১০০+ মজার ধাঁধা উত্তর সহ পোস্টে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ধাঁধা পছন্দ করেন। আপনি যদি ধাঁধা প্রশ্ন ও উত্তর জানতে এখানে এসে থাকেন তাহলে এই Bangla dhadha পোস্টটি আপনার জন্য।
ধাঁধা হল মস্তিষ্কের ব্যায়ামের সেরা মাধ্যম। ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা এবং বুদ্ধি প্রকাশ পায়। অভিভাবক এবং শিক্ষকরা শিশুদের সবচেয়ে কঠিন সমস্যা এবং বিষয়গুলিকে সহজ উপায়ে খেলার মাধ্যমে শেখানোর জন্যও ধাঁধার সাহায্য নিয়ে থাকেন। বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও বাংলা ধাঁধা সমাধান করতে উপভোগ করে। এই বিষয়টি মাথায় রেখে আমরা এই পোস্টে ১০০ টি মজার ধাঁধা উত্তর সহ দিয়েছি।
বাংলা ধাঁধা একেবারে নতুন এবং আকর্ষণীয় যা আপনার মস্তিষ্কের শক্তিকে একটি মজার উপায়ে পরীক্ষা করবে। আমরা এই তালিকায় সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত, যুক্তির মতো বিষয়গুলির পাশাপাশি বুদ্ধির ধাঁধা যুক্ত করেছি।
ধাঁধা মানেই বুদ্ধির খেলা। অনেকেই বাংলা ধাঁধা অনেক পছন্দ করে। তাই আজকের পোস্টে ১০০ টি ধাঁধা উত্তর সহ শেয়ার করা হবে।
বাংলা মজার ধাঁধা
প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা। শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা?
উত্তরঃ বিছানা।
প্রশ্নঃ কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়?
উত্তরঃ ডুমুর।
প্রশ্নঃ কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর।
প্রশ্নঃ এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?
উত্তরঃ লজ্জা।
প্রশ্নঃ দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ?
উত্তরঃ সময়।
প্রশ্নঃ বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি।
প্রশ্নঃ পাকা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক ছিড়ে আলো ছুটে চিন কি তারে?
উত্তরঃ উড়োজাহাজ।
প্রশ্নঃ এমন কোন স্থান আছে, দেখতে যেথা পাই, মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে?
উত্তরঃ অভিনয় মঞ্চ।
প্রশ্নঃ হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।
প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
উত্তরঃ বাতাস।
প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তরঃ কাজল।
প্রশ্নঃ ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?
উত্তরঃ দেশলাই।
প্রশ্নঃ দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।
উত্তরঃ ছাতা।
প্রশ্নঃ মাথা ৩ মুখ ১ ক্ষুধা মোটে পায়না,... খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না।
উত্তরঃ মাটির চুলা।
প্রশ্নঃ চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।
উত্তরঃ পালকি।
প্রশ্নঃ ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
উত্তরঃ ডিম।
প্রশ্নঃ কোন মূলের লাল ফুল?
উত্তরঃ শিমূল।
প্রশ্নঃ এতো বড় আঙিনা,,,,, ঝাড় দিয়েও কুলায় না। কতো ফুল ফুটে আছে,,,,, নাই তার তুলনা!
উত্তরঃ আকাশ ও তারা।
প্রশ্নঃ কোন জামা গাঁয়ে দেয় না?
উত্তরঃ পায়জামা।
প্রশ্নঃ হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।
উত্তরঃ মুড়ি।
প্রশ্নঃ আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।
উত্তরঃ জিহ্বা।
প্রশ্নঃ আমি কাদাঁই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার বানী।
উত্তরঃ সিনেমা বা নাটক।
প্রশ্নঃ কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।
উত্তরঃ বালিশ।
প্রশ্নঃ এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার গড়া।
উত্তরঃ ঝিনুক।
প্রশ্নঃ চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব।
উত্তরঃ আনারস।
বুদ্ধির ধাঁধা উত্তর সহ
প্রশ্নঃ আমার মা যখন যায় তোমার মার পাশে ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।
প্রশ্নঃ তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তরঃ কমলা।
প্রশ্নঃ ৩ অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ।
উত্তরঃ আসাম।
প্রশ্নঃ জলে থাকে তবু মাছ নয় মাছ বলে বাজারে বিক্রি হয়।
উত্তরঃ চিংড়িমাছ।
প্রশ্নঃ গাছ নেই, শুধু পাতা মুখ নেই, কত কথা জীবন সঙ্গী করো যদিও পাও তার দেখা।
উত্তরঃ বই।
প্রশ্নঃ শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তরঃ পাখা।
প্রশ্নঃ হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।
উত্তরঃ টাকা।
প্রশ্নঃ কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?
