Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

পদার্থবিজ্ঞান MCQ | ২য় অধ্যায় – গতি | নবম-দশম | SSC - বহুনির্বাচনী প্রশ্নের উত্তরঃ

 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় “গতি” থেকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন এখানে যুক্ত করেছি এখানে আমরা। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে কেন্দ্রবাংলায় প্রকাশিত হয়েছিলো নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান M.C.Q. : ভৌত রাশি এবং পরিমাপ এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।

পদার্থবিজ্ঞান M.C.Q. : গতি

গতি অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

২য় অধ্যায়


০১। কোনকিছুর অবস্থান সঠিকভাবে জানার জন্য প্রয়োজন-
i. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের দুরত্ব
ii. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের দিক
iii. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের উচ্চতা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii ও iii
(গ) i ও ii
(ঘ) i, ii, iii

০২। গতি কী?
(ক) প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন
(খ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর দিকের পরিবর্তন
(গ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর দুরত্বের পরিবর্তন
(ঘ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর আকার পরিবর্তন

০৩। ঘূর্ণন গতির উদাহরণ নয় কোনটি?
(ক) বৈদ্যুতিক পাখা
(খ) দোলনার গতি
(গ) ঘড়ির কাটা
(ঘ) আকাশের চাঁদ

০৪। ঘূর্ণন গতি একটি বিশেষ ধরণের-
(ক) সরল স্পন্দন গতি
(খ) বৃত্তাকার গতি
(গ) পর্যায়বৃত্ত গতি
(ঘ) চলন গতি

০৫। আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলা হয়-
(ক) ভেক্টর রাশি
(খ) স্কেলার রাশি
(গ) পরিমাপযোগ্য রাশি
(ঘ) রাশি

০৬। ভেক্টর রাশি প্রকাশ করতে কোনটি প্রয়োজন?
(ক) দিক
(খ) কোণ
(গ) মান ও দিক
(ঘ) কোণ ও দিক

০৭। নিচের কোনটি ভেক্টর রাশি?
(ক) ওজন
(খ) ভর
(গ) দুরত্ব
(ঘ) সময়

০৮। নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
i. দুরত্ব
ii. সরণ
iii. ত্বরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, iii

০৯। সরণ এর কোনটি সঠিক?
i. সরণ সরলরেখায় পরিমাপ করা হয়
ii. সরণ হচ্ছে শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্য
iii. এটি একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১০। সরণের মাত্রা কী?
(ক) L
(খ) L-1
(গ) M
(ঘ) M-1

১১। দ্রুতি ও বেগের মধ্য পার্থক্য হচ্ছে-
i. দ্রুতি স্কেলার রাশি ও বেগ ভেক্টর রাশি
ii. দ্রুতি হচ্ছে সময়ের সাথে দুরত্ব পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার
iii. দ্রুতি হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে দুরত্ব পরিবর্তনের হার
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১২। নিচের কোন কথাটি সঠিক নয়?
(ক) বেগের মানটিই হচ্ছে দ্রুতি
(খ) দ্রুতি নির্ণয় করতে দিক ও মান উভয়েরই প্রয়োজন হয়।
(গ) বেগ নির্ণয় করতে দিক ও মান উভয়েরই প্রয়োজন হয়।
(ঘ) রৈখিক বেগ বিবেচনা করলে দ্রুতি ও বেগের মাঝে কোন পার্থক্য নেই।

১৩। ২০ সেকেন্ডে কোন বস্তু ৫০ মিটার পথ অতিক্রম করলে এর দ্রুতি কতো হবে?
(ক) 100 m/s
(খ) 1000 m/s
(গ) 10 m/s
(ঘ) .01 m/s

১৪। গড় দ্রুতি কী?
(ক) মোট ত্বরণ এবং অতিক্রান্ত মোট দূরত্বের ভাগফল
(খ) অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ত্বরণের ভাগফল
(গ) অতিক্রান্ত মোট দূরত্ব এবং অতিবাহিত মোট সময়ের ভাগফল
(ঘ) অতিবাহিত মোট সময় এবং অতিক্রান্ত মোট দুরত্বের ভাগফল

১৫। দ্রুতি কী?
(ক) একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার
(খ) একক সময়ে বস্তুর ভরের পরিবর্তনের হার
(গ) নির্দিষ্ট সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার
(ঘ) নির্দিষ্ট সময়ে বস্তুর বেগ পরিবর্তনের হার

১৬। কোন বস্তু ঘুরাতে ঘুরাতে হঠাৎ ছেড়ে দিলে সেটা-
i. সমবেগে যেতে থাকবে
ii. সমদ্রুতিতে যেতে থাকবে
iii. সমত্বরণে যেতে থাকবে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i ও ii

