বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
✬ যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা হলো — ১০৫ ডেসিবেল।
✬ International System of Unite কে সংক্ষেপে বলে — S.I পদ্ধতি।
✬ পানির তাপমাত্রা ০° থেকে ৪°এ উন্নীত হলে পানির ঘনত্ব — বাড়বে।
✬ একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা — অপরিবর্তিত থাকবে।
✬ একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে — সমান বা একই হয়।
✬ Electric bill is calculated in — kilowatt hour.
✬ মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারন — মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।
✬ “To every action there is an equal and opposite reaction” The theory has given by- — Newton.
✬ হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় — ১৯৮৬ সালে।
✬ তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে বলে — পাতন।
✬ কোন ধাতু পানিতে বাসে — cu
✬ জিংক সালফেটের সংকেত — Znso4
✬ অ্যালুমেনিয়ামের যোজনী — ৪(চার)
আরো পড়ুন…. বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
✬ অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে — তরল কার্বন ডাইঅক্সাইড।
✬ শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ — শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।
✬ ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় — ইলেট্রন।
✬ কচু খেলে গলা চুলকায় কারন কচুতে থাকে — ক্যালসিয়াম অক্সালেট।
✬ ফরমালিন হলো ফরমালডিহাইডের — ৪০% জলীয় দ্রবণ।
✬ হীরক উজ্জ্বল দেখায় কারন — আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
✬ পানি জমলে আয়তন — বাড়ে।
✬ N.I.P এর পূর্নরূপ — Normal Temperature & Pressure.
✬ পরম শূন্য তাপমাত্রা সমান — ২৭৩° সেন্টিগ্রেড।
✬ সি এন জি গাড়ী চলে — অটো চক্রে।
✬ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠাতে হয় — ফিকুসেনসী মডুলেশন করে।
✬ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারন — বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে।
✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
✬ প্লাস্টার অব প্যারিস বলা হয় — দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট।
✬ উড পেন্সিলের “সীস” হলো — গ্রাফাইট, 2B, 4B, 6B পেন্সিলের শীষেও গ্রাফাইট থাকে।
✬ শুষ্ক বরফ বলা হয় — হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে, ব্যবহৃত হয় স্টেজে ধোয়া সৃষ্টিতে।
✬ এসিড বৃষ্টির জন্য দায়ী — সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড।
✬ ফ্রেয়ন কার ট্রেড নাম — CFC (রেফ্রিজারেটরে থাকে), ক্লোরোফ্লুরো কার্বন।
✬ কাপড় কাচার সোডা কোনটি — Na2CO3
✬ নোবল গ্যাস নয় — ওজন।
✬ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় — দুধকে।
✬ প্রানীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় — মিথেন।
✬ রেস্টিফাইড স্পিরিট হলো — ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি।
✬ গ্যালভানাইজেশন হলো লোহার উপর — দস্তার প্রলেপ।
✬ CNG এর পূর্নরূপ — Compressed Natural Gas.
✬ PCR এর পূর্নরূপ — Polymerase Chain Reaction.
