Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

SSC ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা (MCQ) ৪র্থ অধ্যায়

 

বিষয়: ssc ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর 

 বিশেষ দ্রষ্টব্য: “শ” লেখা অপশনগুলো সঠিক উত্তর

৭৬৬. ‘আখলাক’ কোনটির বহুবচন?
ক. ইয়াকলুকুন
খ. ইখ্লাকুন
শ. খুলুকুন
ঘ. খুল্লাকুন

৭৬৭. আখলাক শব্দের অর্থ কী?
ক. মিথ্যা
খ. সৃষ্টিকর্তা
শ. চরিত্র
ঘ. সুন্দর ব্যবহার

৭৬৮. আখলাক শব্দের অর্থ কোনটি?
ক. সুন্দর ব্যবহার
শ. স্বভাবসমষ্টি
গ. স্বভাব
ঘ. আচরণ


৭৬৯. আখলাক বলতে কী বোঝায়?
ক. সচ্চরিত্র
খ. দুশ্চরিত্র
গ. আখলাকে হামীদাহ
শ. সচ্চরিত্র ও দুশ্চরিত্র দুটোই

৭৭০. মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কী?
শ. আখলাক
খ. আখলাকে হামিদাহ
গ. আখলাকে যামিমা
ঘ. সুন্নাত

৭৭১. আখলাক কয় প্রকার?
শ. দু প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার

৭৭২. ‘আখলাকে হামীদাহ্’ অর্থ কী?
ক. খারাপ চরিত্র
খ. অধিক সওয়াব
শ. প্রশংসনীয় চরিত্র
ঘ. পরিষ্কার পরিচ্ছন্নতা


৭৭৩. সমাজে প্রশংসনীয় ও সমাদৃত এবং আল্লাহ তায়ালাও তাঁর রাসুলের (স.) নিকট প্রিয় চরিত্রকে কী বলে?
ক. আখলাকে যামীমা
খ. নিন্দনীয় চরিত্র
শ. আখলাকে হামিদা
ঘ. আখলাক

৭৭৪. মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদা?
শ. সুন্দর, নির্মল ও মার্জিত
খ. অমার্জিত, অসুন্দর
গ. আল্লাহর অপছন্দনীয়
ঘ. ফেরেস্তাদের পছন্দনীয়

৭৭৫. সত্যবাদিতা কিসের অন্তর্ভুক্ত?
ক. আখলাকে যামিমার
শ. আখলাকে হামিদার
গ. সামাজিক চরিত্রের
ঘ. ব্যক্তি চরিত্রের

৭৭৬. আখলাকে যামীমাহ অর্থ কোনটি?
ক. সচ্চরিত্র
শ. দুশ্চরিত্র
গ. প্রশংসনীয় চরিত্র
ঘ. ভালো চরিত্র


৭৭৭. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে?
ক. আখলাকে যামীমাহ
খ. নিন্দনীয় চরিত্র
শ. আখলাকে হামীদাহ
ঘ. আখলাক

৭৭৮. আখলাকে হামীদাহ কী?
শ. মৌলিক মানবীয় গুণ
খ. মৌলিক গুণ
গ. প্রকৃত গুণ
ঘ. ইসলামি গুণ

৭৭৯. কোনটি মৌলিক মানবীয় গুণ?
ক. আখলাকে যামীমা
শ. আখলাকে হামীদাহ
গ. উত্তম স্বভাব
ঘ. সৎ স্বভাব

৭৮০. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি?
ক. অর্থসম্পদ
শ. আখলাকে হাসানাহ
গ. সময়
ঘ. বিদ্যা


৭৮১. মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?
ক. বিদ্যাবুদ্ধি
খ. ধনসম্পদ
শ. আখলাক বা সচ্চরিত্র
ঘ. সুনাম-সুখ্যাতি