১৭। বস্তু সমবেগে গেলে এর কোন-
i. দ্রুতি থাকে না
ii. ত্বরণ থাকে না
iii. মন্দন থাকে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১৮। ত্বরণ কী?
(ক) সময়ের সাথে বেগের পরিবর্তনের হার
(খ) সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার
(গ) সময়ের সাথের সরণের পরিবর্তনের হার
(ঘ) সময়ের সাথে দিক পরিবর্তনের হার

১৯। ত্বরণের মাত্রা কোনটি?
(ক) LT-2
(খ) LT2
(গ) LT-1
(ঘ) LT

২০। কোন বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করলে নিচের কোনটি সঠিক?
(ক) বেগ = ত্বরণ × সময়
(খ) বেগ = সরণ × সময়
(গ) বেগ = দূরত্ব × সময়
(ঘ) বেগ = দ্রুতি × সময়

২১। সমত্বরণের উদাহরণ কোনটি?
(ক) মঙ্গল গ্রহের পৃষ্ঠের দিকে পড়ন্ত বস্তুর ত্বরণ
(খ) ভূ-পৃষ্ঠের দিকে পড়ন্ত বস্তুর ত্বরণ
(গ) অভিকর্ষজ ত্বরণ
(ঘ) সুপারসনিক উড়োজাহাজের ত্বরণ

২২। সমত্বরণে থাকা বস্তুর জন্য কোনটি সত্য?
(ক) s = vt
(খ) s = at +u
(গ) s = ua + t
(ঘ) s = uv

২৩। কোন বস্তুর আদিবেগ, শেষবেগ ও ত্বরণ দেওয়া থাকলে, সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণ ব্যবহার করা যায়?
i. s = ut + 1/2at2
ii. v = u + at
iii. s = Vt
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii ও iii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii

২৪। একটি বাইসাইকেলের বেগ 5 মিনিটে শূন্য থেকে বেড়ে 13 কিলোমিটার/ঘন্টা হয়েছে। বাইসাইকেলের ত্বরণ কতো?
(ক) 1.2 × 10-2 m/s2
(খ) 1.2 × 102 m/s2
(গ) 1.2 × 10-4 m/s2
(ঘ) 1.2 × 104 m/s2

২৫। মন্দন কী?
(ক) ঋণাত্মক গতি
(খ) ঋণাত্মক দ্রুতি
(গ) বেগ পরিবর্তনের ঋণাত্মক হার
(ঘ) সরণ পরিবর্তনের ঋণাত্মক হার

২৬। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
i. একই অবস্থান থেকে বিনা বাঁধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
ii. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ ঐ সময়ের ব্যাস্তানুপাতিক।
i

২৬। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
i. একই অবস্থান থেকে বিনা বাঁধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
ii. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ ঐ সময়ের ব্যাস্তানুপাতিক।
iii. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের বর্গের সমানুপাতিক।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৭। পড়ন্ত বস্তুর কয়টি সুত্র এবং কে আবিষ্কার করেন?
(ক) ২টি, আর্কিমিডিস
(খ) ৩টি, গ্যালিলিও
(গ) ৪টি, নিউটন
(ঘ) ৫টি, কোপার্নিকাস

২৮। কোনবস্তু ভূ-পৃষ্ঠের উপর থেকে ছেড়ে দিলে এর গতি বেড়ে যাওয়ার কারণ কী?
(ক) বস্তুর ভর
(খ) অভিকর্ষজ ত্বরণ
(গ) বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণ
(ঘ) কোনটিই নয়

২৯। ভূ-পৃষ্ঠ থেকে যতো উপরের দিকে উঠা যায় ততই-
(ক) অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পায়
(খ) অভিকর্ষজ ত্বরণের মান কমে যায়
(গ) অভিকর্ষজ ত্বরণের মানের কোন পরিবর্তন হয় না
(ঘ) বস্তুর ভর কমে যায়

৩০। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কতো?
(ক) 0 m/s2
(খ) 9.8 m/s2
(গ) 9.81 m/s2
(ঘ) 9.79 m/s2

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। গ১১। খ২১। গ
২। ক১২। খ২২। খ
৩। খ১৩। উত্তর হবেঃ 2.5 m/s২৩। গ
৪। গ১৪। গ২৪। ক
৫। ঘ১৫। গ২৫। গ
৬। গ১৬। ঘ২৬। গ
৭। ক১৭। খ২৭। খ
৮। ক১৮। ক২৮। গ
৯। ঘ১৯। ক২৯। খ
১০। ক২০। ক
৩০। ক



বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – গতি

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “গতি” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “গতি” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

নবম ও দশম শ্রেণি (এসএসসি )এর সকল বিষয়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর 

পদার্থবিজ্ঞান সকল অধ্যায়

১ম অধ্যায় – ভৌত রাশি এবং পরিমাপ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