী
খ বহুমুখী
গ দ্বিমুখী
ঘ ত্রিমুখী
৪৫. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃ বিদ্যালয়]
● রেডিও
খ কম্পিউটার
গ ই-মেইল
ঘ মোবাইল ফোন
৪৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের সাথে যোগাযোগ করা কষ্টকর ছিল কেন? (অনুধাবন)
ক মোবাইল ফোন আবিষ্কার না হওয়ায়
খ মুক্তিযোদ্ধার কাছে মোবাইল না থাকায়
গ মোবাইলের নেটওয়ার্কে সমস্যা থাকায়
● তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুন্নত থাকায়
৪৭. চট্টগ্রামে নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানটি কত তারিখে পরিচালিত হয়? (জ্ঞান)
ক ১৯৭১ সালের ১৪ আগস্ট
● ১৯৭১ সালের ১৫ আগস্ট
গ ১৯৭১ সালের ১৬ আগস্ট
ঘ ১৯৭১ সালের ১৭ আগস্ট
৪৮. মুক্তিযুদ্ধের সময় নিচের কোন গানটি সংকেত হিসেবে আকাশবাণী রেডিওতে প্রচার হয়েছিল? (জ্ঞান)
ক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
● আমি তোমায় যত শুনিয়েছিলাম গান
গ জয় বাংলা, বাংলার জয়
ঘ সব কটা জানালা খুলে দাও না
৪৯. একটি প্রতিষ্ঠান যে পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তাকে কী বলে? (অনুধাবন)
● ব্রডকাস্ট
খ ব্রডব্যান্ড
গ ন্যারোকাস্ট
ঘ মাল্টিকাস্ট
৫০. টিভি চ্যানেলগুলো কোন পদ্ধতি ব্যবহার করে তাদের অনুষ্ঠান প্রচার করে? (জ্ঞান)
ক ব্রডব্যান্ড
● ব্রডকাস্ট
গ ন্যারোকাস্ট
ঘ মাল্টিকাস্ট
৫১. রেডিও’র সম্প্রচার পদ্ধতিকে একমুখী বলার কারণ কী? (অনুধাবন)
ক রেডিওতে একজন ব্যক্তি অনুষ্ঠান সম্প্রচার করে
খ রেডিওতে অনুষ্ঠান প্রচারের জন্য একটি স্টেশন রয়েছে
● রেডিওর শ্রোতারা পাল্টা যোগাযোগ করতে পারে না
ঘ রেডিওতে একটির বেশি চ্যানেল থাকে না
৫২. টেলিভিশনে শত শত চ্যানেল দেখতে পাওয়ার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
● তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়ন
খ টেলিভিশন প্রযুক্তির উন্নয়ন
গ ব্রডকাস্ট পদ্ধতির উন্নয়ন
ঘ দ্বিমুখী প্রচার ব্যবস্থার উন্নয়ন
৫৩. পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই। এটা কার অবদান? (উচ্চতর দক্ষতা)
ক টেলিভিশন প্রযুক্তির
● তথ্যপ্রযুক্তির
গ কম্পিউটার প্রযুক্তির
ঘ মোবাইল প্রযুক্তির
৫৪. একমুখী পদ্ধতিতে একজন ব্যক্তি কী করে? (অনুধাবন)
ক এক জনের সাথে যোগাযোগ
খ দুই জনের সাথে যোগাযোগ
গ কিছু লোকের সাথে যোাগাযোগ
● অনেক লোকের সাথে যোগাযোগ
৫৬. ব্রডকাস্ট পদ্ধতির একটা সহজ উদাহরণ কোনটি? (জ্ঞান)
● খবরের কাগজ
খ টেলিফোন
গ মোবাইল ফোন
ঘ আলোচনা সভা
৫৭. ধীরে ধীরে কাগজে ছাপা খবরের কাগজের স্থান দখল করছে কোনটি? (জ্ঞান)
ক টেলিভিশন স্ক্রিনের খবরের কাগজ
● কম্পিউটার স্কিনের খবরের কাগজ
গ রেডিওতে সংবাদ প্রচারের চ্যানেলগুলো
ঘ সংবাদ সংস্থার সাপ্তাহিক পত্রিকা
৫৮. যোগাযোগের একমুখী পদ্ধতির সম্পূরক রূপ কোনটি? (জ্ঞান)
● দ্বিমুখী যোগাযোগ
খ বহুমুখী যোগাযোগ
গ ত্রিমুখী যোগাযোগ
ঘ বহুমুখী যোগাযোগ
৫৯. আজমল সাহেবকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন দেশের মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। এরূপ যোগাযোগে সে কোনটি ব্যবহার করে? (প্রয়োগ)
ক তার নাম
খ তার পার্মানেন্ট এড্রেস
● তার ই-মেইল অ্যাড্রেস
ঘ তার ভোটার আইডি কার্ড
................................................................................................................................................
►► আরো দেখো: -
0 মন্তব্যসমূহ