৭৮২. দুনিয়ার জীবনের যাবতীয় সুখ-শান্তি ও নিরাপত্তা কিসের ওপর নির্ভর করে?
ক. অর্থসম্পদের
খ. সুস্বাস্থ্যের
গ. গাড়ি-বাড়ির
শ. উত্তম আখলাকের

৭৮৩. মানুষের পরকালীন সুখ-শান্তি ও মুক্তি কিসের ওপর নির্ভরশীল?
ক. নেক আমলের ওপর
খ. মানবসেবার ওপর
শ. উত্তম আখলাকের ওপর
ঘ. পিতামাতার সেবার ওপর

৭৮৪. সমাজের চোখে ও আল্লাহর নিকট কে প্রিয়?
ক. ধনি ব্যক্তি
খ. রাজনীতিবিদ
শ. সচ্চরিত্রবান ব্যক্তি
ঘ. সমাজসেবী

৭৮৫. “আল্লাহ তায়ালার নিকট সেই লোকসকলই অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান।” – উক্তিটি কার?
ক. আল্লাহর
খ. জনৈক সাহাবির
শ. রাসুল (স.)-এর
ঘ. ইমাম আবু হানিফার (র.)

৭৮৬. “আল্লাহ তায়ালার নিকট সেই লোকসকলই অধিক প্রিয় যারা সচ্চরিত্রবান।” কোন গ্রন্থ হতে চয়ন করা হয়েছে?
ক. বুখারি
খ. মুসলিম
শ. ইবনে হিব্বান
ঘ. ইবনে মাজাহ্

৭৮৭. নবি-রাসুলগণের অন্যতম দায়িত্ব কী?
ক. বিচার করা
খ. নামায আদায় করা
শ. আখলাক শিক্ষা দেওয়া
ঘ. নেতৃত্ব দেওয়া

৭৮৮. সর্বোত্তম চরিত্রের অধিকারী কে?
ক. হযরত আদম (আ.)
শ. হযরত মুহাম্মদ (স.)
গ. আলী (রা.)
ঘ. হযরত জিব্রাইল (আ.)


৭৮৯. “আমি উত্তম চারিত্রিক গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” কোন গ্রন্থ থেকে উদ্ধৃত?
ক. বুখারি
খ. মুসলিম
গ. ইবনে মাজা
শ. বায়হাকি

৭৯০. মুমিনগণের মধ্যে পূর্ণ ইমানের অধিকারী কে?
ক. সত্যবাদী
খ. দানশীল
শ. উত্তম চরিত্রবান
ঘ. পরোপকারী

৭৯১. “মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী, যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম।” – কার বাণী?
ক. আল্লাহর
শ. হযরত মুহাম্মদ (স.)-এর
গ. আলী (রা.) এর
ঘ. হাসান বসরি (রা.)-এর

৭৯২. “মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী, যে তাদের মধ্যে চরিত্রের বিচারে সবচেয়ে উত্তম।” কোন গ্রন্থে রয়েছে?
ক. বায়হাকি
শ. তিরমিযি
গ. ইবনে মাজাহ্
ঘ. মুসলিম

৭৯৫. “সুন্দর চরিত্রই পুণ্য” – কার বাণী?
শ. হযরত মুহাম্মদ (স.)
খ. আল্লাহর তায়ালার
গ. শাফী (র.) এর
ঘ. আলী (রা.) এর

৭৯৬. কিয়ামতের দিন কোন জিনিস মুমিনের পাল্লা বেশি ভারি করবে?
ক. সালাত
খ. সাওম
শ. উত্তম-চরিত্র
ঘ. যাকাত

৭৯৭. “নিশ্চয়ই মিযানের পাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।” কথাটি কার?
ক. আল্লাহর
শ. মহানবি (স.)-এর
গ. মনীষীদের
ঘ. ইমাম গাজালী (রা.)-এর

৭৯৮. কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
ক. সালাত
খ. সাওম
শ. উত্তম চরিত্র
ঘ. যাকাত

৭৯৯. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
শ. আল্লাহভীতি
খ. মৃত্যুভীতি
গ. পরকালভীতি
ঘ. পিতামাতাকে ভয় করা

