৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
১. ইমানের মৌলিক বিষয় কয়টি?
ঘ তিনটি
খ পাঁচটি
● সাতটি
ঘ আটটি
২. নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় –
র. অশান্তি রর. ঝগড়া বিবাদ
ররর. মতৈক্য
কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাকিব ও সানিদ একই অফিসে চাকরি করে। সাকিব যথাসময়ে অফিসে আসে এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। সানিদ সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে নির্দিষ্ট সময়ের পর অফিসে আসে এবং কাজেকর্মে ফাঁকি দেয়।
৩. সাকিবের একনিষ্ঠতার পেছনে কোন বিশ্বাসটি কাজ করছে?
ক তাকদির
● আখিরাত
গ হাশর
ঘ মিযান
৪. সানিদের কার্যক্রমের ফলে সে পাবে –
র. শাস্তি
রর. তিরস্কার
ররর. নিন্দা
কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫. ‘আকিদা’ শব্দের অর্থ কী?
● বিশ্বাস
খ কপটতা
গ অবিশ্বাস
ঘ বিশ্বাসমালা
৬. বেহেশত কোন ভাষার শব্দ?
ক বাংলা
খ আরবি
গ ফরাসি
● ফারসি
৭. বড় আসমানি কিতাব কয়খানা?
ক ২
● ৪
গ ১০০
ঘ ১০৪
৮. কর্মফল ভোগের স্থান হচ্ছে-
● ইহকাল
খ আখিরাত
গ যৌবনকাল
ঘ বৃদ্ধকাল
৯. প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে-
র. আল্লাহর ইবাদত করা
রর. আল্লাহর বিধিবিধান প্রচার করা
ররর. তাগুতকে বর্জন করা
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর ও ররর
গ র ও ররর
● র, রর ও ররর
১০. সানিদের কার্যক্রমের ফলে সে পাবে –
র. পাপী মুসলমানগণ
রর. অবিশ্বাসীগণ
ররর. জান্নাতিগণ
কোনটি সঠিক?
● র
খ র ও রর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান তার পিতার নিকট থেকে বই কেনার জন্য টাকা নেয়। কিন্তু সে বই না কিনে বন্ধুদের নিয়ে টাকাগুলো খরচ করে ফেলে। তাকে জিজ্ঞেস করলে সে মিথ্যা কথা বলে।
১১. মিজানের আচরণ কিসের শামিল?
ক কুফরের
● নিফাকের
গ শিরকের
ঘ যুলুমের
১২. মিজান এ অভ্যাস ত্যাগ না করলে সে-
ক কাফির হবে
খ নাস্তিক হবে
● মুনাফিক হবে
ঘ মুশরিক হবে
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
বেলায়েত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি খতমে নবুয়ত ও আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখেন।
১৩. খতমে নবুয়তে বিশ্বাস করা তার জন্য-
ক সামাজিক দায়িত্ব
খ পারিবারিক কর্তব্য
● বাধ্যতামূলক
ঘ ঐচ্ছিক
১৪. আখিরাতে দৃঢ় বিশ্বাসের ফলে বেঁচে থাকা যায়-
ক প্রতারণা থেকে
● অনৈতিক কাজ থেকে
গ মিথ্যা থেকে
ঘ ঘৃণা থেকে
১৫. আকাইদ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক আনুগত্য
খ সত্যবাদিতা
● বিশ্বাসমালা
ঘ স্বীকার করা
১৬. আল্লাহর বড় নিয়ামত কোনটি?
ক ঘর বাড়ি
খ গাছপালা
গ ইসলাম
● ইমান
১৭. ‘আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনদের জন্যই।’ উহা সূরা মুনাফিকুন এর কততম আয়াত?
