বিষয়: ssc ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা ২য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর
বিশেষ দ্রষ্টব্য: “শ” লেখা অপশনগুলো সঠিক উত্তর
106. ইসলাম কোন ধরনের জীবনব্যবস্থা?
ক. সংক্ষিপ্ত
খ. আংশিক
শ. পূর্ণাঙ্গ
ঘ. কঠোর
107. ইসলামের বিধিবিধান কেমন?
ক. জাতিগত
শ. সার্বজনীন ও সর্বকালীন
গ. প্রাচীন
ঘ. আধুনিক
108. শরিয়ত কোন ভাষার শব্দ?
শ. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. মান্দারিন
109. শরিয়ত অর্থ কী?
শ. পথ
খ. আদর্শ
গ. সুস্পষ্ট
ঘ. বাণী
110. শাশ্বত জীবনব্যবস্থা বলতে কী বোঝায়?
ক. কুরআন
শ. ইসলাম
গ. ইমান
ঘ. হাদিস
111. ইসলামের বিধায়ক কে?
শ. আল্লাহ
খ. রাসুল (স.)
গ. আল্লাহ ও তাঁর রাসুল (স.)
ঘ. নবি-রাসুলগণ
112. ইসলামের শেষ প্রচারক কে?
ক. হযরত আদম (আ.)
খ. হযরত ইবরাহিম (আ.)
শ. হযরত মুহাম্মদ (স.)
ঘ. হযরত ইসমাইল (আ.)
113. “আমি আপনাকে শরিয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি।” কোন সূরায় বলা হয়েছে?
ক. সূরা আল-মায়িদা
খ. সূরা মূল্ক
শ. সূরা জাসিয়া
ঘ. সূরা হাশর
114. আল্লাহ কোন সূরায় শরিয়তের পূর্ণতার ঘোষণা প্রদান করেছেন?
ক. সূরা ইব্রাহীম
খ. সূরা মূল্ক
গ. সূরা হাশর
শ. সূরা মায়িদা
115. “আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামি জীবনব্যবস্থাকে মনোনীত করলাম।” – আয়াতটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আল-বাকারা
খ. সূরা আন-নিসা
শ. সূরা মায়িদা
ঘ. সূরা আল-আনফাল
116. শরিয়তকে না মানা কাকে না মানার নামান্তর?
ক. রাসুল (স.)-কে
খ. ফেরেশতাদের
শ. আল্লাহ ও তাঁর রাসুলকে
ঘ. রাষ্ট্রীয় আইনকে
117. কিসের বিধিবিধান অবিভাজ্য?
ক. ইমানের
খ. ইসলামের
শ. শরিয়তের
ঘ. ইজমার
118. শরিয়তের প্রতিটি হুকুম সামগ্রিকভাবে পালন করা কী?
ক. ফরযে কিফায়া
খ. ওয়াজিব
শ. অবশ্য কর্তব্য
ঘ. মুস্তাহাব
119. শরিয়তের কোন বিধানের বিরোধিতা বা লঙ্ঘন করা একই সঙ্গে কয়টি মারাত্মক পরিণতির কারণ?
ক. তিনটি
খ. পাঁচটি
গ. চারটি
শ. দুটি
120. ইসলামি শরিয়তের উৎস কয়টি?
শ. চারটি
খ. পাঁচটি
গ. তিনটি
ঘ. দুটি
121. শরিয়তের প্রথম ও প্রধান উৎস কী?
ক. সুন্নাহ
খ. ইজমা
শ. কুরআন মজিদ
ঘ. কিয়াস
122. শরিয়তের মূল উৎস কোনটি?
শ. কুরআন মজিদ
খ. বুখারি শরীফ
গ. ইজতিহাদ
ঘ. কিয়াস
123. ইসলামি শরিয়তের অকাট্য দলিল কোনটি?
শ. কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ. কিয়াস
124. শরিয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের ওপর?
