Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Header Ads

জানা অজানা বিশ্বের কিছু অবাক করা তথ্য।


বিশ্বের জানা অজানা অবাক করা অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি আবার অনেকের অনেক তথ্য অজানা রয়ে গেছে। নিচে বিশ্বের জানা অজানা কিছু তথ্য দেওয়া হল। জানা অজানা তথ্য গুলো ভালোকরে পড়ুন অনেক অবাক করা তথ্য জানতে পারবেন।


জানা অজানা বিশ্বের কিছু অবাক করা তথ্য।

✬ অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।

✬ প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।

✬ এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।

✬ একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।

✬ এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

✬ মানুষের দেহ গঠন করা পরমানুতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা হয়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে।

✬ এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ।

✬ গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।

✬ আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা স্ত্রীকে ফোন করেন নাই কারণ তারা দুই জনেই বধির ছিলেন।

✬ একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানী থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।

✬ সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।

✬ মানুষের নিপল থাকে কেন? কারণ Y ক্রোমোজোম প্রবেশ করার আগ পর্যন্ত সবাই নারী থাকে ( X ক্রোমোজোম)।

✬ চাঁদের বুকে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে নাসা। এর গতি আমাদের বাসার ইন্টারনেট গতি থেকেও বেশি, ১৯ এমবি/সেকেন্ড।

✬ ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।

✬ চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।

✬ জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।

✬ মাছেরও কাশি হয়।

✬ডিমের খোসার সাথে যেনো কুসুম না লেগে যায় তাই মুরগী দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।

✬ গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।

✬ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।

✬ অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে।

✬ মানুষের মস্তিষ্ক যদি কম্পিউটার হত, তাহলে এটি প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন কমান্ডের সমাধান দিতে পারতো। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালি সুপারকম্পিউটার ব্লুজিন এর মাত্র ০.০০২ শতাংশ কাজ করতে পারে।

✬ তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।

✬ মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।

✬ শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।

✬ পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।

✬ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।

✬ পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।

✬ পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

✬ পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।

✬ আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।

✬ এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।

✬ আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে Colorfull শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে i love you বলছেন।

✬ মশা দূর করার ওষুধ আসলে মশা দূর করে না। এটি মশার সেন্সর অকার্যকর করে দেয়। ফলে আপনার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় মশা।

✬ পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।

✬ চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।

✬ পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে।

✬ মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত।

✬ মৌমাছির চোখ পাঁচটি।

✬ মহাশূন্যে এমন এক পানির আধার ভাসমান অবস্থায় আছে যা সূর্যের তুলনায় ১ লাখ গুন বড় এবং সেখানে আছে পৃথিবীর সব মহাসাগরে থাকা পানির তুলনায় ১৪০ ট্রিলিয়ন গুন বেশি পানি।

✬ ইউরেনাস এবং নেপচুনে ডায়মন্ড বৃষ্টি হয়।

✬ মশার দাঁত ৪৭ টি।

✬ রাশিয়ার আকাশ প্লুটোর থেকেও বড়।

✬ যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন আপনার ওজন সবচেয়ে কম।

✬ শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।

✬ হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।

✬ বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।

✬ গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো।

✬ তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সার্লিম্যান, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, এবং রাজা দাউস।

✬ এশিয়ার একমাত্র খিষ্টান দেশ ফিলিপাইন।

✬ মানুষের আঙ্গুলের ছাপ যেমন অনন্য, তেমনি কুকুরের নাকও। নাক দিয়ে কুকুর শনাক্ত করা সম্ভব।

✬ হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।

✬ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া যে কিনা নিজের ওজনের চেয়েও ৯গুন বেশি ওজেনের বস্তু বহন করতে পারে।

✬ আলকেমিরা পরশ পাথর দিয়ে স্বর্ন তৈরির ব্যার্থ প্রয়াস চালায়। মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটনও এর পিছনে অনেক সময় ব্যয় করে।

✬ প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।

✬ একজন ব্যক্তি গড়ে প্রতিদিন এক গ্যালনের এক চতুর্থাংশ শ্লেষ্মা গিলে ফেলে।

✬ আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।

✬ একজন পুরুষের কণ্ঠস্বর অন্য পুরুষের মস্তিষ্কের সেই অংশ দিয়েই প্রসেস করা হয় যেখানে মূলত বিভিন্ন শব্দ যেমন, গাড়ির হর্ন, যন্ত্রের শব্দ প্রসেস করা হয়। কিন্তু নারীর কণ্ঠস্বর প্রসেস করা হয় মস্তিষ্কের অন্য অংশ দিয়ে যা সাধারণত গান বা সুরেলা শব্দ নিয়ে কাজ করে।

✬ প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তুপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাসের সমান।

✬ প্রতি ৭ বছরে মানুষের শরীরের বিভিন্ন অংশ একবার করে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ ৭ বছর আগে আপনি যা ছিলেন, ৭ বছর পর আপনি আর সেরকম নেই।

✬ Google এর সার্চ বক্সে Google উল্টো করে লিখলে (Elgoog) এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো।

✬ ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।

✬ প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।

✬ আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন।

✬ আপনি যে পানি পান করছেন, তার একটি অংশ এর আগে কেউ পান করেছিল। হয়তোবা কয়েকবারও।

✬ পিক্সেল হিসাবে মানুষের চোখের পিক্সেল ৫৭৬ পিক্সেল।

✬ ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ, কিন্তু বেশীরভাগ ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনও অনুভব করতে পারেনা।

✬ আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।

..............................................................................................................................................


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