Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

নবম দশম শ্রেণির হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর

 নবম দশম শ্রেণির হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর | বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যবসা বা সংঘবদ্ধ দলের আর্থিক ও অনার্থিক তথ্য পরিমাপ, প্রক্রিয়াজাতকরণ ও যোগাযোগের মাধ্যমকেই হিসাব বিজ্ঞান বলে। গুরুত্বপূর্ণ এ বিজ্ঞান প্রায় হাজার বছর ধরে চর্চিত হয়ে আসছে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় উৎপাদিত ফসল এবং মন্দিরে সংগৃহীত শস্যের হিসাব রাখার জন্য হিসাব বিজ্ঞানের প্রাচীনতম উপায়গুলো ব্যবহার করা হতো।


নবম দশম শ্রেণির হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : রাজশাহীর ফরহাদ অ্যান্ড সন্স নাটোরের স্টিল মিল হতে ৩,০০০ টাকা দরে ২০০ বান্ডেল টিন ক্রয় করেন। বান্ডেল প্রতি ১০ টাকা ঠেলাগাড়ি ভাড়া ২০ টাকা দরে ট্রেন ভাড়া, ৫ টাকা দরে কুলি খরচ প্রদান করেন। এছাড়া দোকান ভাড়া, সেলসম্যানের বেতন, টেলিফোন ইত্যাদি বাবদ ৪৩,০০০ টাকা ব্যয় সংঘটিত হয়। তিনি ২০% লাভে পণ্য বিক্রয় করেন।

ক. ফরহাদ অ্যান্ড সন্সের প্রতি বান্ডেল টিনের ক্রয়মূল্য নির্ণয় কর।
খ. ফরহাদ অ্যান্ড সন্সের মোট ক্রয়মূল্য নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে ফরহাদ অ্যান্ড সন্সের প্রতি বান্ডেল টিনের বিক্রয়মূল্য নির্ণয় কর।


►► আরো দেখো: বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: SSC – English 1st Paper
►► আরো দেখো: জীববিজ্ঞিন সৃজনশীল প্রশ্ন ও উত্তর


সৃজনশীল প্রশ্ন ২ : জনাব আজম একজন চাকরিজীবী। মাসে তার বেতন ১৫,০০০ টাকা এবং তিনি মাসিক ৮,০০০ টাকা বেতনে পার্টটাইম চাকরি করেন। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ :
খাদ্যসামগ্রী ক্রয় ৭০,০০০ টাকা, বাড়িভাড়া প্রদান ৭২,০০০ টাকা, দৈনন্দিন বাজার খরচ ৪৮,০০০ টাকা, টেলিভিশন ক্রয় ৩৫,০০০ টাকা, খবরের কাগজ ৩,৫০০ টাকা, গ্যাস-পানি-বিদ্যুৎ ২১,০০০ টাকা এবং আসবাবপত্র ক্রয় ১৫,০০০ টাকা।

ক. জনাব আজমের পরিবারে মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ কত?
খ. উপর্যুক্ত তথ্য থেকে একটি প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত কর।
গ. প্রাপ্ত তথ্যাবলি থেকে একটি আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব আরিফের ব্যবসায়ে ২০১৮ সালের মার্চ মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ:
ব্যাংক হতে ঋণগ্রহণ ১৫,০০০ টাকা, বেতন প্রদান ৩,০০০ টাকা (১৫ মাসের জন্য), আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা, আসবাবপত্র ক্রয়ের পরিবহন খরচ ৫,০০০ টাকা, উপভাড়া প্রাপ্তি ১০,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের ৫০০ টাকা, মূলধন আনয়ন ২০,০০০ টাকা, পণ্য ক্রয় ২,৫০০ টাকা, পণ্য বিক্রয় ৫,০০০ টাকা, টেলিফোন সংযোগ ব্যয় ৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল প্রদান ৫০০ টাকা, স্থায়ী সম্পদ বিক্রয় ৩,০০০ টাকা, লভ্যাংশ প্রাপ্তি ১,০০০ টাকা।

ক. মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ কত?
খ. মুনাফাজাতীয় প্রাপ্তি ও আয়ের পরিমাণ পৃথকভাবে নির্ণয় কর।
গ. মুনাফাজাতীয় প্রদান ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : চৈতালী ট্রেডার্সের ২০১৭ সালের খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ :
মূলধন ১,১০,০০০ টাকা; হাতে নগদ (১-১-১৭) ১৫,০০০ টাকা; পাওনা ২৫,০০০ টাকা; দেনা ১৫,০০০ টাকা; উত্তোলন ১০,০০০ টাকা; বিক্রয় ৪৫,০০০ টাকা; ক্রয় ৩০,০০০ টাকা; বিনিয়োগের সুদ ৩,০০০ টাকা; মজুদ পণ্য (৩১-১২-১৭) ১২,০০০ টাকা; বিমা সেলামি ৫,০০০ টাকা; আমদানি শুল্ক ৩,৫০০ টাকা; কমিশন প্রাপ্তি ২,০০০ টাকা; বিনিয়োগ ৩০,০০০ টাকা; ব্যাংক জমার সুদ ৫০০ টাকা; আসবাবপত্র ৪০,০০০ টাকা; প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ১৮,০০০ টাকা; বিজ্ঞাপন ১,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০ টাকা; ব্যাংকে জমা (৩১/১২/১৮) ৬,০০০ টাকা।