ক. হাদিসের ওপর
খ. ইজমা ও কিয়াসের ওপর
শ. কুরআন মজিদের ওপর
ঘ. ফিকহ্-এর ওপর
125. “আমি আপনার ওপর কিতাব নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” – এটি কোন সূরার অন্তর্গত?
শ. সূরা আন-নাহল
খ. সূরা আল-বাকারা
গ. সূরা আল-ইমরান
ঘ. সূরা আল-মায়িদা
126. মানবজাতির জীবন পরিচালনার কী রয়েছে কুরআন মজিদে?
শ. সুস্পষ্ট মূলনীতি
খ. জটিল সমাধান
গ. অস্পষ্ট নির্দেশনা
ঘ. অবৈজ্ঞানিক ব্যাখ্যা
127. কুরআন মজিদের ভাষা কেমন?
ক. জটিল
খ. অস্পষ্ট
শ. সাবলীল
ঘ. পেঁচানো
128.লাওহে মাহফুজ থেকে প্রথমে কুরআন কোথায় নাযিল করা হয়?
ক. হেরা গুহায়
খ. প্রথম আসমানে
শ. বায়তুল ইযযাহে
ঘ. সপ্তম আসমানে
129. কোন আসমানি কিতাব খণ্ডখণ্ডভাবে নাযিল হয়েছে?
ক. যাবুর
খ. তাওরাত
গ. ইঞ্জিল
শ. কুরআন
130. কোন আসমানি কিতাব নাযিল প্রক্রিয়া অন্যান্য কিতাবের চেয়ে ব্যতিক্রম?
ক. তাওরাত
খ. যাবুর
গ. ইঞ্জিল
শ. কুরআন
131. সম্পূর্ণ কুরআন নাযিল হতে কত বছর সময় লেগেছিল?
ক. ২০
খ. ২২
শ. ২৩
ঘ. ২৫
132. মহানবি (স.) কোথায় ধ্যানমগড়ব থাকাকালীন জিবরাইল (আ.) তাঁর নিকট ওহি নিয়ে আসেন?
ক. তূর পাহাড়ে
শ. হেরা গুহায়
গ. সাওর পর্বতে
ঘ. কালাপাহাড়ের গুহায়
133. কুরআন মজিদের অবতরণ সম্পন্ন হয়েছে কয় বছরে?
ক. ১৫ বছরে
খ. ২০ বছরে
শ. ২৩ বছরে
ঘ. ৩০ বছরে
134. “এ ব্যক্তির ওপর সমস্ত কুরআন একযোগে নাযিল হলো না কেন?” – এটি কাদের উক্তি?
ক. সাহাবিদের
শ. কাফিরদের
গ. মুনাফিকদের
ঘ. মিথ্যাবাদীদের
135. “আর এ কুরআনকে অল্প অল্প করে নাযিল করেছি, যেন আপনি তা ক্রমে ক্রমে লোকদের শোনান, আর তা যথাযথভাবে নাযিল করেছি।” – এটি কোন সূরার আয়াত?
শ. সূরা বনি ইসরাইল
খ. সূরা আদিয়াত
গ. সূরা মুনাফিকুন
ঘ. সূরা আত-তাওবা
136. কুরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন?
শ. আল্লাহ তায়ালা
খ. হযরত জিব্রাঈল (আ.)
গ. হযরত ওসমান (রা.)
ঘ. হযরত মুয়াবিয়া (রা.)
137. “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।” এটি কার উক্তি?
ক. হযরত মুহাম্মদ (স.)
খ. হযরত জিব্রাঈল (আ.)
গ. হযরত ঈসা (আ.)
শ. আল্লাহ তায়ালা
138. “তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না। এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।” – এ আয়াত কোন সূরার?
শ. সূরা কিয়ামাহ্
খ. সূরা কাফিরুন
গ. সূরা আল-আনফাল
ঘ. সূরা মারিয়ম
139. হিজরতের পূর্বে মহানবি (স.) মুসআব ইবন উমাইর (রা.) এবং আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা.)-কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কোথায় প্রেরণ করেছিলেন?
