বিষয়: SSC ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা ১ম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
বিশেষ দ্রষ্টব্য:- “শ” লেখা অপশনগুলো সঠিক উত্তর
১. ইসলাম কী?
ক. একটি ধর্মমাত্র
খ. একটি পথ
গ. একটি মতবাদ
শ. একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা
২. ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে কী বলা হয়?
ক. তাওহিদ
খ. কালিমা
শ. আকাইদ
ঘ. আকিদা
৩. আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থাকে বলা হয়-
ক. শরিয়ত
শ. ইসলাম
গ. মারিফাত
ঘ. তাসাউফ
৪. ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো-
ক. কালিমা
শ. আকাইদ
গ. মুফাস্সাল
ঘ. মুজমাল
৫. ‘আকাইদ’ কোন শব্দের বহুবচন?
ক. আকদ
শ. আকিদা
গ. অকুদ
ঘ. আকুদ
৬. বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ-
শ. ইসলামে প্রবেশ করে
খ. ইসলামের শিক্ষালাভ করে
গ. দীন পূর্ণাঙ্গ করে
ঘ. ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
৭. আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের-
ক. আচরণগত দিক
খ. প্রায়োগিক দিক
শ. বিশ্বাসগত দিক
ঘ. বাস্তব দিক
৮. আকাইদের প্রায়োগিক দিক কোনটি?
ক. আসমানি কিতাব
শ. নামায
গ. পরকাল
ঘ. জান্নাত-জাহান্নাম
৯. ‘ইসলাম’ শব্দের অর্থ কী?
ক. শান্তি ও বিশ্বাস স্থাপন করা
খ. আনুগত্য ও বিশ্বাস করা
শ. আনুগত্য ও আত্মসমর্পণ করা
ঘ. আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস করা
১০. ‘শান্তির পথে চলা’ কোন শব্দটির বাংলা অর্থ?
ক. আকাইদ
শ. ইসলাম
গ. ইমান
ঘ. মুসলিম
১১. আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করেন। সুতরাং তিনি একজন-
ক. মুত্তাকি
খ. মুহাজির
শ. মুসলিম
ঘ. মুমিন
১২. বিনাদ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?
ক. ইমান
খ. ইবাদত
শ. ইসলাম
ঘ. তাসাউফ
১৩. মুসলিম কে?
ক. যিনি আল্লাহকে অন্তরে বিশ্বাস করে জীবনযাপন করেন
খ. যিনি আল্লাহকে মুখে স্বীকার করে জীবনযাপন করেন
গ. যিনি জ্ঞানার্জন করে জীবনযাপন করেন
শ. যিনি ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করেন
১৪. আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ-নিষেধ-
শ. শরিয়ত
খ. মারিফত
গ. হাকিকত
ঘ. হুকুমাত
১৫. শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
ক. তাকওয়া
শ. ইসলাম
গ. ইহসান
ঘ. ইজতিহাদ
১৬. মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান কী?
ক. শরিয়ত
খ. মারিফত
শ. ইসলাম
ঘ. আকাইদ
১৭. ইসলাম কার একমাত্র মনোনীত ধর্ম?
ক. মহানবি (স.)-এর
খ. আদম (আ.)-এর
গ. ইমাম আবু হানিফা (র.)-এর
শ. আল্লাহর
১৮. “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” – কার বাণী?
শ. আল্লাহ
খ. রাসুল (স.)
গ. হযরত লোকমান (আ.)
ঘ. হযরত আলী (রা.)
১৯. “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” – কোন সূরার আয়াত?
ক. সূরা বাকারা
খ. সূরা মায়িদা
শ. সূরা আল ইমরান
ঘ. সূরা ইয়াসিন
২০. আল্লাহর প্রবর্তিত জীবন বিধান কোনটি?
ক. ইমান
খ. শরিয়ত
শ. ইসলাম
ঘ. ইবাদত
২১. ইসলাম ধর্মের প্রবক্তা কে?
ক. হযরত আদম (আ.)
খ. ইযরত ইবরাহিম (আ.)
শ. আল্লাহ
ঘ. সকল রাসুলগণ
২৫. জীবনের কোন সময়ের দিকনির্দেশনা প্রদান করে ইসলাম?
