Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর - General Knowledge : International Affairs – Questions and Answers

সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর



সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর - General Knowledge : International Affairs – Questions and Answers


✬প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক।

✬প্রশ্ন: ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৪৮৭ সালে।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তর: কাস্পিয়ান সাগর।

✬প্রশ্ন: মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তর: কাজাকিস্তান (বিশ্বে নবম)

✬প্রশ্ন: পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত।
উত্তর: তুরস্ক ও রাশিয়া।

✬প্রশ্ন: ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ কে?
উত্তর: বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয় ভিয়েতনামকে।

✬প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তর: ভূমধ্যসাগর।

✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
উত্তর: পর্তুগালের লিসবনে।

✬প্রশ্ন: সুরিনামের পূর্ব নাম কি?
উত্তর: ডাচ গায়ানা।

✬প্রশ্ন: বিশ্বে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: ব্রাজিল।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায়?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

✬প্রশ্ন: বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তর: গ্রান্ডখাল (চীন)।

✬প্রশ্ন: পৃথিবীর প্রায় সমুদয় চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে হস্তান্তর করে কত সালে?
উত্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।

✬প্রশ্ন: পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর: কোপা।

✬প্রশ্ন: প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন দেশে?
উত্তর: মিশরে।

✬প্রশ্ন: রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তর: জুপিটার।

✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
উত্তর: এশিয়া ও ইউরোপকে।

✬প্রশ্ন: পৃথিবীতে মিনিটে কত বার বজ্রপাত হয়?
উত্তর: ৬০০০ বার।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব্রীজের নাম কি?
উত্তর: ওকল্যান্ড,আমেরিকা।

✬প্রশ্ন: কোন দেশে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পোষ্ট অফিস আছে?
উত্তর: ভারতে।

✬প্রশ্ন: সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয়?
উত্তর: চীনে।

✬প্রশ্ন: কোন দেশে ২০০ এর বেশি আগ্নেয়গিরি আছে?
উত্তর: জাপানে।

✬প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কি?
উত্তর: রিভার ডি।

✬প্রশ্ন: আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: রোজালিন হিগিন্স(ব্রিটেন)

✬প্রশ্ন: মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম কি?
উত্তর: রেড ক্রিসেন্ট।

✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তর: কিম্বালী, দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায়?
উত্তর: বাংলাদেশে।

✬প্রশ্ন: সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় কোথায়?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: লৌহ উৎপাদনে পৃথিবীর প্রধান দেশ কোনটি?
উত্তর: চীন।

✬প্রশ্ন: কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে?
উত্তর: অস্ট্রেলিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায়?
উত্তর: হলিউড, আমেরিকা।

✬প্রশ্ন: সর্বাধিক পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: মালয়েশিয়া।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি?
উত্তর: ইতালি।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান পাট রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

✬প্রশ্ন: প্রধান চা আমদানিকারক দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

✬প্রশ্ন: খনিজ তেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব।

✬প্রশ্ন: পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: কিউবা।

✬প্রশ্ন: পৃথিবীর প্রধান অভ্র রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো কবে তেল অবরোধ করেছিল?
উত্তর: ১৯৭৩ সালে।

✬প্রশ্ন: আফ্রিকার কোন দেশ সবচেয়ে বেশি সম্পদশালী?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।

✬প্রশ্ন: মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং।

✬প্রশ্ন: কোকেন উৎপাদনের প্রধান দেশ কোনটি?
উত্তর: পেরু।

✬প্রশ্ন: ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া।

✬প্রশ্ন: ভারতবর্ষে প্রথম বাজেট প্রণীত হয় কবে?
উত্তর: ১৮৬১ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৭ ডিসেম্বর ১৯৪৫।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
উত্তর: ব্যাংক অব টোকিও ও মিৎসুবিশি ব্যাংকের একীভূত।

✬প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।

✬প্রশ্ন: ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
উত্তর: নেদারল্যান্ডস।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডি.সি।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের কার্যক্রম কবে শুরু হয়?
উত্তর: ২৫ জুন ১৯৪৬ সালে।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৮৯টি।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু করে?
উত্তর: ১৯৬৬ সালে।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন।

✬প্রশ্ন: এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬৭।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০ অক্টোবর ১৯৭৫।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৫৬টি।

✬প্রশ্ন: ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদি আরব।

✬প্রশ্ন: বিশ্ব ব্যাংক থেকে কোন দেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে?
উত্তর: ভারত।

প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
উত্তর: রাশিয়া।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত।

✬প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর সদস্য সংখ্যা কতটি?
উত্তর: এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র।

✬প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর: চীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