উত্তরঃ জবা। (উল্টালে বাজপাখি হয়)
প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।
উত্তরঃ আলতা।
প্রশ্নঃ দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
উত্তরঃ মাটি।
প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।
উত্তরঃ বাসন।
প্রশ্নঃ প্রাণ নাই বন্ধু নয়,,, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
উত্তরঃ ছায়া।
প্রশ্নঃ কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিল।
প্রশ্নঃ এ হে হে হে হে তোমার গা ছুঁয়ে গেল কে? বুজতে পারলে বলুন কে সে?
উত্তরঃ বাতাস।
প্রশ্নঃ কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।
উত্তরঃ নারিকেল।
প্রশ্নঃ চার রূপসী চার রং মিলন হলে এক রং।
উত্তরঃ পান-চুন-খয়ের-সুপারী।
হাসির ধাঁধা । ফানি ধাঁধা । গুগলি ধাঁধা । IQ টেস্ট বাংলা ধাঁধা
গুগলি ধাঁধা প্রশ্নঃ কোন মাসে শনিবার নেই?
গুগলি ধাধার উত্তরঃ সমাস।
প্রশ্নঃ কোন তরকারীতে লবন লাগে না?
উত্তরঃ নোনা ইলিশ।
প্রশ্নঃ কোন গাছে মাত্র দুই পাতা থাকে?
উত্তরঃ চারাগাছ।
প্রশ্নঃ কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙ্গে যায়?
উত্তরঃ নীরবতা।
প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?
উত্তরঃ হরতাল।
প্রশ্নঃ কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।
উত্তরঃ ধোকা।
প্রশ্নঃ কোন জিনিস অবিবাহিতদের ৫ টি এবং বিবাহিতদের ৪ টি?
উত্তরঃ অক্ষার (অবিবাতিদের ৫ টি এবং বিবাহিতদের ৪টি আক্ষার আছে)
হাসির ধাঁধা প্রশ্নঃ কোন গ্রামে মানুষ নেই?
হাসির ধাঁধার উত্তরঃ টেলিগ্রাম।
প্রশ্নঃ কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?
উত্তরঃ ছাতা।
প্রশ্নঃ কী শুধু ওপরে যায় কিন্তু নিচে নামে না?
উত্তরঃ তোমার বয়স।
প্রশ্নঃ কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়?
উত্তরঃ নয়-ছয়।
প্রশ্নঃ কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?
উত্তরঃ বৃষ্টি।
প্রশ্নঃ কোন উল গান জানে?
উত্তরঃ বাউল।
প্রশ্নঃ কোন টিয়া ডকে না?
উত্তরঃ খাটিয়া।
প্রশ্নঃ কী সেটা, যা পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না।
উত্তরঃ নিঃশ্বাস।
প্রশ্নঃ দশ দিন না ঘুমিয়ে থাকবেন কীকরে?
উত্তরঃ রাতে ঘুমিয়ে নেবেন।
প্রশ্নঃ রোজ সকালে কার তেকে মাথা উঠে যায়, কিন্তু রাতে আবার ফিরে আসে?
উত্তরঃ বালিশ।
প্রশ্নঃ সে দেয় সে জানে! সে নেয় সে জানে না!! যে জানে সে নেয় না।
উত্তরঃ জ্ঞান।
প্রশ্নঃ একজন সাঁতারু ডুব সাঁতার কাটলো, টিৎ সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না, কীকরে?উত্তরঃ তার মাথায় চুল ছিল না।
IQ প্রশ্নঃ ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?