ক. বিশেষ বিশেষ সময়ের
শ. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
গ. কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত
ঘ. যুবক বয়সের
২৬. ইহকালের পরের জীবনকে কী বলে?
ক. মিযান
খ. হাশর
গ. জান্নাত
শ. আখিরাত
২৭. সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কিসের বিকল্প নেই?
ক. গণতন্ত্রের
খ. সমাজতন্ত্রের
গ. অর্থনৈতিক স্বাধীনতার
শ. ইসলামের
৩১. দুনিয়া-আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ সম্ভব কীভাবে?
ক. ইবাদত করার মাধ্যমে
খ. সাধারণ জীবনযাপনের মাধ্যমে
গ. অর্থ উপার্জনের মাধ্যমে
শ. ইসলামের বিধিবিধান মানার মাধ্যমে
৩২. ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?
শ. ইসলামের বিধিবিধান মেনে চললে দুনিয়া ও আখিরাতে মানুষ পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে
খ. ইসলাম শান্তি প্রতিষ্ঠার কথা বলে
গ. ইসলাম শান্তির পথে সহায়ক
ঘ. ইসলাম অশান্তি নিরসনের কথা বলে
৩৩. ইসলাম কাদের জন্য?
ক. মুসলিমদের জন্য
খ. মুমিনের জন্য
শ. সকল মানুষের জন্য
ঘ. আরব জাতির জন্য
৩৪. ইসলামের নামকরণ তার প্রবর্তক প্রচারক ও জাতির নামানুসারে করা হয় নি কেন?
শ. সার্বজনীন ধর্ম বলে
খ. ব্যক্তি প্রভাবমুক্ত রাখতে
গ. কোনো জাতির প্রভাবমুক্ত রাখতে
ঘ. প্রচারকগণ চান নি বলে
৩৫. ইসলাম কার আনুগত্যের কথা বলে?
ক. কুরআনের
খ. হাদিসের
শ. আল্লাহর
ঘ. ইসলামের
৩৬. শান্তির পথে জীবন পরিচালনার পথ কী?
ক. ইবাদত
শ. ইসলাম
গ. আল্লাহ
ঘ. সৎকর্ম
৩৭. ইসলাম সম্পর্কে জ্ঞানলাভ হচ্ছে-
ক. সৃষ্টি রহস্যের জ্ঞান
খ. অর্থনৈতিক জ্ঞান
শ. ইসলাম শিক্ষা
ঘ. পারলৌকিক
৩৮. ইসলাম শিক্ষা কী?
ক. সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান
শ. ইসলাম সম্পর্কে জ্ঞান
গ. ইমান সম্পর্কে জ্ঞান
ঘ. আখিরাত সম্পর্কিত জ্ঞান
৩৯. ইসলাম শিক্ষা প্রয়োজন কেন?
ক. স্রষ্টাকে চিনতে
খ. মুহাম্মদ (স.)-এক জানতে
শ. ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে
ঘ. জীবনে সফল হতে
৪০. ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রধান মাধ্যম কী?
ক. ধর্মীয় শিক্ষা
খ. জ্ঞান অনুসন্ধান
শ. ইসলাম শিক্ষা
ঘ. সামাজিক শিক্ষা
৪১. কীভাবে আমরা আল্লাহর ইবাদত ও আনুগত্য শিখতে পারি?
ক. ধর্মতত্ত্ব থেকে
খ. সমাজবিজ্ঞান থেকে
শ. ইসলাম শিক্ষার মাধ্যমে
ঘ. আকাইদ শিক্ষার মাধ্যমে
৪২. সততা, ন্যায়পরায়ণতা কিসের শিক্ষা?
ক. আসমানি কিতাবের
খ. ধর্মীয় নেতার
শ. ইসলামের
ঘ. ইমানের
৪৩. কোন শিক্ষা পরকালীন জীবনে জানড়বাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় শিক্ষা দেয়?
ক. ইমান শিক্ষা
খ. আধ্যাত্মিকতা শিক্ষা
গ. পারলৌকিক শিক্ষা
শ. ইসলাম শিক্ষা
৪৪. খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রবান হওয়া যায়-
ক. ইমান আনয়ন করে
শ. ইসলাম পালন করে
গ. ইবাদত করে
ঘ. কুরআন অধ্যয়ন করে
৪৫. দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিকনির্দেশনা দেয়-
ক. পৌরনীতি শিক্ষা
খ. আখিরাত ভাবনা
গ. রিসালাত
শ. ইসলাম
৪৬. ইমান অর্থ কী?
