সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরে বেশী নম্বর পেতে পাঠ্যবইটি বিস্তারিতভাবে বুঝে পড়বে। কেননা পরীক্ষায় বিখ্যাত ব্যাক্তি, প্রবক্তা, প্রতিষ্ঠান, ঘটনার প্রেক্ষাপট ও সূত্রপাত বিষয়ক বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর আসতে পারে। কাজেই সেভাবে পড়ালেখা করবে। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের `প্রথম অধ্যায়' থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় : প্রথম অধ্যায় |
১। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি হলো একটি-
ক. গল্প
খ. কবিতা
গ.পুস্তিকা
ঘ.গান
২। তমদ্দুন মজলিশ হলো-
i. একটি সাহিত্য পত্রিকা
ii. একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
iii. ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
৩। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন-
ক. নেহেরু
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মহাত্মা গান্ধী
ঘ. আইয়ুব খান
৪। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি ছিল-
ক.ভাষা
খ. ধর্ম
গ. সাম্প্রদায়িকতা
ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য
৫। আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন-
ক. লিয়াকত আলীকে
খ. মোহাম্মদ আলী জিন্নাহকে
গ. জেনারেল ভুট্টে কে
ঘ. ইস্কান্দার মির্জাকে
৬। এগারো দফা কর্মসূচি কারা ঘোষণা করে?
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ
ঘ. ছাত্রসমাজ
৭। কখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
ক. ১০ আগস্ট
খ. ১৫ আগস্ট
গ. ১৪ আগস্ট
ঘ. ১১ আগস্ট
৮। কোন নাটকের পটভূমি ছিল ভাষা আন্দোলন?
ক. কবর
খ.ফুড কনফারেন্স
গ. পুতুলের বিয়ে
ঘ. আলেয়া
৯। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালের-
ক. ফেব্রুয়ারি মাসে
খ. মে মাসে
গ. সেপ্টেম্বর মাসে
ঘ. জুন মাসে
১০। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল-
ক. অসমাপ্ত তারুণ্যের গল্প
খ. আগুনের পরশমণি
গ. আরেক ফাল্গুন
ঘ. নন্দিত নরকে
১১। ‘আরেক ফাল্গুন’কী?
ক. কবিতা
খ. ছোটগল্প
গ. উপন্যাস
ঘ. নাটক
১২। রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়-
ক. ১৯৫৬
খ. ১৯৫২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৮
১৩। ১৯৪৭ সালের ১৪ আগস্ট-
ক. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়
খ. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়
গ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ভার গ্রহণ করে
ঘ. ইংরেজরা এ দেশে ব্যবসায়-বাণিজ্য শুরু করে
১৪। ‘তমদ্দুন মজলিশ ’ সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয়?
ক. আবুল মনসুর
খ. আবুল হাশেম
গ. আবুল কাশেম
ঘ. আবুল হিশাম
১৫। ছয় দফাকে কে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন?
ক. ইস্কান্দার মির্জা
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. জেনারেল ভুট্টো
ঘ. আইয়ুব খান
উত্তর :- ১.গ, ২.ঘ, ৩.খ, ৪. ক, ৫.ঘ, ৬.ঘ, ৭.গ, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১.গ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ।
0 মন্তব্যসমূহ