বিষয়: SSC ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
বিশেষ দ্রষ্টব্য: “শ” লেখা অপশনগুলো সঠিক উত্তর
১০২১. মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষের আচরণ কেমন ছিল?
ক. বর্বর
খ. মানবতাবিহীন
শ. বর্বর ও মানবতাবিরোধী
ঘ. খুব ভালো
১০২২. মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে দুনিয়ার মানুষ আল্লাহর বিধান ও নবি-রাসুলগণের আদর্শ ভুলে সর্বপ্রকার জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়েছিল বলে এ যুগকে বলা হতো−
ক. বর্বরতার যুগ
খ. অন্ধকারাচ্ছন্ন যুগ
গ. আইয়্যামে জাহেলিয়া
শ. উপরের সবগুলো
১০২৩. আইয়্যামে জাহেলিয়া অর্থ কী?
শ. অন্ধকারাচ্ছন্ন যুগ
খ. পাথরের যুগ
গ. লৌহ যুগ
ঘ. প্রাচীন যুগ
১০২৪. মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বের যুগ কী হিসেবে পরিচিত?
ক. পাপাচারের যুগ
খ. লৌহ যুগ
গ. পাথর যুগ
শ. আইয়্যামে জাহেলিয়া
১০২৫. কাবাঘরে কয়টি মূর্তি স্থাপন করেছিল?
ক. ৩৩০টি
খ. ৩৪০টি
গ. ৩৫০টি
শ. ৩৬০টি
১০২৬. বিশ্বমানবতার শান্তির দূত কে?
ক. হযরত আদম (আ.)
খ. হযরত দাউদ (আ.)
গ. হযরত মুসা (আ.)
শ. হযরত মুহাম্মদ (স.)
১০২৭. বিশ্বমানবতায় শান্তির দূত হিসেবে আল্লাহ তায়ালা কাকে প্রেরণ করেন?
ক. হযরত ঈসা (আ.)-কে
খ. হযরত দাউদ (আ.)-কে
গ. হযরত নূহ (আ.)-কে
শ. হযরত মুহাম্মদ (স.)-কে
১০২৮. মহানবি (স.)-এর আবির্ভাব হয়েছিল কেন?
ক. দাসপ্রথা বন্ধ করার জন্য
শ. ন্যায়ের পথ নির্দেশ করার জন্য
গ. নরহত্যা বন্ধ করার জন্য
ঘ. প্রার্থনা করার জন্য
১০২৯. হযরত মুহাম্মদ (স.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫৬৯
শ. ৫৭০
গ. ৫৭৩
ঘ. ৫৭৫
১০৩০. হযরত মুহাম্মদ (স.)-এর পিতার নাম কী?
শ. আব্দুল্লাহ
খ. আব্দু মুত্তালিব
গ. আবু তালিব
ঘ. আবু বকর
১০৩১. হযরত মুহাম্মদ (স.)-এর মাতার নাম কী?
ক. সাবিহা
খ. সাহিদা
শ. আমিনা
ঘ. আছিয়া
১০৩২. শিশু মুহাম্মদ (স.)-এর চরিত্রে কিসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
ক. ভালোবাসার
খ. দরদের
শ. ইনসাফের
ঘ. পবিত্রতার
১০৩৩. হযরত মুহাম্মদ (স.)-এর দুধ মাতার নাম কী? অথবা, মহানবি (স.)-এর ধাত্রী মাতার নাম কী?
ক. আমিনা
শ. হালিমা
গ. ফাতিমা
ঘ. আছিয়া
১০৩৪. মহানবি (স.)-এর দুধভাই কে ছিলেন?
ক. সাইফুল্লাহ
খ. খালিদ বিন ওয়ালিদ (রা.)
গ. যায়িদ বিন সাবিত (রা.)
শ. আবদুল্লাহ বিন মাসউদ (রা.)
১০৩৫. ধাত্রীমাতা হালিমা মহানবি (স.)-কে কত বছর মাতৃস্নেহে লালন-পালন করেন?