৮০০. ‘তাকওয়া’ শব্দের অর্থ কী?
ক. সচ্চরিত্র
শ. আত্মশুদ্ধি
গ. নিরাপদ রাখা
ঘ. ভারসাম্য রক্ষা করা


৮০১. তাকওয়ার অর্থ কোনটি?
ক. আল্লাহভীতি
খ. আত্মশুদ্ধি
গ. পরহেজগারি
শ. উপরের সবকটি

৮০২. ‘তাকওয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?
ক. আমানতদারি
খ. সততা
গ. সহনশীলতা
শ. পরহেজগারি

৮০৩. আল্লাহর ভয়ে সবরকম অন্যায়-অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো জীবনযাপন করাকে কী বলা হয়?
ক. ইমান
শ. তাকওয়া
গ. সততা
ঘ. ইসলাম

৮০৪. আল্লাহর নিকট বেশি সম্মানিত কে?
শ. বেশি তাকওয়াবান
খ. বেশি দানশীল
গ. বেশি নামাযি
ঘ. বেশি রোযা পালনকারী

৮০৫. মানুষের চরিত্র গঠনে তাকওয়ার গুরুত-
ক. অসীম
খ. সামান্য
শ. অপরিসীম
ঘ. অত্যধিক

৮০৬. কে সর্বদা আল্লাহর উপস্থিতি অনুভব করে?
শ. যার অন্তরে তাকওয়া আছে
খ. বিপদগ্রস্ত ব্যক্তি
গ. যিনি সর্বদা নামায পড়েন
ঘ. যিনি নিয়মিত রোযা রাখেন

৮০৭. সৎকর্মশীল জীবনযাপনের মূলকথা কী?
শ. তাকওয়া
খ. আদল
গ. সত্যবাদিতা
ঘ. সবর

৮০৮. কোন ব্যক্তি নিষ্ঠাবান সৎকর্মশীল হতে পারে না?
ক. যে ব্যক্তি নির্বোধ
খ. যে ব্যক্তি ভীরু
শ. যার মধ্যে তাকওয়া নেই
ঘ. যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে

৮০৯. আল্লাহর কাছে কিসের মূল্য সর্বাধিক?
শ. তাকওয়ার
খ. আখলাকের
গ. আদলের
ঘ .আমানতের

৮১০. “নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন।” কোন সূরার আয়াত?
ক. আল বাকারা
খ. আল-মায়িদা
শ. আত্-তাওবা
ঘ. আল-ইমরান

৮১১. সফলতা কাদের-
ক. সম্পদশালীদের
খ. ক্ষমতাশালীদের
শ. মুত্তাকিদের
ঘ. রাজনীতিবীদদের

৮১২. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” উক্তিটি কার?
ক. ইমাম গাজ্জালী (রা.)
খ. আলী (রা.)-এর
শ. আল্লাহর
ঘ. হযরত মুহাম্মদ (স.)-এর

৮১৩. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।” আয়াতটি কোন সূরার?
ক. সূরা নুর
খ. সূরা ইউসুফ
গ. সূরা মায়িদা
শ. সূরা না’বা

৮১৪. ইসলামি নৈতিকতার মূলভিত্তি কী?
ক. ইমান
শ. তাকওয়া
গ. আকিদা
ঘ. সত্যবাদিতা

৮১৫. তাকওয়া শূন্য সমাজের বৈশিষ্ট্য কী?
ক. পরিশীলিত
শ. অনৈতিকতাপূর্ণ
গ. সত্যনিষ্ঠ
ঘ. আদর্শবাদী

৮১৬. ‘আহদ’ শব্দের অর্থ কী?
ক. বেড়াতে যাওয়া
শ. চুক্তি
গ. সংরক্ষণ
ঘ. সামাজিকতা

৮১৭. আহদ শব্দের অর্থ কোনটি?
ক. ওয়াদা
খ. প্রতিশ্রুতি
গ. কাউকে কোনো কথা দেওয়া
শ. সবগুলো