ক. অনুধাবন করা
খ. অবিশ্বাস করা
শ. স্বীকার করা
ঘ. ধাবিত হওয়া
৪৭. আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস করা কী?
ক. ইসলাম
শ. ইমান
গ. আমল
ঘ. আকিদা
৪৮. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কী বলা হয়? (অনু-১)
শ. ইমান
খ. ইসলাম
গ. ইহসান
ঘ. ইনসাফ
৪৯. ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুসারে আমল করাকে বলে-
ক. আকাইদ
খ. আখলাক
শ. ইমান
ঘ. আনুগত্য
৫০. যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয়-
ক. মুফতি
খ. মুহসিন
গ. মুসলিম
শ. মুমিন
৫১. মহান আল্লাহর যাবতীয় আদেশ-নিষেধ বিনাদ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তাঁর প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নাম-
ক. আকিদা
শ. ইমান
গ. বিশ্বাস
ঘ. তাকদির
৫২. ইমানহীন ইসলাম-
ক. মূল্যবান
শ. মূল্যহীন
গ. গ্রহণযোগ্য
ঘ. কাম্য
৫৩. দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে-
ক. তাকদিরের
খ. ইমান ও ইবাদত
গ. ইবাদত ও ইসলাম
শ. ইমান ও ইসলাম
৫৪. ইমান ও ইসলামে স্বীয় জীবনে বাস্তবায়ন করে সফল হওয়া যাবে
ক. সমাজে ও রাজনীতিতে
খ. ব্যবসায় বাণিজ্যে
শ. দুনিয়া-আখিরাতে
ঘ. ধর্মীয়-রাষ্ট্রীয় জীবনে
৫৫. দুনিয়া ও আখিরাতে সফল হতে ইমান ও ইসলামের বাস্তবায়ন করতে হবে-
ক. সকলের জীবনে
শ. স্বীয় জীবনে
গ. সামাজিক জীবনে
ঘ. সমগ্র পৃথিবীতে
৫৬. কিতাব কাদের নিকট অবতীর্ণ হয়েছে?
ক. নবিদের নিকট
খ. নবি-রাসুলদের নিকট
গ. মানুষের নিকট
শ. রাসুলদের নিকট
৫৭. আসমানি কিতাবের সংখ্যা মোট কত খানা?
শ. ১০৪ খানা
খ. ১০৫ খানা
গ. ১০৭ খানা
ঘ. ১০৮ খানা
৫৮. কারা মানুষকে আল্লাহর নির্দেশিত পথে ডাকতেন?
ক. নবিগণ
খ. রাসুলগণ
শ. নবি-রাসুলগণ
ঘ. খলিফাগণ
৫৯. পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ পাক যুগে যুগে কাদের পাঠিয়েছেন?
শ. নবি-রাসুল
খ. রাষ্ট্রপ্রধান
গ. অলী-আউলিয়া
ঘ. পীর-মুর্শিদ
৬০. যে সকল নবিগণের নিকট কিতাব বা সহিফা নাযিল হয়েছে তাদেরকে কী বলে?
ক. নবি
খ. কামেল ব্যক্তি
শ. রাসুল
ঘ. পীর-মুর্শিদ
৬১. আখিরাত কাকে বলে?
ক. কিয়ামতের পরবর্তী সময়কে
খ. কবরের দিবসকে
গ. হাশরের পরবর্তী সময়কে
শ. মৃত্যুর পরবর্তী জীবনকে
৬২. আখিরাতের জীবন শুরু হয় কখন থেকে?
ক. কিয়ামতের পর থেকে
শ. মৃত্যুর পর থেকে
গ. কবরে দাফন করার পর থেকে
ঘ. হাশরের দিন থেকে
৬৩. তাকদির শব্দের অর্থ কী?
ক. নির্ধারিত
খ. নিয়ন্ত্রিত
গ. পরিণতি
শ. নির্ধারিত পরিমাণ
৬৪. তাকদিরের নিয়ন্ত্রক কে?