ক. চার বছর
শ. পাঁচ বছর
গ. ছয় বছর
ঘ. সাত বছর
১০৩৬. কত বছর বয়সে হযরত মুহাম্মদ (স.)-এর মাতা ইন্তিকাল করেন?
শ. ছয় বছর বয়সে
খ. আট বছর বয়সে
গ. দশ বছর বয়সে
ঘ. পঁচিশ বছর বয়সে
১০৩৭. ছয় বছর বয়সে মুহাম্মদ (স.) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
ক. আব্বাস (রা.)
খ. আবু তালিব
শ. আব্দুল মুত্তালিব
ঘ. আমীর হামযা
১০৩৮. মহানবি (স.)-এর দাদার নাম কী ছিল?
ক. আবু তালিব
খ. আবদুল্লাহ
গ. আবদুল হাসিম
শ. আব্দুল মুত্তালিব
১০৩৯. কত বছর বয়সে মহানবি (স.) তাঁর দাদাকে হারান?
শ. ৮ বছর
খ. ৬ বছর
গ. ৫ বছর
ঘ. ৯ বছর
১০৪০. দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ (স.) কার আশ্রয়ে লালিত-পালিত হন?
শ. চাচা আবু তালিব
খ. চাচা আবু জেহেল
গ. আবু বকর (রা.)
ঘ. বিবি খাদিজা
১০৪১. হযরত মুহাম্মদ (স.) মেষ চরাতেন কেন?
ক. অভাব-অনটনের জন্য
শ. বাড়তি আয়ের জন্য
গ. শখের বশে
ঘ. কোনো কাজ না থাকায়
১০৪২. কী উদ্দেশ্যে মহানবি (স.) চাচার সাথে সিরিয়ায় যান?
ক. চাকরির
শ. ব্যবসায়ের
গ. ভ্রমণের
ঘ. শিক্ষার
১০৪৩. মহানবি (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন?
ক. মিসর
খ. ইরাক
গ. আবিসিনিয়া
শ. সিরিয়া
১০৪৪. সিরিয়া যাত্রাপথে মহানবি (স.)-এর সাথে যে পাদ্রীর সাক্ষাৎ হয় তার নাম কী?
ক. ওয়ারাকা
খ. আকরামা
শ. বহীরা
ঘ. ফুহাইর
১০৪৫. হযরত মুহাম্মদ (স.) যে শেষ যামানার নবি হবেন কোন লোকটি বলেছিল?
ক. ওরাকা
খ. আবুল হাকম
শ. বহীরা
ঘ. নওফেল
১০৪৬. কোন পাদ্রী মুহাম্মদ (স.) সম্পর্কে ভবিষ্যদ্ববাণী করেছিলেন?
শ. বহীরা নামক এক খ্রিষ্টান পাদ্রী
খ. বাহারা নামক এক খ্রিষ্টান পাদ্রী
গ. বারাকা নামক এক পাদ্রী
ঘ. নমিরা নামক এক মনীষী
১০৪৭. পাদ্রী বহীরা মহানবি (স.) সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেন?
ক. তিনি নেতা হবেন
শ. তিনি নবি হবেন
গ. তিনি রাজা হবেন
ঘ. তিনি সৈনিক হবেন
১০৪৮. ফিজার যুদ্ধ কখন হয়েছিল?
ক. রমযান মাসে
খ. শাওয়াল মাসে
শ. নিষিদ্ধ মাসে
ঘ. মহররম মাসে
১০৪৯. কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
ক. কুরাইশ ও বনু বকর
শ. কুরাইশ ও কাইস
গ. বনু বকর ও বনু নযীর
ঘ. জুরহাম ও বনু নযীর
১০৭৮. মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?
শ হযরত আবু বকর (রা.)
খ হযরত উমর (রা.)
গ হযরত আলি (রা.)
ঘ হযরত উসমান (রা.)