৮১৮. ইসলামি পরিভাষায় কারো সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোন কথা দিতে তা যথাযথভাবে রক্ষা করাকে কী বলে?
শ. ওয়াদা পালন
খ. তাকওয়া
গ. নিফাকি
ঘ. আদালত

৮১৯. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কার বাণী?
শ. আল্লাহর
খ. ইসা (আ.) এর
গ. হযরত মুহাম্মদ (স.) এর
ঘ. আবু বকর (রা.) এর

৮২০. “হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” কোন সূরার আয়াত?
ক. আল-ইমরান
শ. সূরা মায়িদা
গ. সূরা হাশর
ঘ. সূরা মূলক

৮২১. প্রতিশ্রুতি সম্পর্কে কোন দিন জিজ্ঞাসা করা হবে?
ক. কিয়ামতের দিন
শ. হাশরের দিন
গ. আখিরাতের দিন
ঘ. সমাবেশের দিন

৮২২. প্রতিশ্রুতি সম্পর্কে কে জিজ্ঞাসা করবেন?
শ. আল্লাহর তায়ালা
খ. মহানবি (স.)
গ. ইমাম সাহেব
ঘ. বিচারপতি

৮২৩. ওয়াদা পালন করলে কে খুশি হন?
ক. মহানবি (স.)
শ. আল্লাহপাক
গ. যার সাথে ওয়াদা করা হয়েছে
ঘ. মাতা-পিতা

৮২৪. “যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই” – একথা কোথায় বলা হয়েছে?
শ. হাদিসে
খ. তাফসীর ইবনে মাযাহ-এ
গ. ফিক্হুল ইসলামিতে
ঘ. কুরআনে

৮২৫. যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার কী নেই?
ক. সমাজ নেই
শ. দীন নেই
গ. নামায নেই
ঘ. রোযা নেই

৮২৬. “হে মুমিনগণ তোমরা যা পালন কর না এমন কথা বল কেন?” – এটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা বাকারাহ
খ. সূরা মায়িদাহ
গ. সূরা বনী ইসরাইল
শ. সূরা সাফ

৮২৭. ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ?
শ. জঘন্যতম অপরাধ
খ. মারাত্মক অপরাধ
গ. অমার্জনীয় অপরাধ
ঘ. ভয়ানক অপরাধ

৮২৮. মুমিনদের জন্য জঘন্যতম অপরাধ কোনটি?
ক. মিথ্যা কথা বলা
শ. ওয়াদা ভঙ্গ করা
গ. কপটতা করা
ঘ. আমানতের খিয়ানত করা

৮২৯. ‘সিদক’ শব্দের অর্থ কী?
শ. সত্যবাদিতা
খ. দাসত্ব
গ. ন্যায়পরায়ণতা
ঘ. বিশ্বাস

৮৩০. সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কোনটি?
ক. সিদ্দিকীন
খ. সালেহীন
শ. সিদক
ঘ. সাদিক

৮৩১. বাস্তব ও প্রকৃত ঘটনা প্রকাশ করাকে কী বলে?
ক. আমানতদারিতা
শ. সত্যবাদিতা
গ. শঠতা
ঘ. বাস্তবতা

৮৩২. যে ব্যক্তি সত্য বলে তাকে কী বলে?
শ. সাদিক
খ. আমীন
গ. শহিদ
ঘ. আদিল

৮৩৩. প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ বা প্রমাণ করাকে কী বলে?
ক. সততা
খ. শঠতা
গ. অবাস্তব
শ. মিথ্যা