ক. সিরিয়া
খ. আজারবাইজান
শ. মদিনা
ঘ. তায়েফ
140. প্রধান ওহি লেখক কে?
ক. হযরত আমীরে মুয়াবিয়া (রা.)
খ. হযরত হুযাইফা (রা.)
শ. হযরত যাইদ-বিন সাবিত (রা.)
ঘ. হযরত আবু বকর সিদ্দিক (রা.)
141. নিচের কোন ব্যক্তি ওহি লেখক ছিলেন না?
ক. মুআয ইবন জাবাল (রা.)
খ. আবু বকর (রা.)
গ. উমর ফারুক (রা.)
শ. হযরত আবু হুরায়রা (রা.)
142. কার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পূর্ণ কুরআন লিপিবদ্ধ হয়?
শ. মহানবি (স.)-এর
খ. হযরত আবু বকর (রা.)-এর
গ. হযরত উমর (রা.)-এর
ঘ. হযরত উসমান (রা.)-এর
143. কোন খলিফার যুগে ইয়ামামা’র যুদ্ধ সংঘটিত হয়?
শ. আবু বকর (রা.)
খ. উসমান (রা.)
গ. উমার (রা.)
ঘ. আলী (রা.)
144. হিজরি কত সালে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়?
ক. দশম সালে
শ. দ্বাদশ সালে
গ. একাদশ সালে
ঘ. নবম সালে
145. কোন যুদ্ধে বহুসংখ্যক কুরআনের হাফিয শাহাদাত বরণ করেন?
ক. বদর
খ. উহুদ
শ. ইয়ামামা
ঘ. হুনাইন
146. ইয়ামামার যুদ্ধে কত জন হাফিযে কুরআন শহিদ হয়েছিলেন?
ক. ৫০ জন
শ. ৭০ জন
গ. ৯০ জন
ঘ. ১০০ জন
147. কোন সাহাবি কুরআন বিলুপ্তির আশঙ্কা করেন?
ক. হযরত আবু বকর (রা.)
শ. হযরত উমর (রা.)
গ. হযরত উসমান (রা.)
ঘ. হযরত যায়িদ ইব্ন সাবিত (রা.)
148. কার পরামর্শে কুরআন মজিদ একত্রে সংকলনের ব্যবস্থা করা হয়?
ক. হযরত যায়েদ ইবনে সাবিত (রা.)
খ. হযরত উবাই ইবনে কা’ব (রা.)
শ. হযরত উমর ফারুক (রা.)
ঘ. হযরত আলী (রা.)
149. কাগজের ওপর গ্রন্থাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়?
ক. হযরত উসমান (রা.)-এর
শ. হযরত আবু বকর (রা.)-এর
গ. হযরত যায়িদ ইবন সাবিত (রা.)-এর
ঘ. বিবি হাফসা (রা.)-এর
150. হযরত আবু বকর (রা.)-এর মৃত্যুর পর সংকলিত কুরআনের কপিটি কার হিফাজতে ছিল?
শ. হযরত উমর (রা.)
খ. হযরত উসমান (রা.)
গ. হযরত আলী (রা.)
ঘ. হাফসা (রা.)
151. হযরত হাফসা (রা.) কার কন্যা?
ক. হযরত আবু বকর (রা.)-এর
শ. হযরত উমর (রা.)-এর
গ. হযরত উসমান (রা.)-এর
ঘ. হযরত আলী (রা.)-এর
152. কুরআন তিলাওয়াতের পদ্ধতির বিভিন্নতা পরিলক্ষিত হলে বিষয়টি হযরত উসমান (রা.)-কে কে অবহিত করেন?
ক. সাহাবি আবু হুরায়রা (রা.)
খ. সাহাবি যায়িদ বিন সাবিত (রা.)
গ. সাহাবি খালিদ (রা.)
শ. সাহাবি হুযাইফা (রা.)
153. কোন খলিফা কুরআনের প্রামাণ্য সংস্করণ তৈরি করার জন্য একটি বোর্ড গঠন করেন?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত উমর (রা.)