১০৭৯. হযরত আবু বকর (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
শ. ৫৭৩ খ্রিষ্টাব্দে
খ. ৫৭০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৭০ খ্রিষ্টাব্দে
১০৮০. হযরত আবু বকর (রা.) মক্কার কোন বংশে কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
শ. কুরাইশ বংশের তাইম গোত্রে
খ. কুরাইশ বংশে
গ. খাযরাজ বংশে
ঘ. বনু তামিম গোত্রে
১০৮১. হযরত আবু বকর (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
ক. খাযরাজ
খ. বানু নযীর
শ. তাইম
ঘ. কুরাইশ
১০৮২. বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্র ম ইসলাম গ্রহণ করেন কে?
ক. আলি (রা.)
শ. আবু বকর (রা.)
গ. আবুযর গিফারী (রা.)
ঘ. সালমান ফারসি (রা.)
১০৮৩. কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রা.) তাঁর সকল সম্পদ নবি (স.)-এর দরবারে হাজির করেন।
শ. তাবুক
খ. খন্দক
গ. বদর
ঘ. ওহুদ
১০৮৪. ‘সিদ্দীক’ অর্থ কী?
ক. ইমানদার
খ. আমানতদার
গ. বিশ্বাসী
শ. সত্যবাদী
১০৮৫. কোন যুদ্ধে অনেক হাফেয সাহাবি শাহাদাত বরণ করেন?
ক. বদরের যুদ্ধে
শ. ইয়ামামার যুদ্ধে
গ. উহুদের যুদ্ধে
ঘ. তাবুকের যুদ্ধে
১০৮৬. কোন খলিফার আমলে সমগ্র কুরআন মজিদকে গ্রন্থাকারে একত্রিত করা হয়?
ক. হযরত উসমান (রা.)-এর
শ. হযরত আবু বকর (রা.)-এর
গ. হযরত উমর (রা.)-এর
ঘ. হযরত আলি (রা.)-এর
১০৮৭. হযরত আবু বকর (রা.) সমগ্র কুরআন গ্রন্থাকারে একত্র করলেন। এ মহৎ কাজের জন্য তাঁকে বলা হয়-
ক. কুরআন সংকলনকারী
শ. ইসলামের ত্রাণকর্তা
গ. কুরআন সংরক্ষণকারী
ঘ. জামিউল কুরআন
১০৮৮. হযরত আবু বকর (রা.) কিসের ব্যবসায় করতেন?
ক. স্বর্ণের
খ. খেজুরের
গ. কাগজের
শ. কাপড়ের
১০৮৯. হযরত আবু বকর (রা.)-এর জীবনাদর্শ থেকে তুমি যা শিক্ষালাভ করেছ তার আলোকে নিচের কোনটি তোমার ব্যবহারিক জীবনে বর্জনীয়?
ক. সত্য ও ন্যায়ের পূজারি হওয়া
খ. আল্লাহ ও রাসুল (স.)-এ বিশ্বাস রাখা
শ. যাকাত দিতে অস্বীকৃতি জানানো
ঘ. দরিদ্রকে দান-খয়রাত করা
১০৯০. হযরত উমর (রা.) ছিলেন-
ক. কুস্তিগীর
খ. সাহসী যোদ্ধা
গ. কবি ও সুবক্তা
শ. উপরের সবকটি
১০৯১. নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত আলি (রা.)
শ. হযরত উমর ফারুক (রা.)
ঘ. হযরত উসমান (রা.)
১০৯২. হযরত আলি (র.) কেমন যোদ্ধা ছিলেন?
ক. সাহসী
শ. শক্তিশালী
গ. সাধারণ
ঘ. সেনাপতি
১০৯৩. হযরত উমর (রা.)-এর বোনের নাম কী ছিল?
ক. কুলসুম
খ. হাফসা
গ. আসমা
শ. ফাতিমা
১০৯৪. হযরত উমর ফারুক (রা.)-এর ভগ্নীপতির নাম কী ছিল?
ক. আমীর
শ. সাঈদ
গ. আবুল আস্
ঘ. খাত্তাব
১০৯৫. “আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কা’বাঘরের সামনে সালাত আদায় করব।” – এ উক্তিটি কার?
ক. আবুযর গিফারী (রা.)
খ. আবু বকর (রা.)
শ. উমর (রা.)