৮৩৪. মিথ্যার আরবি প্রতিশব্দ কী?
ক. সিদক
শ. কিযব
গ. আহদ
ঘ. ইহসান

৮৩৫. ‘কিযব’ অর্থ কী?
ক. সত্য
শ. মিথ্যা
গ. চোগলখোরী
ঘ. পরনিন্দা

৮৩৬. মিথ্যাবাদীকে আরবিতে কী বলে?
ক. সিদক
খ. কিযব
শ. কাযিব
ঘ. সাদিক

৮৩৭. সত্য কথা বলা একটি-
ক. সাধারণ গুণ
শ. মহৎ গুণ
গ. অভ্যাস
ঘ. গুণ

৮৩৮. দুনিয়া আখিরাতে সফলতা কার জন্য?
ক. কাফিরের
খ. মুশরিকের
শ. সত্যবাদীর
ঘ. মুনাফিকের

৮৩৯. “সত্যবাদীদের সাথী হও।” কে বলেছেন?
শ. আল্লাহ তায়ালা
খ. হযরত আলী (রা.)
গ. ইবনে খালদুন
ঘ. আল-ফারাবি

৮৪০. “সত্যবাদীদের সাথি হও।” কোন সূরার অংশ?
ক. মায়িদা
শ. আত তাওবা
গ. মুমিনুন
ঘ. না’বা

৮৪১. আবু বকর (রা.)-এর উপাধি কী ছিল?
শ. সিদ্দিক
খ. জুননুরাইল
গ. ফারুক
ঘ. আল-আমিন

৮৪২. কোনটি সকল পাপের জননী?
ক. নামায ত্যাগ করা
শ. মিথ্যা বলা
গ. খুন করা
ঘ. মাপে কম দেওয়া

৮৪৩. মিথ্যাবাদীর ওপর আল্লাহপাক-
ক. সন্তুষ্ট
খ. রাজি
শ. অসন্তুষ্ট
ঘ. রহমত নাযিল করেন না

৮৪৪. “সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে” – এটা কার বাণী?
ক. আল্লাহর
খ. দাউদ (আ.)-এর
শ. মহানবি (স.)-এর
ঘ. হযরত উমর (রা.)-এর

৮৪৫. শালীনতা মানে কী?
ক. ক্রুদ্ধ হওয়া
খ. জাগ্রত হওয়া
গ. দয়াপরবশ হওয়া
শ. মার্জিত হওয়া

৮৪৬. শালীনতা অর্জন করা যায় কীভাবে?
ক. সংস্কৃতি চর্চার মাধ্যমে
খ. জ্ঞানার্জনের মাধ্যমে
শ. ইসলামি আদর্শ অনুসরণ করে
ঘ. উগ্রতা পরিহার করে

৮৪৭. শালীনতা মূলত বহু-
ক. আদর্শের সমষ্টি
শ. নৈতিক গুণের সমষ্টি
গ. অভ্যাসের সমষ্টি
ঘ. সংস্কৃতির সমষ্টি

৮৪৮. শালীনতা কিসের বিপরীত?
ক. শ্লীলতা
খ. মাধুর্যতা
শ. অশ্লীলতা
ঘ. পরিশীলত

৮৪৯. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কী?
ক. দানশীলতা
শ. শালীনতা
গ. সত্যবাদিতা
ঘ. সংযম

৮৫০. অশালীন বেশভূষা ও আচার-আচরণ মানুষের কোন বৃত্তিকে জাগিয়ে তোলে?
ক. সুকুমার বৃত্তি
খ. নেক আমলের প্রবণতা
শ. পশুবৃত্তি
ঘ. কোনোটিই নয়

৮৫১. কুৎসিত কামনাকে উত্তেজিত করে-
ক. মার্জিত বেশভূষা
খ. ইসলামি পোশাক
শ. অশালীন বেশভূষা
ঘ. মার্জিত আচার-আচরণ

৮৫২. অশালীন বেশভূষা ও আচার-আচরণ দ্বারা কী সংঘটিত হয়?
ক. অসৎ কাজ
শ. বিভিন্ন ধরনের পাপ কাজ
গ. অবাঞ্ছিত ঘটনা
ঘ. পারিবারিক কলহ