● ৮
খ ৯
গ ১০
ঘ ১১
১৮. ইমানের মধ্যে কয়টি দিক রয়েছে? (জ্ঞান)
● ৩
খ ২
গ ৪
ঘ ৫
১৯. যারা ইমান আনে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক মুসলিম
● মুমিন
গ মুহসীন
ঘ মুকীম
২০. সার্বভৌমত্বের অধিকারী ইবাদতের যোগ্য কে? (জ্ঞান)
ক মানুষ
খ জিন
গ ফেরেশতা
● আল্লাহ তায়ালা
২১. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী? (জ্ঞান)
● আল্লাহর প্রতি বিশ্বাস
খ রিসালাত
গ আখিরাত
ঘ তাকদির
২২. যাদের ওপর কিতাব অবতীর্ণ হয়েছে তাঁদেরকে কী বলা হয়? (জ্ঞান)
ক নবি
● রাসুল
গ ফেরেশতা
ঘ ওলি
২৩. মৃত্যুর পরের জীবনকে কী বলা হয়? (জ্ঞান)
ক কিয়ামত
খ হাশর
গ দুনিয়া
● আখিরাত
২৪. তাকদির শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক সত্য
খ বিশ্বাস
● ভাগ্য
ঘ পরকাল
২৫. ইসলামের মূল বিষয়গুলো বিশ্বাস করাকে কী বলে? (জ্ঞান)
ক ইমান
খ ইসলাম
● আকাইদ
ঘ মুমিন
২৬. ইসলাম অর্থ কী? (জ্ঞান)
ক স্বীকার
● আনুগত্য
গ বিশ্বাসমালা
ঘ ইবাদত
২৭. লিঙ্গ বিভাজন নেই কাদের? (অনুধাবন)
ক মানুষের
● ফেরেশতাদের
গ জিনদের
ঘ পশুপাখির
২৮. মানুষ পৃথিবীতে আল্লাহর কী? (উচ্চতর দক্ষতা)
● প্রতিনিধি
খ দূত
গ নবি
ঘ সৈন্য
২৯. নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য কী? (অনুধাবন)
● মানবজাতির হিদায়াত
খ মানুষের সেবা
গ যুদ্ধ-বিগ্রহের অবসান
ঘ ইসলাম প্রচার
৩০. প্রথম নবি কে? (অনুধাবন)
● হযরত আদম (আ)
খ হযরত নূহ (আ)
গ হযরত ইয়াকুব (আ)
ঘ হযরত লুত (আ)
৩১. যারা আখিরাতে বিশ্বাস করেনি, সব নবির যুগেই তারা গণ্য হয়েছে কী হিসেবে? (অনুধাবন)
● কাফির
খ মুনাফিক
গ জালিম
ঘ মুশরিক
৩২. ইমান কাকে বলে? (অনুধাবন)
ক আল্লাহ, রাসুল ও আখিরাতের বিশ্বাসের সমন্বয়
● মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস ও আমলের সমন্বয়
গ তাওহিদ, রিসালাত ও আখিরাতের সমন্বয়
ঘ বাস্তব জীবনে তাওহিদে বিশ্বাসের সমন্বয়
৩৩. সিফাত নবি (স.) কে শেষ নবি হিসেবে মানে না। হাসানের ঐ বিশ্বাস কীরূপ? (প্রয়োগ)
ক শিরকি
খ যুক্তিযুক্ত
গ সঠিক
● কুফরি
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
৩৪. আমাদের আখিরাতে কাটাতে হবে অফুরন্ত সময়। সেখানে সফলকাম হওয়ার জন্য আমাদের কী করা উচিত? (প্রয়োগ)
ক সৎভাবে জীবনযাপন করা
খ নিয়মিত নামায আদায় করা
গ সুদ, ঘুষ না খাওয়া
● পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা
৩৫. মুরাদ ইসলামের বিধিবিধান বর্জন করে ছন্দহীন জীবনযাপন করে। এজন্য তাকে কীসের জবাবদিহি করতে হবে? (প্রয়োগ)
● দুনিয়ার ভালো-মন্দ কাজের
খ শুধু মন্দ কাজের
গ শুধু পাপ কাজের
ঘ শুধু ভালো কাজের
৩৬. আখি সৎ কাজ করে। এর প্রতিদান হিসেবে আখিরাতে সে কী পাবে? (প্রয়োগ)
● জান্নাত
খ আমলনামা
গ ফলমূল
ঘ পুলসিরাত
৩৭. একজন ইমানদার কীভাবে অনুধাবন করবে যে, পরকালীন জীবন বাস্তবসম্মত? (উচ্চতর দক্ষতা)
ক দুনিয়ার জবাবদিহিতা দেখে
● হাদিস ও কুরআনের ওপর বিশ্বাস দ্বারা
গ প্রাণিকুলের অবস্থা দেখে
ঘ সঠিক বিচার দেখে
৩৮. মানুষের ভাগ্যলিপি পূর্বেই নির্ধারিত, তা বিশ্বাস করা জরুরি। এ ব্যাপারে আমাদের করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
● রহমতের আশায় কাজ করব
খ জাহান্নামের ভয়ে কাজ করব
গ জান্নাতের আশায় কাজ করব
ঘ সাওয়ারের আশায় কাজ করব
৩৯. ইমান ছাড়া আমল অর্থহীন। তাই আমলের পূর্বে ইমান আনতে হবে। এতে অন্তরে কী পয়দা হয়? (উচ্চতর দক্ষতা)
ক আল্লাহর প্রতি ভালোবাসা
খ আল্লাহর প্রতি মমতা
গ আল্লাহর প্রতি আনুগত্যের অনুরাগ
● আল্লাহর প্রতি অনুরাগ এবং সন্তুষ্টি লাভের কামনা
৪০. কিয়ামত দিবসে মানুষের পক্ষে ও বিপক্ষে সাক্ষ্য দিবে- (অনুধাবন)
র. নবি ও রাসুল রর. ফেরেশতা
ররর. অঙ্গ-প্রত্যঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪১. ওহি বহনকারী ফেরেশতার নাম- (অনুধাবন)
র. ফেরেশতাদের মধ্যে প্রধান
রর. আযরাইল (আ)
ররর. জিবরাইল (আ)
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও :
নজরুল সাহেব একজন সৎ পুলিশ অফিসার। কর্মক্ষেত্রে তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। কোনো প্রকাশ ঘুষ, সুদ ও অন্যায় অপরাধের সাথে জড়িত নন।
৪২. উদ্দীপকে নজরুলকে এরূপ সৎ হওয়ার পেছনে কোন বিশ্বাসটি কাজ করেছে? (প্রয়োগ)
● আখিরাতে বিশ্বাস
খ দুনিয়ার প্রতি বিশ্বাস
গ কবরের প্রতি বিশ্বাস
ঘ সম্পদের প্রতি অনীহা
৪৩. নজরুলের এরূপ বিশ্বাসের ফলে সে আখিরাতে লাভ করবে (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর অনুগ্রহ
রর. ফেরেশতাদের সন্তুষ্টি
ররর. জান্নাত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
পাঠ-২ : নিফাক
৪৪. কাফিরদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? (জ্ঞান)
● জাহান্নাম
খ জান্নাত
গ ইল্লিয়্যিন
ঘ সিজ্জিন
৪৫. নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্ব নিম্ন স্তরে- এটি কোন সূরার আয়াত?