ঘ. খালিদ বিন ওয়ালিদ (রা.)
১০৯৬. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. সত্যবাদী
খ. সত্যমিথ্যার সমন্বয়কারী
গ. সত্যের অনুসারী
শ. সত্যমিথ্যার প্রভেদকারী
১০৯৭. ইসলাম প্রচার ও প্রসারের জন্য উমর (রা.) কী উৎসর্গ করেছিলেন?
ক. জীবন
খ. পিতামাতা
গ. নেতৃত
শ. ধনসম্পদ
১০৯৮. কোন খলিফা মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে কঠোর শাস্তি দিয়েছিলেন?
ক. হযরত আবু বকর (রা.)
শ. হযরত উমর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত আলি (রা.)
১০৯৯. মদ্যপানের অপরাধে উমর (রা.) যে পুত্রকে শাস্তি দেন তার নাম কী?
ক. আবু হেনা
খ. আব্দুল্লাহ
গ. তাহের
শ. আবু শাহ্মা
১১০০. কোন খলিফা গণতন্ত্রমনা ছিলেন?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত আলি (রা.)
শ. হযরত উমর (রা.)
ঘ. হযরত উসমান (রা.)
১১০১. হযরত উমর (রা.) ছিলেন-
ক. স্বৈরতন্ত্রমনা
শ. গণতন্ত্রমনা
গ. রাজতন্ত্রমনা
ঘ. একনায়কতন্ত্রমনা
১১০২. কোন খলিফা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন?
ক. হযরত আবু বকর (রা.)
শ. হযরত উমর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত আলি (রা.)
১১০৩. হযরত উমর (রা.)-এর স্ত্রীর নাম কী?
শ. উম্মে জয়নব
খ. উম্মে কুলসুম
গ. উম্মে আছিয়া
ঘ. উম্মে মরিয়ম
১১০৪. হযরত উমর (রা.)-এর শাসনের সাথে তুলনা করে বর্তমান সময়ের শাসনব্যবস্থা কেমন হওয়া উচিত?
ক. সমাজতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
শ. জবাবদিহিমূলক
ঘ. স্বেচ্ছাচারী
১১০৫. হযরত উমর (রা.) জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে তাঁর শাসনব্যবস্থা পরিচালনা করতেন। তিনি শাসনকার্যে জনমতকে প্রাধান্য দিতেন। তাঁর শাসনব্যবস্থার স্বরূপ কী ছিল?
শ. গণতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. একনায়কতান্ত্রিক
১১০৬. হযরত উসমান (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
শ. ৫৭৬ খ্রিষ্টাব্দে
খ. ৫৭৩ খ্রিষ্টাব্দে
গ. ৫৮৩ খ্রিষ্টাব্দে
ঘ. ৫৯৩ খ্রিষ্টাব্দে
১১০৭. হযরত উসমান (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
ক. তাইম
শ. উমাইয়া
গ. আব্বাসীয়
ঘ. বনু কুরাইয়া
১১০৮. ইসলাম গ্রহণের অপরাধে কে হযরত উসমান (রা.)-এর ওপর নানারকম নির্যাতন করে?
শ. হাকাম
খ. হাকিম
গ. বিলাল
ঘ. যায়িদ
১১০৯. হযরত উসমান (রা.) স্বীয় সহধর্মিণী রুকাইয়াকে নিয়ে কোথায় হিজরত করেন? অথবা, হযরত উসমান (রা.) কোথায় হিজরত করেন?
ক. মদিনায়
খ. ইয়ামনে
ঘ. তায়িফে
শ. আবিসিনিয়ায়
১১১০. তাবুক যুদ্ধে কত জন সৈন্যের ব্যয়ভার হযরত উসমান (রা.) একাই বহন করেন?
শ. ১০,০০০ সৈন্যের
খ. ১২,০০০ সৈন্যের
গ. ১৫,০০০ সৈন্যের
ঘ. ৩০,০০০ সৈন্যের
১১১১. কোন যুদ্ধে হযরত উসমান (রা.) এক-তৃতীয়াংশ সৈন্যের ব্যয়ভার একাই বহন করেছিলেন?