৮৫৩. শালীনতা অন্যতম বিষয় কী?
ক. পর্দা
খ. হিজাব
শ. লজ্জাশীলতা
ঘ. কপটতা

৮৫৪. লজ্জাশীলতা কিসের অঙ্গ?
ক. ইসলামের
শ. ইমানের
গ. আকিদার
ঘ. ধর্মের

৮৫৫. “অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে।” কার বাণী?
ক. আল্লাহর
শ. হযরত মুহাম্মদ (স.) এর
গ. আলী (রা.) এর
ঘ. বুখারি (র.) এর

৮৫৬. আমাদের নারী সমাজ কিসের নির্দেশ মেনে চললে তাদের মান ইজ্জতের হিফাজত হবে?
ক. কুরআনের
খ. হাদিসের
শ. কুরআন ও হাদিসের
ঘ. পিতামাতা ও শিক্ষকের

৮৫৭. বিনা প্রয়োজনে বাইরে ঘুরে বেড়ান উচিত নয় কাদের?
শ. মেয়েদের
খ. শিশুদের
গ. ছাত্রছাত্রীদের
ঘ. পুরুষদের

৮৫৮. জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য কী প্রয়োজন?
ক. সালাত কায়েম
শ. শালীনতা বজায় রাখা
গ. জ্ঞানচর্চা
ঘ. ইবাদতে আত্মনিয়োগ

৮৫৯. আমানত অর্থ কী?
ক. ঋণ দেওয়া
শ. নিরাপদ রাখা
গ. উপহার দেওয়া
ঘ. দান করা

৮৬০. সাধারণত কারো নিকট কোন অর্থসম্পদ গচ্ছিত রাখাকে কী বলে?
শ. আমানত
খ. খিয়ানত
গ. আদালত
ঘ. আহদ

৮৬১. গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করার পর তা প্রকৃত মালিকের নিকট যিনি ফিরিয়ে দেন তাকে কী বলা হয়?
ক. সাদিক
খ. আদিল
শ. আমিন
ঘ. কাযিব

৮৬২. আমানতের বিপরীত কী?
ক. নিফাক
খ. হাসাদ
গ. গিবত
শ. খিয়ানত

৮৬৩. খিয়ানত শব্দের অর্থ কী?
শ. ক্ষতি সাধন করা
খ. ভেঙে ফেলা
গ. বিশ্বাস ভঙ্গ করা
ঘ. গচ্ছিত রাখা

৮৬৪. আমানতের খিয়ানত করা কার চিহ্ন – (অনু-১)
ক. ফাসিকের
খ. কাফিরের
শ. মুনাফিকের
ঘ. মিথ্যাবাদীর

৮৬৫. গচ্ছিত সম্পদ আত্মসাৎ করাকে কী বলে?
ক. গিবত
শ. খিয়ানত
গ. নিফাক
ঘ. রিবা

৮৬৬. গচ্ছিত মাল ফেরত দেওয়ার নির্দেশ কার?
শ. আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. ফিকহ্বিদের
ঘ. আদালতের

৮৬৭. যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই। – কোন গ্রন্থ থেকে সংকলিত?
ক. বুখারি
খ. মুসলিম
শ. সুনানে আহমদ
ঘ. সুনানে ইবনে মাযা

৮৬৮. আমাদের প্রিয়নবিকে কাফিররা কী নামে ডাকত?
শ. আল-আমিন
খ. আল-হামিদ
গ. আল-মানড়বান
ঘ. আল-হাদি

৮৬৯. আমানতের খিয়ানতের ইসলামি বিধান কী?
ক. হালাল
শ. হারাম
গ. সুবাহ
ঘ. মাক্রুহ

৮৭০. মুনাফিকের নিদর্শন কী?
ক. সতবাদিতা
শ. খিয়ানত
গ. আদালত
ঘ. আমানত

৮৭১. আল্লাহ খিয়ানতকারীর প্রতি-
ক. খুশি
খ. সন্তুষ্ট
শ. অসন্তুষ্ট
ঘ. দয়ালু

৮৭২. “নিশ্চয়ই আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না।” – কে বলেছেন?
শ. আল্লাহ
খ. মুহাম্মদ (স.)
গ. আবু হানিফা (রা.)
ঘ. আবু হুরায়রা