ক আল-মুনাফিকুন
● আন নিসা
গ আল-বাকারা
ঘ আর রহমান
৪৬. নিফাক শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক ক্ষমা
● কপটতা
গ মমতা
ঘ সত্যবাদিতা
৪৭. মুনাফিকের চিহ্ন কয়টি? (জ্ঞান)
● তিন
খ পাঁচ
গ সাত
ঘ নয়
৪৮. মুনাফিকদের বর্ণনায় কুরআনের কোন সূরাটি নাজিল হয়েছে? (জ্ঞান)
ক সূরা মুজ্জাম্মিল
খ সূরা মুতাফফিফীন
● সূরা মুনাফিকুন
ঘ সূরা মাউন
৪৯. মুনাফিকরা মুসলমানের ক্ষতি করে কীভাবে? (অনুধাবন)
● বিশ্বাসঘাতকতা করে
খ যুদ্ধ করে
গ কাফিরদের সঙ্গে নিয়ে
ঘ সার্বিক প্রচারণা করে
৫০. মুনাফিকদের মর্যাদা নেই কেন? (অনুধাবন)
ক অংশীবাদের কারণে
● দ্বিমুখী নীতির কারণে
গ নাস্তিকতার কারণে
ঘ অন্তর খারাপের কারণে
৫১. মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নস্তরে কেন? (অনুধাবন)
ক অর্থের অভাবে
খ জুলুমের কারণে
● মুনাফিকির কারণে
ঘ জাহান্নামের কারণে
৫২. মুনাফিকরা কাদের চেয়েও বেশি ক্ষতিকর? (উচ্চতর দক্ষতা)
● কাফিরদের
খ ফাসিকদের
গ মিথ্যাবাদীদের
ঘ গীবতকারীদের
৫৩. তমা তার বান্ধবীকে কথা দিল সে আজ তাকে নিয়ে চিড়িয়াখানায় যাবে; কিন্তু কোনো কারণ না থাকাসত্ত্বেও সে গেল না। এটি ইসলামের দৃষ্টিতে কীসের আলামত? (প্রয়োগ)
ক কুফরির
● নিফাকের
গ ফিসকের
ঘ শিরকের
৫৪. নাসির প্রায়ই মিথ্যা কথা বলে। তার কাছে কোনো জিনিস রাখলে ফেরত দিতে চায় না। নাসিরের আচরণে কোন দিকটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
● মুনাফিকি
খ ফাসেকি
গ কুফরি
ঘ শিরকি
৫৫. “নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে”- অনূদিত আয়াতটিতে কী ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
● শাস্তি
খ তাওবা
গ শান্তি
ঘ ভয়
৫৬. “আর আল্লাহ সাক্ষ্য দেন যে, মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী” আয়াতটিতে মুনাফিকদের কী ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক নিদর্শন
● চরিত্র
গ আকৃতি
ঘ বর্ণনা
৫৭. মুনাফিকরা সবসময় মুসলমানদের ক্ষতি করার চিন্তায় থাকত। তারা কাদের চেয়েও বেশি ক্ষতিকর? (উচ্চতর দক্ষতা)
● কাফিরদের
খ মিথ্যাবাদীদের
গ গীবতকারীদের
ঘ ফাসিকদের
৫৮. মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে কেন? (অনুধাবন)
● মুনাফিক কাফির অপেক্ষা মারাত্মক বলে
খ মুনাফিক মিথ্যাবাদী বলে
গ মুনাফিক ওয়াদা ভঙ্গকারী বলে
ঘ মুনাফিক খিয়ানতকারী বলে
৫৯. মুনাফিকরা কাফির কেন? (অনুধাবন)
ক কাফিরদের সহযোগিতা করে বলে
খ কাফিরদের সাথে বন্ধুত্ব করে বলে
● অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে রাখে বলে
ঘ তাদের অন্তর খারাপ বলে
৬০. আল্লাহ তায়ালা কাদেরকে মিথ্যাবাদী বলেছেন? (জ্ঞান)
ক কাফির
খ মুশরিক
● মুনাফিক
ঘ ফাসিক
0 মন্তব্যসমূহ