নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১৪তম অধ্যায়, জীবপ্রযুক্তি। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ১৩তম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো ১৪তম অধ্যায়, জীবপ্রযুক্তি (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – জীবপ্রযুক্তি (১ম পর্ব)
জীবপ্রযুক্তি অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।
১। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে কী বলে?
(ক) অণুচারা
(খ) অপত্য উদ্ভিদ
(গ) এক্সপ্ল্যান্ট
(ঘ) ক্যালাস
২। কে প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন?
(ক) মার্টিন
(খ) জর্জ মোরেল
(গ) কার্ল এরেকি
(ঘ) মাকসুদুল আলম
৩। টিস্যু কালচার প্রযুক্তির ধাপ হচ্ছে-
i. মাতৃ উদ্ভিদ নির্বাচন
ii. আবাদ মাধ্যম তৈরি
iii. জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রা প্রয়োগ করা হয়?
(ক) ১০০ ডিগ্রী সেলসিয়াস
(খ) ১১৫ ডিগ্রী সেলসিয়াস
(গ) ১২১ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ১৮০ ডিগ্রী সেলসিয়াস
৫। E. coli ব্যাকটেরিয়াটি মানুষের দেহে কোথায় বসবাস করে?
(ক) মস্তিষ্কে
(খ) যকৃতে
(গ) ফুসফুসে
(ঘ) অন্ত্রে
৬। নিচের কোনটি রিং স্পট ভাইরাস?
(ক) TMV
(খ) PRSV
(গ) ToMV
(ঘ) TGMV
৭। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য কোন জিন স্থানান্তর করা হয়েছে?
(ক) Protein S
(খ) Protein A
(গ) Protein C
(ঘ) Protein G
৮। কে কৌলিতত্ত্বের সূত্র আবিষ্কার করেছেন?
(ক) গ্রেগর জোহান মেন্ডেল
(খ) চার্লস ডারউইন
(গ) ওয়াটসন ও ক্রিক
(ঘ) জর্জ মোরেল
৯। বায়োটেকনোলজি শব্দটি কত সালে প্রথম প্রবর্তিত হয়?
(ক) ১৮৬৩ সালে
(খ) ১৯১৯ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৬৮ সালে
১০। মানুষ প্রায় ৮০০০ বছর আগেই কোন প্রযুক্তিজ্ঞান রপ্ত করেছে?
(ক) গাঁজন
(খ) চোলাইকরণ
(গ) ফার্মেন্টেশন
(ঘ) উপরের সবগুলো
১১। একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হল-
(ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(খ) রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি
(গ) টিস্যু কালচার
(ঘ) জেনেটিক মডিফিকেশন
১২। অটোক্লেভ যন্ত্রে প্রতি বর্গ ইঞ্চিতে কী পরিমাণ চাপ প্রয়োগ করা হয়?
(ক) ১০ পাউন্ড
(খ) ১৫ পাউন্ড
(গ) ২০ পাউন্ড
(ঘ) ২৫ পাউন্ড
১৩। আবাদ মাধ্যম তৈরিতে জমাট বাঁধার উপাদান হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
(ক) গ্লুকোজ
(খ) অ্যাগার
(গ) ভিটামিন
(ঘ) হরমোন
১৪। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে-
i. ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা যায়
ii. বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন করা যায়
iii. স্বল্পসময়ে কম জায়গায় চারা উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৫। কোন ফুলের মেরিস্টেম থেকে বছরে প্রায় ৪০ হাজার চারা পাওয়া সম্ভব?
(ক) জুঁই
(খ) ডালিয়া
(গ) সিম্বিডিয়াম
(ঘ) চন্দ্রমল্লিকা
১৬। কোন এনজাইম দাতা ও প্লাজমিড ডিএনএ এর মাঝে আঠার মতো কাজ করে?
(ক) লাইগেজ
(খ) হেলিকেজ
(গ) গাইরেজ
(ঘ) নিউক্লিয়েজ
১৭। পশমের মান বৃদ্ধির জন্য কোন দুটি জিন ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয়েছে?
(ক) CysW, CysV
(খ) CysF, CysM
(গ) CysM, CysE
(ঘ) CysE, CysX
১৮। জেনেটিকভাবে পরিবর্তিত ইস্ট থেকে তৈরি করা হচ্ছে-
i. ইনসুলিন
ii. গ্রোথ হরমোন
iii. GM-CSF
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৯। কোন ব্যাকটেরিয়ার একটি জাত হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে?
(ক) স্ট্রেপটোকক্কাস
(খ) সিউডোমোনাস
(গ) রাইজোবিয়াম
(ঘ) ক্লসট্রিডিয়াম
২০। টিস্যু কালচারে উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয়?
(ক) পার্শ্বমুকুল
(খ) মূলাংশ
(গ) পরাগরেণু
(ঘ) উপরের সবগুলো
২১। ক্যালাস হল-
(ক) মাতৃ উদ্ভিদ
(খ) মূলযুক্ত চারা
(গ) অবয়বহীন টিস্যুমন্ড
(ঘ) ট্রান্সজেনিক উদ্ভিদ
২২। কোন ক্ষেত্রে ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়?