৮৭৩. “আমানতদারি সচ্ছলতা ও খিয়ানত দরিদ্রতা ডেকে আনে।” কার বাণী?
ক. এরিস্টটল
শ. মুহাম্মদ (স.)
গ. আল-ফারাবি
ঘ. ইবনে খালদুন

৮৭৪. “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানতস্বরূপ।”- কোন গ্রন্থ রয়েছে?
ক. রিপাবলিক
খ. বাইবেল
শ. আবু দাউদ
ঘ. নাসাই

৮৭৫. ‘আশরাফুল মাখলুকাত কারা?
শ. মানুষ
খ. ফেরেস্তা
গ. জিন
ঘ. বানর

৮৭৬. ইসলামে অধিকার কত প্রকার?
শ. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার

৮৭৭. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা কিসের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক দায়িত্বের
খ. রাজনৈতিক দায়িত্বের
শ. হাক্কুল ইবাদের
ঘ. ব্যক্তিগত দায়িত্বের

৮৭৮. মানবসেবা কিসের অন্যতম বিষয়?
ক. মানবাধিকারের
খ. সমাজতন্ত্রের
গ. হাক্কুল্লাহর
শ. আখলাকে হামিদার

৮৭৯. “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে তিনি তোমাদের প্রতি দয়া করবেন।”- কার বাণী?
ক. আল্লাহর
শ. হযরত মুহাম্মদ (স.)-এর
গ. আবু হুরায়রা (রা.)-এর
ঘ. আবুজর গিফারি (রা.)-এর

৮৮০. কেউ তার ভাইয়ের সাহায্যে রত থাকা অবস্থায় আল্লাহ কী করেন?
শ. তাকে সাহায্য করেন
খ. তাকে অভিশাপ দেন
গ. তার প্রতি খুশি থাকেন
ঘ. তাকে ভালোবাসেন

৮৮১. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ জান্নাতে তাকে কী দান করবেন?
শ. সুস্বাদু ফল
খ. সিলমোহরকৃত পানীয়
গ. পোশাক
ঘ. সুস্বাদু খাবার

৮৮২. দুনিয়ার সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণের বহিঃপ্রকাশ করাকে কী বলে?
ক. সহমর্মিতা
খ. জাতীয়তাবোধ
শ. ভ্রাতৃত্ববোধ
ঘ. জীবনবোধ

৮৮৩. ‘ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তার ঊর্ধ্বে সকলের সাথে ঐক্য, সংহতি, সহযোগিতার মনোভাবকে কী বলে?
ক. মানবপ্রীতি
খ. ধর্মনিরপেক্ষতা
শ. সাম্প্রদায়িক সম্প্রীতি
ঘ. জাতীয় ঐক্য

৮৮৪. মুমিনের সাথে মুমিনের কিসের সম্পর্ক?
ক. পিতা-পুত্রের
খ. আত্মীয়তার
শ. ভ্রাতৃত্বের
ঘ. বন্ধুত্বের

৮৮৫. ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই।’Ñ কে বলেছেন?
শ. আল্লাহ
খ. মহানবি (স.)
গ. শাফী (র.)
ঘ. আবু হুরায়রা (রা.)

