Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q -১৩তম অধ্যায় :– জীবের পরিবেশ (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তরঃ-

 নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১৩তম অধ্যায়, জীবের পরিবেশ। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ১২তম অধ্যায় পর্যন্ত বগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো ১৩তম অধ্যায়, জীবের পরিবেশ (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. – জীবের পরিবেশ (১ম পর্ব)

জীবের পরিবেশ অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q -১৩তম অধ্যায়

১। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৫ টি
(ঘ) ৮ টি

২। নিচের কোনটি অজৈব বস্তু নয়?
(ক) নাইট্রোজেন
(খ) পটাশিয়াম
(গ) ইউরিয়া
(ঘ) লৌহ

৩। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হল-
i. পরিবেশে সূর্যালোকের পরিমাণ
ii. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ
iii. ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৪। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী তৈরি করে?
(ক) অক্সিজেন
(খ) কার্বনডাইঅক্সাইড
(গ) নাইট্রোজেন
(ঘ) শর্করা

৫। মানুষ কোন ধরনের খাদক?
(ক) Scavenger
(খ) Carnivorous
(গ) Omnivorous
(ঘ) Herbivorous

৬। পুকুরের কাতলা মাছ কোন স্তরের খাদক?
(ক) প্রথম স্তরের
(খ) দ্বিতীয় স্তরের
(গ) তৃতীয় স্তরের
(ঘ) সর্বভুক

৭। অসম্পূর্ণ খাদ্যশিকল হল-
i. মৃতজীবী খাদ্যশিকল
ii. শিকারজীবী খাদ্যশিকল
iii. পরজীবী খাদ্যশিকল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। যেকোন বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি?
(ক) সবুজ উদ্ভিদ
(খ) সর্বভুক খাদক
(গ) বিয়োজক
(ঘ) সূর্য

৯। শক্তির প্রবাহ সবসময়ই-
(ক) উভমুখী
(খ) একমুখী
(গ) দ্বিমুখী
(ঘ) বিপরীতমুখী

১০। এখন পর্যন্ত কী পরিমাণ প্রাণী প্রজাতির বর্ণনা পাওয়া গেছে?
(ক) প্রায় চার লক্ষ
(খ) প্রায় সাত লক্ষ
(গ) প্রায় দশ লক্ষ
(ঘ) প্রায় তেরো লক্ষ

১১। জীববৈচিত্র্যের প্রকারভেদ হল-
i. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ii. প্রজাতিগত বৈচিত্র্য
iii. বংশগতীয় বৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১২। একটি পেঁচা দিনে কমপক্ষে কতটি ইঁদুর খেয়ে হজম করতে পারে?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৫ টি
(ঘ) ৭ টি

১৩। কোন বিজ্ঞানীর মতে আন্তঃনির্ভরশীল সম্পর্ক দুই রকম হতে পারে?
(ক) চার্লস ডারউইন
(খ) অ্যারিস্টটল
(গ) ওডাম
(ঘ) কার্টিস

১৪। নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়ার প্রকারভেদ নয়?
(ক) প্রতিযোগিতা
(খ) কমেনসেলিজম
(গ) অ্যান্টিবায়োসিস
(ঘ) শোষণ

১৫। লাইকেন গঠিত হয়-
i. একটি ছত্রাক নিয়ে
ii. একটি শৈবাল নিয়ে
iii. একটি ব্যাকটেরিয়া নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৬। কোকিল কার বাসায় ডিম পাড়ে?
(ক) ময়না
(খ) টিয়া
(গ) কাক
(ঘ) শালিক

১৭। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
(ক) CO
(খ) CH4
(গ) N2O
(ঘ) O2

১৮। পরিবেশ রক্ষায় জ্বালানি হিসেবে কোনটির ব্যবহার বাড়াতে হবে?
(ক) সৌরশক্তি
(খ) প্রাকৃতিক গ্যাস
(গ) কেরোসিন
(ঘ) কাঠ

১৯। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে-
i. মাটির গুণাগুণ নষ্ট হয়
ii. উপকারী জীবাণু ধ্বংস হয়
iii. জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২০। আগে চেসাপিক উপকূলের ঝিনুক কতদিনে গোটা এলাকার পানি পরিশুদ্ধ করতে পারত?
(ক) ১ দিনে
(খ) ৩ দিনে
(গ) ৭ দিনে
(ঘ) ১০ দিনে

২১। কোন ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি তৈরি করে?
(ক) স্ট্রেপটোকক্কাস
(খ) মাইকোব্যাক্টেরিয়াম
(গ) রাইজোবিয়াম
(ঘ) একটিনোমাইসিস