শ তাবুক
খ বদর
গ খন্দক
ঘ মুতা
১১১২. রোমীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হযরত উসমান (রা.) কী দান করেছিল?
ক. ১০০০ দিরহাম
খ. ৫০০০ দিরহাম
শ. ১০০০ উট
ঘ. ১০০ উট
১১১৩. দানের ক্ষেত্রে সর্বকালের বিত্তশালী লোকের জন্য আদর্শ কে?
ক. হযরত উমর (রা.)
খ. হযরত আলি (রা.)
শ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত বিল্লাল (রা.)
১১১৪. ‘জামিউল কুরআন’ কাকে বলা হয়?
ক. হাজ্জাজ বিন ইউসুফকে
খ. যায়িদ বিন সাবিত (রা.)-কে
গ. হযরত আলি (রা.)-কে
শ. হযরত উসমান (রা.)-কে
১১১৫. হযরত আলি (রা.)-এর পিতার নাম কী?
শ. আবু তালিব
খ. আবু জেহেল
গ. আবু বকর
ঘ. আনসারী
১১১৬. শিশু বয়স থেকে হযরত আলি (রা.) কার সঙ্গে লালিত-পালিত হন?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত যায়িদ বিন সাবিত (রা.)
শ. হযরত মুহাম্মদ (স.)
ঘ. হযরত আনাস (রা.)
১১১৭. হযরত আলি (রা.) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
শ. ১০ বছর
খ. ১৫ বছর
গ. ২৫ বছর
ঘ. ২০ বছর
১১১৮. ‘যুলফিকার’ কিসের নাম?
ক. গ্রন্থের নাম
শ. তলোয়ারের নাম
গ. স্থানের নাম
ঘ. যুদ্ধের নাম
১১১৯. খায়বারের সুরক্ষিত কামুস দুর্গ কে জয় করেন?
ক. হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)
খ. হযরত হামজা (রা.)
শ. হযরত আলি (রা.)
ঘ. হযরত উমর (রা.)
১১২০. ‘আসাদুল্লাহ’ শব্দের অর্থ কী?
ক. সত্য-মিথ্যার প্রভেদকারী
খ. সত্যবাদী
গ. স্ন্দুর সিংহাসন
শ. আল্লাহর সিংহ
১১২১. হযরত আলি (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি?
শ. জ্ঞানের সাধক
খ. জাঁকজমক জীবনের অধিকারী
গ. সংসার অনুরাগী
ঘ. গণতন্ত্রের প্রবর্তক
১১২২. মহানবি (স.)-এর কোন কন্যাকে হযরত আলি (রা.) বিবাহ করেছিলেন?
ক. কুলসুম (রা.)
খ. জয়নব (রা.)
গ. রুকাইয়া (রা.)
শ. ফাতিমা (রা.)
১১২৩. হযরত আলি (রা.)-এর জীবনযাপন পদ্ধতি থেকে তুমি কী গ্রহণ করবে?
ক. আড়ম্বরপূর্ণ জীবনযাপন
শ. অনাড়ম্বর জীবনযাপন
গ. অল্প পরিশ্রম
ঘ. গাম্ভীর্যপূর্ণ জীবনযাপন
১১২৪. সাম্প্রতিক সময়ে মুসলিম জাতির উন্নতি চরম শিখরে পৌঁছার জন্য করণীয় কী?
ক. গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে ধরে রাখা
শ. জ্ঞান-বিজ্ঞানের চর্চায় আরও বেশি সচেতন হওয়া
গ. শিক্ষাব্যবস্থাকে কেবল ধর্মীয় শিক্ষার মাঝে সীমাবদ্ধ রাখা
ঘ. সবগুলোই সঠিক
১১২৫. শিক্ষাব্যবস্থার বিস্তারে আমাদের করণীয় নয় কোনটি?