৮৮৬. “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” কার বাণী?
ক. ইসলামি চিন্তাবিদের
শ. মহানবি (স.)-এর
গ. আবু বকর (রা.)-এর
ঘ. ইমাম হোসাইন (রা.)-এর

৮৮৭. সকল মুমিন কিসের সদৃশ?
ক. একটি বৃক্ষের
শ. একটি দেহের
গ. একটি যন্ত্রের
ঘ. একটি আত্মার

৮৮৮. ইসলামের বন্ধন কেমন?
ক. জাতীয়
খ. গোত্রীয়
শ. আন্তর্জাতিক
ঘ. সাম্প্রদায়িক

৮৮৯. সকল সৃষ্টি আল্লাহর কী?
ক. বন্ধু
খ. আত্মীয়
গ. প্রতিবেশী
শ. পরিজন

৮৯০. কে প্রথম নারীর মর্যাদা প্রদান করেছে?
ক. গণতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. রাষ্ট্র
শ. ইসলাম

৮৯১. ধর্মীয় কর্তব্য পালনে নারী-পুরুষ-
ক. দু রকম
শ. সমান
গ. বিভিন্ন রকম
ঘ. কোনোটিই নয়

৮৯২. সন্তানের বেহেশত কোথায়?
ক. পিতার পায়ে নিচে
শ. মায়ের পায়ের নিচে
গ. পিতার গৃহে
ঘ. মায়ের হাতের মুঠোয়

৮৯৩. “মায়ের পদতলে সন্তানের বেহেস্ত।” কার উক্তি?
শ. হযরত মুহাম্মদ (স.)-এর
খ. আলী (রা.)-এর
গ. হাসান বসরি (র.)-এর
ঘ. শাফী (র.)-এর

৮৯৪. ইসলামে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার বিধান কী?
শ. হারাম
খ. মাকরূহ
গ. মুবাহ
ঘ. ওয়াজিব

৮৯৫. স্বামীর কাছে স্ত্রীর অধিকার কীরূপ?
ক. স্বামীর বেশি
শ. স্ত্রীর কাছে স্বামীর যেমন
গ. স্ত্রীর কোনো অধিকার নেই
ঘ. কোনো অধিকার নেই

৮৯৬. “তাদেরও তেমনি অধিকার রয়েছে, যেমন তোমাদের রয়েছে তাদের উপর।” কোন সূরার আয়াত?
শ. আল-বাকারা
খ. আলে-ইমরান
গ. মূলক
ঘ. আর-রাহমান

৮৯৭. পবিত্র কুরআনে নারীকে পুরুষের কী হিসেবে উল্লেখ করা হয়েছে?
শ. পোশাক
খ. সৌন্দর্য
গ. ভূষণ
ঘ. বন্ধু

৮৯৮. মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা কোন প্রকৃতির?
ক. আইনানুগ
খ. বাধ্যতামূলক
শ. সহজাত ও স্বভাবজাত
ঘ. কোনোটিই নয়

৮৯৯. মহানবি (স.) জন্মভূমি মক্কা ত্যাগের সময় বার বার ফিরে তাকাচ্ছিলেন কিসের দিকে?
ক. স্ত্রীগণের দিকে
খ. সন্তানের দিকে
শ. মক্কার দিকে
ঘ. তায়েফের দিকে

৯০০. “স্বদেশপ্রেম ইমানের অঙ্গ”এটি কার বাণী?
ক. আল্লাহর
খ. হযরত মুহাম্মদ (স.)-এর
গ. হযরত উমর (রা.) -এর
শ. জ্ঞানী লোকদের

৯০১. “হুব্বুল ওয়াতান” মানে কী?
ক. প্রকৃতিপ্রেম
শ. স্বদেশপ্রেম
গ. পরিচ্ছন্নতা
ঘ. সরলতা

৯০২. নিচের কোনটি ইমানের অঙ্গ?
শ. স্বদেশপ্রেম
খ. রক্তদান
গ. রাত জাগা
ঘ. চাষাবাদ করা

৯০৩. স্বদেশপ্রেম কিসের অঙ্গ?
ক. ইসলামের
শ. ইমানের
গ. আকিদার
ঘ. তাকওয়ার

৯০৪. চরম অকৃতজ্ঞ কারা?
ক. যারা অপরের হক আদায় করে না
শ. যারা দেশকে ভালোবাসে না
গ. যারা নামায পড়ে না
ঘ. যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে

....................................................................................................................................................


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