শ. হযরত উসমান (রা.)
ঘ. খলিফা ওমর ইবন আবদুল আজিজ
154. হযরত উসমান (রা.) হিজরি কত সালে কুরআন সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন?
ক. হিজরি ২২ সালে
শ. হিজরি ২৪ সালে
গ. হিজরি ২৮ সালে
ঘ. হিজরি ২৫ সালে
155. কখন কুরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল?
ক. হিজরি ২৩ সালে
শ. হিজরি ২৪ সালে
গ. হিজরি ২৫ সালে
ঘ. হিজরি ২৭ সালে
156. পবিত্র কুরআনের সংস্কারক বোর্ড কয়টি প্রতিলিপি তৈরি করেন?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৪টি
শ. ৭টি
157. কুরআনের প্রতিলিপি তৈরিকারকগণ ছিলেন
ক. উচ্চ শিক্ষিত
শ. কুরআনে হাফিয
গ. উসমান (রা.)-এর পরামর্শক
ঘ. কুরআনে ক্বারী
158. কুরআন মজিদ সংকলন করেন কে?
শ. হযরত উসমান (রা.)
খ. হযরত উমর ফারুক (রা.)
গ. হযরত আলী (রা.)
ঘ. হাজ্জাজ ইব্ন ইউসুফ (রা.)
159. ‘জামিউল কুরআন’ অর্থ কী?
ক. কুরআন মুখস্থকারী
খ. কুরআন পাঠকারী
শ. কুরআন একত্রকারী
ঘ. কুরআন প্রচার সমিতি
160. কুরআনের আয়াতের ক্রমধারা রক্ষা করা কী?
ক. মুস্তাহাব
খ. সুন্নাত
গ. ফরয
শ. ওয়াজিব
161. পবিত্র কুরআনের সূরাসমূহের ক্রমধারা কার কর্তৃক নির্ধারিত?
ক. রাসুলগণের
খ. ফেরেশতাগণের
শ. আল্লাহর
ঘ. জিবরাঈল (আ.)-এর
162. কুরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত?
শ. ৩০
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪
163. কুরআনের আয়াত সংখ্যা কত?
ক. ৬৬৩২টি
খ. ৬৬২৩টি
গ. ৬৩২৬টি
শ. ৬২৩৬টি
164. অবতরণের সময়ের প্রেক্ষিতে পবিত্র কুরআনের সূরাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?
শ. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
165. হিজরতের পূর্বে যে সকল সূরা নাযিল হয়েছে সেগুলোকে কী বলে?
শ. মক্কি সূরা
খ. লাইলী সূরা
গ. মাদানি সূরা
ঘ. নাহারী সূরা
166. হিজরতের পরে যেসব সূরা নাযিল হয়েছে সেগুলোকে কী বলে?
ক. মক্কি সূরা
খ. লাইলী সূরা
শ. মাদানি সূরা
ঘ. নাহারী সূরা
167. মক্কায় অবতীর্ণ সূরার সংখ্যা কত?
ক. ৮০টি
শ. ৮৬টি
গ. ৯০টি
ঘ. ৯২টি
168. মাক্কী সূরার বৈশিষ্ট্য কয়টি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৯টি
শ. ১১টি
169. মক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?
ক. আয়াতগুলো দীর্ঘ
শ. আকারে ছোট
গ. মুনাফিকদের আলোচনা আছে
ঘ. দণ্ডবিধির উল্লেখ আছে
170. মক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?
ক. আয়াতগুলো দীর্ঘ
খ. জিহাদের ফজিলত
শ. অতীব ভাবগম্ভীর
ঘ. দণ্ডবিধির উল্লেখ
171. শরিয়তের সাধারণ নীতিমালা এবং উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে কোথায়?
শ. মক্কি সূরায়
খ. মাদানি সূরায়
গ. ইজমায়
ঘ. কিয়াসে
172. মাদানি সূরার সংখ্যা কয়টি?