IQ ধাঁধা উত্তরঃ দুটোই সমান, করণ দুটোই ১ কেজি।
প্রশ্নঃ কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না।
উত্তরঃ ঘড়ি।
প্রশ্নঃ কোন চিল উড়ে না?
উত্তরঃ পাঁচিল।
প্রশ্নঃ আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগি।
উত্তরঃ মাথার চুল।
প্রশ্নঃ সমুদ্রে জন্ম আমার থাকি লোকের ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাউ আমি মরে।
উত্তরঃ লবন।
প্রশ্নঃ আমরা ২জন একই মায়ের সন্তান। তবে যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না।
উত্তরঃ দিদি বলে।
প্রশ্নঃ বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন/
উত্তরঃ জল।
ফানি ধাঁধাঃ ৭- এর আগে ৬ কে কেন থাকতেই হয়?
উত্তরঃ নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে।
প্রশ্নঃ কোন মাসে আঠাশ দিন আছে?
উত্তরঃ সব মাসে।
প্রশ্নঃ কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে?
উত্তরঃ সাত-সতেরো।
প্রশ্নঃ কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না।
উত্তরঃ আগামীকাল।
প্রশ্নঃ কোন ডিম একেবারেই পুষ্টিকর নয়?
উত্তরঃ ঘোড়ার ডিম।
প্রশ্নঃ কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে, মানুষ নেই?
উত্তরঃ মানচিত্রে।
প্রশ্নঃ কত’র মধ্যে কত বাদ দিলে কী থাকবে?
উত্তরঃ র।
প্রশ্নঃ কোন টেবিলে পা নেই।
উত্তরঃ টাইম টেবিল।
এন্ড্রয়েড ফোন দিয়ে অনেক শিশুরাই গুগল অ্যাসিস্ট্যান্ট এ ভয়েস কমেন্ট দিয়ে মজার মজার ধাঁধা শুনতে পারে। তাছাড়াও গুগল অ্যসিস্ট্যান্ট এ ভয়েস কমেন্ট দিয়ে গান শোনা, ছড়া, কবিতা, জোকস শোনা যায়। আপনি যদি না জনেন তবে
গুগল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে পড়ুন।
জটিল ও কঠিন ধাঁধা প্রশ্ন উত্তর:
প্রশ্নঃ কার দুটো হাত আছে, একটা গোল্লা মুখ আছে, সব সময় ছুটে চলে, তাও এক পা নড়ে না?
উত্তরঃ ঘড়ি।
প্রশ্নঃ কোন হাস ডিম পারে না?
উত্তরঃ ইতিহাস।
প্রশ্নঃ কোন চুড়ি খাওয়া যায়?
উত্তরঃ খিচুড়ি।
প্রশ্নঃ কার নাম বললেই তা ভেঙে যায়?
উত্তরঃ নিস্তব্ধতা।
প্রশ্নঃ লম্বা ১টা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি।
উত্তরঃ মোমবাতি।
প্রশ্নঃ কোন চা রান্না করে খেতে হয়?
উত্তরঃ মোচা।
প্রশ্নঃ কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি ব্যবহার করে?
উত্তরঃ আপনার নাম।
প্রশ্নঃ কোন দেশে মাটি নেই?
উত্তরঃ স্বন্দেশ।
প্রশ্নঃ রাজুর বাবার চার ছেলে - রাম, শ্যাম, যদু, আর চতুর্থজন কে?
উত্তরঃ রাজু।
প্রশ্নঃ নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই করবেন?
উত্তরঃ বাঁ পাশে বসিয়ে।
প্রশ্নঃ কোন গান গাওয়া যায় না।
উত্তরঃ বাগান।
প্রশ্নঃ কী যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়েও যায়, কিন্তু নড়তে পারে না?
উত্তরঃ রাস্তা।
আশা করি, আপনি 100 টি মজার ধাঁধা আনন্দের সাথে উপভোগ করতে পেরেছেন। সহজ ধাঁধা। দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ এই পোস্ট সাজানো হয়েছিল। আরও এরকম মজার মজার লেখা পড়তে আমার অন্যান্য পোস্ট গুলো দেখুন
0 মন্তব্যসমূহ