✬ C6H14 এর আইসোমার এর সংখ্যা — ৬ টি।
✬ দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে — হেপারিন।
✬ তরল ধাতু — পারদ।
✬ ভিনেগার — ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ।
✬ মানুষের বুদ্ধির বিকাশ সাধন হয় — ২৪ বছরে।
✬ যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং — সাদা।
✬ যেসব উক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে — আইসোটোপ।
✬ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে — আইসোটোন।
✬ প্রোটিন তৈরিতে ব্যবহার হয় — অ্যামাইনো এসিড।
✬ নিউমোনিয়া রোগটি হয় — ফুসফুসে।
✬ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে — ক্রোমোজম।
✬ মানব দেহে বৃদ্ধির জন্য দরকার — আমিষ।
✬ মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হাওয়াকে বলে — স্ট্রোক।
✬ সুষম খাদ্যে প্রধানত তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত — ৪:১:১
✬ ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না — সালোসংশ্লেষণ।
✬ এন্টিবায়োটিক কাজ করে — জীবাণু ধ্বংসে।
✬ দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন — প্রোটিন।
✬ কোনটি দেহকোষ নয় — প্রোটিন।
✬ শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হলো — দেহের ভারসাম্য রক্ষা করা।
✬ হৃদরোগের প্রধান কারণ — ধুম পান।
✬ কোনটি মৌলও নয় আবার যৌগও নয় — শর্করা।
✬ বাতাসে অক্সিজেনের শতকরা হার কত — ২০.৭১%
✬ কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় — ভাইরাস।
✬ সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল — পেয়ারা।
✬ পৃথিবীতে সবচেয়ে বেশি কপি উৎপন্ন হয় — ব্রাজিলে।
✬ বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্ম জ্বালানি — রাজ কাঁকড়া।
✬ সর্বপ্রথম যে উফশী ধান চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো — ইরি-৮ (আট)।
✬ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল — চা।
✬ কৃষির রবি মৌসুম কোনটি — কার্তিক – ফাল্গুন।
✬ বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা — সার হিসেবে ব্যবহার করা হয়।
✬ ওজন স্তরের ফাটল ধরার জন্য মূখ্য দায়ী গ্যাস — ক্লোরোফ্লোরো কার্বন।
✬ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয় — সূর্যগ্রহন।
✬ প্রবল জোয়ারের কারন –এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে।
✬ পারমানবিক বোমার চাইতে শক্তিশালী হলো — হাইড্রোজেন বোমা।
✬ একটি এটমে কণিকার সংখ্যা — ৩ টি।
✬ যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন — গ্যালিলিও ১৬১০ সালে।
✬ Longest day — ২১ জুন।
✬ সূর্যের কয়টি গ্রহ — ৮ টি।
✬ গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।
✬ সি.এফ.সি বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতি করে — স্ট্রাটোস্ফেয়ার।
✬ সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত — এইচ 1 এন 1
✬ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ — কম থাকে।
আরো পড়ুন…. বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
✬ “মাশরুম” এক ধরনের — ফাঙ্গাস।
✬ ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারন — শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
✬ কোষের মস্তিষ্ক বলা হয় — নিউক্লিয়াসকে।
✬ ইস্ট কি — একটি ছত্রাক।
✬ মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত — ব্যাক্টোরিয়ায়।
✬ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের বলে — ব্যাকটেরিওফাজ।
✬ বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব — বেশী।
✬ মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস — শ্বসন।
✬ নবায়নযোগ্য জ্বালানি কোনটি — পরমাণু শক্তি।
✬ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় — চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়।
✬ সুনামির কারন হলো — সমুদ্রের তলদেশে ভূমিকম্প।
✬ হাড় ও দাঁতকে মজুত করে — ক্যালসিয়াম ও ফসফরাস।
✬ অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো — গ্লাইকোজেন।
✬ রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি — সেরিকালচার।
✬ কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে বলে — হার্টিকালচার (Horticulture)
✬ খর পানিতে উত্তম ফেনা দেয় — ডিটারজেন্ট।
✬ লেড অ্যাসিটেড যে রোগের ওষুধ — চর্মরোগ।
✬ “গো বসন্ত” রোগ যে ভাইরাসে আক্রান্ত হয় — ভ্যাক্সিনিয়া ভাইরাস।
✬ আলোর উৎপত্তির কারন — পরমাণুর ইলেকট্রন।
✬ সবচেয়ে সক্রিয় অধাতু — ফ্লোরিন (F)
✬ অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ — অপরিবাহী।
✬ বিদ্যুৎ বিলের হিসাব করা হয় — কিলোওয়াট ঘন্টা।
✬ পেটা লোহা হলো — নরম।
✬ আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে — ৯৫ – ৯৯%
✬ উষ্ণ ও শীতল স্রোতের মিলনে — কুয়াশা ও ঝড় হয়।
✬ সমুদ্র স্রোতের অন্যতম কারন — বায়ু প্রবাহের প্রভাব।
✬ গ্লোবাল ওয়ারর্মিং এর জন্য দায়ী — co2
✬ প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি — Co2
...............................................................................................................................................................
0 মন্তব্যসমূহ