ক. চৈতালী ট্রেডার্সের রেওয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ কত?
খ. উপর্যুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা চৈতালী ট্রেডার্সের একটি রেওয়ামিল প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত রেওয়ামিলের অন্তর্ভুক্ত উদ্বৃত্ত থেকে সম্পদ ও দায়ের পরিমাণ কত?

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব মহিবুল ইসলাম তাঁর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তাঁর ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৩,৫০,০০০ টাকা ও ৯০,০০০ টাকা। উক্ত বছরে জনাব মহিবুল ইসলাম আরও ৬০,০০০ টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট ৮৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে তাঁর ব্যবসায়ের নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল – নগদ ৬০,০০০ টাকা; আসবাবপত্র ৭০,০০০ টাকা; দেনাদার ৪০,০০০ টাকা; মজুদ পণ্য ৭০,০০০ টাকা; ব্যাংক ঋণ ২৫,০০০ টাকা এবং পাওনাদার ৩২,০০০ টাকা।

ক. মহিবুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. মহিবুল ইসলামের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. ২০১৭ সালে ব্যবসায়ের লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৬ : জনতা এন্টারপ্রাইজের ব্যবসায় প্রতিষ্ঠানের মে ২০১৭ সালের কতিপয় লেনদেন নিম্নরূপ :
মূলধন আনয়ন ৩,০০,০০০ টাকা; ক্রয় ৫,০০,০০০ টাকা; বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় ৩,৫০,০০০ টাকা; পণ্য বিক্রয় ৭,০০,০০০ টাকা; ব্যাংক ঋণ ৬,০০,০০০ টাকা; আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ৩০,০০০ টাকা; আমদানি শুল্ক ৮,০০০ টাকা; শিক্ষানবিশ সেলামি ৪০,০০০ টাকা।

ক. জনতা এন্টারপ্রাইজের নিয়মিত খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. যে সকল লেনদেন বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে তার পরিমাণ নির্ণয় কর।
গ. মূলধনজাতীয় প্রাপ্তি ও মুনাফাজাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৭ : পলাশ এন্টারপ্রাইজের ২০১৬ সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ :
মজুদ পণ্য (১-১-১৬) ৩০,০০০ টাকা; মূলধন ৭৮,৭০০ টাকা; অগ্রিম মজুরি ৬,০০০ টাকা; মজুদ পণ্য (৩১-১২-১৬) ৪০,০০০ টাকা; বিক্রয় ১,৮০,০০০ টাকা; ক্রয় ৭০,০০০ টাকা; নগদ তহবিল ২২,৫০০ টাকা; স্থায়ী সম্পত্তি ১,৭০,০০০ টাকা; কর ও অভিকর ৬,৭০০ টাকা; বিবিধ পাওনাদার ২৫,০০০ টাকা; আন্তঃফেরত ২,০০০ টাকা; হাতে নগদ (১-১-১৬) ৫০,০০০ টাকা; দেনাদার ৩০,০০০ টাকা; গৃহীত ঋণ ৭০,০০০ টাকা; শিক্ষানবিশ ভাতা ১০,০০০ টাকা; প্রদেয় বিল ১০,৫০০ টাকা; বেতন ১৭,০০০ টাকা।

ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর।
গ. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে পলাশ এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত কর।

সৃজনশীল প্রশ্ন ৮ : বিলকিস স্টোরসের ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে নিম্নলিখিত সম্পদ ও দায়সমূহ ছিল :
আসবাবপত্র ৩০,০০০ টাকা; হাতে নগদ ৫০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ৪০,০০০ টাকা; দেনাদার ২০,০০০ টাকা; পাওনাদার ১০,০০০ টাকা; বকেয়া বেতন ১০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে তার ব্যবসায়ে মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৪,৫০,০০০ টাকা এবং ২,৮০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে মালিক দোকানে আরও ৬০,০০০ টাকা বিনিয়োগ করেন। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ব্যবসায় থেকে নগদ ৪০,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।

ক. বিলকিস স্টোরসের উত্তোলনের পরিমাণ নির্ণয় কর।
খ. বিলকিস স্টোরসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. বিলকিস স্টোরসের সমাপনী মূলধন নির্ণয়পূর্বক বিলকিস স্টোরসের লাভ বা ক্ষতির পরিমাণ দেখাও।


►► আরো দেখো: বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: SSC – English 1st Paper
►► আরো দেখো: জীববিজ্ঞিন সৃজনশীল প্রশ্ন ও উত্তর



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