শ. ২৮টি
খ. ২২টি
গ. ২৯টি
ঘ. ৩২টি
173. মাদানি সূরার বৈশিষ্ট্য কয়টি?
ক. দশটি
খ. আটটি
গ. সাতটি
শ. নয়টি
173. মক্কি ও মাদানি সূরা কয়টি?
শ. ৮৬ ও ২৮টি
খ. ২৫ ও ২৭টি
গ. ৩০ ও ৩৫টি
ঘ .১০ ও ১৫টি
174. তিলাওয়াত শব্দের অর্থ কী?
শ. আবৃত্তি করা
খ. উচ্চারণ করা
গ. শোনা
ঘ. লেখা
175. ‘তিলাওয়াত’ শব্দের অর্থ কী?
ক. সুর দেওয়া
শ. পাঠ করা
গ. মুখস্থ করা
ঘ. কথা বলা
176. তিলাওয়াত শব্দের অর্থ-
ক. মুখস্থ করা
শ. অনুসরণ করা
গ. দেখা
ঘ. দেখে দেখে পড়া
177. নাযিরা তিলাওয়াত কাকে বলে?
ক. না দেখে পড়া
শ. দেখে দেখে পড়া
গ. থেমে থেমে পড়া
ঘ. পড়তে গেলে আটকে যাওয়া
178. কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য কখন সাধিত হবে?
ক. যখন আমরা মুখস্থ করব
খ. যখন আমরা প্রচার করব
গ. যখন আমরা অন্যকে বুঝাব
শ. যখন আমরা বুঝে তিলাওয়াত করব
179. যারা কুরআনকে চিন্তা-গবেষণা করে পড়ে না তাদের অন্তর কিসের সাথে তুলনা করা হয়েছে?
শ. শূন্য ঘর
খ. তালাবদ্ধ অন্তরের সাথে
গ. বিরান বাড়ি
ঘ. পুরাতন দেয়াল
180. “এটি একটি কল্যাণময় কিতাব যা আমি আপনার নিকট অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানিগণ যেন উপদেশ গ্রহণ করে।” – আয়াত কোন সূরার?
ক. সূরা মুনাফিকুন
খ. সূরা আল-বাকারা
শ. সূরা সাদ
ঘ. সূরা আল-ইমরান
181. তাজবীদ সহকারে কুরআন তিলাওয়াত
ক. সুন্নত
খ. ওয়াজিব
শ. আবশ্যক
ঘ. মুস্তাহাব
182. সর্বোত্তম নফল ইবাদত কোনটি?
ক. সালাত
খ. সাওম
গ. হজ
শ. কুরআন তিলাওয়াত
183. “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে
কুরআন পাঠ” – এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক. বুখারি
খ. মুসলিম
গ. তিরমিযী
শ. বায়হাকী
184. “আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ।” – এটি কার বাণী?
ক. মহান আল্লাহর
শ. মহানবি (স.)-এর
গ. হযরত ইবরাহিম (আ.)-এর
ঘ. হযরত ঈসা (আ.)-এর
185. কিসের ওপর দুনিয়া ও আখিরাতের সফলতা নির্ভর করে?
ক. নফল সালাতের ওপর
খ. নফল সাওমের ওপর
শ. কুরআন তিলাওয়াতের ওপর
ঘ. স্বদেশপ্রেমের ওপর
186. কুরআন তিলাওয়াতের ওপর কী নির্ভর করে?
ক. জাতির পাপপুণ্যের পরিমাণ নির্ণয়
খ. জাতির পরিণতি
শ. দুনিয়া ও আখিরাতের সফলতা
ঘ. জাতির জান্নাত লাভ
187. শানে নুযুল জানার উপকারিতা কয়টি?
শ. দুটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
188. শানে নুযুল জানার উপকারিতা কোনটি?
শ. শরিয়তের বিধান জানা যায়
খ. পরকালের ভয়ভীতি
গ. দুনিয়ার মঙ্গল কামনা
ঘ. ইবাদতের নিয়মকানুন জানা
...............................................................................................................................................
0 মন্তব্যসমূহ