ক. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
খ. শিক্ষা গ্রহণে জনগণকে সচেতন করে তোলা
শ. শিক্ষা গ্রহণ পদ্ধতি জটিল করে তোলা
ঘ. শিক্ষাব্যবস্থা সহজতর করা
১১২৬. শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান-
ক নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা
খ লেখনিতে দক্ষতা বৃদ্ধি
শ জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার বিকাশ
ঘ কুরআন ও হাদিস শিক্ষা বিস্তার
১১২৭. ইমাম বুখারির নাম কী?
ক. নোমান
খ. ইসমাইল
শ. মুহাম্মদ
ঘ. আবু আব্দুল্লাহ
১১২৮. কুরআন মজিদের প্রথম বাণী কোনটি?
ক. দেখ
খ. বল
শ. পড়
ঘ. চিন্তা কর
১১২৯. কোন বিষয়ে মুসলমানদের জ্ঞানার্জন জরুরি?
ক. ফিকহশাস্ত্রে
খ. ইসলামের ইতিহাসে
শ. ইসলাম শিক্ষায়
ঘ. বিজ্ঞান শিক্ষায়
১১৩০. “যাকে হিকমত দান করা হয়েছে; তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।” – এটি কার বাণী?
শ. আল্লাহ তায়ালার
খ. মহানবি (স.)-এর
গ. হযরত আলি (রা.)-এর
ঘ. হযরত উমর (রা.)-এর
১১৩১. “প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অন্বেষণ করা ফরয।” – কার বাণী?
ক. আল্লাহর
শ. মহানবি (স.)
গ. হযরত আলি (রা.)
ঘ. হযরত উমর (রা.)
১১৩২. “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর।” – কে বলেছেন?
ক. আল্লাহ
শ. মহানবি (রা.)
গ. মুসলিম মনীষী
ঘ. চীনা পর্যটক
১১৩৩. ‘দারুল আরকাম’ কোথায় অবস্থিত ছিল?
শ. মক্কায়
খ. মদিনায়
গ. ইরাকে
ঘ. বসরায়
১১৩৪. মসজিদে নববী কখন জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়?
ক. হিজরতের পর
শ. মক্কা বিজয়ের পর
গ. মহানবি (স.)-এর ইন্তিকালের পর
ঘ. আব্বাসীয় খিলাফতকালে
১১৩৫. বাগদাদ নগরীতে ‘বায়তুল হিকমাহ’ কে প্রতিষ্ঠা করেন?
শ. খলিফা মামুন
খ. খলিফা হারুন অর রশীদ
গ. খলিফা মনসুর
ঘ. খলিফা আবুল আব্বাস
১১৩৬. ‘বায়তুল হিকমাহ’ কোথায় অবস্থিত?
ক. রোমে
খ. পারস্যে
শ. বাগদাদে
ঘ. মদিনায়
১১৩৭. বায়তুল হিকমা অর্থ কী? অথবা, বায়তুল হিকমা কিসের নাম?
শ. বিজ্ঞানাগার
খ. গবেষণাগার
গ. ইবাদত খানা
ঘ. পরামর্শসভা
১১৩৮. ইমাম বুখারি (র.)-এর উপাধি কী?
শ. আমিরুল মুমিনিন ফিল হাদিস
খ. আমিরুশ শুহাদা
গ. সাইয়্যেদুল শুহাদা
ঘ. সাইয়্যেদুল হাদিস
১১৩৯. ইমাম বুখারি (র.) কতগুলো হাদিস সনদসহ মুখস্থ করেন?
শ. লক্ষাধিক হাদিস
খ. দুই লক্ষ
গ. তিন লক্ষ
ঘ. চার লক্ষ
১১৪০. আল কুরআনের পর বিশুদ্ধ মনে করা হয় কোন গ্রন্থকে?
শ. সহিহুল বুখারি (র.)
খ. সহিহুল মুসলিম
গ. জামে তিরমিযি
ঘ. সুনানে নাসায়ি
১১৪১. ইমাম বুখারি (র.)-এর সাথে কোন বাদশাহর বিরোধ সৃষ্টি হয়?
