পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩: পদ্মা সেতু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো সাধারণত সবধরনের পরিক্ষার মধ্যে এসে থাকে যেমন নিয়োগ পরিক্ষা বিসিএস পরীক্ষা, ইত্যাদি। তাহলে দেখেনিন পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান এবং মুখস্থ ও সম্ভব হলে করে নিতে পারেন।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ | Padma Bridge Related Questions Answer
১,পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি?
- পদ্মা বহুমুখী সেতু।
২, পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
৩, পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?
- চায়না মেজর ব্রিজ ইন্জিনিয়ারিং কন্সাট্রাকশন কোম্পানি লিমিটেড।
৪, পদ্মা সেতু নকশা করেন কোন প্রতিষ্ঠান?
- AECOM.
৫, পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়?
- ২৫ জুন ২০২২ ।
৫, পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত?
- ৬.১৫ কি,মি বা ২০,২০০ ফুট।
৬, পদ্মা সেতুর প্রস্ত কত?
- ১৮.১০ মি,(৫৯.৪ ফুট).
৭, পদ্মা সেতু প্রকল্প বাংলাদেশের কোন নদীর উপর নির্মাণাধীন?
- পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু প্রকল্প।
৮, পদ্মা সেতুর বাহক?
- যানবাহন ও ট্রেন /ক্রস , পদ্মা নদী।
৯, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে?
- ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
১০, পদ্মা সেতু রক্ষনাবেক্ষন করবে কে?
- বাংলাদেশ সেতু প্রকল্প।
১০, পদ্মা সেতুর সাথে সংযোগ স্থান গুলো কি?
- লৌহজং , মুন্সীগঞ্জ,এর সাথে শরীয়তপুর ও মাদারিপুর।
১১, পদ্মা সেতুর স্থানাঙ্ক কত?
- ২৩.৪৪৬০ডিগ্ৰী( উত্তর) ৯০.২৬২৩ডিগ্ৰী ( পূর্ব).
১২,পদ্মা সেতু নির্মাণ এর উপকরণ কি, কি?
- কংক্রিট ও স্টিল।
১৩, পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কি,মি,?
- ৩.১৮ কি,মি।
১৪, পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?
- ৮১ টি।
১৫, পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
- ৪১ টি।
১৬, সর্বপ্রথম স্প্যানটি কবে বসানো হয়?
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ ।
১৭, সর্বশেষ বা ৪১ তম স্প্যানটি কবে বসানো হয়?
- ১০ ডিসেম্বর ,২০২০ ( বিশ্ব মানবাধিকার দিবস)
১৮, ৪১ তম স্প্যানটি কত নং পিলার এর উপর বসানো হয়?
- ১২,ও ১৩ নং পিলার এর উপর।
১৯, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
- ১৫০ মিটার।
২০, প্রথম স্প্যানটি কত নং পিলার এর উপর বসানো হয়?
- ৩৭ ও ৩৮ নং পিলার এর উপর ।
২১ পদ্মা সেতুর ওয়েবসাইটের এড্রেস কি?
- www.padmabridge.gov.bd
২২, ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে মোট কতদিন?
- ৩ বছর ২ মাস ১০ দিন।
২৩, প্রতিটি স্প্যানের ওজন কত?
- ৩২০০ টন।
২৪, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
- ৬০ ফুট।
২৫, পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
- ৩৮৩ ফুট।
২৬,প্রতি পিলার এর জন্য পাইলিং কতটি ?
- ৬ টি।
২৭, পদ্মা সেতুতে মোট পাইলিং সংখ্যা কত?.
- ২৮৬ টি।
২৮, পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি?
- ৪২ টি।
২৯, পদ্মা সেতুতে কি কি সুবিধা থাকবে?
- গ্যাস,বিদুৎ,ও অপটিক্যাল লাইনসহ সকল ধরনের পরিবহন সুবিধা।
৩০, পদ্মা সেতু প্রকল্পের জনবল কতজন?
- প্রায় ৪ হাজার।
৩১, পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
- নিচতলায়।
৩২, পদ্মা সেতুর ফলে কতটি জেলার সাথে বাংলাদেশের যোগসূত্র স্থাপন হল?.
- দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৯ টি জেলা।
৩৩, পদ্মা নদীর নদী শাসনের কাজ পায় কোন প্রতিষ্ঠান?
- চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।
৩৫, পদ্মা সেতুর শেপ হবে কোন আকৃতির?
- ইংরেজি’ S’আকৃতির।
৩৬, পদ্মা সেতুর ব্যায় হচ্ছে কত টাকা?
- ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
৩৭, পদ্মা সেতুতে মানুষ এর মাথা লাগবে এই গুজটি কবে উঠে?
- জুলাই ২০১৯ ইং।
৩৮, পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস এর নাম কি?
- পদ্মা সেনানিবাস।
৩৯, পদ্মা সেতুর প্রয়োজনে কি পরিমান জমি অধিগ্রহণ করা হয়?
- ৯১৮ হেক্টর।
৪০, পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘ তম সেতু?
- ১১তম দীর্ঘ তম সেতু।
পদ্মা সেতু রচনা বর্তমানে সকল পরিক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান বা রচনা এসে থাকে তাই পদ্মা সেতু সম্পর্কে রচনা পড়ে আসুন: পদ্মা সেতু রচনা
৪১, পদ্মা সেতু চুক্তি স্বাক্ষর এর তারিখ কত?
- ১৭ জুন যে,২০১৪।
৪২, পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত?
- ৯.
৪৩, মূল সেতু সহ শুরু থেকে শেষ পর্যন্ত সেতুর দৈর্ঘ্য কত?
- ৯ কি।মি( মূল সেতু ৬.১৫ কি,মি)
৪৪, পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছেন কারা?
- কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
৪৫, পদ্মা সেতুর আয়ুস্কাল ধরা হয়েছে কত বছর?
- ১০০ বছর।
৪৬, সেতুটি নির্মিত হলে মোট জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে?
- ১.২৩ শতাংশ।
৪৭, পদ্মা সেতুর স্প্যান বহনকারী জাহাজ এর নাম?
- ‘ তিয়ান ই’।
৪৮, তিয়ান ই’ এর ধারন ক্ষমতা কত?
- ৩,৬০০ টন।
৪৯, টোল আদায় করে ব্যায় উঠাতে কত বছর সময় লাগবে?
- ৩৫ বছর।
৫০, পদ্মা সেতু কোন মন্ত্রনালয়ের অধীনে?
- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
৫১, পদ্মা সেতুর পরিচালক কে?
- মোঃ শফিকুল ইসলাম।
৫২, পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?
- তিনটি জেলা নিয়ে । মুন্সীগঞ্জ, শরীয়তপুর,ও মাদারিপুর।
৫৩, পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় যে দিবসে?
- বিশ্ব মানবাধিকার দিবসে।
৫৪, পদ্মা সেতুর ধরন কি রকম?
- পদ্মা সেতু দ্ধিতলবিশিষ্ট।
৫৫, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার?
- পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
৫৬, পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে কত হাজার মানুষ?
- পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে প্রায় চার হাজার মানুষ।
৫৭, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা?
- ৬০ ফুট।
৫৮, পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে?
- এই সেতু দেশের আর্থিক প্রবৃদ্ধি বাড়বে ১.২ শতাংশ,,প্রতিবছর ০.৮৪ শতাংশ হারে দারিদ্র্য। বিমোচন হবে।
৫৯, পদ্মা সেতু নিচ দিয়ে নৌযান চলাচল এর জন্য কতটুকু জায়গা ?
- ১৮ মিটার।
৬০, পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?
- ৪ লেনের।
সবশেষ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান একথাই বলতে চাই জীবনে এগিয়ে যেতে হলে জীবন চলার পথে যাই পাব তাই জানব তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমার এই পোস্ট টি চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি মাধ্যম প্লিজ মন দিয়ে পড়লে ইনশাআল্লাহ জয়ী হব। বেশি বেশি শেয়ার করবেন। নিজেকে জানতে অন্যকে জানাতে সাহায্য করবেন।
যেকোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য
0 মন্তব্যসমূহ