ক. মানুষ
শ. আল্লাহ
গ. ফেরেশতা
ঘ. কর্ম
৬৫. মানবজীবন কয় ভাগে বিভক্ত?
শ. ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
৬৬. মৃত্যুর পর মানুষকে কী করা হবে?
শ. জীবিত করা হবে
খ. বিচার করা হতে
গ. জান্নাতে পাঠানো হবে
ঘ. জাহান্নামে পাঠানো হবে
৬৭. মানুষের বিচার করা হবে কোন দিন?
ক. আখিরাতে দিন
শ. হাশরের দিন
গ. পুলসিরাতের দিন
ঘ. মিযানের দিন
৬৮. মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখা যায় কীভাবে?
শ. উত্তম গুণাবলিও আদর্শ অনুশীলন করে
খ. অর্থনৈতিকভাবে উন্নত হয়ে
গ. সামাজিক সম্পর্ক বৃদ্ধি করে
ঘ. রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে
৬৯. ইমান কিসের বিকাশ সাধন করে?
ক. সভ্যতার
খ. সংস্কৃতির
শ. মানবিকতার
ঘ. জাতিসত্তার
৭০. কালিমা মানুষকে কী করে?
ক. অহংকারী
শ. আত্মমর্যাদাশীল
গ. সৃজনশীল
ঘ. সাহসী
৭১. ইমান কিসের থেকে বিরত রাখে?
ক. রাজনৈতিক কার্যকলাপ
শ. অশ্লীল কার্যকলাপ
গ. সামাজিক কার্যকলাপ
ঘ. শালীন কার্যকলাপ
৭২. দায়িত্বশীলতা জাগ্রত করে-
শ. ইমান
খ. পদমর্যাদা
গ. রিসালাত
ঘ. নিফাক
৭৩. মুমিন কিসের ব্যাপারে সতর্ক থাকে?
ক. কাজ
খ. অর্থ উপার্জন
গ. নৈতিকতা
শ. জবাবদিহিতা
৭৪. আল্লাহর একত্ববাদে বিশ্বাসের নাম কী?
শ. তাওহিদ
খ. তামজীদ
গ. তাশদীদ
ঘ. ইমান
৭৫. ‘তাওহিদ’ শব্দের অর্থ কী?
ক. আনুগত্য
খ. আত্মসমর্পণ
শ. একত্ববাদ
ঘ. বিশ্বাস
৭৬. “কোনো কিছুই তার সদৃশ নয়।” আয়াতটি কোন সূরার অন্তর্গত?
ক. আন্-নিসা
খ. সূরা আম্বিয়া
শ. সূরা শুরা
ঘ. সূরা মায়িদা
৭৭. ইসলামে বিশ্বাসের মূলভিত্তি কী?
ক. বিশ্বাস
খ. রিসালাত
গ. নবুয়ত
শ. তাওহিদ বা একত্ববাদে বিশ্বাস
৭৮. সকল নবি-রাসুল কিসের দাওয়াত দিয়েছে?
ক. রিসালাতের
শ. তাওহিদের
গ. আখিরাতের
ঘ. সালাতের
৭৯. তাওহিদ প্রচারের সংগ্রামে কোন নবি অগিড়বকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন?
ক. হযরত আইয়ুব (আ.)
খ. হযরত মুসা (আ.)
গ. হযরত নুহ (আ.)
শ. হযরত ইবরাহিম (আ.)
৮০. তাওহিদে বিশ্বাস মানুষকে কিসের মর্যাদায় উন্নীত করে?
ক. তাওহিদে
শ. আশরাফুল মাখলুকাতের
গ. সমাজপতির
ঘ. ফেরেশতার
৮১. তাওহিদে বিশ্বাস কী চেতনা জাগ্রত করে?
শ. ঐক্য
খ. সামগ্রিকতা
গ. সার্বজনীনতা
ঘ. জাতীয়তা
৮২. তাওহিদে বিশ্বাসের ফলে কী সৃষ্টি হয়?
ক. আত্মপ্রবঞ্চনা
খ. ইমানী চেতনা
শ. উদার দৃষ্টিভঙ্গি
ঘ. আত্মপ্রবঞ্চনা ও নিষ্ঠুরতা
৮৩. তাওহিদে বিশ্বাসী মানুষ কিসের প্রতি অনুপ্রাণিত হন?