শ. খালিদি ইবনে আহমদ
খ. খলিফা মামুন
গ. খলিফা মারওয়ান
ঘ. আমীরে মুয়াবিয়া
১১৪২. ইমাম বুখারি (র.)-এর ছাত্র সংখ্যা কত ছিল?
ক. ১০ হাজার
খ. বিশ হাজার
গ. ত্রিশ হাজার
ঘ. নব্বই হাজার
১১৪৩. বুখারি শরীফের হাদিস সংখ্যা কত?
শ. ৭২৭৫
খ. ৭৩৭৬
গ. ৭৩৭৫
ঘ. ৭২৬৫
১১৪৪. ফিকহশাস্ত্রে কার অবদান সর্বাধিক?
ক. ইমাম বুখারি (র.)
শ. ইমাম আবু হানিফা (র.)
গ. ইবন জারির তাবারি (র.)
ঘ. ইমাম গাযালি (র.)
১১৪৫. ইমাম আবু হানিফা (র.) কোন শাস্ত্রে সর্বাধিক অবদান রেখেছেন?
ক. হাদিস শাস্ত্রে
শ. ফিকাহশাস্ত্রে
গ. তাফসীর শাস্ত্রে
ঘ. ইতিহাস শাস্ত্রে
১১৪৬. ইমাম আবু হানিফা (র.) কোথায় জš§গ্রহণ করেন?
শ. কুফায়
খ. বসরায়
গ. মদিনায়
ঘ. সমরফন্দে
১১৪৭. আবু হানিফার উপাধি কী?
ক. ফারুক
শ. ইমাম আযম
গ. মুমিনুল ফিল ফিক্হ
ঘ. নুমান
১১৪৮. আবু হানিফা কত বছর বয়সে পড়াশুনা শুরু করেন?
ক. ১২
খ. ১৪
গ. ১৬
শ. ১৭
১১৪৯. ফিকাহশাস্ত্রের উদ্ভাবক কে?
শ. আবু হানিফা (র.)
খ. শাফি (র.)
গ. মালিক (র.)
ঘ. হাম্বল (র.)
১১৫০. আবু হানিফার ফিকাহ বোর্ডের সদস্য সংখ্যা কত ছিল?
শ. ৪০ জন
খ. ৫০ জন
গ. ৬০ জন
ঘ. ২০ জন
১১৫১. আবু হানিফার ফিকাহ বোর্ড কত মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করে?
ক. ৮০ হাজার
খ. ৯০ হাজার
শ. ৯৩ হাজার
ঘ. ৯৪ হাজার
১১৫২. খলিফা আল-মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছিলেন? (অনু-২)
ক. ইমাম গাযালি (র.)
খ. ইমাম শাফি (র.)
গ. ইমাম বুখারি (র.)
শ. ইমাম আবু হানিফা (র.)
১১৫৩. আবু হানিফা কত সালে ইন্তিকাল করেন?
ক. ৭৬০ সালে
খ. ৭৬৫ সালে
শ. ৭৬৭ সালে
ঘ. ৭৬৯ সালে
১১৫৪. সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক কে?
ক. আবু বকর আল রাযি
খ. ইবনে সিনা
শ. ইমাম গাযালি
ঘ. ইবনে জারির তাবারি
১১৫৫. ইমাম গাযালি কে ছিলেন?
শ. সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক
খ. শ্রেষ্ঠ গবেষক
গ. বিজ্ঞানী
ঘ. তাফসিরকারক
১১৫৬. ‘ইহইয়াউ উলুম আদ-দীন’ গ্রন্থের লেখক কে?
শ. ইমাম গাযালি
খ. ইবন সিনা
গ. হাসান ইবনে হায়সাম
ঘ. আবু বকর আল-রাযি
১১৫৭. দর্শনশাস্ত্রে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি কে? অথবা, দর্শনশাস্ত্রে কার অবদান সর্বাধিক উল্লেখযোগ্য?
ক. ইবনে জারির
খ. আল-খারেযমী
শ. ইমাম গাযালি (র.)
ঘ. ইবনে আবু রুশ্দ
১১৫৮. ইমাম গাযালি (রা.)-এর জীবনাদর্শ থেকে আমাদের ব্যবহারিক জীবনে গ্রহণীয় দিক কোনটি?
