Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

নবম-দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

 অধ্যায় ১:- 

১. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে —

i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে

ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে

iii. তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


২. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে কত সালে?

ক. ১৮৩৩ খ. ১৮৪২

গ. ১৯৫৩ ঘ. ১৯৯১


৩. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

ক. চার্লস ব্যাবেজ

খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. জগদীশচন্দ্র বসু


৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে —

i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


৫. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে

ঘ. বিংশ শতাব্দীতে


৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে


৭. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

ক. যন্ত্র খ. ইচ্ছা

গ. জ্ঞান ঘ. তথ্য


৮. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

ক. সৃজনশীলতা

খ. বিপ্লব করার ক্ষমতা

গ. চিন্তাভাবনা

ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা


৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বগ্রাম

ঘ. বিশ্বায়ন


. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে —

i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১:- ১.গ , ২.ঘ, ৩.গ , ৪.ঘ ,৫.খ ,৬.খ ,৭.ক , ৮.ঘ , ৯.খ ০.ক,

নবম ও দশম শ্রেণি (এসএসসি ) সকল বিষয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