ক. ব্যবসায় বাণিজ্য
খ. জিহাদ
গ. রাত্রি জাগরণ
শ. সৎকর্ম
৮৪. তাওহিদে বিশ্বাস জীবনের কোন ক্ষেত্রে মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে?
ক. রাজনৈতিক
খ. ধর্মীয়
গ. সামাজিক
শ. সকল ক্ষেত্রে
৮৭. অনাদি অনন্ত কার বৈশিষ্ট্য?
ক. সৃষ্টিজগতের
শ. আল্লাহর
গ. জান্নাত-জাহান্নামের
ঘ. সত্য-মিথ্যার
৮৮. “তিনিই প্রথম, তিনিই শেষ” আয়াতে কার কথা বলা হয়েছে?
ক. আদমের (আ.)
খ. হযরত মুহাম্মদের (স.)
গ. ফেরেশতার
শ. আল্লাহর
৮৯. “তিনিই প্র ম তিনিই শেষ।” আয়াতটি কোন সূরার অংশ?
ক. র্আ-রাহমান
খ. মুল্ক
শ. হাদিদ
ঘ. বাকারা
৯০. জাব্বার শব্দের অর্থ কী?
শ. প্রবল
খ. অতি ক্ষমাশীল
গ. মহারক্ষক
ঘ. সর্বদ্রষ্টা
৯১. রাহিম, জাব্বার, গাফফার এগুলো আল্লাহর
ক. সত্তাবাচক নাম
শ. গুণবাচক নাম
গ. বৈশিষ্ট্য
ঘ. কোনোটিই নয়
৯২. ‘কুফর’ শব্দের অর্থ কী?
ক. অংশীদারিত্ব
খ. শান্তি
শ. অস্বীকার করা
ঘ. বিশ্বাস
৯৩. দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অবিশ্বাস করা কী?
ক. শিরক
শ. কুফর
গ. কাফির
ঘ. মুশরিক
৯৪. ইমানের বিপরীত কী?
ক. শিরক
শ. কুফর
গ. তাওহিদ
ঘ. নিফাক
৯৫. যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত থাকে, তাকে কী বলে?
শ. কাফির
খ. ফাসিক
গ. মুনাফিক
ঘ. মুশরিক
৯৬. আল্লাহর অস্তিত্বে অবিশ্বাস করাকে কী বলে?
ক. শিরক
শ. কুফর
গ. ফিসক
ঘ. কিযব
৯৭. ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে কুফরের চিহ্ন ধারণ করা কী কাজ?
ক. শিরকী
শ. কুফরি
গ. ফিসকী
ঘ. নিফাকী
৯৮. আল্লাহর গুণাবলি অস্বীকার করা কিসের অন্তর্ভুক্ত?
ক. তাওহিদ
খ. নিফাক
শ. কুফর
ঘ. শিরক
৯৯. তাকদির অস্বীকারকারী কী?
শ. কাফির
খ. মুশরিক
গ. মুমিন
ঘ. মুনাফিক
১০০. যাকাত অস্বীকারকারী কী?
ক. মুনাফিক
খ. মুশরিক
গ. ফাসিক
শ. কাফির
১০১. কাফির ব্যক্তি কী?
শ. অকৃতজ্ঞ
খ. অজ্ঞ
গ. কপট
ঘ. অসৎ
১০২. কুফরের সামাজিক প্রভাব কী?
শ. পাপাচার
খ. অশ্লীলতা
গ. হিংসা
ঘ. দুর্নীতি
১০৩. কোনটি জঘন্য জুলুম?
শ. কুফর
খ. শিরক
গ. নিফাক
ঘ. পৈতা পরা
১০৪. হতাশা কিসের পরিণতি?
ক. শিরকের
খ. নিফাকের
শ. কুফরের
ঘ. মিথ্যার
১০৫. তুমি কাফিরের অন্তর্ভুক্ত হতে চাও না। তোমার কী করা উচিত?
শ. সত্যকে গোপন করবে না
খ. গিবত করবে না
গ. কাউকে অবিশ্বাস করবে না
ঘ. মিথ্যা কথা বলবে না
...............................................................................................................................................................
0 মন্তব্যসমূহ