ক. গাণিতিক সমাধান
খ. বৈজ্ঞানিক সূত্রাবলি
শ. সুফি দর্শন
ঘ. চিকিৎসাশাস্ত্র
১১৫৯. “জামিউল বায়ান ফী তাফসির আল-কুরআন”- এর রচয়িতা কে?
শ. ইবনে জারির তাবারি
খ. ইমাম গাযালি
গ. ইবনে তাইমিয়া
ঘ. ইবনে হায়সাম
১১৬০. সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ কে ছিলেন?
ক. ইমাম গাযালি
খ. আবুল কাসেম জাহ্রাবী
গ. ‘উমর খৈয়াম
শ. আবু বকর আল-রাযি
১১৬১. ‘আল-জুদারী ওয়াল হাসবাহ’ গ্রন্থখানি কে রচনা করেন?
ক. ইবনে সিনা
খ. উমর খৈয়াম
শ. আবু বকর আল-রাযি
ঘ. ইবন রুশদ
১১৬২. কিতাবুল মানসুরী কত খণ্ডে সমাপ্ত?
ক. ৫ খণ্ডে
খ. ৩ খণ্ডে
গ. ৪ খণ্ডে
শ. ১০ খণ্ডে
১১৬৩. কিতাবুল মানসুরী গ্রন্থের রচয়িতা কে?
শ. আবু বকর আল রাযি
খ. ইবনে সিনা
গ. হাসান ইবনে হায়সাম
ঘ. ইমাম গাযালি
১১৬৪. বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ও দার্শনিক কে ছিলেন?
ক. আলি তাবারি
শ. ইবনে সিনা
গ. উমর খৈয়াম
ঘ. আল-খারেযমী
১১৬৫. ‘কানূন ফিত্ তিব্ব’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক. রসায়ন
খ. গণিত
শ. চিকিৎসা
ঘ. পদার্থ
১১৬৬. ‘আল-কানুন ফিত-তিব্ব’ গ্রন্থটির প্রণেতা কে? (অনু-১)
ক. আল বিরুনি
শ. ইবনে সিনা
গ. আল রাযি
ঘ. ইবনে রুশদ
১১৬৭. কোন গ্রন্থটিকে ইউনানী ও জারবী চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংহতি বলা হয়?
ক. কিতাবুল মানাযির
খ. ফিরদাউস আল হিকমাহ ফিত্ তিব্ব
গ. আল-জুদারী ওয়াল হাসবাহ
শ. কানূন ফিত্ তিব্ব
১১৬৮. মুসলিম বিজ্ঞানীদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ দৃষ্টিবিজ্ঞানী ছিলেন?
ক. উমর খৈয়াম
খ. আবুল কাসেম জাহরাবি
গ. নাসিরদ্দিন তুসি
শ. ইবনে হায়সাম
১১৬৯. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
ক. রসায়ন
খ. গণিত
গ. চিকিৎসা
শ. দৃষ্টিবিজ্ঞান
১১৭০. ‘কিতাবুল মানাযির’ কে রচনা করেছিলেন?
ক. আবু বকর আল-রাযি
শ. ইবনে হায়সাম
গ. ইবনে সিনা
ঘ. জাবির ইবন হাইয়্যান
১১৭১. যে পুস্তকে চিকিৎসার ধারা ও পদ্ধতি, ওষুধ তৈরির প্রক্রিয়া, গাছগাছড়ার গুণাগুণ প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাকে বলা হয়-
ক. চিকিৎসা পদ্ধতি
শ. চিকিৎসা বিজ্ঞান
গ. ঔষধি বিজ্ঞান
ঘ. ওষুধশাস্ত্র
১১৭২. নিচের কোন ব্যক্তি গণিতশাস্ত্রবিদ নন?
ক. আল-বিরুনী
খ. নাসিরুদ্দীন তুসী
গ. উমর খৈয়াম
শ. ইবনে সিনা
.....................................................................................................................................................
0 মন্তব্যসমূহ