(ক) যেসব ভ্রূণে ভ্রূণকান্ড থাকে না
(খ) যেসব ভ্রূণে ভ্রূণমুকুল থাকে না
(গ) যেসব ভ্রূণে শস্যকলা থাকে না
(ঘ) যেসব উদ্ভিদে ভ্রূণই থাকে না
২৩। বিজ্ঞানী মার্টিন মেরিস্টেম কালচারের মাধ্যমে উদ্ভাবন করেছেন-
i. রোগমুক্ত ডালিয়া
ii. রোগমুক্ত আলু গাছ
iii. রোগমুক্ত চন্দ্রমল্লিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কোন ফুলের সাস্পেনসান থেকে সুগন্ধি আতর তৈরি করা হচ্ছে?
(ক) লিলি
(খ) অর্কিড
(গ) জেসমিনাম
(ঘ) গ্লাডিওলাস
২৫। ভারী ইঞ্জিন চালানোর জন্য তিমি মাছের তেলের বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করা যায়?
(ক) Palm oil
(খ) Jojoba oil
(গ) Olive oil
(ঘ) Sunflower oil
২৬। বাংলাদেশে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা সম্ভব হয়েছে-
i. বেল ও কাঁঠালের চারা
ii. বাদাম ও পাটের চারা
iii. আলু ও মাইক্রোটিউবার
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৭। জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবকে কী বলা হয়?
(ক) জিএমও
(খ) ট্রান্সজেনিক
(গ) ক+খ
(ঘ) অণুচারা
২৮। প্লাজমিড-
i. ব্যাকটেরিয়া কোষে থাকে
ii. স্বতন্ত্র ডিএনএ অণু
iii. স্ববিভাজনে অক্ষম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৯। বিটি ফসল কোন বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম?
(ক) লেপিডোপটেরা
(খ) কলিওপটেরা
(গ) জাইগোপটেরা
(ঘ) ক+খ
৩০। নিচের কোনটিকে একই সাথে আগাছানাশক সহিষ্ণু ও পোকামাকড় প্রতিরোধী জাত হিসেবে উদ্ভাবন করা হয়েছে?
(ক) টমেটো
(খ) ক্যানোলা
(গ) তুলা
(ঘ) সয়াবিন
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। গ | ২১। গ |
২। গ | ১২। খ | ২২। গ |
৩। ঘ | ১৩। খ | ২৩। ক |
৪। গ | ১৪। ঘ | ২৪। গ |
৫। ঘ | ১৫। গ | ২৫। খ |
৬। খ | ১৬। ক | ২৬। ঘ |
৭। গ | ১৭। গ | ২৭। গ |
৮। ক | ১৮। ঘ | ২৮। ক |
৯। খ | ১৯। খ | ২৯। ঘ |
১০। ঘ | ২০। ঘ | ৩০। গ |
আরো দেখুন:-
প্রথম অধ্যায় :– জীবনপাঠ (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:- জীবনপাঠ (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
দ্বিতীয় অধ্যায় : - জীবকোষ ও টিস্যু (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:- জীবকোষ ও টিস্যু (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
: - জীবকোষ ও টিস্যু (৩য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
তৃতীয় অধ্যায় :– কোষ বিভাজন (পর্ব ০১)- SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– কোষ বিভাজন (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
চতুর্থ অধ্যায় : – জীবনীশক্তি (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:-জীবনীশক্তি (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
পঞ্চম অধ্যায় :– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (৪র্থ পর্ব)- SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– খাদ্য, পুষ্টি এবং পরিপাক (৫ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
৬ষ্ঠ অধ্যায় : - জীবে পরিবহন (১ম পর্ব ) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:- জীবে পরিবহন (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:- জীবে পরিবহন (৩য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
৭ম অধ্যায় -গ্যাসীয় বিনিময় (১ম পর্ব)-SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
৮ম অধ্যায় – রেচন প্রক্রিয়া (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
৯ম অধ্যায় :– দৃঢ়তা প্রদান ও চলন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১০ম অধ্যায় :– সমন্বয় (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– সমন্বয় (২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১১তম অধ্যায় :– জীবের প্রজনন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– জীবের প্রজনন(২য় পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১২তম অধ্যায় :– জীবের বংশগতি ও বিবর্তন (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
:– জীবের বংশগতি ও বিবর্তন (২য় পর্ব) SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১৩তম অধ্যায় :– জীবের পরিবেশ (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
১৪তম অধ্যায় :– জীবপ্রযুক্তি (১ম পর্ব) - SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তর
......................................................................................................................................................
কতো নাম্বার পেয়েছো জীবপ্রযুক্তি (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবপ্রযুক্তি অর্থাৎ ১৪তম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
0 মন্তব্যসমূহ