২২। নিচের কোনটি বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে ও আশ্রয়দাতার কোন ক্ষতি করে না?
(ক) শৈবাল
(খ) রোহিণী উদ্ভিদ
(গ) পরাশ্রয়ী উদ্ভিদ
(ঘ) কাষ্ঠল লতা

২৩। ধনাত্মক আন্তঃক্রিয়ার ক্ষেত্রে-
i. দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে
ii. দুজনের একটি বা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়
iii. দুজনের একটি বা উভয়ই উপকৃত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৪। স্বর্ণলতা কোনটির সাহায্যে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে?
(ক) মূলরোম
(খ) টিউবার
(গ) হস্টোরিয়া
(ঘ) কর্ষিকা

২৫। অণুজীবগুলো হল বাস্তুতন্ত্রের-
(ক) বিয়োজক
(খ) পরিবর্তক
(গ) ডিকম্পোসার
(ঘ) উপরের সবগুলো

২৬। কে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছেন?
(ক) অ্যান্টনি ভন লিউয়েনহুক
(খ) আলেকজান্ডার ফ্লেমিং
(গ) ওয়াল্টার ফ্লেমিং
(ঘ) লুই পাস্তুর

২৭। হিউমাস বাস্তুতন্ত্রের কোন ধরনের উপাদানের অন্তর্ভুক্ত?
(ক) জীবজ উপাদান
(খ) ভৌত উপাদান
(গ) জড় উপাদান
(ঘ) কোনটিই নয়

২৮। নিচের কোনটি ধাঙর শ্রেণির খাদক?
(ক) সাপ
(খ) বাঘ
(গ) শকুন
(ঘ) ছাগল

২৯। খাদ্য শিকলের প্রতিটি স্তরকে কী বলা হয়?
(ক) সিমবায়োসিস
(খ) খাদ্য জাল
(গ) ট্রাফিক লেভেল
(ঘ) ইকোসিস্টেম

৩০। কোনটি ডারউইনীয় আন্তঃপ্রজাতিক সংগ্রামের ভালো উদাহরণ?
(ক) মিউচুয়ালিজম
(খ) অ্যান্টিবায়োসিস
(গ) কমেনসেলিজম
(ঘ) প্রতিযোগিতা

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। ঘ২১। গ
২। গ১২। খ২২। গ
৩। ঘ১৩। গ২৩। খ
৪। ক১৪। খ২৪। গ
৫। গ১৫। ক২৫। ঘ
৬। ক১৬। গ২৬। খ
৭। খ১৭। ঘ২৭। গ
৮। ঘ১৮। ক২৮। গ
৯। খ১৯। ঘ২৯। গ
১০। ঘ২০। খ৩০। ঘ

........................................................................................................................

 আরো দেখুন:-

প্রথম অধ্যায় :– জীবনপাঠ (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                       :- জীবনপাঠ (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

 দ্বিতীয় অধ্যায় : - জীবকোষ ও টিস্যু (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                          :- জীবকোষ ও টিস্যু (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                          : - জীবকোষ ও টিস্যু (৩য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

তৃতীয় অধ্যায় :– কোষ বিভাজন (পর্ব ০১)- SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                         :– কোষ বিভাজন (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

চতুর্থ অধ্যায় : – জীবনীশক্তি (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                      :-জীবনীশক্তি (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

পঞ্চম অধ্যায় :– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                       :– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                       :– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (৪র্থ পর্ব)- SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                       :– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (৫ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

 ৬ষ্ঠ অধ্যায় : - জীবে পরিবহন (১ম পর্ব ) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                     :- জীবে পরিবহন (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                      :- জীবে পরিবহন (৩য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

৭ম অধ্যায় -গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)-SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

৮ম অধ্যায় – রেচন প্রক্রিয়া (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

৯ম অধ্যায় :– দৃঢ়তা প্রদান ও চলন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

 ১০ম অধ্যায় :– সমন্বয়  (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                       :– সমন্বয়  (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

১১তম অধ্যায় :– জীবের প্রজনন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                          :– জীবের প্রজনন(২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

১২তম অধ্যায় :– জীবের বংশগতি ও বিবর্তন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

                        :– জীবের বংশগতি ও বিবর্তন (২য় পর্ব) SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

১৩তম অধ্যায় :–  জীবের পরিবেশ (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

১৪তম অধ্যায় :–  জীবপ্রযুক্তি (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

.............................................................................................................................................................


কতো নাম্বার পেয়েছো জীবের পরিবেশ (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবের পরিবেশ অর্থাৎ ১৩তম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